WBSSC SLST GEOGRAPHY PART-96
WBSSC SLST GEOGRAPHY PART-96
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-96) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৭৫১) আর্নস্ট জর্জ র্যাভেনস্টাইন (Ernst Georg Ravenstein) যে সালে ‘Laws of Migration’ দিয়েছিলেন —
(A) ১৮৮৪ (B) ১৮৮৫
(C) ১৮৮৬ (D) ১৮৮৭
উত্তর : (B) ১৮৮৫।
(৪৭৫২) ‘Principle of Least Effort’ বা ‘Inverse Distance Law’ দিয়েছিলেন —
(A) জর্জ কিংসলে জিফ (B) ওয়াল্টার ক্রিস্টালার
(C) আর্নস্ট জর্জ র্যাভেনস্টাইন (D) রিচার্ড হার্ড
উত্তর : (A) জর্জ কিংসলে জিফ।
(৪৭৫৩) জর্জ কিংসলে জিফ (George Kingsley Zipf) যে সালে ‘Principle of Least Effort’ বা ‘Inverse Distance Law’ দিয়েছিলেন —
(A) ১৯৪৮ (B) ১৯৪৯
(C) ১৯৫০ (D) ১৯৫১
উত্তর : (B) ১৯৪৯।
(৪৭৫৪) ‘Rank Size Rule’ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ফেলিক্স আরবাক (B) জর্জ কিংসলে জিফ
(C) আলফ্রেড ওয়েবার (D) ওয়াল্টার ক্রিস্টালার
উত্তর : (A) ফেলিক্স আরবাক।
(৪৭৫৫) ফেলিক্স আরবাক (Felix Auerbach) যে সালে ‘Rank Size Rule’ সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৯১১ (B) ১৯১২
(C) ১৯১৩ (D) ১৯১৪
উত্তর : (C) ১৯১৩।
(৪৭৫৬) ‘Rank Size Rule’ দিয়েছিলেন —
(A) ফেলিক্স আরবাক (B) জর্জ কিংসলে জিফ
(C) আলফ্রেড ওয়েবার (D) ওয়াল্টার ক্রিস্টালার
উত্তর : (B) জর্জ কিংসলে জিফ।
(৪৭৫৭) জর্জ কিংসলে জিফ (George Kingsley Zipf) যে সালে ‘Rank Size Rule’ দিয়েছিলেন —
(A) ১৯৪৬ (B) ১৯৪৭
(C) ১৯৪৮ (D) ১৯৪৯
উত্তর : (D) ১৯৪৯।
(৪৭৫৮) ‘Pareto’s Law to City Size’ দিয়েছিলেন —
(A) হ্যান্স উলফগ্যাং সিঙ্গার (B) আলফ্রেড ওয়েবার
(C) লুই মামফোর্ড (D) ওয়াল্টার ক্রিস্টালার
উত্তর : (A) হ্যান্স উলফগ্যাং সিঙ্গার।
(৪৭৫৯) হ্যান্স উলফগ্যাং সিঙ্গার (Hans Wolfgang Singer) যে সালে ‘Pareto’s Law to City Size’ দিয়েছিলেন —
(A) ১৯৩৫ (B) ১৯৩৬
(C) ১৯৩৭ (D) ১৯৩৮
উত্তর : (B) ১৯৩৬।
(৪৭৬০) ‘Mathematical Theory of Human Relations’ (১৯৪৭) দিয়েছিলেন —
(A) নিকোলাস রাশেভস্কি (B) আলফ্রেড ওয়েবার
(C) লুই মামফোর্ড (D) ওয়াল্টার ক্রিস্টালার
উত্তর : (A) নিকোলাস রাশেভস্কি।
(৪৭৬১) ‘Social Physics School’ (১৯৫০) -এর সূচনা করেন —
(A) নিকোলাস রাশেভস্কি (B) আলফ্রেড ওয়েবার
(C) লুই মামফোর্ড (D) জন কুইন্সি স্টুয়ার্ট
উত্তর : (D) জন কুইন্সি স্টুয়ার্ট।
(৪৭৬২) ‘Stochastic Growth Model’ (১৯৫৫) -এর মাধ্যমে Rank Size Rule ব্যাখ্যা করেন —
(A) হারবার্ট আলেকজান্ডার সাইমন (B) আলফ্রেড ওয়েবার
(C) ম্যাক্সিমিলিয়েন সোরে (D) আর্নস্ট জর্জ র্যাভেনস্টাইন
উত্তর : (A) হারবার্ট আলেকজান্ডার সাইমন।
(৪৭৬৩) ‘Location and Space Economy’ (১৯৫৬) গ্রন্থটি রচনা করেন —
(A) নিকোলাস রাশেভস্কি (B) আলফ্রেড ওয়েবার
(C) ওয়াল্টার ইসার্ড (D) জন কুইন্সি স্টুয়ার্ট
উত্তর : (C) ওয়াল্টার ইসার্ড।
