International Day of Families
আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of Families)
আজ ১৫ ই মে (15 May), আন্তর্জাতিক পরিবার দিবস (International Day of Families)। প্রতি বছর ১৫ ই মে তারিখটি আন্তর্জাতিক পরিবার দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৮৩ সালে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)-এর সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রসংঘের সামাজিক উন্নয়ন কমিশন (CSocD) উন্নয়ন প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা সম্পর্কিত প্রস্তাব পেশ করে। ১৯৮৯ সালের ৯ ই ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১৯৯৪ সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ (International Year of the Family) হিসাবে ঘোষণা করে। ১৯৯৩ সালের ২০ শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১৫ ই মে তারিখটি আন্তর্জাতিক পরিবার দিবস হিসাবে ঘোষণা করে। ১৯৯৪ সালের ১৫ ই মে প্রথমবার আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয়। উল্লেখ্য, পরিবার (Family) হল সমাজের ক্ষুদ্রতম মৌলিক প্রতিষ্ঠান। পরিবার সমাজ কাঠামোর মৌলিক অঙ্গ সংগঠন। পরিবার এক সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। আন্তর্জাতিক পরিবার দিবস পালনের উদ্দেশ্য হল : পারিবারিক সমস্যা ও সমাজে পরিবারের গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবারগুলিকে প্রভাবিতকারী সামাজিক, অর্থনৈতিক ও জনমিতিক কারণগুলি অনুসন্ধান করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক পরিবার দিবসের থিম হল : ‘Family-Oriented Policies for Sustainable Development : Towards the Second World Summit for Social Development’।
অধ্যাপক পেজ ও ম্যাকাইভার (Page & MacIver) তাঁদের ‘Society: An Introductory Analysis’ শীর্ষক গ্রন্থে পরিবারের সংজ্ঞা হিসাবে বলেছেন — ‘পরিবার হল এমন একটি গোষ্ঠী, যার মধ্যে সুনির্দিষ্ট যৌন সম্পর্ক বর্তমান থাকে এবং সন্তান উৎপাদন ও প্রতিপালনের কাজে যা সুনির্দিষ্ট ও স্থায়ীভাবে নিযুক্ত থাকে’। অধ্যাপক জিসবার্ট (Gisbert) তাঁর ‘Fundamental of Sociology’ শীর্ষক গ্রন্থে পরিবারের সংজ্ঞা হিসাবে বলেছেন — পরিবার হল এক একক, যার সদস্যরা একই আবাসে একত্রে বসবাস করে। এর মাধ্যমেই স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক একটি নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট রূপ লাভ করেছে এবং এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও যে সমস্ত সম্পর্কের মধ্যে পুরুষানুক্রম অনুসারে বৈবাহিক সম্পর্ক স্বীকৃত তা নির্ধারিত হয়’। অধ্যাপক অগবার্ন ও নিমকফ (Ogburn & Nimkoff) তাঁদের ‘A Handbook of Sociology’ শীর্ষক গ্রন্থে পরিবারের সংজ্ঞা হিসাবে বলেছেন — ‘পরিবার হল মোটামুটি স্থায়ীভাবে একত্রে বসবাসকারী স্বামী-স্ত্রী বা নরনারী। এদের সন্তান থাকতেও পারে, নাও থাকতে পারে। পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যৌন সম্পর্কযুক্ত নারী পুরুষ ও তাদের সন্তান-সন্ততী হল পরিবারের প্রধান অঙ্গ’। সমাজবিজ্ঞানী উইঞ্চ (Winch) তাঁর ‘The Modern Family’ শীর্ষক গ্রন্থে পরিবারের সংজ্ঞা হিসাবে বলেছেন — ‘পরিবার হল দুই বা ততোধিক ব্যক্তির একটি গোষ্ঠী, যা গঠিত হয়েছে বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক বা দত্তক গ্রহণের ফলে সৃষ্ট সম্পর্কের ভিত্তিতে, যারা নির্দিষ্ট একটি বাসস্থান গড়ে তুলেছে, যারা পারিবারিক কাজকর্মে পরস্পরের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া করে এবং যারা এক অভিন্ন সংস্কৃতি সৃষ্টি ও সংরক্ষণ করে’। অধ্যাপক ডেভিস (Davis) তাঁর ‘Human Society’ শীর্ষক গ্রন্থে পরিবারের সংজ্ঞা হিসাবে বলেছেন — ‘পরিবার হল পরস্পরের মধ্যে রক্তের সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা ব্যক্তিবর্গের একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরা হল পরস্পরের আত্মীয়’।
পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি হল — (১) পরিবার হল মানুষের সামাজিক জীবনের এক বিশ্বজনীন রূপ। (২) কোনো পরিবারের সদস্যদের মধ্যে নিবিড় ও আবেগপূর্ণ পারস্পরিক সম্পর্ক দেখা যায়। (৩) কোনো মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে পরিবার সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (৪) মানুষের সামাজিক কাঠামোতে পরিবার হল ক্ষুদ্রতম প্রাথমিক গোষ্ঠী। (৫) সামাজিক অনুশাসন, রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ প্রণয়নে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে পরিবারের বিভিন্ন শ্রেণীবিভাগ করা হয়। ক্ষমতা ও কর্তৃত্ব অনুসারে পরিবার ২ প্রকার — পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার। বিবাহোত্তর বাসস্থান অনুসারে পরিবার ২ প্রকার — নয়াবাস ও মাতুলাবাস পরিবার। বংশানুক্রম অনুসারে পরিবার ২ প্রকার — পিতৃবংশানুক্রমিক ও মাতৃবংশানুক্রমিক পরিবার। আকার অনুসারে পরিবার ৩ প্রকার — একক, যৌথ ও বর্ধিত পরিবার। যৌন সম্পর্কের স্বীকৃত পরিধি অনুসারে পরিবার ২ প্রকার — একগামী ও বহুগামী পরিবার। মানব সমাজে পরিবার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে। পরিবারের গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলি হল — সন্তান প্রজনন ও প্রতিপালন, শিশুর সামাজিকীকরণ, মৌলিক মানবিক চাহিদার ব্যবস্থাকরণ, মানসিক বাসনার পরিতৃপ্তি সাধন, বিষয়সম্পত্তির উত্তরাধিকার ও সামাজিক স্তরবিন্যাস নির্ধারণ প্রভৃতি।
(International Day of Families)
Pingback: International Museum Day - ভূগোলিকা-Bhugolika