Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-87

WBSSC SLST GEOGRAPHY PART-87

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮৭ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-87) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-87

(৪৩০১) প্রতি লিটার সমুদ্র জলে দ্রবীভূত লবণের গড় পরিমাণ —
(A) ৩১ গ্রাম (B) ৩৫ গ্রাম
(C) ৩৮ গ্রাম (D) ৪১ গ্রাম
উত্তর : (B) ৩৫ গ্রাম।

(৪৩০২) সমুদ্রজলে যে প্রকার লবণের পরিমাণ সবচেয়ে বেশি —
(A) সোডিয়াম ক্লোরাইড (B) ক্যালসিয়াম সালফেট
(C) ম্যাগনেসিয়াম ক্লোরাইড (D) ম্যাগনেসিয়াম সালফেট
উত্তর : (A) সোডিয়াম ক্লোরাইড।

(৪৩০৩) প্রতি লিটার সমুদ্র জলে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইড (NaCl) -এর গড় পরিমাণ —
(A) ২৭.২ গ্রাম (B) ২৯.২ গ্রাম
(C) ৩১.২ গ্রাম (D) ৩৩.২ গ্রাম
উত্তর : (A) ২৭.২ গ্রাম।

(৪৩০৪) প্রতি লিটার সমুদ্র জলে সোডিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ থাকে —
(A) ৭৫.৭৫% (B) ৭৬.৭৫%
(C) ৭৭.৭৫% (D) ৭৮.৭৫%
উত্তর : (C) ৭৭.৭৫%।

(৪৩০৫) প্রতি লিটার সমুদ্র জলে ব্রোমিন (Bromine) -এর গড় পরিমাণ —
(A) ২৩ মিলিগ্রাম (B) ৩৫ মিলিগ্রাম
(C) ৬৭ মিলিগ্রাম (D) ৯৯ মিলিগ্রাম
উত্তর : (C) ৬৭ মিলিগ্রাম।

(৪৩০৬) সমুদ্রজল থেকে লবণ উৎপাদনে যে দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে —
(A) চিন (B) ভারত
(C) স্পেন (D) চিলি
উত্তর : (A) চিন।

(৪৩০৭) ভারতের যে রাজ্য সমুদ্রজল থেকে লবণ উৎপাদনে প্রথম —
(A) গুজরাট (B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক (D) ওড়িশা
উত্তর : (A) গুজরাট।

(৪৩০৮) সমুদ্র জলে যে মৌলটি সর্বাধিক পরিমাণে রয়েছে —
(A) ক্লোরিন (B) সোডিয়াম
(C) ম্যাগনেসিয়াম (D) সালফার
উত্তর : (A) ক্লোরিন।

(৪৩০৯) পুষ্টিগুণ অনুসারে, সামুদ্রিক খাদ্য (Sea Food) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪৩১০) একটি প্রোটিন সমৃদ্ধ সামুদ্রিক খাদ্যের উদাহরণ —
(A) সামুদ্রিক মাছ (B) ক্রিল
(C) সামুদ্রিক শৈবাল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩১১) একটি ভিটামিন সমৃদ্ধ সামুদ্রিক খাদ্যের উদাহরণ —
(A) সামুদ্রিক শৈবাল (B) সামুদ্রিক উদ্ভিদ
(C) ক্রিল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩১২) বিশ্বে সংগৃহীত মোট মাছের যে শতাংশ সামুদ্রিক মাছ —
(A) ৩০% (B) ৫৫%
(C) ৬৫% (D) ৮০%
উত্তর : (D) ৮০%।

(৪৩১৩) সামুদ্রিক মাছে প্রোটিনের গড় পরিমাণ —
(A) ১০-১৫% (B) ১৬-২১%
(C) ২১-২৫% (D) ২৬-৩১%
উত্তর : (B) ১৬-২১%।

