Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-91

WBSSC SLST GEOGRAPHY PART-91

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯১ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-91) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-91

(৪৫০১) সমুদ্রজলের লবণতা ও ঘনত্বের সম্পর্ক হল —
(A) সমানুপাতিক (B) ব্যস্তানুপাতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) সমানুপাতিক।

(৪৫০২) সামুদ্রিক লবণ যে শিল্পের প্রধান কাঁচামাল —
(A) লৌহ-ইস্পাত শিল্প (B) প্লাস্টিক শিল্প
(C) রাসায়নিক শিল্প (D) কাঁচ শিল্প
উত্তর : (C) রাসায়নিক শিল্প।

(৪৫০৩) সমুদ্রজলের লবণতা ও বাষ্পীভবনের সম্পর্ক হল —
(A) সমানুপাতিক (B) ব্যস্তানুপাতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) ব্যস্তানুপাতিক।

(৪৫০৪) গভীরতার সাথে সমুদ্রজলের উষ্ণতা ও লবণতা যে চিত্রে প্রকাশ করা হয়, তাকে বলে —
(A) S-T Diagram (B) D-T-S Diagram
(C) T-S Diagram (D) D-S-T Diagram
উত্তর : (C) T-S Diagram।

(৪৫০৫) প্রথম সমুদ্রজলের উষ্ণতা-লবণতা চিত্র (Temperature-Salinity Diagram) প্রকাশ করেন —
(A) হেল্যান্ড হ্যানসেন (B) জন মারে
(C) রবার্ট ব্যালার্ড (D) সিলভিয়া আর্লে
উত্তর : (A) হেল্যান্ড হ্যানসেন।

(৪৫০৬) হেল্যান্ড হ্যানসেন (Helland Hansen) যে সালে প্রথম সমুদ্রজলের উষ্ণতা-লবণতা চিত্র (Temperature-Salinity Diagram) প্রকাশ করেন —
(A) ১৯১৫ (B) ১৯১৬
(C) ১৯১৭ (D) ১৯১৮
উত্তর : (B) ১৯১৬।

(৪৫০৭) বিজ্ঞানী ঔস্ট-এর মতে, সমুদ্রজলের গড় বার্ষিক বাষ্পীভবনের পরিমাণ —
(A) ৬৩ সেমি (B) ৭৩ সেমি
(C) ৮৩ সেমি (D) ৯৩ সেমি
উত্তর : (D) ৯৩ সেমি।

(৪৫০৮) বিজ্ঞানী স্মিড-এর মতে, সমুদ্রজলের গড় বার্ষিক বাষ্পীভবনের পরিমাণ —
(A) ৬৩ সেমি (B) ৭৩ সেমি
(C) ৮৩ সেমি (D) ৯৩ সেমি
উত্তর : (B) ৭৩ সেমি।

(৪৫০৯) সমুদ্রজলের লবণতা ও অধঃক্ষেপণের সম্পর্ক হল —
(A) সমানুপাতিক (B) ব্যস্তানুপাতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) ব্যস্তানুপাতিক।

(৪৫১০) সমুদ্রজলের লবণতার তারতম্যের কারণ হল —
(A) বাষ্পীভবন ও অধঃক্ষেপণ (B) নদীর স্বাদুজলের মিশ্রণ
(C) সমুদ্রজলের সঞ্চালন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৫১১) সমুদ্রের একই লবণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে বলে —
(A) সমলবণতা রেখা (B) আইসোহ্যালাইন
(C) আইসোথার্ম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫১২) যে গোলার্ধে সমলবণতা রেখা (Isohaline) অনিয়মিত হয় —
(A) উত্তর গোলার্ধে (B) দক্ষিণ গোলার্ধে
(C) পূর্ব গোলার্ধে (D) পশ্চিম গোলার্ধে
উত্তর : (A) উত্তর গোলার্ধে।

(৪৫১৩) যে গোলার্ধে সমুদ্রজলের গড় লবণতা বেশি —
(A) উত্তর গোলার্ধে (B) দক্ষিণ গোলার্ধে
(C) পূর্ব গোলার্ধে (D) পশ্চিম গোলার্ধে
উত্তর : (A) উত্তর গোলার্ধে।

(৪৫১৪) নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রজলের গড় লবণতা স্বাভাবিকের চেয়ে —
(A) কম হয় (B) একই থাকে
(C) বৃদ্ধি পায় (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫১৫) যে অঞ্চলে সমুদ্রজলের গড় লবণতা সবচেয়ে বেশি হয় —
(A) নিরক্ষীয় অঞ্চল (B) ক্রান্তীয় অঞ্চল
(C) নাতিশীতোষ্ণ অঞ্চল (D) মেরু অঞ্চল
উত্তর : (B) ক্রান্তীয় অঞ্চল।

(৪৫১৬) যে অক্ষাংশের সমুদ্রজলে গড় লবণতার পরিমাণ সর্বাধিক —
(A) ১০° (B) ২০°
(C) ৪০° (D) ৫০°
উত্তর : (B) ২০°।

