Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY XI-XII SYLLABUS

WBSSC SLST GEOGRAPHY XI-XII SYLLABUS

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল পাঠ্যসূচি (WBSSC SLST GEOGRAPHY XI-XII SYLLABUS) আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY XI-XII SYLLABUS

WEST BENGAL SCHOOL SERVICE COMMISSION (WBSSC)

SLST GEOGRAPHY XI-XII SYLLABUS 

পূর্ণমান (Full Marks): ৫৫

সময় (Time): ১ ঘন্টা

প্রশ্নের ধরন: MCQ

WBSSC SLST GEOGRAPHY XI-XII SYLLABUS

(A) ভূ-গাঠনিক বিদ্যা (Geo-Tectonics) : ভূত্বক — গঠন ও স্তরবিন্যাস (Earth’s Crust — Composition and Layering) ; শিলা —উৎপত্তি, প্রকার ও বৈশিষ্ট্য (Rocks — Origin, Types and Characteristics) ; ভাঁজ ও চ্যুতি — প্রকার ও ভূমিরূপ (Folds and Faults — Types and Landforms) ; পর্বত গঠন ও পাত সংস্থান (Mountain Building and Plate Tectonics) ; মহাদেশীয় সঞ্চারণ (Continental Drift) ; সমস্থিতি (Isostasy) ; ভূমিকম্প — কারণ ও প্রভাব (Earthquakes — Causes and Effects) ; আগ্নেয়গিরি (Volcanoes)।

(B) ভূমিরূপবিদ্যা (Geomorphology) : শিলালক্ষণ এবং ভূমিরূপ (Lithology and Landform) ; আবহবিকার (Weathering) ; পুঞ্জিত ক্ষয় (Mass Wasting) ; ঢালের বিবর্তন (Evolution of Slope) ; জলচক্র (Hydrological Cycle) ; পৃষ্ঠ-প্রবাহ (Run-off) ; ভূমিরূপ ও প্রক্রিয়া — নদীজাত, হৈমিক/হিমবাহজাত, বায়ুজাত, কার্স্ট এবং সামুদ্রিক (Landform and Process — Fluvial, Glacial, Wind, Karst and Marine) ; চক্রীয় ও অচক্রীয় ধারণা (Cyclic and Non-Cyclic Concepts) ; ভূমিরূপ বিবর্তন (Landscape Evolution) ; ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (Geomorphic Hazards)।

(C) ভৌগোলিক চিন্তাধারা (Geographical Thoughts) : ভৌগোলিক অধ্যয়নের দৃষ্টিভঙ্গি — নিয়ন্ত্রণবাদী, সম্ভাবনাবাদী, রাশিমাত্রিক বিপ্লব, কল্যাণমূলক, সামাজিক, আচরণগত, মূলক চিন্তাধারা, ক্রিয়ামূলক, গঠনমূলক, বস্তুবাদী, বাস্তুসংস্থানিক, আঞ্চলিক ও প্রণালীবদ্ধ (Approaches to Geographical Studies — Deterministic, Possibilistic, Quantitative Revolution, Welfare, Societal, Behavioral, Radical Schools, Functional, Structural, Materialistic, Ecological, Regional and Systematic) ; দেশের ধারণা — অবস্থান, দূরত্ব, আন্তঃক্রিয়া, সংগঠন, অঞ্চল (Concept of Space — Points, Distances, Interactions, Organization, Regions) ; কল্যাণমূলক ভূগোলের বিকাশ (Emergence of Welfare Geography)।

