Tuesday, December 2, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

অক্টোবর

World Cities Day

বিশ্ব নগর দিবস (World Cities Day)

World Cities Day

আজ ৩১ শে অক্টোবর (31 October), বিশ্ব নগর দিবস (World Cities Day)। প্রতি বছর ৩১ শে অক্টোবর তারিখটি রাষ্ট্রসংঘ মানব বসতি কর্মসূচী (UN-Habitat) -এর উদ্যোগে বিশ্ব নগর দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১০ সালে চিনের সাংহাই-তে নগর জীবনের উন্নয়নের লক্ষ্যে এক্সপো ২০১০ (Expo 2010) অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের ২৭ শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ৩১ শে অক্টোবর তারিখটি বিশ্ব নগর দিবস হিসাবে ঘোষণা করে। ২০১৪ সালের ৩১ শে অক্টোবর প্রথমবার বিশ্ব নগর দিবস পালিত হয়। বিশ্ব নগর দিবস পালনের উদ্দেশ্য হল : আন্তর্জাতিক সহযোগিতা প্রচার, বিশ্বব্যাপী নগরায়নের প্রবণতা ও সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্থিতিশীল নগর উন্নয়ন তরান্বিত করা। বিশ্ব নগর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল — উন্নততর নগর, উন্নততর জীবন (Better City, Better Life)। এবছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব নগর দিবসের থিম হল : ‘People-Centred Smart Cities’।

গ্রামীণ বসতির চেয়ে আকার ও জনসংখ্যায় বৃহত্তর, উন্নত ও সুযোগ-সুবিধাযুক্ত, স্থায়ী ও ঘনবসতিপূর্ণ এলাকাকে শহর (Town) বলে। শহরের বৃহত্তর ও উন্নততর রূপ হল নগর। শহরের চেয়ে আকার ও জনসংখ্যায় বৃহত্তর, আরও অধিক উন্নত ও সুযোগ-সুবিধাযুক্ত, নিজস্ব প্রশাসন ও আইনি ভিত্তিযুক্ত স্থায়ী ও অতি ঘনবসতিপূর্ণ এলাকাকে নগর (City) বলে। শহর (Town) ও নগর (City) উভয়ই পৌর বসতি (Urban Settlement)-এর উদাহরণ। অতীত কালে, শহর ও নগরকে আলাদা করে দেখা হত না। অতীতে যেকোনো পৌরবসতিকেই নগর আখ্যা দেওয়া হত। কারণ তখন পৌর পরিষেবার কর্মধারা ও পৌরবসতির অন্যান্য বৈশিষ্ট্যগুলি তেমনভাবে সুস্পষ্ট ছিল না। যদিও শহর ও নগরের পৌর বৈশিষ্ট্যগুলি প্রায় একই রকম, তবুও মাত্রা বা মানের দিক অনুসারে শহর ও নগরের মধ্যে কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। ভারতের জনগণনা অনুসারে, ১ লক্ষের কম জনসংখ্যাযুক্ত যেকোনো পৌর বসতিকে শহর (যেমন : তেলঙ্গানার ভদ্রাচলম, ত্রিপুরার বেলোনিয়া, আসামের বঙ্গাইগাঁও ইত্যাদি) বলা হয়। কোনো পৌর বসতির জনসংখ্যা ১ লক্ষ বা তার বেশি হলে, তাকে নগর (যেমন : মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু ইত্যাদি) বলা হয়। ব্রিটিশ যুক্তরাজ্যে সাধারণত ক্যাথিড্রালহীন পৌর বসতিকে শহর এবং ক্যাথিড্রালবিশিষ্ট পৌর বসতিকে নগর বলা হয়।

শহর ও নগরের মধ্যে পার্থক্যগুলি হল — (১) শহরের আয়তন ও জনসংখ্যা নগরের তুলনায় কম হয়। অন্যদিকে, নগরের আয়তন জনসংখ্যা শহরের তুলনায় বেশি হয়। (২) শহর হল নগরের পূর্ববর্তী পর্যায়। অন্যদিকে, নগর হল শহরের পরবর্তী পর্যায়। (৩) শহরে বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ নগরের তুলনায় কম থাকে। অন্যদিকে, নগরে বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ শহরের তুলনায় বেশি থাকে। (৫) শহরের প্রশাসনিক কাঠামো ছোট ও কম জটিলতাযুক্ত হয়। অন্যদিকে, নগরের প্রশাসনিক কাঠামো বড় ও অধিক জটিলতাযুক্ত হয়। (৬) শহরের পৌর জীবন নগরের তুলনায় কম সুযোগসুবিধাযুক্ত হয়। অন্যদিকে, নগরের পৌর জীবন শহরের তুলনায় বেশি সুযোগসুবিধাযুক্ত হয়। জনসংখ্যা অনুসারে, পৃথিবীর বৃহত্তম নগর হল জাপানের টোকিও (Tokyo)। আয়তন অনুসারে, পৃথিবীর বৃহত্তম নগর হল গ্রিনল্যান্ডের সার্মারসুক (Sermersooq)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : রাষ্ট্রসংঘ দিবস

One thought on “World Cities Day

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!