Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-92

WBSSC SLST GEOGRAPHY PART-92

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯২ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-92) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-92

(৪৫৫১) অ্যান্টোইন বাউমে (Antoine Baumé) যে সালে প্রথম আধুনিক হাইড্রোমিটার আবিষ্কার করেন —
(A) ১৭৬৭ (B) ১৭৬৮
(C) ১৭৬৯ (D) ১৭৭০
উত্তর : (B) ১৭৬৮ ।

(৪৫৫২) হাইড্রোমিটার (Hydrometer) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) অ্যান্টোইন বাউমে (B) রবার্ট বয়েল
(C) উইলিয়াম নিকোলসন (D) জন মারে
উত্তর : (B) রবার্ট বয়েল।

(৪৫৫৩) রবার্ট বয়েল (Robert Boyle) যে সালে হাইড্রোমিটার (Hydrometer) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৬৭৫ (B) ১৬৭৬
(C) ১৬৭৭ (D) ১৬৭৮
উত্তর : (A) ১৬৭৫।

(৪৫৫৪) স্যালিনোমিটার (Salinometer) প্রথম আবিষ্কৃত হয় যে সালে —
(A) ১৯২৭ (B) ১৯২৮
(C) ১৯২৯ (D) ১৯৩০
উত্তর : (A) ১৯২৭।

(৪৫৫৫) সমুদ্রজলের উষ্ণতা ও ঘনত্বের সম্পর্ক হল —
(A) সমানুপাতিক (B) ব্যস্তানুপাতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) ব্যস্তানুপাতিক।

(৪৫৫৬) নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে সমুদ্র জলের ঘনত্ব —
(A) বৃদ্ধি পায় (B) হ্রাস পায়
(C) একই থাকে (D) কোনোটিই নয়
উত্তর : (A) বৃদ্ধি পায়।

(৪৫৫৭) সমুদ্রপৃষ্ঠে জলের ঘনত্ব সবচেয়ে কম —
(A) নিরক্ষীয় অঞ্চলে (B) ক্রান্তীয় অঞ্চলে
(C) নাতিশীতোষ্ণ অঞ্চলে (D) মেরু অঞ্চলে
উত্তর : (A) নিরক্ষীয় অঞ্চলে।

(৪৫৫৮) সমুদ্রপৃষ্ঠে জলের ঘনত্ব সবচেয়ে বেশি —
(A) নিরক্ষীয় অঞ্চলে (B) ক্রান্তীয় অঞ্চলে
(C) নাতিশীতোষ্ণ অঞ্চলে (D) মেরু অঞ্চলে
উত্তর : (D) মেরু অঞ্চলে।

(৪৫৫৯) সমুদ্র জলের একইরূপ ঘনত্ব অর্থাৎ আইসোপিকনাল স্তম্ভ দেখা যায় —
(A) উচ্চ অক্ষাংশে (B) মধ্য অক্ষাংশে
(C) নিম্ন অক্ষাংশে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫৬০) সুমেরু মহাসাগরের তুলনায় কুমেরু মহাসাগরের সমুদ্রজলের ঘনত্ব বেশি হওয়ার কারণ —
(A) অধিক বৃষ্টিপাত (B) অধিক বাষ্পীভবন
(C) স্বাদুজলের জোগান কম (D) A ও B উভয়ই
উত্তর : (C) স্বাদুজলের জোগান কম।

(৪৫৬১) স্থির অনুপাতের সূত্র (Principle of Constant Proportions) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ম্যাথিউ ফন্টেন মৌরি (B) উইলিয়াম ডিটমার
(C) জোহান জর্জ ফর্কামার (D) উইলিয়াম নিকোলসন
উত্তর : (C) জোহান জর্জ ফর্কামার।

(৪৫৬২) যে সালে জোহান জর্জ ফর্কামার (Johan Georg Forchhammer) স্থির অনুপাতের সূত্র (Principle of Constant Proportions) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৮৬৫ (B) ১৮৬৬
(C) ১৮৬৭ (D) ১৮৬৮
উত্তর : (A) ১৮৬৫।

(৪৫৬৩) স্থির অনুপাতের সূত্র (Principle of Constant Proportions) প্রথম প্রমাণ করেন —
(A) ম্যাথিউ ফন্টেন মৌরি (B) উইলিয়াম ডিটমার
(C) জোহান জর্জ ফর্কামার (D) উইলিয়াম নিকোলসন
উত্তর : (B) উইলিয়াম ডিটমার।

