WBSSC SLST GEOGRAPHY PART-98
WBSSC SLST GEOGRAPHY PART-98
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-98) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৮৫১) ‘A Perspective of Welfare Economics’ (১৯৭৩) গ্রন্থটি রচনা করেন —
(A) এস. কে. নাথ (B) ডি. এম. স্মিথ
(C) ডি. এল. জর্জ (D) জে. কে. জিফ
উত্তর : (A) এস. কে. নাথ।
(৪৮৫২) মানব উন্নয়নের ৪ টি স্তম্ভ হল —
(A) Equity-Inclusion-Productivity-Empowerment (B) Equality-Productivity-Empowerment-Sustainability
(C) Equity-Gender-Inclusion-Productivity (D) Equality-Equity-Inclusion-Sustainability
উত্তর : (B) Equality-Productivity-Empowerment-Sustainability।
(৪৮৫৩) ‘The Economics of Welfare’ (১৯২০) রচনা করেন —
(A) ডেভিড লয়েড জর্জ (B) উইলিয়াম টেম্পেল
(C) আর্থার সেসিল পিগু (D) হারম্যান ড্যালি
উত্তর : (C) আর্থার সেসিল পিগু।
(৪৮৫৪) ‘Laissez-faire Economy’ -এর একটি বৈশিষ্ট্য হল —
(A) পণ্যের দাম নির্ধারণে সরকার হস্তক্ষেপ করে না (B) খোলা বাজারে পণ্যের দাম নির্ধারিত হয়
(C) পণ্যের দাম নির্ধারণে সরকার হস্তক্ষেপ করে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৫৫) ভিলফ্রেডো প্যারেটো (Vilfredo Pareto) যে সালে ‘Pareto Optimality’- এর ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৭২ (B) ১৯৭৩
(C) ১৯৭৪ (D) ১৯৭৫
উত্তর : (B) ১৯৭৩।
(৪৮৫৬) ‘Workfare States’ (২০০১) গ্রন্থটি রচনা করেন —
(A) ডেভিড মার্শাল স্মিথ (B) জেমি পেক
(C) ডেভিড লয়েড জর্জ (D) এস. কে. নাথ
উত্তর : (B) জেমি পেক।
(৪৮৫৭) যে দৃষ্টিভঙ্গির বিপক্ষে ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটে —
(A) প্রত্যক্ষবাদ (B) রাশিমাত্রিক বিপ্লব
(C) নিয়ন্ত্রণবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৫৮) Gross Domestic Product (GDP) ধারণাটি দিয়েছিলেন —
(A) ডেভিড মার্শাল স্মিথ (B) আলফ্রেড ওয়েবার
(C) ডেভিড লয়েড জর্জ (D) সাইমন কুজনেৎস
উত্তর : (D) সাইমন কুজনেৎস।
(৪৮৫৯) সাইমন কুজনেৎস (Simon Kuznets) যে সালে Gross Domestic Product (GDP) ধারণাটি দিয়েছিলেন —
(A) ১৯৩৩ (B) ১৯৩৪
(C) ১৯৩৫ (D) ১৯৩৬
উত্তর : (B) ১৯৩৪।
(৪৮৬০) ‘Beyond GDP: The Quest for a Measure of Social Welfare’ (২০০৯) রচনা করেন —
(A) মার্সেল টিমার (B) রবার্ট হল
(C) মার্ক ফ্লারবে (D) জুয়ান কার্লোস
উত্তর : (C) মার্ক ফ্লারবে।
সামাজিক দৃষ্টিভঙ্গি (Societal Approach) [XI-XII]
(৪৮৬১) ভূগোলের যে দৃষ্টিভঙ্গি মানুষের আচরণ ও ভৌগোলিক ঘটনাকে প্রভাবিতকারী সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে, তাকে বলে —
(A) সামাজিক দৃষ্টিভঙ্গি (B) মূলক দৃষ্টিভঙ্গি
(C) আচরণগত দৃষ্টিভঙ্গি (D) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি
উত্তর : (A) সামাজিক দৃষ্টিভঙ্গি।
(৪৮৬২) সামাজিক দৃষ্টিভঙ্গি (Societal Approach) -এর মূল উপাদানগুলি হল —
(A) সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট (B) অর্থনৈতিক প্রেক্ষাপট
