WBSSC SLST GEOGRAPHY PART-99
WBSSC SLST GEOGRAPHY PART-99
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-99) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৯০১) একটি প্রাথমিক সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল —
(A) রাজনৈতিক দল (B) পরিবার
(C) নাট্যশালা (D) A ও B উভয়ই
উত্তর : (B) পরিবার।
(৪৯০২) একটি গৌণ সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল —
(A) রাজনৈতিক দল (B) নাট্যশালা
(C) পরিবার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯০৩) একটি মধ্যবর্তী সামাজিক গোষ্ঠীর উদাহরণ হল —
(A) ক্রেতা-বিক্রেতা (B) পরিবার
(C) রাজনৈতিক দল (D) স্বামী-স্ত্রী
উত্তর : (A) ক্রেতা-বিক্রেতা।
(৪৯০৪) জাতিগত উন্নাসিকতা (Ethnocentrism) দেখা যায় যে প্রকার সামাজিক গোষ্ঠীতে —
(A) প্রাথমিক গোষ্ঠী (B) অন্তর্গোষ্ঠী
(C) মধ্যবর্তী গোষ্ঠী (D) বহির্গোষ্ঠী
উত্তর : (B) অন্তর্গোষ্ঠী।
(৪৯০৫) যে সামাজিক গোষ্ঠী মুখোমুখি গোষ্ঠী (Face to Face Group) নামে পরিচিত —
(A) প্রাথমিক গোষ্ঠী (B) অন্তর্গোষ্ঠী
(C) মধ্যবর্তী গোষ্ঠী (D) বহির্গোষ্ঠী
উত্তর : (A) প্রাথমিক গোষ্ঠী।
আচরণগত দৃষ্টিভঙ্গি (Behavioral Approach) [XI-XII]
(৪৯০৬) ভূগোলের যে দৃষ্টিভঙ্গি ভৌগোলিক ঘটনাবলীর সাথে সম্পর্কিত মানুষের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করে, তাকে বলে —
(A) সামাজিক দৃষ্টিভঙ্গি (B) মূলক দৃষ্টিভঙ্গি
(C) আচরণগত দৃষ্টিভঙ্গি (D) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি
উত্তর : (C) আচরণগত দৃষ্টিভঙ্গি।
(৪৯০৭) ভূগোলে যে দৃষ্টিভঙ্গির সাহায্যে ভৌগোলিক বিষয়গুলি গাণিতিক পরিসংখ্যান ও মানবীয় সংবেদনশীলতার মাধ্যমে বিশ্লেষণ করা হয়, তা হল —
(A) সামাজিক দৃষ্টিভঙ্গি (B) মূলক দৃষ্টিভঙ্গি
(C) আচরণগত দৃষ্টিভঙ্গি (D) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি
উত্তর : (C) আচরণগত দৃষ্টিভঙ্গি।
(৪৯০৮) আচরণগত দৃষ্টিভঙ্গি (Behavioral Approach) -তে যে প্রকার মানুষ গুরুত্বপূর্ণ —
(A) সামাজিক মানুষ (B) অর্থনৈতিক মানুষ
(C) সাংস্কৃতিক মানুষ (D) নাগরিক মানুষ
উত্তর : (C) অর্থনৈতিক মানুষ।
(৪৯০৯) আচরণগত ভূগোল বা আচরণবাদী ভূগোল (Behavioral Geography) -এর একটি বৈশিষ্ট্য হল —
(A) দেশ বা স্থান এক উদ্দেশ্যমূলক পরিবেশ (B) মানুষের পরিবেশ সম্পর্কিত জ্ঞান
(C) এক প্রকার অনুশাসনিক বিষয় (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯১০) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির মূল উপাদান হল —
(A) ব্যক্তি ও গোষ্ঠী আচরণ (B) মানুষের সিদ্ধান্ত গ্রহণ
(C) পরিবেশগত ধারণা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯১১) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির লক্ষ্য হল —
(A) মানব-পরিবেশ মিথস্ক্রিয়া ব্যাখ্যা (B) ভৌগোলিক ঘটনা বিশ্লেষণ
(C) নীতি ও অনুশীলন অবহিত করা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯১২) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) অন্তর্দৃষ্টিমূলক পদ্ধতি (B) প্রাসঙ্গিক বোধগম্যতা