(৪৫৬৪) উইলিয়াম ডিটমার (William Dittmar) যে সালে স্থির অনুপাতের সূত্র (Principle of Constant Proportions) প্রথম প্রমাণ করেন —
(A) ১৮৮১ (B) ১৮৮২
(C) ১৮৮৩ (D) ১৮৮৪
উত্তর : (D) ১৮৮৪।

(৪৫৬৫) স্থির অনুপাতের সূত্র (Principle of Constant Proportions) সমুদ্রজলের যে বিষয়ের সাথে সম্পর্কিত —
(A) লবণতা (B) উষ্ণতা
(C) গভীরতা (D) ঘনত্ব
উত্তর : (A) লবণতা।

(৪৫৬৬) ০°C উষ্ণতায় সমুদ্রজলের ঘনত্ব —
(A) ১.০২৮১ গ্রাম/ঘনসেমি (B) ১.০২৭০ গ্রাম/ঘনসেমি
(C) ১.০২৪৮ গ্রাম/ঘনসেমি (D) ১.০২৩৪ গ্রাম/ঘনসেমি
উত্তর : (A) ১.০২৮১ গ্রাম/ঘনসেমি।

(৪৫৬৭) ৪°C উষ্ণতায় সমুদ্রজলের লবণতা ৩৫‰ হলে, সমুদ্রজলের ঘনত্ব হবে —
(A) ১.০২৮১ গ্রাম/ঘনসেমি (B) ১.০২৭০ গ্রাম/ঘনসেমি
(C) ১.০২৭৮ গ্রাম/ঘনসেমি (D) ১.০২৩৪ গ্রাম/ঘনসেমি
উত্তর : (C) ১.০২৭৮ গ্রাম/ঘনসেমি।

(৪৫৬৮) ৪°C উষ্ণতায় সমুদ্রজলের লবণতা ২০‰ হলে, সমুদ্রজলের ঘনত্ব হবে —
(A) ১.০২৮ গ্রাম/ঘনসেমি (B) ১.০২৭ গ্রাম/ঘনসেমি
(C) ১.০১৬ গ্রাম/ঘনসেমি (D) ১.০২৩ গ্রাম/ঘনসেমি
উত্তর : (C) ১.০১৬ গ্রাম/ঘনসেমি।

(৪৫৬৯) সমুদ্রে পৃষ্ঠজলের চেয়ে গভীর জলের ঘনত্ব যে শতাংশ বেশি হয় —
(A) ২% (B) ৫%
(C) ৭% (D) ৯%
উত্তর : (B) ৫%।

(৪৫৭০) সমুদ্রজলে ক্লোরাইড আয়নের গড় পরিমাণ —
(A) ১৭.২‰ (B) ১৯.২‰
(C) ২১.২‰ (D) ২৩.২‰
উত্তর : (B) ১৯.২‰।

(৪৪৭১) সমুদ্রজলের লবণতা নির্ণয়ের সূত্রটি হল —
(A) ১.৮০৬৫৬ × ক্লোরিন আয়নের পরিমাণ (B) ১.৭০৬৫৬ × ক্লোরিন আয়নের পরিমাণ
(C) ১.৬০৬৫৬ × ক্লোরিন আয়নের পরিমাণ (D) ১.৫০৬৫৬ × ক্লোরিন আয়নের পরিমাণ
উত্তর : (A) ১.৮০৬৫৬ × ক্লোরিন আয়নের পরিমাণ।

(৪৪৭২) টাইট্রেশন (Titration) পদ্ধতিতে নির্ণয় করা হয় সমুদ্রজলের —
(A) উষ্ণতা (B) লবণতা
(C) ঘনত্ব (D) গভীরতা
উত্তর : (B) লবণতা।

(৪৪৭৩) আবদ্ধ সমুদ্রের অধিক লবণতার ঘটনাকে এডমন্ড হ্যালি বলেছিলেন —
(A) Chemical Weathering (B) Continental Weathering
(C) Salt Weathering (D) Ocean Weathering
উত্তর : (B) Continental Weathering।

(৪৪৭৪) আরব সাগরের গড় লবণতা —
(A) ২৫-২৭‰ (B) ৩১-৩২‰
(C) ২১-২২‰ (D) ৩৫-৩৭‰
উত্তর : (D) ৩৫-৩৭‰।