(C) ক্ষমতার গতিশীলতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৮৬৩) সামাজিক দৃষ্টিভঙ্গি (Societal Approach) -এর লক্ষ্যগুলি হল —
(A) মানুষ-পরিবেশ মিথস্ক্রিয়া (B) ভৌগোলিক ঘটনা বিশ্লেষণ
(C) সামাজিক ন্যায় প্রচার (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৮৬৪) ‘Geography and the Human Spirit’ (১৯৯৪) এবং ‘Sustainable Landscapes and Lifeways’ (২০০১) গ্রন্থ রচনা করেন —
(A) অ্যান বাটিমার (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) এডগার কান্ট (D) কার্ল অর্টউইন সাউয়ার
উত্তর : (A) অ্যান বাটিমার।
(৪৮৬৫) সামাজিক ভূগোল (Social Geography) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) অ্যান বাটিমার (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) এডগার কান্ট (D) পল দ্য রুজিয়ার
উত্তর : (D) পল দ্য রুজিয়ার।
(৪৮৬৬) পল দ্য রুজিয়ার (Paul de Rousiers) যে সালে সামাজিক ভূগোল (Social Geography) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৮৩ (B) ১৮৮৪
(C) ১৮৮৫ (D) ১৮৮৬
উত্তর : (B) ১৮৮৪।
(৪৮৬৭) L’Homme et la terre (The Earth and Its Inhabitants) (১৯০৫-১৯০৮) রচনা করেন —
(A) এলিজে রিক্লুস (B) ডোরিন ম্যাসি
(C) অ্যান বাটিমার (D) এডগার কান্ট
উত্তর : (A) এলিজে রিক্লুস।
(৪৮৬৮) ‘Géographie sociale de la France’ (১৮৯৬-১৮৯৭) রচনা করেন —
(A) এলিজে রিক্লুস (B) ডোরিন ম্যাসি
(C) এডমন্ড ডেমোলাঁ (D) এডগার কান্ট
উত্তর : (C) এডমন্ড ডেমোলাঁ।
(৪৮৬৯) আধুনিক সামাজিক ভূগোলের উদ্ভব ঘটে যে দেশে —
(A) ফ্রান্স (B) ইতালি
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (A) ফ্রান্স।
(৪৮৭০) ‘Géographie sociale’ (১৯০৮ ও ১৯১১) গ্রন্থ রচনা করেন —
(A) এলিজে রিক্লুস (B) ডোরিন ম্যাসি
(C) ক্যামিলে ভ্যালো (D) এডগার কান্ট
উত্তর : (C) ক্যামিলে ভ্যালো।
(৪৮৭১) ‘La géographie humaine’ (১৯১০) গ্রন্থ রচনা করেন —
(A) এলিজে রিক্লুস (B) ডোরিন ম্যাসি
(C) জ্যাঁ ব্রুনস (D) এডগার কান্ট
উত্তর : (C) জ্যাঁ ব্রুনস।
(৪৮৭২) ‘The Study of Social Geography’ (১৯০৭) রচনা করেন —
(A) জর্জ উইলসন হোকে (B) অ্যান্ড্রু জন হার্বার্টসন
(C) ভিদাল দ্য লা ব্লাশ (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (A) জর্জ উইলসন হোকে।
(৪৮৭৩) সমাজ বিজ্ঞানে ‘Think Globally, Act Locally’ ধারণা দিয়েছিলেন —
(A) প্যাট্রিক গেডেস (B) ডোরিন ম্যাসি
(C) জ্যাঁ ব্রুনস (D) এডগার কান্ট
উত্তর : (A) প্যাট্রিক গেডেস।
(৪৮৭৪) ‘Cities in Evolution’ (১৯১৫) গ্রন্থ রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) ডোরিন ম্যাসি
(C) জ্যাঁ ব্রুনস (D) এডগার কান্ট
উত্তর : (A) প্যাট্রিক গেডেস।
(৪৮৭৫) সমাজ বিজ্ঞানে ‘Cultural Turn’ আন্দোলন শুরু হয় যে দশকে —
(A) ১৯৬০ -এর দশক (B) ১৯৭০ -এর দশক
(C) ১৯৮০ -এর দশক (D) ১৯৯০ -এর দশক
উত্তর : (B) ১৯৭০ -এর দশক।
(WBSSC SLST GEOGRAPHY PART-98)