(৪৭৬৪) অগাস্ট লশ ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (Central Place Theory) -এর পুননর্বীকরণ করেন যে সালে —
(A) ১৯৫৭ (B) ১৯৫৮
(C) ১৯৫৯ (D) ১৯৬০
উত্তর : (A) ১৯৫৭।
(৪৭৬৫) ‘Gravity Model of Trade’ (১৯৬২) দিয়েছিলেন—
(A) জ্যান টিনবার্গেন (B) আলফ্রেড ওয়েবার
(C) ওয়াল্টার ইসার্ড (D) জন কুইন্সি স্টুয়ার্ট
উত্তর : (A) জ্যান টিনবার্গেন।
(৪৭৬৬) ‘Urban System’ (১৯৬৪) ধারণা প্রবর্তন করেন —
(A) ব্রায়ান জে. এল. বেরি (B) আলফ্রেড ওয়েবার
(C) ওয়াল্টার ইসার্ড (D) জন কুইন্সি স্টুয়ার্ট
উত্তর : (A) ব্রায়ান জে. এল. বেরি।
(৪৭৬৭) ‘Cities as Systems Within Systems of Cities’ (১৯৬৪) রচনা করেন —
(A) জ্যান টিনবার্গেন (B) আলফ্রেড ওয়েবার
(C) ওয়াল্টার ইসার্ড (D) ব্রায়ান জে. এল. বেরি
উত্তর : (D) ব্রায়ান জে. এল. বেরি।
(৪৭৬৮) ‘Distance Decay Law’ (১৯৭০) দিয়েছিলেন —
(A) জ্যান টিনবার্গেন (B) আলফ্রেড ওয়েবার
(C) ওয়াল্ডো টবলার (D) ব্রায়ান জে. এল. বেরি
উত্তর : (C) ওয়াল্ডো টবলার।
(৪৭৬৯) ‘A Spatial Analysis of Gravity Flows’ (১৯৭২) দিয়েছিলেন —
(A) জ্যান টিনবার্গেন (B) লেসলি কারি
(C) ওয়াল্টার ইসার্ড (D) জন কুইন্সি স্টুয়ার্ট
উত্তর : (B) লেসলি কারি।
(৪৭৭০) ভূগোলের রাশিমাত্রিক বিপ্লবের বৈশিষ্ট্য হল —
(A) ভূগোলের বিষয়বস্তুকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সরলীকরণ করা (B) ভূগোলে তত্ত্ব, মডেল ও রাশিবিজ্ঞানের প্রয়োগ করা
(C) ভূগোলকে ভাববাদী শাস্ত্রে পরিণত করা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৭৭১) ভূগোলের রাশিমাত্রিক বিপ্লবের লক্ষ্য হল —
(A) ভূগোলকে নিয়মস্থাপনকারী বিজ্ঞানে পরিণত করা (B) ভৌগোলিক ঘটনাবলীর ক্ষেত্রীয় সম্পর্ক ব্যাখ্যা করা
(C) দৈশিক গঠনের মডেল নির্মাণ করা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৭৭২) ভূগোলের রাশিমাত্রিক বিপ্লবের সুফল বা সুবিধা হল —
(A) প্রাকৃতিক ও সামাজিক বিষয়গুলি বিজ্ঞানভিত্তিক হয়ে ওঠে (B) বর্ণনার পরিবর্তে গাণিতিক ভাষার ব্যবহার
(C) বিভিন্ন মডেলের দ্বারা ভবিষ্যৎ পূর্বাভাস প্রদান (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৭৭৩) ভূগোলের রাশিমাত্রিক বিপ্লবের কুফল বা অসুবিধা হল —
(A) নীতি ও নান্দনিক মূল্যবোধের অবহেলিত হয় (B) ভূগোলের পরিপূর্ণতা প্রকাশ করা যায় না
(C) দৈশিক মডেল সম্পূর্ণ বাস্তবতা তুলে ধরে না (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪৭৭৪) ‘Sector Model’ (১৯৩৯) দিয়েছিলেন —
(A) জ্যান টিনবার্গেন (B) লেসলি কারি
(C) ওয়াল্টার ইসার্ড (D) হোমার হোয়েট
উত্তর : (D) হোমার হোয়েট।
(৪৭৭৫) ‘Physical Geography: A Systems Approach’ (১৯৭১) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) লেসলি কারি
(C) ওয়াল্টার ইসার্ড (D) হোমার হোয়েট
উত্তর : (A) রিচার্ড চোরলে।
(WBSSC SLST GEOGRAPHY PART-96)
(৪৭৭৬) ‘Social Justice and the City’ (১৯৭৩) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) ডেভিড হার্ভে
(C) ওয়াল্টার ইসার্ড (D) হোমার হোয়েট