(D) জলবায়ুবিদ্যা (Climatology) : বায়ুমন্ডলের গঠন (Composition of the Atmosphere) ; বিশ্ব উষ্ণায়ন এবং সম্ভাব্য ফলাফল (Global Warming and Possible Consequences) ; সবুজ ঘর প্রভাব (Green House Effect) ; জলবায়ুর উপাদান ও নিয়ন্ত্রক (Elements and Factors of Climate) ; সূর্যরশ্মির তাপীয় ফল/ইনসোলেশন (Insolation) ; তাপ বলয় (Heat Belts) ; চাপ বলয় (Pressure Belts) ; নিয়ত বায়ুপ্রবাহ (Planetary Wind System) ; জেট বায়ুপ্রবাহ (Jet Stream) ; আর্দ্রতা এবং অধঃক্ষেপণ (Humidity and Precipitation) ; ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত (Cyclones and Anticyclones) ; বায়ুপুঞ্জ (Airmass) ; মৌসুমি বায়ু (Monsoon) ; বজ্রঝড় (Thunderstorms) ; জলবায়ুগত বিপর্যয় (Climatic Hazards) ; জলবায়ুগত শ্রেণীবিভাগ — কোপেনের ও থর্নওয়েটের পদ্ধতি (Climatic Classification — Koppen’s and Thornthwait’s Schemes)।

(E) জীবভূগোল (Biogeography) : মৃত্তিকা — গঠনের নিয়ন্ত্রক ও প্রক্রিয়া (Soils — Factors and Processes of Formation) ; মৃত্তিকা পরিলেখ (Soil Profiles) ; ভৌত ও রাসায়নিক ধর্ম (Physical and Chemical Properties) ; বিশ্ব মৃত্তিকা গোষ্ঠী — আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক এবং অনাঞ্চলিক (World Soil Groups — Zonal, Azonal and Intra-Zonal) ; মৃত্তিকা ক্ষয় এবং সংরক্ষণ (Soil Erosion and Conservation) ; উদ্ভিদ — উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক, স্বাভাবিক উদ্ভিদের প্রধান প্রকারভেদ এবং পরিবেশগত সম্পর্ক (Plants — Factors of Plant Growth, Major Types of Natural Vegetation and Environmental Relations) ; অরণ্য সংরক্ষণ (Forest Conservation) ; সামাজিক বনসৃজন (Social Forestry) ; জীববৈচিত্র্য (Biodiversity) ; প্রাণী গোষ্ঠী (Animal Communities)।

(F) পরিবেশ ভূগোল (Environmental Geography) : বাস্তুতন্ত্র — তত্ত্ব ও উপাদান (Ecosystem — Principles and Components) ; শক্তিপ্রবাহ (Energy Flow) ; খাদ্যশৃঙ্খল (Food Chain) ; খাদ্যজাল এবং জীব-ভূরাসায়নিক চক্র (Food Web and Bio-geochemical Cycles) ; বায়োম — ধারণা, প্রকার এবং বাস্তুসংস্থানিক অভিযোজন (Biomes — Concepts, Types and Ecological Adaptation) ; পরিবেশগত অবনমন এবং বিপর্যয় (Environmental Degradation and Hazards) ; ব্যবস্থাপনা ও সংরক্ষণ (Management and Conservation) ; প্রাকৃতিক পরিবেশের অর্থ (Meaning of Natural Environment) ; মানুষ-পরিবেশ সম্পর্ক (Man-Environment Relationship) ; প্রাকৃতিক অঞ্চল এবং মানব জীবনের পরিবেশগত অভিযোজন (Natural Regions and Environmental Adaptation of Human Life) ; অর্থনীতি ও সমাজ (Economy and Society)।