(৪৩১৪) উপকূল থেকে অবস্থান অনুসারে, সামুদ্রিক মাছ (Marine Fish) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪৩১৫) উপকূলরেখা ও মহীসোপানের শেষপ্রান্ত পর্যন্ত অঞ্চলে যেসব সামুদ্রিক মাছ বসবাস করে, তাদের বলে —
(A) উপকূলীয় মাছ (B) নেরিটিক মাছ
(C) গভীর সমুদ্র মাছ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩১৬) একটি উপকূলীয় মাছ (Coastal Fish/Inshore Fish) বা নেরিটিক মাছ (Neritic Fish) -এর উদাহরণ হল —
(A) রক গোবি (B) থ্রেডফিন
(C) ড্যাগারটুথ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩১৭) একটি গভীর সমুদ্র মাছ (Deep Sea Fish)-এর উদাহরণ হল —
(A) ড্যাগারটুথ (B) ব্রিস্টলমাউথ
(C) রক গোবি (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩১৮) সমুদ্র জলের গভীরতা অনুসারে, সামুদ্রিক মাছ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪৩১৯) সমুদ্রজলের উপরিভাগে, তুলনামূলক উষ্ণ জলে যেসব মাছ বসবাস করে, তাদের বলে —
(A) পিলেজিক মাছ (B) ডেমার্সাল মাছ
(C) অ্যানাড্রোমাস মাছ (D) ক্যাটাড্রোমাস মাছ
উত্তর : (A) পিলেজিক মাছ।

(৪৩২০) সমুদ্রজলের নিম্নভাগে, তুলনামূলক শীতল জলে যেসব মাছ বসবাস করে, তাদের বলে —
(A) পিলেজিক মাছ (B) ডেমার্সাল মাছ
(C) অ্যানাড্রোমাস মাছ (D) ক্যাটাড্রোমাস মাছ
উত্তর : (B) ডেমার্সাল মাছ।

(৪৩২১) একটি পিলেজিক মাছ (Pelagic Fish) -এর উদাহরণ হল —
(A) হেরিং (B) ম্যাকারেল
(C) হ্যাডক (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩২২) একটি ডেমার্সাল মাছ (Demersal Fish) -এর উদাহরণ হল —
(A) কড (B) হ্যালিবাট
(C) হেরিং (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩২৩) সর্বপ্রধান পিলেজিক মাছ (Pelagic Fish) হল —
(A) হেরিং (B) কড
(C) হ্যাডক (D) টুনা
উত্তর : (A) হেরিং।

(৪৩২৪) সর্বপ্রধান ডেমার্সাল মাছ (Demersal Fish) হল —
(A) সার্ডিন (B) পিলচার্ড
(C) কড (D) হ্যালিবাট
উত্তর : (C) কড।

(৪৩২৫) পিলেজিক মাছগুলি হল —
(A) হেরিং-হ্যাডক-কড-সার্ডিন (B) হেরিং-টুনা-ম্যাকারেল-কড
(C) হেরিং-ম্যাকারেল-সার্ডিন-পিলচার্ড (D) হেরিং-কড-হ্যালিবাট-পিলচার্ড
উত্তর : (C) হেরিং-ম্যাকারেল-সার্ডিন-পিলচার্ড।

(WBSSC SLST GEOGRAPHY PART-87)

(৪৩২৬) ডেমার্সাল মাছগুলি হল —
(A) কড-হ্যাডক-সার্ডিন-হ্যালিবাট (B) কড-হ্যাডক-হ্যালিবাট-টুনা
(C) কড-সার্ডিন-হেরিং-পিলচার্ড (D) কড-হ্যালিবাট-ম্যাকারেল-টুনা
উত্তর : (B) কড-হ্যাডক-হ্যালিবাট-টুনা।

(৪৩২৭) একটি খাদক মাছ (Forage Fish) -এর উদাহরণ হল —
(A) হেরিং (B) ম্যাকারেল
(C) টুনা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩২৮) একটি শিকারী মাছ (Predator Fish)-এর উদাহরণ হল —
(A) টুনা (B) হাঙর
(C) হেরিং (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩২৯) জলের গভীরতা অনুসারে, পিলেজিক মাছ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪৩৩০) যেসব পিলেজিক মাছ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০ মিটার গভীরতা পর্যন্ত এলাকাতে বসবাস করে, তাদের বলে —
(A) এপিপিলেজিক মাছ (B) মেসোপিলেজিক মাছ
(C) ব্যাথিপিলেজিক মাছ (D) অ্যানাপিলেজিক মাছ
উত্তর : (A) এপিপিলেজিক মাছ।

