Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-9

WBSSC SLST GEOGRAPHY PART-9

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-9) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-9

(৪০১) শ্লেট রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) গ্রানাইট (B) গ্রাফাইট
(C) মার্বেল (D) ফিলাইট
উত্তর : (D) ফিলাইট।

(৪০২) যে শিলা রূপান্তরিত হয়ে গ্রিন শিস্ট তৈরি হয় —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) চুনাপাথর (D) বেলেপাথর
উত্তর : (B) ব্যাসল্ট।

(৪০৩) আগ্নেয় এবং রূপান্তরিত শিলার মিশ্র রূপ হল —
(A) পেগমাটাইট (B) মিগমাটাইট
(C) মাইলোনাইট (D) ফিলাইট
উত্তর : (B) মিগমাটাইট।

(৪০৪) অলিভিন রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) সার্পেন্টাইন (B) ফিলাইট
(C) গ্রাফাইট (D) মিগমাটাইট
উত্তর : (A) সার্পেন্টাইন।

(৪০৫) আগ্নেয় ভস্ম থেকে সৃষ্ট পাললিক শিলা হল —
(A) বেলেপাথর (B) বেন্টোনাইট
(C) গ্রাফাইট (D) ফিলাইট
উত্তর : (B) বেন্টোনাইট।

(৪০৬) সর্বপ্রথম জীবাশ্মের মাধ্যমে পাললিক শিলার বয়স নির্ধারণ করেন —
(A) উইলিয়াম স্মিথ (B) নরম্যান বাওয়েন
(C) মেরি বাকল্যান্ড (D) উইলিয়াম ব্লেক
উত্তর : (A) উইলিয়াম স্মিথ।

(৪০৭) অগাইট (Augite) -এর রূপান্তরিত রূপ হল —
(A) অলিভিন (B) বায়োটাইট
(C) অ্যাম্ফিবোল (D) হর্নব্লেন্ড
উত্তর : (D) হর্নব্লেন্ড।

(৪০৮) বিচূর্ণন রূপান্তরের ফলে সৃষ্ট শিলা হল —
(A) গ্রাফাইট (B) মিগমাটাইট
(C) মাইলোনাইট (D) ফিলাইট
উত্তর : (C) মাইলোনাইট।

(৪০৯) মোজ স্কেল (Mohs Scale) অনুসারে, সর্বনিম্ন কাঠিন্যযুক্ত খনিজ হল —
(A) ট্যাল্ক (B) জিপসাম
(C) ক্যালসাইট (D) হীরে
উত্তর : (A) ট্যাল্ক।

(৪১০) মোজ স্কেল (Mohs Scale) অনুসারে, সর্বোচ্চ কাঠিন্যযুক্ত খনিজ হল —
(A) ট্যাল্ক (B) জিপসাম
(C) ক্যালসাইট (D) হীরে
উত্তর : (D) হীরে।

(৪১১) কংগ্লোমারেট (Conglomerate) যে প্রকার শিলার উদাহরণ —
(A) সংঘাত পাললিক শিলা (B) অসংঘাত পাললিক শিলা
(C) নিঃসারী আগ্নেয় শিলা (D) উদবেধী আগ্নেয় শিলা
উত্তর : (A) সংঘাত পাললিক শিলা।

(৪১২) যে প্রকার শিলা থেকে খনিজ তেল উত্তোলিত হয় —
(A) আগ্নেয় শিলা (B) পাললিক শিলা
(C) রূপান্তরিত শিলা (D) A ও B উভয়ই
উত্তর : (B) পাললিক শিলা।

(৪১৩) International Mineralogical Association (IMA) অনুসারে, বর্তমানে পৃথিবীতে প্রাপ্ত খনিজ পদার্থের সংখ্যা —
(A) ২০০০+ (B) ৪০০০+
(C) ৬০০০+ (D) ৮০০০+
উত্তর : (C) ৬০০০+।