(৪৮৭৬) ‘Topophilia: A Study of Environmental Perception, Attitudes, and Values’ (১৯৭৪) গ্রন্থ রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) ডোরিন ম্যাসি
(C) ই-ফু তুয়ান (D) এডগার কান্ট
উত্তর : (C) ই-ফু তুয়ান।
(৪৮৭৭) ‘Space and Place: The Perspective of Experience’ (১৯৭৭) গ্রন্থ রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) ডোরিন ম্যাসি
(C) ই-ফু তুয়ান (D) এডগার কান্ট
উত্তর : (C) ই-ফু তুয়ান।
(৪৮৭৮) মানবতাবাদী ভূগোলের ক্ষেত্র থেকে ভূগোলে সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করেছেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ই-ফু টুয়ান
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৭৯) ‘La production de l’espace’ (১৯৭৪) গ্রন্থ রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) ডোরিন ম্যাসি
(C) হেনরি লেফেবর (D) এডগার কান্ট
উত্তর : (C) হেনরি লেফেবর।
(৪৮৮০) ‘Sozialbrache’ বা ‘Social-Fallow’ (১৯৫৬) ধারণাটি দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) উলফগ্যাং হার্টকে
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (B) উলফগ্যাং হার্টকে।
(৪৮৮১) ১৯৩০ -এর দশকে নৃ-বাস্তুবিদ্যা দৃষ্টিভঙ্গি (Anthropo-Ecology Approach) দিয়েছিলেন —
(A) প্যাট্রিক গেডেস (B) ডোরিন ম্যাসি
(C) হেনরি লেফেবর (D) এডগার কান্ট
উত্তর : (D) এডগার কান্ট৷
(৪৮৮২) ‘The Domain of Human Geography’ (১৯৭৩) গ্রন্থ রচনা করেন —
(A) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড (B) ডোরিন ম্যাসি
(C) হেনরি লেফেবর (D) এডগার কান্ট
উত্তর : (A) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড।
(৪৮৮৩) সামাজিক ভূগোলের ক্ষেত্র থেকে ভূগোলে সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করেছেন —
(A) এডগার কান্ট (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৮৪) ‘The Morphology of Landscape’ (১৯২৫) এবং ‘Agricultural Origins & Dispersals’ (১৯৫২) গ্রন্থ রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) উলফগ্যাং হার্টকে
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (C) কার্ল অর্টউইন সাউয়ার।
(৪৮৮৫) সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্র থেকে ভূগোলে সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করেছেন —
(A) কার্ল অর্টউইন সাউয়ার (B) এলিজে রিক্লুস
(C) ভিদাল দ্য লা ব্লাশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৮৬) ‘Spatial Divisions of Labour: Social Structures and the Geography of Production’ (১৯৮৪) এবং ‘Space, Place and Gender (১৯৯৪) গ্রন্থ রচনা করেন —
(A) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড (B) ডোরিন ম্যাসি
(C) হেনরি লেফেবর (D) এডগার কান্ট
উত্তর : (B) ডোরিন ম্যাসি।
(৪৮৮৭) নারীবাদী ভূগোলের ক্ষেত্র থেকে ভূগোলে সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করেছেন —
(A) ডোরিন ম্যাসি (B) এলিজে রিক্লুস
(C) এডগার কান্ট (D) হেনরি লেফেবর
উত্তর : (A) ডোরিন ম্যাসি।