(৪৪৭৫) কৃষ্ণ সাগরের গড় লবণতা —
(A) ১৬-১৮‰ (B) ২১-২৩‰
(C) ২৫-২৭‰ (D) ৩১-৩৩‰
উত্তর : (A) ১৬-১৮‰।

(WBSSC SLST GEOGRAPHY PART-92)

ভৌগোলিক চিন্তাধারা (Geographical Thoughts) : ভৌগোলিক অধ্যয়নের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণবাদী, সম্ভাবনাবাদী, রাশিমাত্রিক বিপ্লব, কল্যাণমূলক, সামাজিক, আচরণগত, মূলক চিন্তাধারা, ক্রিয়ামূলক, গঠনমূলক, বস্তুবাদী, বাস্তুসংস্থানিক, আঞ্চলিক ও প্রণালীবদ্ধ (Approaches to Geographical Studies Deterministic, Possibilistic, Quantitative Revolution, Welfare, Societal, Behavioral, Radical Schools, Functional, Structural, Materialistic, Ecological, Regional and Systematic) [XI-XII]

নিয়ন্ত্রণবাদ (Determinism) [XI-XII]

(৪৫৭৬) যে ভৌগোলিক দৃষ্টিভঙ্গিতে মানুষের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন প্রকৃতি দ্বারা নির্ধারিত হিসাবে বিশ্লেষণ করা হয়, তাকে বলে —
(A) নিয়ন্ত্রণবাদ (B) সম্ভাবনাবাদ
(C) বস্তুবাদ (D) গঠনবাদ
উত্তর : (A) নিয়ন্ত্রণবাদ।

(৪৫৭৭) নিয়ন্ত্রণবাদ (Determinism) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এলসওয়ার্থ হান্টিংটন (B) টমাস গ্রিফিথ টেলর
(C) এলেন চার্চিল সেম্পল (D) উইলিয়াম হ্যামিলটন
উত্তর : (D) উইলিয়াম হ্যামিলটন।

(৪৫৭৮) উইলিয়াম হ্যামিলটন (William Hamilton) যে সালে নিয়ন্ত্রণবাদ (Determinism) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৪৫ (B) ১৮৪৬
(C) ১৮৪৭ (D) ১৮৪৮
উত্তর : (B) ১৮৪৬।

(৪৫৭৯) দার্শনিক নিয়ন্ত্রণবাদ (Philosophical Determinism) ধারণার সূচনা করেন —
(A) এলসওয়ার্থ হান্টিংটন (B) পিয়ের-সিমোঁ লাপ্লাস
(C) এলেন চার্চিল সেম্পল (D) উইলিয়াম হ্যামিলটন
উত্তর : (B) পিয়ের-সিমোঁ লাপ্লাস।

(৪৫৮০) পিয়ের-সিমোঁ লাপ্লাস (Pierre-Simon Laplace) যে সালে দার্শনিক নিয়ন্ত্রণবাদ (Philosophical Determinism) ধারণার সূচনা করেন —
(A) ১৮১৪ (B) ১৮১৫
(C) ১৮১৬ (D) ১৮১৭
উত্তর : (A) ১৮১৪।

(৪৫৮১) ‘Philosophical Essay on Probabilities’ (১৮১৪) গ্রন্থটি রচনা করেন —
(A) এলসওয়ার্থ হান্টিংটন (B) পিয়ের-সিমোঁ লাপ্লাস
(C) এলেন চার্চিল সেম্পল (D) উইলিয়াম হ্যামিলটন
উত্তর : (B) পিয়ের-সিমোঁ লাপ্লাস।

(৪৫৮২) ভূগোলে নিয়ন্ত্রণবাদের সূচনা করেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) উইলিয়াম হ্যামিলটন
উত্তর : (A) কার্ল রিটার।

(৪৫৮৩) আধুনিক ভূগোলে নিয়ন্ত্রণবাদের ধারণা প্রথম যে দেশে আবির্ভূত হয় —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) ফ্রান্স (D) রাশিয়া
উত্তর : (B) জার্মানি।

(৪৫৮৪) নৃ-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি (Anthropocentric Approach) প্রবর্তন করেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) উইলিয়াম হ্যামিলটন
উত্তর : (A) কার্ল রিটার।

(৪৫৮৫) অ্যানথ্রোপোজিওগ্রাফি (Anthropogeographie) গ্রন্থটি রচনা করেন —
(A) কার্ল রিটার (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) উইলিয়াম হ্যামিলটন
উত্তর : (B) ফ্রেডরিখ র‍্যাটজেল।

