WBSSC SLST GEOGRAPHY PART-97
WBSSC SLST GEOGRAPHY PART-97
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৭ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-97) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৮০১) ‘A Method for Describing Quantitatively the Correspondence of Geographical Distributions’ (১৯৫৭) রচনা করেন —
(A) রিড অ্যালেন ব্রাইসন (B) আর্থার এইচ. রবিনসন
(C) পিটার হ্যাগেট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮০২) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের কেন্দ্রীয় চরিত্র হল —
(A) মানচিত্র (B) দেশ
(C) তত্ত্ব (D) মডেল
উত্তর : (B) দেশ।
(৪৮০৩) রাশিমাত্রিক ভূগোলকে বলা হয় —
(A) ভাবলেখী বিজ্ঞান (B) কল্যাণ বিজ্ঞান
(C) দৈশিক বিজ্ঞান (D) কালিক বিজ্ঞান
উত্তর : (C) দৈশিক বিজ্ঞান।
(৪৮০৪) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) পর্যবেক্ষণ (B) মানবতাবাদ
(C) সমীক্ষা গ্রহণ (D) আঞ্চলিকতা
উত্তর : (C) সমীক্ষা গ্রহণ।
(৪৮০৫) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) আঞ্চলিক বর্ণনা (B) দৈশিক বিশ্লেষণ
(C) মানবীয় কর্ম (D) প্রাকৃতিক শক্তি
উত্তর : (B) দৈশিক বিশ্লেষণ।
কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি (Welfare Approach) [XI-XII]
(৪৮০৬) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি (Welfare Approach) -এর মূল আলোচ্য বিষয় হল —
(A) সামাজিক অসাম্য (B) সামাজিক কল্যাণ
(C) রাশিবিজ্ঞান ও মডেল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮০৭) যে দশকে ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সূচনা ঘটে —
(A) ১৯৬০ -এর দশক (B) ১৯৭০ -এর দশক
(C) ১৯৮০ -এর দশক (D) ১৯৯০ -এর দশক
উত্তর : (B) ১৯৭০ -এর দশক।
(৪৮০৮) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সূচনা করেছিলেন —
(A) ডেভিড মার্শাল স্মিথ (B) আলফ্রেড ওয়েবার
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (A) ডেভিড মার্শাল স্মিথ।
(৪৮০৯) ডেভিড মার্শাল স্মিথ (David Marshall Smith) যে সালে ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৭১ (B) ১৯৭২
(C) ১৯৭৩ (D) ১৯৭৪
উত্তর : (C) ১৯৭৩।
(৪৮১০) ‘The Geography of Social Well-Being in the United States’ (১৯৭৩) গ্রন্থটি রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) রিচার্ড চোরলে
(C) ডেভিড মার্শাল স্মিথ (D) এডওয়ার্ড উলম্যান
উত্তর : (C) ডেভিড মার্শাল স্মিথ।
(৪৮১১) ডেভিড মার্শাল স্মিথ (David Marshall Smith) যে সালে ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন —
(A) ১৯৭৬ (B) ১৯৭৭
(C) ১৯৭৮ (D) ১৯৭৯
উত্তর : (B) ১৯৭৭।
(৪৮১২) ‘Human Geography: A Welfare Approach’ (১৯৭৭) গ্রন্থটি রচনা করেন —
(A) আলফ্রেড ওয়েবার (B) ডেভিড মার্শাল স্মিথ
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) রজার মিনশুল
উত্তর : (B) ডেভিড মার্শাল স্মিথ।
(৪৮১৩) ‘কল্যাণ ভূগোল হল ভূগোলের সেই অংশ, যেখানে আমরা সমাজের কল্যাণের উপর বিভিন্ন ভৌগোলিক নীতির সম্ভাব্য প্রভাব অধ্যয়ন করি’ – বলেছেন —