(৪৮৮৮) সংস্কৃতির ব্যাপন প্রক্রিয়ার মূল নীতি হল —
(A) পরিবর্তন (B) অনুকরণ
(C) রূপান্তরন (D) বিবর্তন
উত্তর : (B) অনুকরণ।
(৪৮৮৯) কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল থেকে যখন কোনো সংস্কৃতির উৎপত্তি ঘটে, তখন তাকে বলে —
(A) সাংস্কৃতিক অগ্নিশরণ (B) সাংস্কৃতিক কেন্দ্র
(C) সাংস্কৃতিক ঐতিহ্য (D) সাংস্কৃতিক স্থান
উত্তর : (A) সাংস্কৃতিক অগ্নিশরণ।
(৪৮৯০) সাংস্কৃতিক অগ্নিশরণ (Cultural Hearth) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) উলফগ্যাং হার্টকে
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (C) কার্ল অর্টউইন সাউয়ার।
(৪৮৯১) কার্ল অর্টউইন সাউয়ার যে সালে সাংস্কৃতিক অগ্নিশরণ (Cultural Hearth) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (B) ১৯৫২।
(৪৮৯২) একটি সাংস্কৃতিক অগ্নিশরণ (Cultural Hearth) -এর উদাহরণ হল —
(A) মেসোপটেমিয়া (B) নীলনদ উপত্যকা
(C) সিন্ধু উপত্যকা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৮৯৩) ‘Society: An Introductory Analysis’ (১৯৩৭) গ্রন্থ রচনা করেন —
(A) চার্লস এইচ. পেইজ (B) রবার্ট এম. ম্যাকআইভার
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৯৪) ‘Structure and Function in Primitive Society’ (১৯৫২) গ্রন্থ রচনা করেন —
(A) এ. আর. র্যাডক্লিফ ব্রাউন (B) চার্লস এইচ. পেইজ
(C) রবার্ট এম. ম্যাকআইভার (D) কার্ল অর্টউইন সাউয়ার
উত্তর : (A) এ. আর. র্যাডক্লিফ ব্রাউন।
(৪৮৯৫) ‘Character and Social Structure: The Psychology of Social Institutions’ (১৯৫৩) গ্রন্থ রচনা করেন —
(A) চার্লস রাইট মিলস্ (B) হ্যান্স হেনরিখ গার্থ
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৯৬) ‘Social Theory and Social Structure’ (১৯৪৯) গ্রন্থ রচনা করেন —
(A) হ্যান্স হেনরিখ গার্থ (B) রবার্ট কিং মার্টন
(C) চার্লস রাইট মিলস্ (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) রবার্ট কিং মার্টন।
(৪৮৯৭) ‘The Theory of Social Structure’ (১৯৫৭) রচনা করেন —
(A) এস. এফ. নাদেল (B) হারবার্ট স্পেনসার
(C) জোসেফ ফিশার (D) হ্যান্স হেনরিখ গার্থ
উত্তর : (A) এস. এফ. নাদেল।
(৪৮৯৮) ‘Elements of Social Organization’ (১৯৫১) গ্রন্থ রচনা করেন —
(A) এস. এফ. নাদেল (B) রেমন্ড ফার্থ
(C) জোসেফ ফিশার (D) হ্যান্স হেনরিখ গার্থ
উত্তর : (B) রেমন্ড ফার্থ।
(৪৮৯৯) ‘Classes in Modern Society’ (১৯৫৫), ‘Elites and Society’ (১৯৬৪) এবং ‘Sociology and Socialism’ (১৯৮৪) গ্রন্থ রচনা করেন —
(A) চার্লস রাইট মিলস্ (B) টমাস বার্টন বটোমোর
(C) রবার্ট কিং মার্টন (D) হ্যান্স হেনরিখ গার্থ
উত্তর : (B) টমাস বার্টন বটোমোর।
(৪৯০০) সামাজিক গোষ্ঠী (Social Group) -এর বৈশিষ্ট্য হল —
(A) পারস্পরিক মিথস্ক্রিয়া (B) অবিচ্ছিন্নতা
(C) নির্দিষ্ট উদ্দেশ্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(WBSSC SLST GEOGRAPHY PART-98)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-99 - ভূগোলিকা-Bhugolika