World Cotton Day
বিশ্ব কার্পাস দিবস (World Cotton Day)
আজ ৭ ই অক্টোবর (7 October), বিশ্ব কার্পাস দিবস (World Cotton Day)। প্রতি বছর ৭ ই অক্টোবর তারিখটি বিশ্ব কার্পাস দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০০৩ সালে আফ্রিকার ৪ টি দেশ (বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালি) ‘কটন-ফোর‘ (Cotton-4) শীর্ষক সংস্থা গঠন করে। এই সংস্থার উদ্যোগে ২০১৯ সালের ৭ ই সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) প্রথমবার বিশ্ব কার্পাস দিবস পালন করে। ২০২১ সালের ৩০ শে আগস্ট রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ৭ ই সেপ্টেম্বর তারিখটি বিশ্ব কার্পাস দিবস রূপে গৃহীত হয়। ২০২১ সালের ৭ ই সেপ্টেম্বর প্রথমবার রাষ্ট্রসংঘ কর্তৃক বিশ্ব কার্পাস দিবস পালিত হয়। বিশ্ব কার্পাস দিবস পালনের উদ্দেশ্য হল : অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা, আন্তর্জাতিক বাণিজ্য ও দারিদ্র্য বিমোচনে কার্পাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব কার্পাস দিবসের থিম হল : ‘The Fabric of Our Lives’।
কার্পাস বা তুলা (Cotton) হল মানব সমাজ কর্তৃক ব্যবহৃত বিশ্বের প্রধান প্রাকৃতিক তন্তু (Natural Fibre)। বিশ্বের মোট প্রাকৃতিক তন্তু উৎপাদনের ৮০% ই হল কার্পাস। কার্পাস হল মালভেলস (Malvales) পরিবারের অন্তর্গত গসিপিয়াম (Gossypium) গণের উদ্ভিদ প্রজাতি। ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের গুল্মজাতীয় উদ্ভিদ কার্পাসের প্রধান প্রজাতিগুলি হল — গসিপিয়াম হিরসুটাম (Gossypium hirsutum), গসিপিয়াম বার্বাডেনস (Gossypium barbadense), গসিপিয়াম আর্বোরিয়াম (Gossypium arboreum), গসিপিয়াম হার্বেসিয়াম (Gossypium herbaceum), গসিপিয়াম ডারউইনি (Gossypium darwinii), গসিপিয়াম রাইমন্ডি (Gossypium raimondii) ইত্যাদি। বিশ্বের সর্বাধিক উৎপাদিত কার্পাস প্রজাতি হল গসিপিয়াম হিরসুটাম, যা উচ্চভূমি কার্পাস (Upland Cotton) বা মেক্সিকান কার্পাস (Mexican Cotton) নামে পরিচিত। বর্তমানে (২০২৪-২৫) বিশ্বে কার্পাস উৎপাদনে চিন, ভারত ও ব্রাজিল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। এই তিনটি দেশে বিশ্বের মোট উৎপাদিত কার্পাসের ৬০% পাওয়া যায়। এছাড়া বিশ্বের অন্যান্য উল্লেখযোগ্য কার্পাস উৎপাদক দেশগুলি হল — আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, উজবেকিস্তান, আর্জেন্টিনা ইত্যাদি।
মানবসভ্যতার ইতিহাসে সুপ্রাচীন কাল থেকে কার্পাস চাষ এবং কার্পাসের ব্যবহার প্রচলিত রয়েছে। কার্পাস থেকে প্রধানত বস্ত্র ও পোশাক (শাড়ি, ধুতি, পাঞ্জাবি, চুড়িদার, জামা-প্যান্ট, জিনস, অন্তর্বাস ইত্যাদি) তৈরি করা হয়। কার্পাস দ্বারা তৈরি সুতি কাপড় হল একপ্রকার নরম, আরামদায়ক কাপড়, যা বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত হয়। সুতি কাপড় ত্বকের জন্য নিরাপদ, যা উষ্ণ আবহাওয়াতে বিশেষ জনপ্রিয়। কার্পাস সুতো থেকে বালিশ, চাদর, গদি, তোয়ালে ইত্যাদি গৃহস্থালি পণ্যও তৈরি করা হয়। এছাড়া রবার টায়ার নির্মাণ শিল্পে কার্পাস ব্যবহৃত হয়। কার্পাস বীজ থেকে এক প্রকার তেল নিষ্কাশন করা হয়, যা রান্না ও সাবান তৈরিতে ব্যবহৃত হয়। উল্লেখ্য, অর্থনৈতিক গুরুত্বের কারণে কার্পাস ‘বয়ন শিল্পের সোনা‘ (Gold of Textile Industry) এবং ‘সাদা সোনা‘ (White Gold) নামেও পরিচিত।
Pingback: Indian Air Force Day - ভূগোলিকা-Bhugolika