(৪১৪) যে শিলাতে জীবাশ্ম (Fossil) দেখা যায় —
(A) আগ্নেয় শিলা (B) পাললিক শিলা
(C) রূপান্তরিত শিলা (D) A ও B উভয়ই
উত্তর : (B) পাললিক শিলা।

(৪১৫) স্থলে সঞ্চিত একটি সংঘাত পাললিক শিলা হল —
(A) টিলাইট (B) কাদাপাথর
(C) কোয়ার্টজাইট (D) ফিলাইট
উত্তর : (A) টিলাইট।

(৪১৬) চক (Chalk) যে প্রকার শিলার উদাহরণ —
(A) সংঘাত পাললিক শিলা (B) অসংঘাত পাললিক শিলা
(C) নিঃসারী আগ্নেয় শিলা (D) উদবেধী আগ্নেয় শিলা
উত্তর : (B) অসংঘাত পাললিক শিলা।

(৪১৭) টুরমালিন (Tourmaline) খনিজ প্রধানত পাওয়া যায় যে রূপান্তরিত শিলাতে —
(A) শিস্ট (B) মার্বেল
(C) গ্রাফাইট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪১৮) ডোভারের শ্বেত ভৃগু (White Cliffs of Dover) যে শিলা দ্বারা গঠিত —
(A) শেল (B) গ্রানাইট
(C) চক (D) বেলেপাথর
উত্তর : (C) চক।

(৪১৯) যে ভূতাত্ত্বিক উপযুগে সর্বাধিক চক শিলা তৈরি হয়েছিল —
(A) ক্রিটাশিয়াস (B) জুরাসিক
(C) ট্রিয়াসিক (D) পার্মিয়ান
উত্তর : (A) ক্রিটাশিয়াস।

(৪২০) আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন প্রধানত যে শিলা দ্বারা গঠিত —
(A) চুনাপাথর (B) বেলেপাথর
(C) ব্যাসল্ট (D) গ্রানাইট
উত্তর : (B) বেলেপাথর।

(৪২১) চুনাপাথরের প্রধান উপাদান হল —
(A) ম্যাগনেসিয়াম সালফেট (B) ক্যালশিয়াম সালফেট
(C) ক্যালশিয়াম কার্বোনেট (D) ম্যাগনেসিয়াম অক্সাইড
উত্তর : (C) ক্যালশিয়াম কার্বোনেট।

(৪২২) জিপসামের প্রধান উপাদান হল —
(A) ম্যাগনেসিয়াম সালফেট (B) ক্যালশিয়াম সালফেট
(C) ক্যালশিয়াম কার্বোনেট (D) ম্যাগনেসিয়াম অক্সাইড
উত্তর : (B) ক্যালশিয়াম সালফেট।

(৪২৩) ভারতের বেঙ্গালুরুর লালবাগ শিলা (Lalbagh Rock) যে প্রকার শিলার উদাহরণ —
(A) ব্যাসল্ট (B) নিস্
(C) শিস্ট (D) মার্বেল
উত্তর : (B) নিস্।

(৪২৪) মধ্যপ্রদেশের ভেড়াঘাটে নর্মদা নদীর তীরে যে শিলা দেখা যায় —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) মার্বেল (D) চুনাপাথর
উত্তর : (C) মার্বেল।

(৪২৫) আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ার এল ক্যাপিটান (El Capitan) যে শিলা দ্বারা গঠিত —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) মার্বেল (D) বেলেপাথর
উত্তর : (A) গ্রানাইট।

(WBSSC SLST GEOGRAPHY PART-9)

ভূ-গাঠনিক বিদ্যা (Geo-Tectonics) : ভাঁজ ও চ্যুতি — প্রকার ও ভূমিরূপ (Folds and Faults — Types and Landforms) [IX-X & XI-XII]

(৪২৬) সংনমন (Compression) ও সংকোচন (Contraction) -এর ফলে শিলাস্তরে তরঙ্গের ন্যায় যে বক্রতার সৃষ্টি হয়, তাকে বলে —
(A) ভাঁজ (B) পাত সংস্থান
(C) সমস্থিতি (D) চ্যুতি
উত্তর : (A) ভাঁজ।

