Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-89

WBSSC SLST GEOGRAPHY PART-89

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-89) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-89

(৪৪০১) রবার্ট এডমন্ড প্যাটেল (Robert Edmund Pattle) যে সালে অসমোটিক শক্তি (Osmotic Power) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৫৪ (B) ১৯৫৫
(C) ১৯৫৬ (D) ১৯৫৭
উত্তর : (A) ১৯৫৪।

(৪৪০২) অসমোটিক শক্তি (Osmotic Power) উৎপাদনের প্রথম পদ্ধতি আবিষ্কার করেন —
(A) সিলভিয়া আর্লে (B) সিডনি লোয়েব
(C) চার্লস থমসন (D) রবার্ট ব্যালার্ড
উত্তর : (B) সিডনি লোয়েব।

(৪৪০৩) সিডনি লোয়েব (Sidney Loeb) যে সালে অসমোটিক শক্তি (Osmotic Power) উৎপাদনের প্রথম পদ্ধতি আবিষ্কার করেন —
(A) ১৯৭৩ (B) ১৯৭৪
(C) ১৯৭৫ (D) ১৯৭৬
উত্তর : (A) ১৯৭৩।

(৪৪০৪) বিশ্বের যে দেশে প্রথম অসমোটিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে —
(A) সুইডেন (B) ফিনল্যান্ড
(C) নরওয়ে (D) ডেনমার্ক
উত্তর : (C) নরওয়ে।

(৪৪০৫) বিশ্বের প্রথম অসমোটিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল —
(A) টফটে (B) মুট্রিকু
(C) ওর্কনি (D) সেভার্ন
উত্তর : (A) টফটে।

(৪৪০৬) বিশ্বের প্রথম সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে যে দেশে —
(A) সুইডেন (B) ডেনমার্ক
(C) নরওয়ে (D) পর্তুগাল
উত্তর : (B) ডেনমার্ক।

(৪৪০৭) বিশ্বের প্রথম সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র হল —
(A) হর্নসি-১ (B) সিগ্রিন
(C) ভিনডেবি (D) হর্নসি-২
উত্তর : (C) ভিনডেবি।

(৪৪০৮) ডেনমার্কের ভিনডেবিতে যে সালে বিশ্বের প্রথম সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে —
(A) ১৯৯১ (B) ১৯৯২
(C) ১৯৯৩ (D) ১৯৯৪
উত্তর : (A) ১৯৯১।

(৪৪০৯) বর্তমানে (২০২৫) সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিশ্বের যে দেশ প্রথম —
(A) চিন (B) রাশিয়া
(C) ফ্রান্স (D) কানাডা
উত্তর : (A) চিন।

(৪৪১০) বর্তমানে (২০২৫) বিশ্বের বৃহত্তম সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র হল —
(A) হর্নসি-১ (B) সিগ্রিন
(C) হর্নসি-২ (D) ভিনডেবি
উত্তর : (C) হর্নসি-২।

(৪৪১১) হর্নসি-২ (Hornsea-2) সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র যে দেশে রয়েছে —
(A) রাশিয়া (B) নেদারল্যান্ড
(C) ব্রিটিশ যুক্তরাজ্য (D) চিন
উত্তর : (C) ব্রিটিশ যুক্তরাজ্য।

(৪৪১২) ভারতের যে দুই রাজ্যে সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে —
(A) গুজরাট ও তামিলনাড়ু (B) গুজরাট ও কর্ণাটক
(C) তামিলনাড়ু ও কেরালা (D) তামিলনাড়ু ও কর্ণাটক
উত্তর : (A) গুজরাট ও তামিলনাড়ু।

(৪৪১৩) সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ সম্পর্কিত Project FOWIND যে দেশের গৃহীত হয়েছে —
(A) জাপান (B) ভারত
(C) কানাডা (D) রাশিয়া
উত্তর : (B) ভারত।

(৪৪১৪) হর্নসি-২ (Hornsea-2) সমুদ্রবর্তী (Off-Shore) বায়ুবিদ্যুৎ কেন্দ্র যে সাগরে অবস্থিত —
(A) উত্তর সাগর (B) বাল্টিক সাগর
(C) কৃষ্ণ সাগর (D) ভূমধ্যসাগর
উত্তর : (A) উত্তর সাগর।

(৪৪১৫) বোরসেলে অফশোর উইন্ড ফার্ম (Borssele Offshore Wind Farm) যে দেশের —
(A) ফিনল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) নেদারল্যান্ড (D) কানাডা
উত্তর : (C) নেদারল্যান্ড।

সমুদ্রজলের লবণতা ও উষ্ণতা (Salinity and Temperature of Ocean Water) [IX-X]

(৪৪১৬) সমুদ্রপৃষ্ঠে সমুদ্র জলের সামগ্রিক গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) ১৭.২°C (B) ১৯.৫°C
(C) ২১.৭°C (D) ২৭.৭°C
উত্তর : (A) ১৭.২°C।