(A) এস. কে. নাথ (B) উইলিয়াম বাঙ্গে
(C) ওয়েন্ডেল বেল (D) নিকোলাস রাশেভস্কি
উত্তর : (A) এস. কে. নাথ।
(৪৮১৪) ‘Geography and Social Justice’ (১৯৯৪) গ্রন্থটি রচনা করেন —
(A) আলফ্রেড ওয়েবার (B) ডেভিড মার্শাল স্মিথ
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) রজার মিনশুল
উত্তর : (B) ডেভিড মার্শাল স্মিথ।
(৪৮১৫) ডেভিড মার্শাল স্মিথ (David Marshall Smith) যে গ্রন্থের মাধ্যমে ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন —
(A) Natural Geography: A Welfare Approach (B) Physical Geography: A Welfare Approach
(C) Social Geography: A Welfare Approach (D) Human Geography: A Welfare Approach
উত্তর : (D) Human Geography: A Welfare Approach।
(৪৮১৬) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত প্রশ্নটি হল —
(A) Who Gets? What, Where & How (B) Who Gets? What, Where & When
(C) Who Gets? What, Where & Why (D) Who Gets? What, Where & Whom
উত্তর : (A) Who Gets? What, Where & How।
(৪৮১৭) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে ‘Who’ -এর অর্থ হল —
(A) কোনো ভৌগোলিক পরিসরে নির্দিষ্ট জনসংখ্যা (B) বিভিন্ন সুযোগসুবিধা ও পরিষেবা
(C) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির উৎস স্থল (D) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির প্রক্রিয়া
উত্তর : (A) কোনো ভৌগোলিক পরিসরে নির্দিষ্ট জনসংখ্যা।
(৪৮১৮) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে ‘What’ -এর অর্থ হল —
(A) কোনো ভৌগোলিক পরিসরে নির্দিষ্ট জনসংখ্যা (B) বিভিন্ন সুযোগসুবিধা ও পরিষেবা
(C) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির উৎস স্থল (D) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির প্রক্রিয়া
উত্তর : (B) বিভিন্ন সুযোগসুবিধা ও পরিষেবা।
(৪৮১৯) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে ‘Where’ -এর অর্থ হল —
(A) কোনো ভৌগোলিক পরিসরে নির্দিষ্ট জনসংখ্যা (B) বিভিন্ন সুযোগসুবিধা ও পরিষেবা
(C) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির উৎস স্থল (D) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির প্রক্রিয়া
উত্তর : (C) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির উৎস স্থল।
(৪৮২০) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে ‘How’ -এর অর্থ হল —
(A) কোনো ভৌগোলিক পরিসরে নির্দিষ্ট জনসংখ্যা (B) বিভিন্ন সুযোগসুবিধা ও পরিষেবা
(C) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির উৎস স্থল (D) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির প্রক্রিয়া
উত্তর : (D) সুযোগসুবিধা ও পরিষেবা প্রাপ্তির প্রক্রিয়া।
(৪৮২১) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সমীক্ষা পর্যায়ে স্তর রয়েছে —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (D) ৫ টি।
(৪৮২২) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সমীক্ষা পর্যায়ে ৫ টি স্তর হল যথাক্রমে —
