Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-95

WBSSC SLST GEOGRAPHY PART-95

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৫ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-95) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-95

(৪৭০১) যে সালে ভিদাল দ্য লা ব্লাশ ‘অ্যানালস্ ডি জিওগ্রাফি’ (Annales de Géographie) জার্নাল প্রতিষ্ঠা করেন —
(A) ১৮৯১ (B) ১৮৯২
(C) ১৮৯৩ (D) ১৮৯৪
উত্তর : (A) ১৮৯১।

(৪৭০২) ‘Geography in Relation to the Social Sciences’ (১৯৩৪) গ্রন্থটি রচনা করেন —
(A) আইজা বাওম্যান (B) জ্যাঁ ব্রুনস
(C) কার্ল রিটার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (A) আইজা বাওম্যান।

(৪৭০৩) সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গিতে ‘The Morphology of Landscape’ (১৯২৫) গ্রন্থটি রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (C) কার্ল অর্টউইন সাউয়ার।

(৪৭০৪) ‘A Natural History of Man in Britain’ (১৯৫১) গ্রন্থটি রচনা করেন —
(A) লুসিয়েন ফেবর (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) আইজা বাওম্যান (D) হারবার্ট জন ফ্লার।
উত্তর : (D) হারবার্ট জন ফ্লার।

(৪৭০৫) সম্ভাবনাবাদের সাংস্কৃতিক ও দৈশিক ব্যাখ্যা দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।

(৪৭০৬) ‘প্রয়োজন বলে কিছু নেই, যা সর্বত্র আছে তা হল সম্ভাবনা’ – উক্তিটি করেছেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (D) লুসিয়েন ফেবর।

(৪৭০৭) ‘মানুষ নিজে প্রকৃতির খেলায় মেতে ওঠে’ – উক্তিটি করেছেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।

(৪৭০৮) মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা রূপে পরিচিত —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।

(৪৭০৯) ‘L’Homme sur la Terre’ (১৯৬১) গ্রন্থটি রচনা করেন —
(A) ম্যাক্সিমিলিয়েন সোরে (B) ভিদাল দ্য লা ব্লাশ
(C) এলেন চার্চিল সেম্পল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (A) ম্যাক্সিমিলিয়েন সোরে।

(৪৭১০) ‘Les Sciences géographiques’ (১৯২৫) গ্রন্থটি রচনা করেন —
(A) ক্যামিলে ভ্যালো (B) কার্ল রিটার
(C) প্রেস্টন জেমস (D) জর্জ স্টকিং
উত্তর : (A) ক্যামিলে ভ্যালো।

রাশিমাত্রিক বিপ্লব (Quantitative Revolution) [XI-XII]

(৪৭১১) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লব (Quantitative Revolution) -এর সাথে সম্পর্কিত বিষয়গুলি হল —
(A) সূত্র ও তত্ত্ব গঠন (B) মডেল নির্মাণ
(C) রাশিবিজ্ঞানের প্রয়োগ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৭১২) রাশিমাত্রিক বিপ্লব (Quantitative Revolution) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কার্ল রিটার (B) উইলিয়াম বাঙ্গে
(C) ইয়ান বার্টন (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) ইয়ান বার্টন।

(৪৭১৩) ইয়ান বার্টন (Ian Burton) যে সালে রাশিমাত্রিক বিপ্লব (Quantitative Revolution) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৬২ (B) ১৯৬৩
(C) ১৯৬৪ (D) ১৯৬৫
উত্তর : (B) ১৯৬৩।

(৪৭১৪) যে গবেষণাপত্রে ইয়ান বার্টন রাশিমাত্রিক বিপ্লব (Quantitative Revolution) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) The Quantitative Revolution and Theoretical Geography (B) The Quantitative Revolution and Regional Geography
(C) The Quantitative Revolution and Practical Geography (D) The Quantitative Revolution and Systematic Geography
উত্তর : (A) The Quantitative Revolution and Theoretical Geography।

