Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

সেপ্টেম্বর

World Rhino Day

বিশ্ব গন্ডার দিবস (World Rhino Day)

World Rhino Day

আজ ২২ শে সেপ্টেম্বর (22 September), বিশ্ব গন্ডার দিবস (World Rhino Day)। প্রতি বছর ২২ শে সেপ্টেম্বর তারিখটি বিশ্ব গন্ডার দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড-দক্ষিণ আফ্রিকা (World Wildlife Fund-South Africa) ২২ শে সেপ্টেম্বর তারিখটি বিশ্ব গন্ডার দিবস হিসাবে ঘোষণা করে। ২০১০ সালের ২২ শে সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকাতে প্রথমবার বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। ২০১১ সাল থেকে আন্তর্জাতিক স্তরে বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। বিশ্ব গন্ডার দিবস পালনের উদ্দেশ্য হল : বিশ্বব্যাপী গন্ডারের পাঁচটি প্রজাতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং গন্ডার সংরক্ষণে বৈশ্বিক পদক্ষেপকে উৎসাহিত করা।

গন্ডার (Rhino / Rhinoceros) হল স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্গত রাইনোসেরোটিডি (Rhinocerotidae) পরিবারের অন্তর্গত এক প্রাণী, যার বর্তমানে ৫ টি প্রজাতি রয়েছে — সাদা গন্ডার (White Rhino / Square-lipped Rhinoceros), কালো গন্ডার (Black Rhino / Hooked-lipped Rhinoceros), সুমাত্রান গন্ডার (Sumatran Rhino / Hairy Rhinoceros / Asian Two-horned Rhinoceros), ভারতীয় গন্ডার (Indian Rhino / Greater One-horned Rhinoceros / Great Indian Rhinoceros), জাভান গন্ডার (Javan Rhino / Sunda Rhino / Lesser One-horned Rhinoceros)। উল্লেখ্য, সবচেয়ে বড়ো গন্ডার প্রজাতি হল সাদা গন্ডার (বৈজ্ঞানিক নাম : Ceratotherium simum)। সাদা গন্ডার হল সবচেয়ে সামাজিক গন্ডার প্রজাতি, যা দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বৎসোয়ানা, জিম্বাবোয়ে, কেনিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। কালো গন্ডার (বৈজ্ঞানিক নাম : Diceros bicornis) নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, তানজানিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। সুমাত্রান গন্ডার (বৈজ্ঞানিক নাম : Dicerorhinus sumatrensis) হল সবচেয়ে ছোটো গন্ডার প্রজাতি, যা ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিওতে পাওয়া যায়। ভারতীয় গন্ডার (বৈজ্ঞানিক নাম : Rhinoceros unicornis) ভারত ও নেপালে পাওয়া যায়। জাভান গন্ডার (বৈজ্ঞানিক নাম : Rhinoceros sondaicus) ইন্দোনেশিয়ার জাভাতে পাওয়া যায়।

আসুন এক নজরে দেখে নিই, গন্ডার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
★ বর্তমানে যে প্রজাতির গন্ডারের সংখ্যা সর্বাধিক, তা হল সাদা গন্ডার। বর্তমানে বিশ্বে সাদা গন্ডারের সংখ্যা ১৫,৭৫২ টি (সূত্র : Save The Rhino International)।
★ বর্তমানে বিশ্বের যে দেশে সর্বাধিক সংখ্যক গন্ডার রয়েছে, তা হল দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দক্ষিণ আফ্রিকাতে মোট গন্ডারের সংখ্যা ১৬,০৫৬ টি (সূত্র : Save The Rhino International)।
১৯৮৭ সালে ভারতে গন্ডার সংরক্ষণের উদ্দেশ্যে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডার প্রকল্প (Project Rhino) -এর সূচনা হয় (সূত্র : Government of India)।
★ বর্তমানে (২০২৫) ভারতে গন্ডারের সংখ্যা ৪০১৪ টি। ভারতে সর্বাধিক সংখ্যক গন্ডার রয়েছে অসম রাজ্যে। ভারতে মোট গন্ডারের ৮৮% অসম রাজ্যে রয়েছে (সূত্র : Rhino Census, Government of India)।
★ ভারতের যে জাতীয় উদ্যানে সর্বাধিক সংখ্যক গন্ডার রয়েছে, তা হল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানে বিশ্বের মোট একশৃঙ্গ গন্ডারের ৭০% এবং ভারতের মোট একশৃঙ্গ গন্ডারের ৮০% রয়েছে (সূত্র : Rhino Census, Government of India)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : আন্তর্জাতিক শান্তি দিবস

One thought on “World Rhino Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!