Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-90

WBSSC SLST GEOGRAPHY PART-90

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯০ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-90) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-90

(৪৪৫১) প্রতি কেজি সমুদ্র জল বাষ্পীভূত হলে, যে পরিমাণ তাপশক্তি বায়ুতে যুক্ত হয় —
(A) ৩৭০ ক্যালোরি (B) ৪৭০ ক্যালোরি
(C) ৫৭০ ক্যালোরি (D) ৬৭০ ক্যালোরি
উত্তর : (C) ৫৭০ ক্যালোরি।

(৪৪৫২) গড় লবণতাযুক্ত সমুদ্রজল যে উষ্ণতায় বরফে পরিণত হয় —
(A) ১.৫৪°C (B) ১.৯৪°C
(C) ২.৫৪°C (D) ২.৯৪°C
উত্তর : (B) ১.৯৪°C।

(৪৪৫৩) সমুদ্র জলের উষ্ণতা ও লবণতার সম্পর্ক হল —
(A) সমানুপাতিক (B) ব্যস্তানুপাতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) সমানুপাতিক।

(৪৪৫৪) সমুদ্র জলের উষ্ণতা ও গভীরতার সম্পর্ক হল —
(A) সমানুপাতিক (B) ব্যস্তানুপাতিক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) ব্যস্তানুপাতিক।

(৪৪৫৫) যে গভীরতা পর্যন্ত সমুদ্র জলের দৈনিক উষ্ণতার প্রসর দেখা যায় —
(A) ৫ মিটার (B) ৯ মিটার
(C) ১৫ মিটার (D) ২১ মিটার
উত্তর : (B) ৯ মিটার।

(৪৪৫৬) যে গভীরতা পর্যন্ত সমুদ্র জলের বার্ষিক উষ্ণতার প্রসর দেখা যায় —
(A) ১০৫ মিটার (B) ১২০ মিটার
(C) ১৮০ মিটার (D) ২১০ মিটার
উত্তর : (C) ১৮০ মিটার।

(৪৪৫৭) সমুদ্র জলের উষ্ণতার প্রসর যে অঞ্চলে সবচেয়ে বেশি —
(A) নিরক্ষীয় অঞ্চল (B) ক্রান্তীয় অঞ্চল
(C) মেরু অঞ্চল (D) নাতিশীতোষ্ণ অঞ্চল
উত্তর : (B) ক্রান্তীয় অঞ্চল।

(৪৪৫৮) উত্তর গোলার্ধে সমুদ্রজলের গড় উষ্ণতা থাকে —
(A) ১৯.৪°C (B) ২১.৪°C
(C) ২৩.৪°C (D) ২৫.৪°C
উত্তর : (A) ১৯.৪°C।

(৪৪৫৯) দক্ষিণ গোলার্ধে সমুদ্রজলের গড় উষ্ণতা থাকে —
(A) ১২.১°C (B) ১৬.১°C
(C) ১৮.১°C (D) ২০.১°C
উত্তর : (B) ১৬.১°C।

(৪৪৬০) উষ্ণতার সর্বাধিক পার্থক্য দেখা যায় যে মহাসাগরে —
(A) উত্তর আটলান্টিক মহাসাগর (B) দক্ষিণ আটলান্টিক মহাসাগর
(C) উত্তর প্রশান্ত মহাসাগর (D) দক্ষিণ প্রশান্ত মহাসাগর
উত্তর : (A) উত্তর আটলান্টিক মহাসাগর।

(৪৪৬১) নিম্ন অক্ষাংশে সমুদ্র জলের যে স্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হ্রাস পায় এবং সর্বাধিক খাড়া তাপীয় ঢাল দেখা যায়, তাকে বলে —
(A) থার্মোক্লাইন স্তর (B) হ্যালোক্লাইন স্তর
(C) পিকনোক্লাইন স্তর (D) ওশেনোক্লাইন স্তর
উত্তর : (A) থার্মোক্লাইন স্তর।

(৪৪৬২) থার্মোক্লাইন স্তর (Thermocline Layer) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-৫০০ মিটার
(C) ২০০-১০০০ মিটার (D) ৫০০-১০০০ মিটার
উত্তর : (C) ২০০-১০০০ মিটার।