(৪৭১৫) যে দশকে ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনা ও উত্থান ঘটে —
(A) ১৯৪০-১৯৫০ -এর দশক (B) ১৯৫০-১৯৬০ -এর দশক
(C) ১৯৬০-১৯৭০ -এর দশক (D) ১৯৭০-১৯৮০ -এর দশক
উত্তর : (B) ১৯৫০-১৯৬০ -এর দশক।

(৪৭১৬) ইয়ান বার্টনের মতে, যে দশকের শেষের দিকে ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনা ঘটে —
(A) ১৯৪০ -এর দশক (B) ১৯৫০ -এর দশক
(C) ১৯৬০ -এর দশক (D) ১৯৭০ -এর দশক
উত্তর : (A) ১৯৪০ -এর দশক।

(৪৭১৭) ইয়ান বার্টনের মতে, যে সময়কালে ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের চরম বিকাশ ঘটে —
(A) ১৯৩৭-১৯৪০ (B) ১৯৪৭-১৯৫০
(C) ১৯৫৭-১৯৬০ (D) ১৯৬৭-১৯৭০
উত্তর : (C) ১৯৫৭-১৯৬০।

(৪৭১৮) ইয়ান বার্টনের মতে, যে দশকের শুরুর দিকে ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সমাপ্তি ঘটে —
(A) ১৯৫০ -এর দশক (B) ১৯৬০ -এর দশক
(C) ১৯৭০ -এর দশক (D) ১৯৮০ -এর দশক
উত্তর : (C) ১৯৭০ -এর দশক।

(৪৭১৯) ‘Geography is not a University Subject’ বলেছিলেন —
(A) পিটার হ্যাগেট (B) ইয়ান বার্টন
(C) উইলিয়াম বাঙ্গে (D) জেমস কন্যান্ট
উত্তর : (D) জেমস কন্যান্ট।

(৪৭২০) জেমস কন্যান্ট (James Conant) যে সালে ভূগোল ‘University Subject’ নয় বলেছিলেন —
(A) ১৯৪৮ (B) ১৯৪৯
(C) ১৯৫০ (D) ১৯৫১
উত্তর : (A) ১৯৪৮।

(৪৭২১) ‘The Nature of Geography’ (১৯৩৯) গ্রন্থটি রচনা করেন —
(A) রিচার্ড হার্টশোর্ন (B) ফ্রেড কার্ট স্কীফার
(C) পিটার হ্যাগেট (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (A) রিচার্ড হার্টশোর্ন।

(৪৭২২) ‘Exceptionalism in Geography: A Methodological Examination’ (১৯৫৩) শীর্ষক গবেষণাপত্রটি রচনা করেন —
(A) রিচার্ড হার্টশোর্ন (B) ফ্রেড কার্ট স্কীফার
(C) পিটার হ্যাগেট (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (B) ফ্রেড কার্ট স্কীফার।

(৪৭২৩) ‘ভূগোলের আলোচ্য বিষয় হল ক্ষেত্রীয় পৃথকীকরণ’ – বলেছিলেন —
(A) হার্টশোর্ন (B) স্কীফার
(C) হ্যাগেট (D) হামবোল্ড
উত্তর : (A) হার্টশোর্ন।

(৪৭২৪) ‘ভূগোলের কেন্দ্রবিন্দু ক্ষেত্রীয় বর্ণনার পরিবর্তে বিজ্ঞানভিত্তিক হতে পারে’ – বলেছিলেন —
(A) হার্টশোর্ন (B) স্কীফার
(C) হ্যাগেট (D) হামবোল্ড
উত্তর : (B) স্কীফার।

(৪৭২৫) ভূগোলে স্কীফার-হার্টশোর্ন বিতর্ক (Schaefer-Hartshorne Debate) -এর সময়কাল হল —
(A) ১৯৪৩-১৯৪৯ (B) ১৯৪৮-১৯৫৩
(C) ১৯৫৩-১৯৫৯ (D) ১৯৫৯-১৯৬৩
উত্তর : (C) ১৯৫৩-১৯৫৯।