(C) অভিজ্ঞতামূলক গবেষণা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯১৩) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সূচনা ঘটে যে দশকে —
(A) ১৯৫০ -এর দশক (B) ১৯৬০ -এর দশক
(C) ১৯৭০ -এর দশক (D) ১৯৮০ -এর দশক
উত্তর : (B) ১৯৬০ -এর দশক।
(৪৯১৪) আচরণগত ভূগোল বা আচরণবাদী ভূগোলের সূচনা ঘটে যে দশকে —
(A) ১৯৫০ -এর দশক (B) ১৯৬০ -এর দশক
(C) ১৯৭০ -এর দশক (D) ১৯৮০ -এর দশক
উত্তর : (C) ১৯৭০ -এর দশক।
(৪৯১৫) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সূচনা ঘটে যে দেশে —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) ব্রিটেন
(C) জার্মানি (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯১৬) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির বিকাশে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) আলফ্রেড ওয়েবার (D) সাইমন কুজনেৎস
উত্তর : (A) গিলবার্ট হোয়াইট।
(৪৯১৭) ‘Human Adjustment to Floods’ (১৯৪৫), ‘The Future of Arid Lands’ (১৯৫৬) এবং ‘Papers on Flood Problems’ (১৯৬১) রচনা করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) আলফ্রেড ওয়েবার (D) সাইমন কুজনেৎস
উত্তর : (A) গিলবার্ট হোয়াইট।
(৪৯১৮) ‘Attitudes and Knowledge on the Topeka Flood Plain’ (১৯৬১) রচনা করেন —
(A) গিলবার্ট হোয়াইট (B) উলফ রোডার
(C) আলফ্রেড ওয়েবার (D) সাইমন কুজনেৎস
উত্তর : (B) উলফ রোডার।
(৪৯১৯) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির ভিত্তি স্থাপন করেছিল —
(A) নিয়ন্ত্রণবাদী চিন্তাধারা (B) কল্যাণমূলক চিন্তাধারা
(C) রাশিমাত্রিক বিপ্লব (D) A ও B উভয়ই
উত্তর : (C) রাশিমাত্রিক বিপ্লব।
(৪৯২০) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন —
(A) কেভিন লিঞ্চ (B) পিটার গোল্ড
(C) হোমার হোয়েট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯২১) ‘The Image of the City’ (১৯৬০) এবং ‘What Time is This Place?’ (১৯৭২) রচনা করেন —
(A) কেভিন লিঞ্চ (B) পিটার গোল্ড
(C) পিটার হ্যাগেট (D) এডওয়ার্ড টোলম্যান
উত্তর : (A) কেভিন লিঞ্চ।
(৪৯২২) ‘Spatial Diffusion’ (১৯৬৯), ‘Fire in the Rain: The Democratic Consequences of Chernobyl’ (১৯৯০) এবং ‘The Slow Plague: A Geography of the AIDS Epidemic’ (১৯৯৩) রচনা করেন —
(A) কেভিন লিঞ্চ (B) পিটার গোল্ড
(C) পিটার হ্যাগেট (D) এডওয়ার্ড টোলম্যান
উত্তর : (B) পিটার গোল্ড।
(৪৯২৩) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির মূল ধারণার অন্তর্গত হল —
(A) মানসিক মানচিত্র (B) স্থানিক সিদ্ধান্ত গ্রহণ
(C) পরিবেশগত উপলব্ধি (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯২৪) আচরণগত দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত ভৌগোলিক হলেন —
(A) ইমানুয়েল কান্ট (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) এলিজে রেক্লুস (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৪৯২৫) ‘Physische Geographie’ (১৮০১-১৮০৫) গ্রন্থ রচনা করেন —
(A) ইমানুয়েল কান্ট (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) এলিজে রেক্লুস (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (A) ইমানুয়েল কান্ট।