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৪৭৭৭) ‘Locations Are Not Unique’ (১৯৬৬) এবং ‘Commentary: Spatial Prediction’ (১৯৭৩) রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) ডেভিড হার্ভে
(C) ওয়াল্টার ইসার্ড (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (D) উইলিয়াম বাঙ্গে।
(৪৭৭৮) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হয়েছিল যে দেশে —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) জার্মানি
(C) ব্রিটিশ যুক্তরাজ্য (D) ফ্রান্স
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৪৭৭৯) ‘ভূগোলের ভাষা হল জ্যামিতি’ – বলেছিলেন —
(A) রিচার্ড চোরলে (B) ডেভিড হার্ভে
(C) ওয়াল্টার ইসার্ড (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (D) উইলিয়াম বাঙ্গে।
(৪৭৮০) ‘Locational Analysis in Human Geography’ (১৯৬৫) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) পিটার হ্যাগেট
(C) ওয়াল্টার ইসার্ড (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (B) পিটার হ্যাগেট।
(৪৭৮১) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের এক প্রধান কেন্দ্র ছিল —
(A) লুন্ড বিশ্ববিদ্যালয় (B) শিকাগো বিশ্ববিদ্যালয়
(C) হার্ভার্ড বিশ্ববিদ্যালয় (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৭৮২) ‘Innovation Diffusion as a Spatial Process’ (১৯৬৭) এবং ‘Space, Time and Human Conditions’ (১৯৭৫) রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) ওয়াল্টার ইসার্ড (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড।
(৪৭৮৩) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের একজন সমালোচক হলেন —
(A) ডাডলি স্ট্যাম্প (B) রজার মিনশুল
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৭৮৪) যে সময়কালকে ভূগোলের সংকটকাল রূপে পরিচিত —
(A) ১৯৪০-৫০ (B) ১৯৫০-৬০
(C) ১৯৬০-৭০ (D) ১৯৭০-৮০
উত্তর : (A) ১৯৪০-৫০।
(৪৭৮৫) যে সালে উইলিয়াম বাঙ্গে (William Bunge) তাঁর ‘Theoretical Geography’ গ্রন্থে বলেছিলেন ‘ভূগোলের ভাষা হল জ্যামিতি’ —
(A) ১৯৬১ (B) ১৯৬২
(C) ১৯৬৩ (D) ১৯৬৪
উত্তর : (B) ১৯৬২।
(৪৭৮৬) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের কালে বিপরীতধর্মী ভৌগোলিক সংস্থা হল —
(A) Regional Science Association (B) Spatial Analysis Association
(C) Spatial Science Association (D) Nomothetic Science Association
উত্তর : (A) Regional Science Association।
(৪৭৮৭) ‘Law of Retail Gravitation’ (১৯৩১) দিয়েছিলেন —
(A) রিচার্ড চোরলে (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) ওয়াল্টার ইসার্ড (D) উইলিয়াম জে. রেইলি
উত্তর : (D) উইলিয়াম জে. রেইলি।
(৪৭৮৮) ‘The Classic Stream Order’ বা ‘Gravelius’ Steam Order’ (১৯৫৭) দিয়েছিলেন —
(A) জন টিল্টন হ্যাক (B) রিচার্ড চোরলে
(C) পিটার হ্যাগেট (D) ওয়াল্টার ইসার্ড