(৪৪৬৩) উচ্চ ও মধ্য অক্ষাংশে সমুদ্র জলের ২০০-১০০০ মিটার গভীরতায় উষ্ণতা প্রায় একই রকম ও কম থাকে, যাকে বলে —
(A) আইসোথার্মাল স্তম্ভ (B) পিকনোথার্মাল স্তম্ভ
(C) হ্যালোথার্মাল স্তম্ভ (D) ওশেনোথার্মাল স্তম্ভ
উত্তর : (A) আইসোথার্মাল স্তম্ভ।

(৪৪৬৪) আইসোথার্মাল স্তম্ভ অপর যে নামে পরিচিত —
(A) থার্মোগ্রাফ (B) থার্মোক্লাইন
(C) থার্মোস্ট্যাড (D) থার্মোজেনাস
উত্তর : (C) থার্মোস্ট্যাড।

(৪৪৬৫) নিম্ন অক্ষাংশে সমুদ্র জলের যে স্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে লবণতা দ্রুত হ্রাস পায় এবং সর্বাধিক খাড়া লবণতার ঢাল দেখা যায়, তাকে বলে —
(A) থার্মোক্লাইন স্তর (B) হ্যালোক্লাইন স্তর
(C) পিকনোক্লাইন স্তর (D) ওশেনোক্লাইন স্তর
উত্তর : (B) হ্যালোক্লাইন স্তর।

(৪৪৬৬) হ্যালোক্লাইন স্তর (Halocline Layer) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-৫০০ মিটার
(C) ২০০-১০০০ মিটার (D) ৫০০-১০০০ মিটার
উত্তর : (C) ২০০-১০০০ মিটার।

(৪৪৬৭) যে স্তরটি ‘Salinity Chemocline’ নামে পরিচিত —
(A) থার্মোক্লাইন (B) হ্যালোক্লাইন
(C) পিকনোক্লাইন (D) ওশেনোক্লাইন
উত্তর : (B) হ্যালোক্লাইন।

(৪৪৬৮) নিম্ন অক্ষাংশে সমুদ্র জলের যে স্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব দ্রুত পায় এবং সর্বাধিক খাড়া ঘনত্বের ঢাল দেখা যায়, তাকে বলে —
(A) থার্মোক্লাইন স্তর (B) হ্যালোক্লাইন স্তর
(C) পিকনোক্লাইন স্তর (D) ওশেনোক্লাইন স্তর
উত্তর : (C) পিকনোক্লাইন স্তর।

(৪৪৬৯) হ্যালোক্লাইন স্তর (Pycnocline Layer) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-৫০০ মিটার
(C) ২০০-১০০০ মিটার (D) ৫০০-১০০০ মিটার
উত্তর : (C) ২০০-১০০০ মিটার।

(৪৪৭০) যে মাসে উত্তর গোলার্ধে সমুদ্র জলের উষ্ণতা সবচেয়ে বেশি থাকে —
(A) জুলাই (B) জানুয়ারি
(C) এপ্রিল (D) ডিসেম্বর
উত্তর : (A) জুলাই।

(৪৪৭১) যে মাসে উত্তর গোলার্ধে সমুদ্র জলের উষ্ণতা সবচেয়ে কম থাকে —
(A) জুলাই (B) জানুয়ারি
(C) এপ্রিল (D) ডিসেম্বর
উত্তর : (B) জানুয়ারি।

(৪৪৭২) যে মাসে দক্ষিণ গোলার্ধে সমুদ্র জলের উষ্ণতা সবচেয়ে বেশি থাকে —
(A) জুলাই (B) জানুয়ারি
(C) এপ্রিল (D) ডিসেম্বর
উত্তর : (B) জানুয়ারি।

(৪৪৭৩) যে মাসে দক্ষিণ গোলার্ধে সমুদ্র জলের উষ্ণতা সবচেয়ে কম থাকে —
(A) জুলাই (B) জানুয়ারি
(C) এপ্রিল (D) ডিসেম্বর
উত্তর : (A) জুলাই।

(৪৪৭৪) সমুদ্রপৃষ্ঠ সমোষ্ণরেখাগুলি হয় —
(A) বৃত্তাকার (B) সমান্তরাল
(C) বক্রাকার (D) কোনোটিই নয়
উত্তর : (B) সমান্তরাল।

(৪৪৭৫) সবচেয়ে শীতল মহাসাগর হল —
(A) সুমেরু মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) কুমেরু মহাসাগর (D) প্রশান্ত মহাসাগর
উত্তর : (A) সুমেরু মহাসাগর।