(৪২৭) ভাঁজ (Fold) সৃষ্টির প্রধান কারণগুলি হল —
(A) সংকোচন বল (B) গিরিজনি আলোড়ন
(C) ভূমিকম্প (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪২৮) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের মাঝ বরাবর গ্রন্থিরেখার সমান্তরালে যে রেখা থাকে, তাকে বলে —
(A) অক্ষতল (B) গ্রন্থিরেখা
(C) ভাঁজ-অক্ষ (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভাঁজ-অক্ষ।

(৪২৯) ভাঁজ-অক্ষ (Fold Axis) বলতে বোঝায় —
(A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা (B) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু
(C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
উত্তর : (A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা।

(৪৩০) যে জ্যামিতিক রূপ কোনো ভাঁজকে সমান দুই ভাগে বিভক্ত করে, তাকে বলে —
(A) অক্ষতল (B) গ্রন্থিরেখা
(C) ভাঁজ-অক্ষ (D) কোনোটিই নয়
উত্তর : (A) অক্ষতল।

(৪৩১) কোনো ভাঁজের অক্ষতল (Axial Plane) বলতে বোঝায় —
(A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা (B) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু
(C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
উত্তর : (C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল।

(৪৩২) কোনো ভাঁজের অক্ষের দুই পাশের অংশকে বলে —
(A) বাহু (B) আয়াম
(C) নতি (D) অক্ষতল
উত্তর : (A) বাহু।

(৪৩৩) কোনো ভাঁজের বাহু (Limb) বলতে বোঝায় —
(A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা (B) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু
(C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
উত্তর : (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ।

(৪৩৪) কোনো ভাঁজের গ্রন্থিবিন্দু বা হিঞ্জ (Hinge) বলতে বোঝায় —
(A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা (B) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু
(C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
উত্তর : (B) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু।

(৪৩৫) কোনো ভাঁজের গ্রন্থিবলয় বা হিঞ্জ জোন (Hinge Zone) বলতে বোঝায় —
(A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা (B) ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে যে এলাকার বক্রতা সবচেয়ে বেশি
(C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
উত্তর : (B) ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে যে এলাকার বক্রতা সবচেয়ে বেশি।

(৪৩৬) কোনো ভাঁজের গ্রন্থিরেখা বা হিঞ্জ লাইন (Hinge Line) বলতে বোঝায়—
(A) উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা (B) ভাঁজের বক্রতম বিন্দুগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখা
(C) ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
উত্তর : (B) ভাঁজের বক্রতম বিন্দুগুলিকে যুক্তকারী কাল্পনিক রেখা৷

(৪৩৭) যে রেখা বরাবর ভাঁজের শিলার নতির দিক পালটে যায়, তাকে বলে —
(A) ভাঁজ-অক্ষ (B) বাহু
(C) গ্রন্থিরেখা (D) অক্ষতল
উত্তর : (C) গ্রন্থিরেখা।

(৪৩৮) একটি শিলাস্তর অপর শিলাস্তরের ওপর যে তল বরাবর পৃথক থাকে, তাকে বলে —
(A) স্তরায়ন তল (B) অক্ষতল
(C) আয়াম তল (D) নতি তল
উত্তর : (A) স্তরায়ন তল।

(৪৩৯) যে রেখা বরাবর এক কাল্পনিক অনুভূমিক তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর ছেদ করে, তা হল ওই ভাঁজের —
(A) আয়াম রেখা (B) নতি
(C) অক্ষতল (D) গ্রন্থিরেখা
উত্তর : (A) আয়াম রেখা।