উত্তর : (A) জন টিল্টন হ্যাক।
(৪৭৮৯) ‘Social Area Analysis’ (১৯৫৫) দিয়েছিলেন —
(A) এশরেফ শেভকি (B) ওয়েন্ডেল বেল
(C) পিটার হ্যাগেট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৭৯০) ‘Time Geography’ বা ‘Time-Space Geography’ প্রবর্তন করেন —
(A) রিচার্ড চোরলে (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) ওয়াল্টার ইসার্ড (D) উইলিয়াম জে. রেইলি
উত্তর : (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড।
(৪৭৯১) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড (Torsten Hägerstrand) যে দশকে Time Geography -এর ধারণা গড়ে তোলেন —
(A) ১৯৪০ ও ১৯৫০ (B) ১৯৫০ ও ১৯৬০
(C) ১৯৬০ ও ১৯৭০ (D) ১৯৭০ ও ১৯৮০
উত্তর : (C) ১৯৬০ ও ১৯৭০।
(৪৭৯২) ভূগোলে ‘Paradigm Shift’ -এর ধারণা দিয়েছিলেন —
(A) রিচার্ড চোরলে (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) ওয়াল্টার ইসার্ড (D) টমাস স্যামুয়েল কুন
উত্তর : (D) টমাস স্যামুয়েল কুন।
(৪৭৯৩) ‘The Structure of Scientific Revolutions’ (১৯৬২) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড চোরলে (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) ওয়াল্টার ইসার্ড (D) টমাস স্যামুয়েল কুন
উত্তর : (D) টমাস স্যামুয়েল কুন।
(৪৭৯৪) ‘The Spatial Order: An Introduction to Modern Geography’ (১৯৭৯) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড মোরিল (B) টর্স্টেন হ্যাগারস্ট্র্যান্ড
(C) ওয়াল্টার ইসার্ড (D) টমাস স্যামুয়েল কুন
উত্তর : (A) রিচার্ড মোরিল।
(৪৭৯৫) ভূগোলের প্রথম সার্থক ও সফল মডেল রূপে পরিচিত —
(A) Gravity Model of Trade (B) Model of Crop Intensity
(C) Central Place Theory (D) Theory of Industrial Location
উত্তর : (C) Central Place Theory।
(৪৭৯৬) ‘Human Geography and Area Research’ (১৯৫৩) রচনা করেন —
(A) রিচার্ড হার্টশোর্ন (B) এডওয়ার্ড উলম্যান
(C) পিটার হ্যাগেট (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (B) এডওয়ার্ড উলম্যান।
(৪৭৯৭) ভূগোলে ‘Exceptionalism’ -এর সাথে সম্পর্কিত যিনি —
(A) হার্টশোর্ন (B) স্কীফার
(C) চোরলে (D) হ্যাগেট
উত্তর : (B) স্কীফার।
(৪৭৯৮) কোনো দর্শন বা ধারণা জনপ্রিয় ও দীর্ঘকাল স্থায়ী হলে, তাকে বলে —
(A) Theory (B) Hypothesis
(C) Model (D) Paradigm
উত্তর : (D) Paradigm।
(৪৭৯৯) ‘ভূগোল মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান’ – বলেছেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) ভিদাল দ্য লা ব্লাশ
(C) রিচার্ড হার্টশোর্ন (D) পিটার হ্যাগেট
উত্তর : (B) ভিদাল দ্য লা ব্লাশ।
(৪৮০০) ভারতে রাশিমাত্রিক বিপ্লবের জনক —
(A) জগদীশ চন্দ্র বসু (B) প্রশান্ত চন্দ্র মহলানবিশ
(C) হোমি জাহাঙ্গীর ভাবা (D) মেঘনাদ সাহা
উত্তর : (B) প্রশান্ত চন্দ্র মহলানবিশ।
(WBSSC SLST GEOGRAPHY PART-96)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-97 - ভূগোলিকা-Bhugolika