(WBSSC SLST GEOGRAPHY PART-90)

(৪৪৭৬) যে সাগরের জলের উষ্ণতা সবচেয়ে বেশি —
(A) বেরিং সাগর (B) পীত সাগর
(C) আরব সাগর (D) লোহিত সাগর
উত্তর : (D) লোহিত সাগর।

(৪৪৭৭) লোহিত সাগরের জলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা —
(A) ১৫°-২০°C (B) ২০°-২৫°C
(C) ২৬°-৩০°C (D) ৩৫°-৪০°C
উত্তর : (C) ২৬°-৩০°C।

(৪৪৭৮) লোহিত সাগরের জলের উষ্ণতা তুলনামূলক বেশি হওয়ার কারণ —
(A) অন্তঃসাগরীয় শৈলশিরার উপস্থিতি (B) স্থলবেষ্টিত আবদ্ধ সাগর
(C) ক্রান্তীয় অঞ্চলে অবস্থান (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৪৭৯) আটলান্টিক মহাসাগরের চেয়ে ভূমধ্যসাগরের জলের উষ্ণতা বেশি হওয়ার কারণ —
(A) অন্তঃসাগরীয় শৈলশিরার উপস্থিতি (B) স্থলবেষ্টিত আবদ্ধ সাগর
(C) উপক্রান্তীয় অঞ্চলে অবস্থান (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৪৮০) সমুদ্রজলের সর্বাধিক উষ্ণতা দেখা যায় —
(A) পশ্চিম প্রশান্ত মহাসাগর (B) উত্তর আটলান্টিক মহাসাগর
(C) পূর্ব প্রশান্ত মহাসাগর (D) দক্ষিণ আটলান্টিক মহাসাগর
উত্তর : (A) পশ্চিম প্রশান্ত মহাসাগর।

(৪৪৮১) প্রতি কেজি বা প্রায় প্রতি লিটার সমুদ্র জলে লবণের গড় পরিমাণ —
(A) ৩০ গ্রাম (B) ৩৫ গ্রাম
(C) ৪০ গ্রাম (D) ৪৫ গ্রাম
উত্তর : (B) ৩৫ গ্রাম।

(৪৪৮২) সমুদ্রজলের গড় লবণতা হল —
(A) ২৫‰ (B) ৩০‰
(C) ৩৫‰ (D) ৪০‰
উত্তর : (A) ৩৫‰।

(৪৪৮৩) সমুদ্রজলের লবণতা যে একক দ্বারা প্রকাশ করা হয় —
(A) সহস্রাংশ (B) ppt
(C) ‰ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৪৮৪) সমুদ্রজলে যে সংখ্যক লবণ দ্রবীভূত রয়েছে —
(A) ৩৫ টি (B) ৪১ টি
(C) ৪৭ টি (D) ৫৬ টি
উত্তর : (C) ৪৭ টি।

(৪৪৮৫) সমুদ্রজলে দ্রবীভূত প্রধান বা গুরুত্বপূর্ণ লবণের সংখ্যা —
(A) ৫ টি (B) ৭ টি
(C) ৯ টি (D) ১১ টি
উত্তর : (B) ৭ টি।

(৪৪৮৬) সমুদ্রজলে যে প্রকার লবণের পরিমাণ সবচেয়ে বেশি (প্রধান লবণ) —
(A) সোডিয়াম ক্লোরাইড (B) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
(C) ম্যাগনেসিয়াম সালফেট (D) ক্যালসিয়াম সালফেট
উত্তর : (A) সোডিয়াম ক্লোরাইড।

(৪৪৮৭) প্রতি লিটার সমুদ্রজলে সোডিয়াম ক্লোরাইডের গড় পরিমাণ —
(A) ২২.৭ গ্রাম (B) ২৭.২ গ্রাম
(C) ৩১.৫ গ্রাম (D) ৩৪.৭ গ্রাম
উত্তর : (B) ২৭.২ গ্রাম।

(৪৪৮৮) প্রতি লিটার সমুদ্রজলে সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ —
(A) ৭৫.৭৫% (B) ৭৬.৭৫%
(C) ৭৭.৭৫% (D) ৭৮.৭৫%
উত্তর : (C) ৭৭.৭৫%।