(A) বর্ণনা-ব্যাখ্যা-মূল্যায়ন-পরামর্শ-কর্ম প্রতিফলন (B) বর্ণনা-ব্যাখ্যা-মূল্যায়ন-কর্ম প্রতিফলন-পরামর্শ
(C) ব্যাখ্যা-বর্ণনা-মূল্যায়ন-পরামর্শ-কর্ম প্রতিফলন
(D) বর্ণনা-ব্যাখ্যা-কর্ম প্রতিফলন-মূল্যায়ন-পরামর্শ
উত্তর : (A) বর্ণনা-ব্যাখ্যা-মূল্যায়ন-পরামর্শ-কর্ম প্রতিফলন।
(৪৮২৩) যে ভূগোলের শাখা রূপে কল্যাণমূলক ভূগোলের সূচনা ঘটে —
(A) প্রাকৃতিক ভূগোল (B) মানবীয় ভূগোল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) মানবীয় ভূগোল।
(৪৮২৪) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে যে দুই ভূগোলের সহাবস্থান দেখা যায় —
(A) সামাজিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল (B) প্রাকৃতিক ভূগোল ও সামাজিক ভূগোল
(C) প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল (D) প্রাকৃতিক ভূগোল ও সাংস্কৃতিক ভূগোল
উত্তর : (A) সামাজিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল।
(৪৮২৫) কল্যাণমূলক ভূগোল (Welfare Geography) -এর প্রথম সূচনা হয় যে দেশে —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) ফ্রান্স (D) কানাডা
উত্তর : (A) ব্রিটেন।
(WBSSC SLST GEOGRAPHY PART-97)
(৪৮২৬) আধুনিক কালে, বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র (Welfare State) হল —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) ফ্রান্স (D) কানাডা
উত্তর : (B) জার্মানি।
(৪৮২৭) যার নেতৃত্বে জার্মানিতে প্রথম সরকারি কল্যাণমূলক পদক্ষেপ গৃহীত হয়েছিল —
(A) বিসমার্ক (B) হিটলার
(C) মুসোলিনি (D) হারজগ
উত্তর : (A) বিসমার্ক।
(৪৮২৮) যে দশকে জার্মানিতে প্রথম সরকারি কল্যাণমূলক পদক্ষেপ গৃহীত হয়েছিল —
(A) ১৮৬০ -এর দশক (B) ১৮৭০ -এর দশক
(C) ১৮৮০ -এর দশক (D) ১৮৯০ -এর দশক
উত্তর : (C) ১৮৮০ -এর দশক।
(৪৮২৯) কল্যাণ রাষ্ট্র (Welfare State) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড মার্শাল স্মিথ
(C) উইলিয়াম টেম্পল (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (C) উইলিয়াম টেম্পল।
(৪৮৩০) উইলিয়াম টেম্পল (William Temple) যে সালে কল্যাণ রাষ্ট্র (Welfare State) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৯ (B) ১৯৪০
(C) ১৯৪১ (D) ১৯৪২
উত্তর : (D) ১৯৪২।
(৪৮৩১) ‘Poor Relief Act’ (১৬০১) যে দেশে প্রবর্তিত হয়েছিল —
(A) ইংল্যান্ড (B) জার্মানি
(C) ইতালি (D) ফ্রান্স
উত্তর : (A) ইংল্যান্ড।
(৪৮৩২) ‘People’s Budget’ (১৯০৯) রচনা করেন —
(A) ডেভিড মার্শাল স্মিথ (B) আলফ্রেড ওয়েবার
(C) ডেভিড লয়েড জর্জ (D) রিচার্ড চোরলে
উত্তর : (C) ডেভিড লয়েড জর্জ।
(৪৮৩৩) ডেভিড লয়েড জর্জ (David Lloyd George) যে সালে ‘National Income Concept’ দিয়েছিলেন —
(A) ১৯০৯ (B) ১৯১০
(C) ১৯১১ (D) ১৯১২
উত্তর : (C) ১৯১১৷
(৪৮৩৪) কল্যাণ রাষ্ট্র (Welfare State) -এর তিনটি স্তম্ভ হল —
(A) স্বাধীনতা-অর্থনীতি-সাম্য (B) স্বাধীনতা-সাম্য-ভ্রাতৃত্ব
(C) স্বাধীনতা-আইন-ভ্রাতৃত্ব (D) স্বাধীনতা-অর্থনীতি-আইন
উত্তর : (B) স্বাধীনতা-সাম্য-ভ্রাতৃত্ব।
(৪৮৩৫) জুলস ডুপুইট (Jules Dupuit) যে সালে অর্থনীতিতে আধুনিক উপযোগিতাবাদী কাঠামো (Modern Utilitarian Framework) দিয়েছিলেন —