(৪৫১৭) যে অঞ্চলে সমুদ্রজলের গড় লবণতা সবচেয়ে কম হয় —
(A) নিরক্ষীয় অঞ্চল (B) ক্রান্তীয় অঞ্চল
(C) নাতিশীতোষ্ণ অঞ্চল (D) মেরু অঞ্চল
উত্তর : (D) মেরু অঞ্চল।

(৪৫১৮) বিজ্ঞানী জেনকিন্স লবণতার ভিত্তিতে সমুদ্রকে বিভক্ত করেছেন —
(A) ২ ভাগে (B) ৩ ভাগে
(C) ৪ ভাগে (D) ৫ ভাগে
উত্তর : (B) ৩ ভাগে।

(৪৫১৯) একটি স্বাভাবিক লবণতাযুক্ত সমুদ্র/জলভাগ হল —
(A) ক্যারিবিয়ান সাগর (B) লোহিত সাগর
(C) কারাবোগাজ উপসাগর (D) ভূমধ্যসাগর
উত্তর : (A) ক্যারিবিয়ান সাগর।

(৪৫২০) একটি অতি লবণাক্ত সমুদ্র/জলভাগ হল —
(A) মেক্সিকো উপসাগর (B) ক্যারিবিয়ান সাগর
(C) লোহিত সাগর (D) বঙ্গোপসাগর
উত্তর : (C) লোহিত সাগর।

(৪৫২১) একটি স্বল্প লবণতাযুক্ত সমুদ্র/জলভাগ হল —
(A) বঙ্গোপসাগর (B) ক্যারিবিয়ান সাগর
(C) লোহিত সাগর (D) মরু সাগর
উত্তর : (A) বঙ্গোপসাগর।

(৪৫২২) ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রজলের অধিক লবণতার কারণ —
(A) স্বল্প বৃষ্টিপাত (B) অধিক বাষ্পীভবন
(C) নদ-নদী কম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৫২৩) নিরক্ষীয় অঞ্চলে লবণতা তুলনামূলক কম হওয়ার কারণ —
(A) অধিক বাষ্পীভবন (B) প্রচুর বৃষ্টিপাত
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) প্রচুর বৃষ্টিপাত।

(৪৫২৪) একটি অতি স্বল্প লবণতাযুক্ত সমুদ্র/জলভাগ হল —
(A) বাল্টিক সাগর (B) কৃষ্ণ সাগর
(C) কাস্পিয়ান সাগর (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৫২৫) একটি অতি অধিক লবণতাযুক্ত সমুদ্র/জলভাগ হল —
(A) মরু সাগর (B) রেতবা হ্রদ
(C) এল্টন হ্রদ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(WBSSC SLST GEOGRAPHY PART-91)

(৪৫২৬) ভূমধ্যসাগরের গড় লবণতা —
(A) ২৫-২৭‰ (B) ৩৮-৪০‰
(C) ৩১-৩৩‰ (D) ২৩-২৫‰
উত্তর : (B) ৩৮-৪০‰।

(৪৫২৭) লোহিত সাগরের গড় লবণতা —
(A) ১৮-২০‰ (B) ২৮-৩০‰
(C) ২৩-২৫‰ (D) ৪০-৪১‰
উত্তর : (D) ৪০-৪১‰।

(৪৫২৮) বঙ্গোপসাগরের গড় লবণতা —
(A) ১৮-২০‰ (B) ২৮-৩০‰
(C) ৩০-৩৪‰ (D) ৪০-৪১‰
উত্তর : (C) ৩০-৩৪‰।

(৪৫২৯) বাল্টিক সাগরের গড় লবণতা —
(A) ২-১০‰ (B) ২-২০‰
(C) ১৫-২৫‰ (D) ৩৪-৩৬‰
উত্তর : (B) ২-২০‰।

(৪৫৩০) কাস্পিয়ান সাগরের গড় লবণতা —
(A) ১২-১৩‰ (B) ২২-২৩‰
(C) ৩৫-৩৬‰ (D) ৪১-৪২‰
উত্তর : (A) ১২-১৩‰।

(৪৫৩১) প্রশান্ত মহাসাগরের গড় লবণতা —
(A) ৩১‰ (B) ৩৪‰
(C) ৩৭‰ (D) ৪০‰
উত্তর : (D) ৪০‰।

(৪৫৩২) আটলান্টিক মহাসাগরের গড় লবণতা —
(A) ৩৩.৫৭‰ (B) ৩৪.৫৭‰
(C) ৩৫.৫৭‰ (D) ৩৬.৫৭‰
উত্তর : (C) ৩৫.৫৭‰।

(৪৫৩৩) ভারত মহাসাগরের গড় লবণতা —
(A) ৩৩‰ (B) ৩৪‰
(C) ৩৫‰ (D) ৩৬‰
উত্তর : (C) ৩৫‰।

(৪৫৩৪) মরু সাগর বা ডেড সি (Dead Sea) -এর গড় লবণতা —
(A) ২২০-২৩০‰ (B) ২৫০-২৬০‰
(C) ৩০০-৩১০‰ (D) ৩৩০-৩৪০‰
উত্তর : (D) ৩৩০-৩৪০‰।