(৪৪৮৯) সমুদ্রজলে দ্বিতীয় প্রধান লবণ হল —
(A) সোডিয়াম ক্লোরাইড (B) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
(C) ম্যাগনেসিয়াম সালফেট (D) ক্যালসিয়াম সালফেট
উত্তর : (B) ম্যাগনেসিয়াম ক্লোরাইড।

(৪৪৯০) প্রতি লিটার সমুদ্রজলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গড় পরিমাণ —
(A) ২.৮ গ্রাম (B) ৩.৮ গ্রাম
(C) ৪.৮ গ্রাম (D) ৫.৮ গ্রাম
উত্তর : (B) ৩.৮ গ্রাম।

(৪৪৯১) প্রতি লিটার সমুদ্রজলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ —
(A) ১০.৮৭% (B) ১২.৮৭%
(C) ১৪.৮৭% (D) ১৫.৮৭%
উত্তর : (A) ১০.৮৭%।

(৪৪৯২) সমুদ্রজলে তৃতীয় প্রধান লবণ হল —
(A) সোডিয়াম ক্লোরাইড (B) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
(C) ম্যাগনেসিয়াম সালফেট (D) ক্যালসিয়াম সালফেট
উত্তর : (C) ম্যাগনেসিয়াম সালফেট।

(৪৪৯৩) প্রতি লিটার সমুদ্রজলে ম্যাগনেসিয়াম সালফেটের গড় পরিমাণ —
(A) ১.৬৬ গ্রাম (B) ২.৬৬ গ্রাম
(C) ৩.৬৬ গ্রাম (D) ৪.৬৬ গ্রাম
উত্তর : (A) ১.৬৬ গ্রাম।

(৪৪৯৪) প্রতি লিটার সমুদ্রজলে ম্যাগনেসিয়াম সালফেটের শতকরা পরিমাণ —
(A) ৬.৭৩% (B) ৭.৭৩%
(C) ৮.৭৩% (D) ৯.৭৩%
উত্তর : (C) ৮.৭৩%।

(৪৪৯৫) সমুদ্রজলের লবণতা নির্ণয় করা হয় যে আয়নের কেন্দ্রীভবন দ্বারা —
(A) ক্লোরিন (B) সালফার
(C) সোডিয়াম (D) ম্যাগনেসিয়াম
উত্তর : (A) ক্লোরিন।

(৪৪৯৬) পৃথিবীর সব মহাসাগর, সাগর ও উপসাগরে মোট লবণের পরিমাণ —
(A) ৩০ কোয়াড্রিলিয়ন টন (B) ৪০ কোয়াড্রিলিয়ন টন
(C) ৫০ কোয়াড্রিলিয়ন টন (D) ৬০ কোয়াড্রিলিয়ন টন
উত্তর : (C) ৫০ কোয়াড্রিলিয়ন টন।

(৪৪৯৭) যে যন্ত্রের সাহায্যে সমুদ্রজলের লবণতা পরিমাপ করা হয় —
(A) হাইড্রোমিটার (B) থার্মোমিটার
(C) স্যালিনোমিটার (D) ম্যানোমিটার
উত্তর : (C) স্যালিনোমিটার।

(৪৪৯৮) সমুদ্রজলে দ্রবীভূত ৭ টি গুরুত্বপূর্ণ বা প্রধান লবণের মধ্যে যে লবণের পরিমাণ সবচেয়ে কম —
(A) ম্যাগনেসিয়াম ব্রোমাইড (B) ম্যাগনেসিয়াম ক্লোরাইড
(C) ম্যাগনেসিয়াম সালফেট (D) ক্যালসিয়াম সালফেট
উত্তর : (A) ম্যাগনেসিয়াম ব্রোমাইড।

(৪৪৯৯) সমুদ্রজলে লবণের উৎস হল —
(A) স্থলবিধৌত লবণ (B) সামুদ্রিক জীবের দেহাবশেষ
(C) অগ্ন্যুৎপাতে নির্গত লবণযৌগ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৫০০) সমুদ্রজলে লবণের মূল উৎস হল —
(A) স্থলবিধৌত লবণ (B) অগ্ন্যুৎপাতে নির্গত লবণযৌগ
(C) সহজাত লবণ (D) A ও B উভয়ই
উত্তর : (A) স্থলবিধৌত লবণ।

(WBSSC SLST GEOGRAPHY PART-90)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-89

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-90

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!