(WBSSC SLST GEOGRAPHY PART-99)
(৪৯২৬) ‘L’Homme et la Terre’ (Man and the Earth) (১৯০৫-১৯০৮) রচনা করেন —
(A) ইমানুয়েল কান্ট (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) এলিজে রেক্লুস (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (C) এলিজে রেক্লুস।
(৪৯২৭) ‘Landscape Paradigm’ বা ‘Cultural Landscape’ (১৯২৫) -এর ধারণা দিয়েছিলেন —
(A) ইমানুয়েল কান্ট (B) কার্ল অর্টউইন সাউয়ার
(C) এলিজে রেক্লুস (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) কার্ল অর্টউইন সাউয়ার।
(৪৯২৮) আচরণগত ভূগোলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) পিটার হ্যাগেট
(C) এডওয়ার্ড টোলম্যান (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৪৯২৯) অর্থনৈতিক মানুষ (Economic Man) -এর ধারণা দিয়েছিলেন —
(A) অ্যাডাম স্মিথ (B) পিটার গোল্ড
(C) পিটার হ্যাগেট (D) রিচার্ড চোরলে
উত্তর : (A) অ্যাডাম স্মিথ।
(৪৯৩০) অর্থনৈতিক মানুষ (Economic Man) -এর ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) পিটার হ্যাগেট
(C) এডওয়ার্ড টোলম্যান (D) পিটার গোল্ড
উত্তর : (A) জুলিয়ান ওলপার্ট।
(৪৯৩১) অর্থনৈতিক মানুষ (Economic Man) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) জন স্টুয়ার্ট মিল
(C) সাইমন কুজনেৎস (D) ভিলফ্রেডো প্যারেটো
উত্তর : (B) জন স্টুয়ার্ট মিল।
(৪৯৩২) জন স্টুয়ার্ট মিল (John Stuart Mill) যে সালে অর্থনৈতিক মানুষ (Economic Man) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৩৪ (B) ১৮৩৫
(C) ১৮৩৬ (D) ১৮৩৭
উত্তর : (C) ১৮৩৬।
(৪৯৩৩) ‘The Decision Process in Spatial Context’ (১৯৬৪), ‘Behavioral Aspects of the Decision to Migrate’ (১৯৬৪) এবং ‘Migration as an Adjustment to Urban Stress’ (১৯৬৬) রচনা করেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) জন স্টুয়ার্ট মিল
(C) সাইমন কুজনেৎস (D) ভিলফ্রেডো প্যারেটো
উত্তর : (A) জুলিয়ান ওলপার্ট।
(৪৯৩৪) ‘Locational Analysis in Human Geography’ (১৯৬৫) গ্রন্থ রচনা করেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) পিটার হ্যাগেট
(C) এডওয়ার্ড টোলম্যান (D) পিটার গোল্ড
উত্তর : (B) পিটার হ্যাগেট।
(৪৯৩৫) জ্ঞানীয় মানচিত্র (Cognitive Map) ধারণাটি দিয়েছিলেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) পিটার হ্যাগেট
(C) এডওয়ার্ড টোলম্যান (D) পিটার গোল্ড
উত্তর : (C) এডওয়ার্ড টোলম্যান।
(৪৯৩৬) যে সালে এডওয়ার্ড টোলম্যান (Edward Tolman) জ্ঞানীয় মানচিত্র (Cognitive Map) ধারণাটি দিয়েছিলেন —
(A) ১৯৪৮ (B) ১৯৪৯
(C) ১৯৫০ (D) ১৯৫১
উত্তর : (A) ১৯৪৮।
(৪৯৩৭) ‘The Determinants of Behavior at a Choice Point’ (১৯৩৮), ‘Cognitive Maps in Rats and Men’ (১৯৪৮) এবং ‘Principles of Performance’ (১৯৫৫) রচনা করেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) পিটার হ্যাগেট
(C) এডওয়ার্ড টোলম্যান (D) পিটার গোল্ড
উত্তর : (C) এডওয়ার্ড টোলম্যান।