(WBSSC SLST GEOGRAPHY PART-95)

(৪৭২৬) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনাতে যে বিতর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে —
(A) রিটার-হামবোল্ড বিতর্ক (B) হ্যাগেট-স্কীফার বিতর্ক
(C) স্কীফার-হার্টশোর্ন বিতর্ক (D) হ্যাগেট-স্কীফার বিতর্ক
উত্তর : (C) স্কীফার-হার্টশোর্ন বিতর্ক।

(৪৭২৭) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের প্রেক্ষাপট রচনাতে যে তত্ত্ব ও মডেলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে —
(A) Model of Crop Intensity (B) Theory of Industrial Location
(C) Central Place Theory (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৭২৮) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের দৃষ্টিভঙ্গির সংখ্যা —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।

(৪৭২৯) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের যে দৃষ্টিভঙ্গির প্রধান বিষয় হল রাশিমাত্রিক ও গণিতের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা —
(A) অবস্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি (B) স্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি
(C) প্রণালী বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি (D) কোনোটিই নয়
উত্তর : (A) অবস্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি।

(৪৭৩০) রাশিমাত্রিক বিপ্লবের একটি অবস্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির উদাহরণ হল —
(A) ভন থুনেনের কৃষি মডেল (B) ওয়েবারের শিল্প অবস্থান মডেল
(C) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৭৩১) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের যে দৃষ্টিভঙ্গির প্রধান বিষয় হল কোনো স্থানের জ্যামিতিক ও দৈশিক বিশ্লেষণ করা —
(A) অবস্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি (B) স্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি
(C) প্রণালী বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি (D) কোনোটিই নয়
উত্তর : (B) স্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি।

(৪৭৩২) রাশিমাত্রিক বিপ্লবের একটি স্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির উদাহরণ হল —
(A) বসতি বিন্যাস মডেল (B) জনসংখ্যা বন্টন বিশ্লেষণ
(C) নগরকেন্দ্রের স্তর বিন্যাস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৭৩৩) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের যে দৃষ্টিভঙ্গির প্রধান বিষয় হল বিভিন্ন বিষয়ের কার্যকরী উপাদানগুলির আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করা —
(A) অবস্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি (B) স্থানিক বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি
(C) প্রণালী বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি (D) কোনোটিই নয়
উত্তর : (C) প্রণালী বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি।

(৪৭৩৪) রাশিমাত্রিক বিপ্লবের একটি প্রণালী বিশ্লেষণ দৃষ্টিভঙ্গির উদাহরণ হল —
(A) ভন থুনেনের কৃষি মডেল (B) ওয়েবারের শিল্প অবস্থান মডেল
(C) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব (D) A ও B উভয়ই
উত্তর : (C) ক্রিস্টালারের কেন্দ্রীয় স্থান তত্ত্ব।

(৪৭৩৫) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের বর্ণনামূলক পরিসংখ্যানের উদাহরণ হল —
(A) Mean (B) Mode
(C) Median (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৭৩৬) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের অনুমানমূলক পরিসংখ্যানের উদাহরণ হল —
(A) Correlation Analysis (B) Regression Analysis
(C) Rank Size Rule (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৭৩৭) ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের স্থানিক পরিসংখ্যানের উদাহরণ হল —
(A) Rank Size Rule (B) Nearest Neighbour Analysis
(C) Gravity Model (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৭৩৮) ‘Model of Crop Intensity’ দিয়েছিলেন —
(A) জোহান হেইনরিখ ভন থুনেন (B) রিচার্ড হার্ড
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) আলফ্রেড ওয়েবার
উত্তর : (A) জোহান হেইনরিখ ভন থুনেন।