(৪৫৩৫) যে সাগরের লবণতা সবচেয়ে বেশি —
(A) লোহিত সাগর (B) আরব সাগর
(C) বেরিং সাগর (D) জাপান সাগর
উত্তর : (A) লোহিত সাগর।

(৪৫৩৬) বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগর অধিক লবণাক্ত হওয়ার কারণ —
(A) তুলনামূলক কম বৃষ্টিপাত (B) অধিক হারে বাষ্পীভবন
(C) স্বাদুজলের জোগান কম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৫৩৭) মরু সাগরের জল অধিক লবণাক্ত হওয়ার কারণ —
(A) অধিক বাষ্পীভবন (B) স্বল্প বৃষ্টিপাত
(C) অধিক স্বাদুজলের জোগান (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫৩৮) পৃথিবীর সমুদ্রজলের pH -এর মান —
(A) ৩.৪-৬.৭ (B) ৫.৫-৮.৪
(C) ৬.৫-৮.১ (D) ৭.৭-৮.৪
উত্তর : (D) ৭.৭-৮.৪।

(৪৫৩৯) পৃথিবীর সমুদ্রজলের pH -এর গড় মান —
(A) ৭.৭ (B) ৭.৯
(C) ৮.১ (D) ৮.৪
উত্তর : (C) ৮.১।

(৪৫৪০) সমুদ্রজলের লবণতা সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক গবেষণা করেন —
(A) ম্যাথিউ ফন্টেন মৌরি (B) এডমন্ড হ্যালি
(C) গুন্টার পাউলি (D) হেল্যান্ড হ্যানসেন
উত্তর : (B) এডমন্ড হ্যালি।

(৪৫৪১) এডমন্ড হ্যালি (Edmund Halley) যে সালে সমুদ্রজলের লবণতা সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক গবেষণা করেন —
(A) ১৭১৫ (B) ১৭১৬
(C) ১৭১৭ (D) ১৭১৮
উত্তর : (A) ১৭১৫।

(৪৫৪২) যে মহাসাগরের জলের গড় লবণতা সবচেয়ে কম —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) সুমেরু মহাসাগর (D) কুমেরু মহাসাগর
উত্তর : (C) সুমেরু মহাসাগর।

(৪৫৪৩) সমুদ্রজলের ঘনত্ব যে এককে পরিমাপ করা হয় —
(A) গ্রাম/ঘনমিটার (B) গ্রাম/ঘনসেমি
(C) গ্রাম/ঘনমিমি (D) গ্রাম/ঘনকিমি
উত্তর : (B) গ্রাম/ঘনসেমি।

(৪৫৪৪) ৪°C উষ্ণতায় বিশুদ্ধ জলের গড় ঘনত্ব হল —
(A) ১ গ্রাম/ঘনসেমি (B) ২ গ্রাম/ঘনসেমি
(C) ৩ গ্রাম/ঘনসেমি (D) ৪ গ্রাম/ঘনসেমি
উত্তর : (A) ১ গ্রাম/ঘনসেমি।

(৪৫৪৫) সমুদ্রজলের গড় ঘনত্ব হল —
(A) ১.০২৪৭৭ গ্রাম/ঘনসেমি (B) ১.০২৬৭৭ গ্রাম/ঘনসেমি
(C) ১.০২৭৭৭ গ্রাম/ঘনসেমি (D) ১.০২৯৯৯ গ্রাম/ঘনসেমি
উত্তর : (B) ১.০২৬৭৭ গ্রাম/ঘনসেমি।

(৪৫৪৬) কেজি/ঘনমিটার এককে সমুদ্রজলের গড় ঘনত্ব হল —
(A) ১০২৫ (B) ১০২৭
(C) ১০২৯ (D) ১০৩১
উত্তর : (B) ১০২৭।

(৪৫৪৭) সমুদ্রজলের ঘনত্ব নিয়ন্ত্রণ করে —
(A) সমুদ্রজলের লবণতা (B) সমুদ্রজলের উষ্ণতা
(C) সমুদ্রের গভীরতা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৫৪৮) সমুদ্রজলের ঘনত্ব পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে —
(A) থার্মোমিটার (B) হাইগ্রোমিটার
(C) হাইড্রোমিটার (D) ব্যারোমিটার
উত্তর : (C) হাইড্রোমিটার।

(৪৫৪৯) সর্বপ্রথম হাইড্রোমিটার (Hydrometer) আবিষ্কার করেন যে গ্রিক গণিতবিদ —
(A) হাইপেশিয়া (B) পিথাগোরাস
(C) অ্যারিস্টটল (D) সক্রেটিস
উত্তর : (A) হাইপেশিয়া।

(৪৫৫০) প্রথম আধুনিক হাইড্রোমিটার আবিষ্কার করেন —
(A) অ্যান্টোইন বাউমে (B) উইলিয়াম নিকোলসন
(C) জন মারে (D) ম্যাথিউ ফন্টেন মৌরি
উত্তর : (A) অ্যান্টোইন বাউমে।

(WBSSC SLST GEOGRAPHY PART-91)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-90

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-91

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!