Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

জুলাই

World Population Day

বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)

World Population Day

আজ ১১ ই জুলাই (11 July), বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day)। প্রতি বছর ১১ ই জুলাই তারিখটি বিশ্ব জনসংখ্যা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১১ ই জুলাই তারিখে বিশ্বের মোট জনসংখ্যা ৫ বিলিয়ন (অর্থাৎ ৫০০ কোটি) -তে পৌঁছেছিল। তাই, ওই দিনটি পাঁচ বিলিয়ন দিবস (Five Billion Day) নামে পরিচিত। ১৯৮৯ সালে রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) -এর পরিচালনা পরিষদ ১১ ই জুলাই তারিখটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে ঘোষণা করে। ১৯৯০ সালের ১১ ই জুলাই প্রথমবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। ১৯৯০ সালের ২১ শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ১১ ই জুলাই তারিখটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। বিশ্ব জনসংখ্যা দিবস প্রতিষ্ঠাতে বিশ্বব্যাঙ্কের জনমিতিবিদ ড. কে. সি. জাকারিয়া (Dr. K.C.Zachariah) -এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্ব জনসংখ্যা দিবস পালনের উদ্দেশ্য হল : পরিবার পরিকল্পনা (Family Planning), লিঙ্গ সাম্যতা (Gender Equality), দারিদ্রতা (Poverty), মানবাধিকার (Human Rights), মাতৃস্বাস্থ্য (Maternal Health) ইত্যাদি জনসংখ্যা-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হল : ‘Empowering Youth to Build the Families They Want’।

জনসংখ্যা (Population) হল কোনো নির্দিষ্ট এলাকাতে বসবাসকারী মোট মানুষের সংখ্যা। কোনো নির্দিষ্ট এলাকাতে প্রতি একক ক্ষেত্রফলে (প্রতি বর্গকিমি বা প্রতি বর্গমাইল) বসবাসকারী মানুষের সংখ্যাকে জনঘনত্ব (Population Density) বলে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট এলাকা (দেশ বা রাজ্য)-তে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ করা হয়, তাকে জনগণনা (Census) বলে। বিজ্ঞানের যে শাখাতে কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার গঠন, বন্টন, বৈশিষ্ট্য ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকে জনমিতি (Demography) বলে। জনমিতি বিষয়ের একজন বিশেষজ্ঞ জনমিতিবিদ (Demographer) রূপে পরিচিত।

বর্তমানে (১১ ই জুলাই, ২০২৫) বিশ্বের মোট জনসংখ্যা ৮২৩ কোটি (সূত্র : World Population Clock, Worldometer)। এশিয়া হল বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ। বর্তমানে (২০২৫) এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা ৪৮৪ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫৯%। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হল ভারত। বর্তমানে (২০২৫) ভারতের মোট জনসংখ্যা ১৪৬ কোটি (World Population Clock, Worldometer)। জনসংখ্যা বৃদ্ধি বর্তমান বিশ্বে এক গুরুত্বপূর্ণ সমস্যা। জনবৃদ্ধির কারণগুলি হল — উচ্চ জন্মহার, মৃত্যুহার হ্রাস, অল্প বয়সে বিবাহ, ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের অভাব ইত্যাদি। জনবৃদ্ধির ফলাফল হল — খাদ্য ও বাসস্থান সংকট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত চাপ, কর্মসংস্থানের সুযোগ হ্রাস ও বেকারত্ব বৃদ্ধি, পরিবেশ দূষণ, দারিদ্র্য ও অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি ইত্যাদি।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : বিশ্ব চকোলেট দিবস

One thought on “World Population Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!