(৪৭৩৯) জোহান হেইনরিখ ভন থুনেন (Johann Heinrich von Thünen) যে সালে ‘Model of Crop Intensity’ দিয়েছিলেন —
(A) ১৮২৪ (B) ১৮২৫
(C) ১৮২৬ (D) ১৮২৭
উত্তর : (C) ১৮২৬।

(৪৭৪০) ‘Theory of Industrial Location’ দিয়েছিলেন —
(A) জোহান হেইনরিখ ভন থুনেন (B) রিচার্ড হার্ড
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) আলফ্রেড ওয়েবার
উত্তর : (D) আলফ্রেড ওয়েবার।

(৪৭৪১) আলফ্রেড ওয়েবার (Alfred Weber) যে সালে ‘Theory of Industrial Location’ দিয়েছিলেন —
(A) ১৯০৮ (B) ১৯০৯
(C) ১৯১০ (D) ১৯১১
উত্তর : (B) ১৯০৯।

(৪৭৪২) ‘Central Place Theory’ দিয়েছিলেন —
(A) জোহান হেইনরিখ ভন থুনেন (B) রিচার্ড হার্ড
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) আলফ্রেড ওয়েবার
উত্তর : (C) ওয়াল্টার ক্রিস্টালার।

(৪৭৪৩) ওয়াল্টার ক্রিস্টালার (Walter Christaller) যে সালে ‘Central Place Theory’ দিয়েছিলেন —
(A) ১৯৩৩ (B) ১৯৩৪
(C) ১৯৩৫ (D) ১৯৩৬
উত্তর : (A) ১৯৩৩।

(৪৭৪৪) ‘Principles of City Land Values’ দিয়েছিলেন —
(A) জোহান হেইনরিখ ভন থুনেন (B) রিচার্ড হার্ড
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) আলফ্রেড ওয়েবার
উত্তর : (B) রিচার্ড হার্ড।

(৪৭৪৫) রিচার্ড হার্ড (Richard Hurd) যে সালে ‘Principles of City Land Values’ দিয়েছিলেন —
(A) ১৯০২ (B) ১৯০৩
(C) ১৯০৪ (D) ১৯০৫
উত্তর : (B) ১৯০৩।

(৪৭৪৬) ‘Organic Classification of Cities’ দিয়েছিলেন —
(A) লুই মামফোর্ড (B) রিচার্ড হার্ড
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) আলফ্রেড ওয়েবার
উত্তর : (A) লুই মামফোর্ড।

(৪৭৪৭) লুই মামফোর্ড (Lewis Mumford) যে সালে ‘Organic Classification of Cities’ দিয়েছিলেন —
(A) ১৯৩৬ (B) ১৯৩৭
(C) ১৯৩৮ (D) ১৯৩৯
উত্তর : (C) ১৯৩৮।

(৪৭৪৮) ‘The Spatial Organization of the Economy’ দিয়েছিলেন —
(A) লুই মামফোর্ড (B) রিচার্ড হার্ড
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) অগাস্ট লশ
উত্তর : (D) অগাস্ট লশ।

(৪৭৪৯) অগাস্ট লশ (August Lösch) যে সালে ‘The Spatial Organization of the Economy’ দিয়েছিলেন —
(A) ১৯৪০ (B) ১৯৪১
(C) ১৯৪২ (D) ১৯৪৩
উত্তর : (A) ১৯৪০।

(৪৭৫০) ‘Laws of Migration’ দিয়েছিলেন —
(A) জোহান হেইনরিখ ভন থুনেন (B) আলফ্রেড ওয়েবার
(C) ওয়াল্টার ক্রিস্টালার (D) আর্নস্ট জর্জ র‍্যাভেনস্টাইন
উত্তর : (D) আর্নস্ট জর্জ র‍্যাভেনস্টাইন।

(WBSSC SLST GEOGRAPHY PART-95)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-94

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-95

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!