(৪৪০) কোনো ভাঁজের আয়াম রেখা (Strike Line) বলতে বোঝায় —
(A) যে রেখা উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত (B) যে রেখা ভাঁজের বক্রতম বিন্দুগুলিকে যুক্ত করে
(C) যে রেখাতে স্তরায়ন তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর ছেদ করে (D) যে রেখা ভাঁজের শীর্ষদেশ থেকে নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত
উত্তর : (C) যে রেখাতে স্তরায়ন তলের সাথে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর ছেদ করে।

(৪৪১) অনুভূমিক তলের সাথে ভাঁজের বাহু যে কোণে নত থাকে, তা হল ভাঁজের —
(A) আয়াম (B) নতি
(C) গ্রন্থিরেখা (D) অক্ষতল
উত্তর : (B) নতি।

(৪৪২) কোনো ভাঁজের নতি (Dip) বলতে বোঝায় —
(A) ভাঁজের অক্ষ থেকে দুই দিকে বিস্তৃত অংশ (B) অনুভূমিক তলের সাপেক্ষে ভাঁজের বাহুর কৌণিক অবস্থান
(C) ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত অঞ্চল (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত অংশ
উত্তর : (B) অনুভূমিক তলের সাপেক্ষে ভাঁজের বাহুর কৌণিক অবস্থান।

(৪৪৩) কোনো ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের নতি (Dip) -এর সর্বনিম্ন মান হয় —
(A) ০° (B) ১০°
(C) ৩০° (D) ৯০°
উত্তর : (A) ০°।

(৪৪৪) কোনো ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের নতি (Dip) -এর সর্বোচ্চ মান হয় —
(A) ৩০° (B) ৬০°
(C) ৯০° (D) ১৮০°
উত্তর : (C) ৯০°।

(৪৪৫) ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া মূলত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪৪৬) ভাঁজের বক্রতা পরিবর্তন বিন্দু (Infection Point) বলতে বোঝায় —
(A) ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত অংশ (B) কোনো ভাঁজের মাঝ বরাবর কল্পিত রেখা
(C) ভাঁজের অক্ষ থেকে দুই দিকে বিস্তৃত অংশ (D) দুটি গ্রন্থিরেখার মধ্যবর্তী যে বিন্দুতে বক্রতার সীমা নির্দিষ্ট হয়
উত্তর : (D) দুটি গ্রন্থিরেখার মধ্যবর্তী যে বিন্দুতে বক্রতার সীমা নির্দিষ্ট হয়।

(৪৪৭) কোনো ভাঁজের শীর্ষদেশ (Crest) বলতে বোঝায় —
(A) উচ্চতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা (B) নিম্নতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা
(C) বক্রতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত রেখা
উত্তর : (A) উচ্চতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা।

(৪৪৮) কোনো ভাঁজের নিম্নদেশ (Trough) বলতে বোঝায় —
(A) উচ্চতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা (B) নিম্নতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা
(C) বক্রতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা (D) ভাঁজের শীর্ষদেশ থেকে নিম্নদেশ পর্যন্ত বিস্তৃত রেখা
উত্তর : (B) নিম্নতম বিন্দুগুলিকে সংযোগকারী কাল্পনিক রেখা।

(৪৪৯) শিলাস্তর ওপরের দিকে বাঁক নিয়ে যে উত্তল ভাঁজ তৈরি করে, তাকে বলে —
(A) উর্দ্ধভঙ্গ (B) অধোভঙ্গ
(C) গ্রন্থিবলয় (D) প্রতিভঙ্গ
উত্তর : (A) উর্দ্ধভঙ্গ।

(৪৫০) শিলাস্তর নিচের দিকে বাঁক নিয়ে যে অবতল ভাঁজ তৈরি করে, তাকে বলে —
(A) উর্দ্ধভঙ্গ (B) অধোভঙ্গ
(C) গ্রন্থিবলয় (D) প্রতিভঙ্গ
উত্তর : (B) অধোভঙ্গ।

(WBSSC SLST GEOGRAPHY PART-9)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-8

3 thoughts on “WBSSC SLST GEOGRAPHY PART-9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!