WBSSC SLST GEOGRAPHY PART-94
WBSSC SLST GEOGRAPHY PART-94
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯৪ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-94) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪৬৫১) জোসেফ ফিশার (Joseph Fisher) যে সালে সামাজিক ডারউইনবাদ (Social Darwinism) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৭৪ (B) ১৮৭৫
(C) ১৮৭৬ (D) ১৮৭৭
উত্তর : (D) ১৮৭৭।
(৪৬৫২) ‘The Social Organism’ (১৮৬০) গ্রন্থটি রচনা করেন —
(A) হারবার্ট স্পেনসার (B) জর্জ স্টকিং
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) কার্ল রিটার
উত্তর : (A) হারবার্ট স্পেনসার।
(৪৬৫৩) যে নির্দিষ্ট এলাকায় জীবকুল বিকাশলাভ করে, তাকে বলে —
(A) এক্যুমেন (B) অ্যান্টিপোড
(C) লেবেনশ্রউম (D) কসমস
উত্তর : (C) লেবেনশ্রউম।
(৪৬৫৪) লেবেনশ্রউম (Lebensraum) ধারণাটি দিয়েছিলেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) জর্জ স্টকিং (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) ফ্রেডরিখ র্যাটজেল।
(৪৬৫৫) ফ্রেডরিখ র্যাটজেল (Friedrich Ratzel) যে সালে লেবেনশ্রউম (Lebensraum) ধারণাটি দিয়েছিলেন এবং লেবেনশ্রউম (Lebensraum) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০১ (B) ১৯০২
(C) ১৯০৩ (D) ১৯০৪
উত্তর : (A) ১৯০১।
(৪৬৫৬) ‘Lebensraum: A Biogeographical Study’ (১৯০১) প্রবন্ধটি রচনা করেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) জর্জ স্টকিং (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) ফ্রেডরিখ র্যাটজেল।
(৪৬৫৭) নিয়ন্ত্রণবাদ (Determinism) -এর সর্বপ্রধান প্রবক্তা হলেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) জর্জ স্টকিং (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) ফ্রেডরিখ র্যাটজেল।
(৪৬৫৮) সামাজিক ডারউইনবাদের একজন প্রবক্তা ও সমর্থক হলেন —
(A) হারবার্ট স্পেনসার (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) লুসিয়েন ফেবর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৬৫৯) পৃথিবীর বসবাসযোগ্য অংশকে বলে —
(A) এক্যুমেন (B) লেবেনশ্রউম
(C) কসমস (D) অ্যান্টিপোড
উত্তর : (A) এক্যুমেন।
(৪৬৬০) এক্যুমেন (Ekumene) ধারণাটি প্রথম দিয়েছিলেন —
(A) এরাটোসথেনিস (B) স্ট্র্যাবো
(C) অ্যারিস্টটল (D) সক্রেটিস
উত্তর : (A) এরাটোসথেনিস।
(৪৬৬১) খাদ্যাভাসগত নিয়ন্ত্রণবাদ (Dietary Determinism) -এর একজন সমর্থক হলেন —
(A) জর্জ স্টকিং (B) প্যাট্রিক গেডেস
(C) কার্ল রিটার (D) প্রেস্টন জেমস
উত্তর : (B) প্যাট্রিক গেডেস।
(৪৬৬২) ‘The History of Civilization is the History of Soil’ উক্তিটি যে প্রকার নিয়ন্ত্রণবাদকে প্রতিফলিত করে —
(A) সামাজিক নিয়ন্ত্রণবাদ (B) খাদ্যাভাসগত নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ
উত্তর : (B) খাদ্যাভাসগত নিয়ন্ত্রণবাদ।
(৪৬৬৩) ‘An Introduction to the Application of Geography to History’ এবং ‘The Geographical Distribution of Mankind’ ধারণা দিয়েছিলেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) জর্জ স্টকিং (D) হারবার্ট স্পেনসার
উত্তর : (B) ফ্রেডরিখ র্যাটজেল।
(৪৬৬৪) মানুষকে ‘ভূপৃষ্ঠের ফসল ও প্রকৃতির সন্তান’ বলেছেন —
(A) লুসিয়েন ফেবর (B) এলসওয়ার্থ হান্টিংটন
(C) টমাস গ্রিফিথ টেলর (D) এলেন চার্চিল সেম্পল
উত্তর : (D) এলেন চার্চিল সেম্পল।
(৪৬৬৫) আলেকজান্ডার ফন হামবোল্ড রচিত কসমস (Cosmos) গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় যে সালে —
(A) ১৮৪৫ (B) ১৮৪৬
(C) ১৮৪৭ (D) ১৮৪৮
উত্তর : (A) ১৮৪৫।
(৪৬৬৬) কার্ল রিটার রচিত এরডকুন্ডে (Erdkunde) গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় যে সালে —
(A) ১৮১৫ (B) ১৮১৭
(C) ১৮১৯ (D) ১৮২১
উত্তর : (B) ১৮১৭।
(৪৬৬৭) ‘On the Origin of Species’ (১৮৫৯) গ্রন্থটি রচনা করেন —
(A) হারবার্ট স্পেনসার (B) চার্লস রবার্ট ডারউইন