(G) অর্থনৈতিক ভূগোল (Economic Geography) : সম্পদ — ধারণা ও তত্ত্ব, সৃষ্টির নিয়ন্ত্রক ও প্রক্রিয়া, শ্রেণীবিভাগ, ব্যবহার-প্রক্রিয়া, প্রযুক্তি এবং পরিবেশ গুণমান (Resources —
Concept and Theories, Creating Factors and Processes, Classification, Utilization-processes, technology and environment quality) ; অর্থনৈতিক সম্পদ — শ্রেণীবিভাগ এবং গুরুত্ব (Economic Resources — Classification and Significance) ; অর্থনীতির রূপ (Forms of Economy) ; সম্পদ ব্যবহারের কার্যাবলী উপাদান — কাষ্ঠ আহরণ, দোহ কৃষি, মৎস্য আহরণ, খনন, শক্তি উৎপাদন, কৃষিকাজ এবং শিল্প (Activity Components of Resource Utilization — Lumbering, Dairy Farming, Fishing, Mining, Power Generation, Agriculture and Industry) ; অর্থনৈতিক ব্যবস্থার মডেল (Models of Economic System) ; অর্থনৈতিক কার্যাবলীর অবস্থানের তত্ত্ব (Theories of Location of Economic Activity) ; বিশ্ব অর্থনীতির ক্রমবিন্যাস (Ranking of World Economies) ; বিশ্ব বাণিজ্য সংস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য (WTO and International Trade) ; অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অসমতা (Economic Disparity and Social Inequality) ; স্থিতিশীল উন্নয়ন এবং বিশ্বায়নের প্রভাব (Sustainable Development and Impact of Globalization)।

(H) মানবীয় ভূগোল (Human Geography) : জনসংখ্যা — বৃদ্ধি, বন্টন, বয়স-লিঙ্গ গঠন, পেশাগত সম্পদ (Population — Growth, Distribution, Age-Sex Composition, Occupational Resource) ; বিশ্বের মানব সম্পদের বৈশিষ্ট্য (Characteristics of World’s Human Resource) ; জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব (Theories of Population Growth) ; জনসংখ্যা বৃদ্ধি (Population Growth) ; খাদ্য নিরাপত্তা (Food Security) ; বেকারত্ব (Unemployment) ; কর্ম অংশগ্রহণ (Work Participation) ; লিঙ্গ সমস্যা (Gender issues) ; সামাজিক কল্যাণ (Social Well-being)।

(I) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) : ভূপ্রকৃতি (Relief) ; নদীনকশা (Drainage) ; জলবায়ু (Climate) ; মৃত্তিকা (Soil) ; অরণ্য সম্পদ (Forest Resources) ; খনিজ সম্পদ (Mineral Resources) ; শক্তি সম্পদ (Power Resources) ; জলসেচ (Irrigation) ; কৃষিকাজ (Agriculture) ; শিল্প (Industry) ; জনসংখ্যা (Population) ; ব্যবসা-বাণিজ্য (Trade and Commerce) ; পরিবহন (Transport) ; ভারতের আঞ্চলিক বিভাগের ভিত্তি — প্রাকৃতিক ও অর্থনৈতিক (Basis of Regional Divisions of India —Physical and Economic) ; ধারণা, প্রকৃতি, প্রকার, স্তর ও মাত্রা (Concept, Nature, Type, Scale and Dimensions)।

(J) মানচিত্রাঙ্কণ কৌশল (Cartographic Techniques) : স্কেল/মাপনী (Scale) ; রাশিতথ্য উপস্থাপনের কৌশল (Techniques of Data Representation) ; মানচিত্র — শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা (Map — Classification and Interpretation) ; বিষয়ানুগ মানচিত্রায়ন (Thematic Mapping) ; অভিক্ষেপের নীতি ও পদ্ধতি (Principles and Methods of Projection) ; প্রাথমিক সমীক্ষা এবং সমতলকরণ — চেইন, কম্পাস, ডাম্পি লেভেল এবং থিওডোলাইটের সাথে নীতি ও পদ্ধতি (Elementary Surveying and Levelling — Principles and Methods with Chain, Compass, Dumpy Level and Theodolite) ; ভৌগোলিক তথ্য বিশ্লেষণের জন্য সাধারণ রাশিবিজ্ঞান কৌশল (Common Statistical Techniques for Geographical Data Analysis) ; আকাশচিত্র এবং উপগ্রহ চিত্রের ব্যাখ্যা (Aerial Photo and Satellite Imagery Interpretation) ; দূর সংবেদন এবং জিআইএস (Remote Sensing and GIS)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY IX-X SYLLABUS 

2 thoughts on “WBSSC SLST GEOGRAPHY XI-XII SYLLABUS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!