(৪৪১৭) নিরক্ষরেখাতে সমুদ্রপৃষ্ঠে সমুদ্র জলের গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) ১৭.২°C (B) ১৯.৫°C
(C) ২১.৭°C (D) ২৬.৭°C
উত্তর : (D) ২৬.৭°C।

(৪৪১৮) সমুদ্রপৃষ্ঠে জলের দৈনিক উষ্ণতার প্রসর হল —
(A) ১°C (B) ২°C
(C) ৩°C (D) ৪°C
উত্তর : (A) ১°C।

(৪৪১৯) সমুদ্রপৃষ্ঠে জলের বার্ষিক উষ্ণতার প্রসর হল —
(A) ১.২°C (B) ২.৩°C
(C) ৩.৪°C (D) ৪.৫°C
উত্তর : (A) ১.২°C।

(৪৪২০) সমুদ্র জলের উষ্ণতার বিষয়টি প্রথম তুলে ধরেন —
(A) ম্যাথিউ ফন্টেন মৌরি (B) সিলভিয়া আর্লে
(C) রবার্ট এডমন্ড প্যাটেল (D) চার্লস থমসন
উত্তর : (A) ম্যাথিউ ফন্টেন মৌরি।

(৪৪২১) যে সালে ম্যাথিউ ফন্টেন মৌরি (Matthew Fontaine Maury) সমুদ্র জলের উষ্ণতার বিষয়টি প্রথম তুলে ধরেন —
(A) ১৮৫০ (B) ১৮৫১
(C) ১৮৫২ (D) ১৮৫৩
উত্তর : (A) ১৮৫০।

(৪৪২২) প্রথম সমুদ্র জলের উষ্ণতার বর্ণনাচিত্র প্রকাশ করেন —
(A) ম্যাথিউ ফন্টেন মৌরি (B) সিলভিয়া আর্লে
(C) রবার্ট এডমন্ড প্যাটেল (D) চার্লস থমসন
উত্তর : (A) ম্যাথিউ ফন্টেন মৌরি।

(৪৪২৩) যে সালে ম্যাথিউ ফন্টেন মৌরি (Matthew Fontaine Maury) প্রথম সমুদ্র জলের উষ্ণতার বর্ণনাচিত্র প্রকাশ করেন —
(A) ১৮৫০ (B) ১৮৫১
(C) ১৮৫২ (D) ১৮৫৩
উত্তর : (C) ১৮৫২।

(৪৪২৪) সমুদ্রের পৃষ্ঠ জলের উষ্ণতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে —
(A) স্ট্যান্ডার্ড থার্মোমিটার (B) প্যান্টোগ্রাফ
(C) রিভার্স থার্মোমিটার (D) থার্মোগ্রাফ
উত্তর : (A) স্ট্যান্ডার্ড থার্মোমিটার।

(৪৪২৫) গভীর সমুদ্র জলের উষ্ণতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে —
(A) স্ট্যান্ডার্ড থার্মোমিটার (B) প্যান্টোগ্রাফ
(C) রিভার্স থার্মোমিটার (D) থার্মোগ্রাফ
উত্তর : (C) রিভার্স থার্মোমিটার।

(WBSSC SLST GEOGRAPHY PART-89)

(৪৪২৬) অন্তঃস্তরীয় সমুদ্র জলের উষ্ণতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে —
(A) স্ট্যান্ডার্ড থার্মোমিটার (B) প্যান্টোগ্রাফ
(C) রিভার্স থার্মোমিটার (D) থার্মোগ্রাফ
উত্তর : (D) থার্মোগ্রাফ।

(৪৪২৭) নাসা প্রেরিত যে কৃত্রিম উপগ্রহ সমুদ্র জলের উষ্ণতা পরিমাপ করে —
(A) CORONA (B) Aqua
(C) Zenit (D) IKONOS
উত্তর : (B) Aqua।

(৪৪২৮) Conductivity Temperature and Depth (CTD) যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয় —
(A) সমুদ্রপৃষ্ঠের জলের (B) গভীর সমুদ্র জলের
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) গভীর সমুদ্র জলের।

(৪৪২৯) সমুদ্র জলের উষ্ণতার একটি উৎস হল —
(A) সৌর বিকিরণ (B) ভূ-তাপ শক্তি
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।

(৪৪৩০) সমুদ্র জলের উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল —
(A) পৃথিবীর উত্তাপের সমতা বজায় রাখা (B) জলবায়ু নিয়ন্ত্রণ করা
(C) জলচক্রের ভারসাম্য বজায় রাখা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৪৩১) সমুদ্র জলের উষ্ণ হওয়ার একটি পদ্ধতি হল —
(A) সৌরতাপ শোষণ (B) জলের পরিচলন স্রোত
(C) বাষ্পীভবন প্রক্রিয়া (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৪৩২) সমুদ্র জলের শীতল হওয়ার একটি পদ্ধতি হল —
(A) সৌরতাপ বিকিরণ (B) বাষ্পীভবন প্রক্রিয়া
(C) জলের পরিচলন স্রোত (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৪৩৩) সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের কারণ হল —
(A) অক্ষাংশগত অবস্থান (B) সমুদ্র স্রোতের প্রভাব
(C) সমুদ্রজলের লবণতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৪৪৩৪) সমুদ্রপৃষ্ঠ থেকে ফোটিক অঞ্চল (Photic Zone) -এর গভীরতা —
(A) ১০০ মিটার (B) ২০০ মিটার
(C) ৩০০ মিটার (D) ৪০০ মিটার
উত্তর : (B) ২০০ মিটার।