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (B) চার্লস রবার্ট ডারউইন।
(৪৬৬৮) ফোর্ডিজম (Fordism) শব্দটি যে প্রকার নিয়ন্ত্রণবাদের সাথে সম্পর্কিত —
(A) সামাজিক নিয়ন্ত্রণবাদ (B) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ।
(৪৬৬৯) ‘Political Geography’ (১৮৯৭) গ্রন্থটি রচনা করেন —
(A) হারবার্ট স্পেনসার (B) চার্লস রবার্ট ডারউইন
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (C) ফ্রেডরিখ র্যাটজেল।
(৪৬৭০) ‘Human Habitat’ (১৯২৭) এবং ‘Mainsprings of Civilization’ (১৯৪৫) গ্রন্থটি রচনা করেন —
(A) হারবার্ট স্পেনসার (B) চার্লস রবার্ট ডারউইন
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (D) এলসওয়ার্থ হান্টিংটন।
সম্ভাবনাবাদ (Possibilism) [XI-XII]
(৪৬৭১) যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে প্রাকৃতিক পরিবেশ প্রদত্ত সম্ভাবনাগুলিকে মানুষ নিজের পছন্দমতো ব্যবহার করে, তা হল —
(A) নিয়ন্ত্রণবাদ (B) বস্তুবাদ
(C) গঠনবাদ (D) সম্ভাবনাবাদ
উত্তর : (D) সম্ভাবনাবাদ।
(৪৬৭২) সম্ভাবনাবাদের জনক (Father of Possibilism) রূপে পরিচিত —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) লুসিয়েন ফেবর
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(৪৬৭৩) যে প্রাচীন গ্রিক দার্শনিকের মতাদর্শে সম্ভাবনাবাদ পাওয়া যায় —
(A) অ্যারিস্টটল (B) প্লেটো
(C) স্ট্র্যাব্রো (D) হিপোক্রেটিস
উত্তর : (B) প্লেটো।
(৪৬৭৪) ভিদাল দ্য লা ব্লাশ (Vidal de la Blache) -এর পূর্ববর্তী সময়ের সম্ভাবনাবাদী চিন্তাধারাকে বলা হয় —
(A) প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ (B) অভিজ্ঞতাবাদ
(C) নব্য সম্ভাবনাবাদ (D) গঠনবাদ
উত্তর : (A) প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ।
(৪৬৭৫) প্রচ্ছন্ন সম্ভাবনাবাদ (Crypto Possibilism) -এর প্রবক্তা হলেন —
(A) মন্তেস্কু (B) বাফন
(C) ভিদাল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-94)
(৪৬৭৬) আধুনিক ভূগোলে সম্ভাবনাবাদের ধারণা প্রথম যে দেশে আবির্ভূত হয় —
(A) ফ্রান্স (B) ইতালি
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (A) ফ্রান্স।
(৪৬৭৭) ‘Man and Nature’ (১৯৬৪) গ্রন্থটি রচনা করেন —
(A) এলসওয়ার্থ হান্টিংটন (B) জর্জ পার্কিনস্ মার্শ
(C) ভিদাল দ্য লা ব্লাশ (D) এলেন চার্চিল সেম্পল
উত্তর : (B) জর্জ পার্কিনস্ মার্শ।
(৪৬৭৮) ঊনবিংশ শতকে যে জার্মান ভৌগোলিক সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) কার্ল রিটার
(C) আলফ্রেড কির্কহফ (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর : (C) আলফ্রেড কির্কহফ।
(৪৬৭৯) প্রাকৃতিক অবস্থার পরিবর্তনে মানুষের ভূমিকাকে মুখ্য বলে চিহ্নিত করেছেন —
(A) ভিদাল (B) র্যাটজেল
(C) রিটার (D) হামবোল্ড
উত্তর : (A) ভিদাল।
(৪৬৮০) ‘Genre de vie’ ধারণাটি যে ভৌগোলিক চিন্তাধারার সাথে সম্পর্কিত —
(A) নিয়ন্ত্রণবাদ (B) গঠনবাদ
(C) সম্ভাবনাবাদ (D) বস্তুবাদ
উত্তর : (C) সম্ভাবনাবাদ।
(৪৬৮১) ‘Genre de vie’ ধারণাটি দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) লুসিয়েন ফেবর (D) আলফ্রেড কির্কহফ
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(৪৬৮২) ‘Genre de vie’ শব্দবন্ধটির অর্থ হল —
(A) বসবাসযোগ্য পৃথিবী (B) জীবনশৈলী
(C) জীবকুলের আবাস (D) প্রকৃতির চেতনা
উত্তর : (B) জীবনশৈলী।
(৪৬৮৩) ‘Tableau de la Géographie de la France’ (১৯০৩) গ্রন্থটি রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) লুসিয়েন ফেবর (D) আলফ্রেড কির্কহফ
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(৪৬৮৪) ‘Principles of Human Geography’ (১৯২২) গ্রন্থটি রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ র্যাটজেল
(C) লুসিয়েন ফেবর (D) আলফ্রেড কির্কহফ
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(৪৬৮৫) সম্ভাবনাবাদের একজন সমর্থক হলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) জ্যাঁ ব্রুনস