(৪৫৮৬) ফ্রেডরিখ র‍্যাটজেল (Friedrich Ratzel) রচিত অ্যানথ্রোপোজিওগ্রাফি (Anthropogeographie) গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় যে সালে —
(A) ১৮৮০ (B) ১৮৮১
(C) ১৮৮২ (D) ১৮৮৩
উত্তর : (C) ১৮৮২।

(৪৫৮৭) নিয়ন্ত্রণবাদ সম্পর্কে যে বক্তব্যটি সঠিক —
(A) মানব সংস্কৃতিতে জলবায়ু ও ভূমিরূপ সক্রিয় শক্তি (B) মানবীয় কার্যকলাপ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত
(C) মানুষের চরিত্র ও দৈহিক গঠন জলবায়ু নির্ভর (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৫৮৮) প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ বা পরিবেশগত নিয়ন্ত্রণবাদ (Environmental Determinism) -এর একজন সমর্থক হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) কার্ল রিটার
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫৮৯) বৈজ্ঞানিক নিয়ন্ত্রণবাদ (Scientific Determinism) -এর প্রবক্তা হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) কার্ল রিটার
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) A ও B উভয়ই
উত্তর : (C) এলসওয়ার্থ হান্টিংটন।

(৪৫৯০) প্রাচীন যুগে নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গির উৎপত্তি হয়েছিলে —
(A) গ্রিসে (B) রোমে
(C) স্পেনে (D) ব্রিটেনে
উত্তর : (A) গ্রিসে।

(৪৫৯১) প্রাচীন যুগের একজন নিয়ন্ত্রণবাদী হলেন —
(A) অ্যারিস্টটল (B) হিপোক্রেটিস
(C) স্ট্র্যাবো (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।

(৪৫৯২) মধ্য যুগের একজন নিয়ন্ত্রণবাদী হলেন —
(A) আল-মাসুদি (B) আল-বিরুনি
(C) কার্ল রিটার (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫৯৩) আধুনিক যুগের একজন নিয়ন্ত্রণবাদী হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) কার্ল রিটার
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) উপরের সকলেই
উত্তর : (D) উপরের সকলেই।

(৪৫৯৪) ফরাসি ভৌগোলিক এডমন্ড ডেমোলাঁ (Edmond Demolins) যে প্রকার নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন —
(A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ (B) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ।

(৪৫৯৫) মানুষের সমস্ত প্রকার কার্যকলাপ প্রকৃতি দ্বারা কিভাবে ও কতখানি নিয়ন্ত্রিত হয়, তা ব্যাখ্যা করে —
(A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ (B) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ।

(৪৫৯৬) আবহাওয়া ও জলবায়ু কর্তৃক মানুষের অর্থনীতি ও সংস্কৃতি নিয়ন্ত্রণ ব্যাখ্যা করে —
(A) পরিবেশগত নিয়ন্ত্রণবাদ (B) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (B) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ।

(৪৫৯৭) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ (Climatic Determinism) -এর প্রবক্তা হলেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) কার্ল রিটার
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) এডমন্ড ডেমোলাঁ
উত্তর : (C) এলসওয়ার্থ হান্টিংটন।

(৪৫৯৮) ‘Civilization and Climate’ (১৯১৫) গ্রন্থটি রচনা করেন —
(A) ফ্রেডরিখ র‍্যাটজেল (B) কার্ল রিটার
(C) এলসওয়ার্থ হান্টিংটন (D) এডমন্ড ডেমোলাঁ
উত্তর : (C) এলসওয়ার্থ হান্টিংটন।

(৪৫৯৯) প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের সাংস্কৃতিক ভূদৃশ্য নিয়ন্ত্রণ করে, তা ব্যাখ্যা করে —
(A) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ (B) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ
(C) অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ (D) জাতিগত নিয়ন্ত্রণবাদ
উত্তর : (A) সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ।

(৪৬০০) ‘Cultural Landscape’ ধারণাটি দিয়েছিলেন —
(A) কার্ল অর্টউইন সাউয়ার (B) ফ্রেডরিখ র‍্যাটজেল
(C) এলেন চার্চিল সেম্পল (D) এলসওয়ার্থ হান্টিংটন
উত্তর : (A) কার্ল অর্টউইন সাউয়ার।

(WBSSC SLST GEOGRAPHY PART-92)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-91

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-92

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!