Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

আগস্ট

World Mosquito Day

বিশ্ব মশা দিবস (World Mosquito Day)

World Mosquito Day

আজ ২০ শে আগস্ট (20 August), বিশ্ব মশা দিবস (World Mosquito Day)। প্রতি বছর ২০ শে আগস্ট তারিখটি বিশ্ব মশা দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ১৮৯৭ সালের ২০ শে আগস্ট ব্রিটিশ চিকিৎসক স্যার রোনাল্ড রস (Sir Ronald Ross) ব্রিটিশ শাসনাধীন ভারতের হায়দ্রাবাদের বেগমপেটের এক ল্যাবরেটরিতে স্ত্রী অ্যানোফিলিস (Anopheles) মশার অন্ত্রে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করেন। অর্থাৎ তিনি মানুষের দেহে ম্যালেরিয়া রোগের বাহক হিসাবে স্ত্রী অ্যানোফিলিস মশাকে চিহ্নিত করেন। পরবর্তী কালে, ১৯০২ সালে ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণা কর্মের জন্য স্যার রোনাল্ড রস চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার (Nobel Prize) লাভ করেন। তারই স্মরণে, লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (London School of Hygiene & Tropical Medicine) -এর উদ্যোগে ১৯৩০ সালের ২০ শে আগস্ট প্রথমবার বিশ্ব মশা দিবস পালিত হয়। বিশ্ব মশা দিবস পালনের উদ্দেশ্য হল : মশা বাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মশা বাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে প্রচারণা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব মশা দিবসের থিম হল : ‘Accelerating the Fight Against Malaria for A More Equitable World’।

মশা (Mosquito) হল আর্থ্রোপোডা (Arthropoda) পর্বের কীটপতঙ্গ (Insect) শ্রেণীর ডিপটেরা (Diptera) বর্গের কুলিসিডি (Culicidae) পরিবারের একপ্রকার ক্ষুদ্র মাছি প্রজাতির পতঙ্গ। সারা বিশ্বে ৩৬০০ প্রজাতির মশা রয়েছে। মশার জীবনচক্র ৪ টি পর্যায়ে বিভক্ত — ডিম, শূক, মুককীট ও পূর্ণাঙ্গ মশা। প্রজাতি ভেদে, ডিম থেকে পূর্ণাঙ্গ মশাতে পরিণত হতে ৫ থেকে ৩০ দিন সময় লাগে। একটি পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক মশার জীবনকাল ৭ থেকে ৩০ দিন। উল্লেখ্য, শুধুমাত্র স্ত্রী মশা-ই মানুষ সহ বিভিন্ন স্তন্যপায়ী ও মেরুদন্ডী প্রাণী রক্ত শোষণ করে। শুধুমাত্র বংশবিস্তারের জন্যই (ডিম বাঁচিয়ে রাখতে) স্ত্রী মশারা রক্ত শোষণ করে থাকে। রক্তের প্রোটিন, আয়রন ও অ্যামাইনো অ্যাসিড মশার দেহে ডিমের বিকাশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। একটি স্ত্রী মশা মানুষের শরীর থেকে এক বারে প্রায় ০.০০১ থেকে ০.০১ মিলিলিটার রক্ত শোষণ করতে পারে। শুধুমাত্র স্ত্রী মশা-ই রোগের জীবাণু বহন করে এবং স্ত্রী মশা-ই মানুষের দেহে মশা বাহিত রোগের কারণ।

মশা বাহিত কয়েকটি উল্লেখযোগ্য রোগ হল — ম্যালেরিয়া (Malaria), ডেঙ্গু (Dengue), চিকুনগুনিয়া (Chikungunya), গোদ (Filariasis), পীত জ্বর (Yellow Fever), জিকা জ্বর (Zica Fever) ইত্যাদি। ম্যালেরিয়া রোগের কারণ হল প্লাজমোডিয়াম (Plasmodium) প্রোটোজোয়া, যা স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে। ডেঙ্গু রোগের কারণ হল ডেঙ্গু ভাইরাস (Dengue Virus), যা স্ত্রী এডিস মশা দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে। চিকুনগুনিয়া রোগের কারণ হল চিকুনগুনিয়া ভাইরাস (Chikungunya Virus), যা স্ত্রী এডিস মশা দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে। গোদ রোগের কারণ হল নেমাটোড পরজীবী (গোলকৃমি), যা এডিস, কিউলেক্স, অ্যানোফিলিস ও ম্যানসোনিয়া প্রজাতির স্ত্রী মশা দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে। পীত জ্বর রোগের কারণ হল পীত জ্বর ভাইরাস (Yellow Fever Virus), যা স্ত্রী এডিস ও হেমাগোগাস মশা দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে। জিকা জ্বর রোগের কারণ হল জিকা ভাইরাস (Zica Virus), যা স্ত্রী এডিস মশা দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : অক্ষয় শক্তি দিবস

One thought on “World Mosquito Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!