(৪৪৩৫) অ্যাফোটিক অঞ্চল (Aphotic Zone) -এর গভীরতা —
(A) ২০০-৩০০ মিটার (B) ২০০-৫০০ মিটার
(C) ২০০-৭০০ মিটার (D) ২০০-১০০০ মিটার
উত্তর : (D) ২০০-১০০০ মিটার।

(৪৪৩৬) নিরক্ষরেখা থেকে মেরুর দিকে প্রতি ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে সমুদ্রজলের উষ্ণতা গড়ে হ্রাস পায় —
(A) ০.৫°C (B) ১.২°C
(C) ১.৭°C (D) ২.১°C
উত্তর : (A) ০.৫°C।

(৪৪৩৭) মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে সমুদ্র জলের গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) ২°C (B) ১°C
(C) -১°C (D) -২°C
উত্তর : (D) -২°C।

(৪৪৩৮) পৃষ্ঠজলের গড় উষ্ণতা অনুসারে, পৃথিবীর উষ্ণতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৪৪৩৯) প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠজলের গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) ১৯.১°C (B) ১৭.০°C
(C) ১৬.৯°C (D) ২৬.৭°C
উত্তর : (A) ১৯.১°C।

(৪৪৪০) পৃষ্ঠজলের গড় উষ্ণতা অনুসারে, পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) ভারত মহাসাগর।

(৪৪৪১) ভারত মহাসাগরের পৃষ্ঠজলের গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) ১৯.১°C (B) ১৭.০°C
(C) ১৬.৯°C (D) ২৬.৭°C
উত্তর : (B) ১৭.০°C।

(৪৪৪২) পৃষ্ঠজলের গড় উষ্ণতা অনুসারে, পৃথিবীর তৃতীয় উষ্ণতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।

(৪৪৪৩) আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠজলের গড় বার্ষিক উষ্ণতা হল —
(A) ১৯.১°C (B) ১৭.০°C
(C) ১৬.৯°C (D) ২৬.৭°C
উত্তর : (C) ১৬.৯°C।

(৪৪৪৪) সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার পর্যন্ত গভীরতায় সৌরশক্তির যে শতাংশ শোষিত হয় —
(A) ২০% (B) ৫০%
(C) ৭০% (D) ৯০%
উত্তর : (D) ৯০%।

(৪৪৪৫) সমুদ্রের মোট জলরাশির যে শতাংশের উষ্ণতা ৪.৪°C -এর নিচে থাকে —
(A) ৪৫% (B) ৭০%
(C) ৮০% (D) ৯৫%
উত্তর : (C) ৮০%।

(৪৪৪৬) জন মারে (John Murray) -এর মতে, ২০০ মিটার গভীরতায় সমুদ্র জলের গড় উষ্ণতা থাকে —
(A) ৭.৩°C (B) ১০.১°C
(C) ১২.৭°C (D) ১৫.৯°C
উত্তর : (D) ১৫.৯°C।

(৪৪৪৭) জন মারে (John Murray) -এর মতে, ১০০০ মিটার গভীরতায় সমুদ্র জলের গড় উষ্ণতা থাকে —
(A) ৭.৩°C (B) ৮.৯°C
(C) ১২.৭°C (D) ১৫.৯°C
উত্তর : (A) ৭.৩°C।

(৪৪৪৮) জন মারে (John Murray) -এর মতে, ২০০০ মিটার গভীরতায় সমুদ্র জলের গড় উষ্ণতা থাকে —
(A) ১.৩°C (B) ২.৫°C
(C) ৪.৭°C (D) ৫.৯°C
উত্তর : (B) ২.৫°C।

(৪৪৪৯) যে গোলার্ধে জলভাগের উষ্ণতা তুলনামূলক বেশি থাকে —
(A) উত্তর গোলার্ধ (B) দক্ষিণ গোলার্ধ
(C) পূর্ব গোলার্ধ (D) পশ্চিম গোলার্ধ
উত্তর : (A) উত্তর গোলার্ধ।

(৪৪৫০) সমুদ্র জলের উষ্ণতার প্রসর যে অঞ্চলে সবচেয়ে কম —
(A) নিরক্ষীয় অঞ্চল (B) নাতিশীতোষ্ণ অঞ্চল
(C) উপক্রান্তীয় অঞ্চল (D) মেরু অঞ্চল
উত্তর : (A) নিরক্ষীয় অঞ্চল।

(WBSSC SLST GEOGRAPHY PART-89)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-88

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-89

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!