(৪৯৩৮) ‘Behavior Genetics’ (১৯৬০) গ্রন্থ রচনা করেন —
(A) জন এল. ফুলার (B) উইলিয়াম থম্পসন
(C) এডওয়ার্ড টোলম্যান (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৯৩৯) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির একজন সমর্থক হলেন —
(A) কেভিন আর. কক্স (B) রেজিন্যাল্ড গোলেজ
(C) উইলিয়াম কার্ক (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৪৯৪০) ‘Conflict, Power and Politics in the City: A Geographic Approach’ (১৯৭৩) এবং ‘Location and Public Problems: An Introduction to Political Geography’ (১৯৭৯) রচনা করেন —
(A) কেভিন আর. কক্স (B) রেজিন্যাল্ড গোলেজ
(C) উইলিয়াম কার্ক (D) পিটার হ্যাগেট
উত্তর : (A) কেভিন আর. কক্স।
(৪৯৪১) ‘Cities, Space and Behavior’ (১৯৭৮) এবং ‘Analytical Behavioural Geography’ (১৯৮৭) রচনা করেন —
(A) কেভিন আর. কক্স (B) রেজিন্যাল্ড গোলেজ
(C) উইলিয়াম কার্ক (D) পিটার হ্যাগেট
উত্তর : (B) রেজিন্যাল্ড গোলেজ।
(৪৯৪২) আচরণগত ভূগোলের উদ্দেশ্য হল —
(A) সামগ্রিক সমন্বয় রূপে পরিবেশের ব্যাখ্যা (B) সামাজিক গঠন বিশ্লেষণ
(C) ব্যক্তি ও গোষ্ঠীর রীতিনীতি অধ্যয়ন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৯৪৩) ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত চিন্তাধারা হল —
(A) গঠনবাদ (B) বস্তুবাদ
(C) প্রত্যক্ষবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (C) প্রত্যক্ষবাদ।
(৪৯৪৪) ‘Administrative Behavior’ (১৯৪৭), ‘Models of Man’ (১৯৫৭), ‘Reason in Human Affairs’ (১৯৮৩) রচনা করেন —
(A) এডওয়ার্ড টোলম্যান (B) হারবার্ট সাইমন
(C) উইলিয়াম কার্ক (D) জুলিয়ান ওলপার্ট
উত্তর : (B) হারবার্ট সাইমন।
(৪৯৪৫) আচরণগত পরিবেশ (Behavioural Environment) -এর ধারণা দিয়েছিলেন —
(A) এডওয়ার্ড টোলম্যান (B) হারবার্ট সাইমন
(C) উইলিয়াম কার্ক (D) জুলিয়ান ওলপার্ট
উত্তর : (C) উইলিয়াম কার্ক।
(৪৯৪৬) যে সালে উইলিয়াম কার্ক (William Kirk) আচরণগত পরিবেশ (Behavioural Environment) -এর ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (A) ১৯৫১।
(৪৯৪৭) ‘Hazard and Choice Perception in Flood Plain Management’ (১৯৬২) রচনা করেন —
(A) এডওয়ার্ড টোলম্যান (B) রবার্ট কেটস
(C) উইলিয়াম কার্ক (D) জুলিয়ান ওলপার্ট
উত্তর : (B) রবার্ট কেটস৷
(৪৯৪৮) মানবীয় ভূগোলে আচরণগত দৃষ্টিভঙ্গির সূচনা করেন —
(A) এডওয়ার্ড টোলম্যান (B) রবার্ট কেটস
(C) উইলিয়াম কার্ক (D) জুলিয়ান ওলপার্ট
উত্তর : (D) জুলিয়ান ওলপার্ট।
(৪৯৪৯) জ্ঞান, অভিজ্ঞতা ও উপলব্ধির মাধ্যমে কোনো ব্যক্তি কর্তৃক ধারণকৃত স্থানিক তথ্যের ব্যক্তিগত, মানসিক উপস্থাপনাকে বলে —
(A) স্থানিক মানচিত্র (B) দৈশিক মানচিত্র
(C) মানসিক মানচিত্র (D) কালিক মানচিত্র
উত্তর : (C) মানসিক মানচিত্র।
(৪৯৫০) মানসিক মানচিত্র (Mental Map) ধারণাটি দিয়েছিলেন —
(A) জুলিয়ান ওলপার্ট (B) পিটার হ্যাগেট
(C) এডওয়ার্ড টোলম্যান (D) পিটার গোল্ড
উত্তর : (D) পিটার গোল্ড।
(WBSSC SLST GEOGRAPHY PART-99)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-100 - ভূগোলিকা-Bhugolika