(A) ১৮৪১ (B) ১৮৪২
(C) ১৮৪৩ (D) ১৮৪৪
উত্তর : (D) ১৮৪৪।
(৪৮৩৬) হারম্যান হেনরিখ গসেন (Hermann Heinrich Gossen) যে সালে অর্থনীতিতে আধুনিক উপযোগিতাবাদী কাঠামো (Modern Utilitarian Framework) দিয়েছিলেন —
(A) ১৮৫৪ (B) ১৮৫৫
(C) ১৮৫৬ (D) ১৮৫৭
উত্তর : (A) ১৮৫৪৷
(৪৮৩৭) আর্থার সেসিল পিগু (Arthur Cecil Pigou) যে সালে ‘Wealth and Welfare’ গ্রন্থটি রচনা করেন —
(A) ১৯১১ (B) ১৯১২
(C) ১৯১৩ (D) ১৯১৪
উত্তর : (B) ১৯১২।
(৪৮৩৮) মাহবুব উল হক (Mahbub Ul Haq) মানব উন্নয়ন সূচক (Human Development Index) -এর ধারণা দিয়েছিলেন যে সালে —
(A) ১৯৮৯ (B) ১৯৯০
(C) ১৯৯১ (D) ১৯৯২
উত্তর : (B) ১৯৯০।
(৪৮৩৯) যে সালে ‘United Nations Development Programme’ (UNDP) গড়ে ওঠে —
(A) ১৯৫৫ (B) ১৯৬৫
(C) ১৯৭৫ (D) ১৯৮৫
উত্তর : (B) ১৯৬৫।
(৪৮৪০) রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report) প্রকাশিত হয় যে সালে —
(A) ১৯৬০ (B) ১৯৭০
(C) ১৯৮০ (D) ১৯৯০
উত্তর : (D) ১৯৯০।
(৪৮৪১) রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report) রচনা করেন —
(A) অমর্ত্য সেন (B) মাহবুব উল হক
(C) অ্যাডাম স্মিথ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৪২) ইউনিসেফ (United Nations International Children’s Emergency Fund/UNICEF) সংস্থাটি গড়ে ওঠে —
(A) ১৯৪৫ (B) ১৯৪৬
(C) ১৯৪৭ (D) ১৯৪৮
উত্তর : (B) ১৯৪৬।
(৪৮৪৩) Index of Sustainable Economic Welfare (ISEW) দিয়েছিলেন —
(A) হারম্যান ড্যালি (B) জন বি. কোব
(C) অমর্ত্য সেন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৮৪৪) Index of Sustainable Economic Welfare (ISEW) যে সালে প্রকাশিত হয় —
(A) ১৯৮৯ (B) ১৯৯০
(C) ১৯৯১ (D) ১৯৯২
উত্তর : (A) ১৯৮৯।
(৪৮৪৫) যে সালে রাষ্ট্রসংঘ কর্তৃক ‘Happiness: Towards a Holistic Definition of Development’ অনুবন্ধ গৃহীত হয় —
(A) ২০১১ (B) ২০১২
(C) ২০১৩ (D) ২০১৪
উত্তর : (A) ২০১১।
(৪৮৪৬) যে সালে রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম ‘World Happiness Report’ প্রকাশিত হয় —
(A) ২০১১ (B) ২০১২
(C) ২০১৩ (D) ২০১৪
উত্তর : (B) ২০১২।
(৪৮৪৭) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে যে প্রকার চিন্তাধারা দেখা যায় —
(A) বিশ্লেষণমূলক (B) পরীক্ষামূলক
(C) বর্ণনামূলক (D) A ও B উভয়ই
উত্তর : (C) বর্ণনামূলক।
(৪৮৪৮) ‘Space of Hope’ (২০০০) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) ডেভিড হার্ভে
(C) লেসলি কারি (D) ডাডলি স্ট্যাম্প
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৪৮৪৯) ‘Geography and Inequality’ (১৯৭৭) গ্রন্থটি রচনা করেন —
(A) বি. ই. কোটস (B) আর. জে. জনস্টন
(C) পি. এল. নক্স (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৪৮৫০) ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির একজন সমর্থক হলেন —
(A) ডেভিড মার্শাল স্মিথ (B) পল এল. নক্স
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-97)
অসাধারন আপনার সহযোগিতা
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-98 - ভূগোলিকা-Bhugolika