(C) লুসিয়েন ফেবর (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।
(৪৬৮৬) ‘La géographie humaine’ (১৯১০) গ্রন্থটি রচনা করেন —
(A) কার্ল রিটার (B) জ্যাঁ ব্রুনস
(C) জর্জ স্টকিং (D) লুসিয়েন ফেবর
উত্তর : (B) জ্যাঁ ব্রুনস।
(৪৬৮৭) ‘The Pioneer Fringe’ (১৯৩১) রচনা করেন —
(A) জ্যাঁ ব্রুনস (B) আইজা বাওম্যান
(C) কার্ল রিটার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (B) আইজা বাওম্যান।
(৪৬৮৮) মানুষকে ‘ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনের আধুনিকতম মাধ্যম’ বলেছেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (C) কার্ল অর্টউইন সাউয়ার।
(৪৬৮৯) সম্ভাবনাবাদ (Possibilism) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (D) লুসিয়েন ফেবর।
(৪৬৯০) যে সালে লুসিয়েন ফেবর (Lucien Febvre) সম্ভাবনাবাদ (Possibilism) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯২৯ (B) ১৯৩০
(C) ১৯৩১ (D) ১৯৩২
উত্তর : (D) ১৯৩২।
(৪৬৯১) ‘A Geographical Introduction to History’ (১৯২৫) গ্রন্থটি রচনা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) কার্ল অর্টউইন সাউয়ার (D) লুসিয়েন ফেবর
উত্তর : (D) লুসিয়েন ফেবর।
(৪৬৯২) ‘The Rhine: Problems of History and Economics’ (১৯৩৫) গ্রন্থটি রচনা করেন —
(A) লুসিয়েন ফেবর (B) অ্যালবার্ট ডেম্যানজিয়ন
(C) ফ্রেডরিখ এঙ্গেলস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৬৯৩) যে দৃষ্টিভঙ্গি অনুসারে, মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কে মানুষ মুখ্য ও প্রকৃতি গৌণ ভূমিকা পালন করে —
(A) জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (B) থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
(C) উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (D) নিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
উত্তর : (C) উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি।
(৪৬৯৪) উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি (Weocratic Approach) -এর একজন সমর্থক হলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) লুসিয়েন ফেবর
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪৬৯৫) ‘Milieu’ ধারণাটি দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) লুসিয়েন ফেবর
(C) ফ্রেডরিখ র্যাটজেল (D) প্রেস্টন জেমস
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(৪৬৯৬) ভিদাল দ্য লা ব্লাশ ‘Milieu’ বলতে বুঝিয়েছেন —
(A) মানুষের সংস্কৃতি (B) সামাজিক কাঠামো
(C) প্রাকৃতিক পরিবেশ (D) জীবনশৈলী
উত্তর : (C) প্রাকৃতিক পরিবেশ।
(৪৬৯৭) ভূগোলে সম্ভাব্যবাদ বা ‘Probabilism’ ধারণাটি দিয়েছিলেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) অস্কার হারম্যান খ্রিস্টিয়ান স্পেট (D) কার্ল রিটার
উত্তর : (C) অস্কার হারম্যান খ্রিস্টিয়ান স্পেট।
(৪৬৯৮) অস্কার হারম্যান খ্রিস্টিয়ান স্পেট (Oskar Hermann Khristian Spate) যে সালে ‘Probabilism’ ধারণাটি দিয়েছিলেন —
(A) ১৯৫৭ (B) ১৯৫৮
(C) ১৯৫৯ (D) ১৯৬০
উত্তর : (A) ১৯৫৭।
(৪৬৯৯) ভূগোলে ‘Probabilism’ ধারণাটি হল যে দুই দৃষ্টিভঙ্গির মিশ্রণ —
(A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ (B) প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ ও গঠনবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ
উত্তর : (A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ।
(৪৭০০) অ্যানালস্ ডি জিওগ্রাফি (Annales de Géographie) জার্নাল প্রতিষ্ঠা করেন —
(A) ভিদাল দ্য লা ব্লাশ (B) ফ্রেডরিখ এঙ্গেলস
(C) অস্কার হারম্যান খ্রিস্টিয়ান স্পেট (D) কার্ল রিটার
উত্তর : (A) ভিদাল দ্য লা ব্লাশ।
(WBSSC SLST GEOGRAPHY PART-94)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-95 - ভূগোলিকা-Bhugolika