(৪৩৩১) একটি এপিপিলেজিক মাছ (Epipelagic Fish) -এর উদাহরণ হল —
(A) আটলান্টিক হেরিং (B) বাস্কিং শার্ক
(C) সেবারটুথ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৩২) যেসব পিলেজিক মাছ সমুদ্রজলে ২০০ মিটার থেকে ১০০০ মিটার গভীরতা পর্যন্ত এলাকাতে বসবাস করে, তাদের বলে —
(A) এপিপিলেজিক মাছ (B) মেসোপিলেজিক মাছ
(C) ব্যাথিপিলেজিক মাছ (D) অ্যানাপিলেজিক মাছ
উত্তর : (B) মেসোপিলেজিক মাছ।

(৪৩৩৩) একটি মেসোপিলেজিক মাছ (Mesopelagic Fish) -এর উদাহরণ হল —
(A) আন্টার্কটিক টুথফিশ (B) সেবারটুথ
(C) বাস্কিং শার্ক (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৩৪) যেসব পিলেজিক মাছ সমুদ্রজলে ১০০০ মিটার থেকে ৪০০০ মিটার গভীরতা পর্যন্ত এলাকাতে বসবাস করে, তাদের বলে —
(A) এপিপিলেজিক মাছ (B) মেসোপিলেজিক মাছ
(C) ব্যাথিপিলেজিক মাছ (D) অ্যানাপিলেজিক মাছ
উত্তর : (C) ব্যাথিপিলেজিক মাছ।

(৪৩৩৫) একটি ব্যাথিপিলেজিক মাছ (Bathypelagic Fish) -এর উদাহরণ হল —
(A) স্পার্ক অ্যাঙ্গেলমাউথ (B) ইয়োকোজুনা স্লিকহেড
(C) আন্টার্কটিক টুথফিশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৩৬) আবাসস্থল অনুসারে, ডেমার্সাল মাছ প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪৩৩৭) যেসব ডেমার্সাল মাছ সমুদ্র তলদেশের সামান্য উপরে বসবাস করে, তাদের বলে —
(A) বেনথোপিলেজিক মাছ (B) বেনথিক মাছ
(C) এপিপিলেজিক মাছ (D) ডায়াড্রোমাস মাছ
উত্তর : (A) বেনথোপিলেজিক মাছ।

(৪৩৩৮) একটি বেনথোপিলেজিক মাছ (Benthopelagic Fish) -এর উদাহরণ হল —
(A) কড (B) র‍্যাটটেল
(C) টার্বট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৩৯) যেসব ডেমার্সাল মাছ সমুদ্র তলদেশে পাথর, বালি, কাদার মধ্যে বসবাস করে, তাদের বলে —
(A) বেনথোপিলেজিক মাছ (B) বেনথিক মাছ
(C) এপিপিলেজিক মাছ (D) ডায়াড্রোমাস মাছ
উত্তর : (B) বেনথিক মাছ।

(৪৩৪০) একটি বেনথিক মাছ (Benthic Fish) -এর উদাহরণ হল —
(A) হ্যালিবাট (B) ফ্লাউন্ডার
(C) কড (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৪১) যেসব মাছ স্বাদুজলে বা লবণাক্ত জলে বসবাস করে এবং প্রজনন ঋতুতে বাসস্থান পরিবর্তন করে, তাদের বলে —
(A) উভজল মাছ (B) ডায়াড্রোমাস মাছ
(C) পিলেজিক মাছ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৪২) উভজল মাছ বা ডায়াড্রোমাস মাছ (Diadromous Fish) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৪৩৪৩) যেসব মাছ সমুদ্রের লবণাক্ত জলে বসবাস করে এবং প্রজনন ঋতুতে নদীর স্বাদুজলে গমন করে, তাদের বলে —
(A) উজানগামী মাছ (B) অ্যানাড্রোমাস মাছ
(C) ডায়াড্রোমাস মাছ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৪৪) একটি উজানগামী মাছ বা অ্যানাড্রোমাস মাছ (Anadromous Fish)-এর উদাহরণ হল —
(A) ইলিশ (B) স্যামন
(C) ঈল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৪৫) যেসব মাছ নদীর স্বাদু জলে বসবাস করে এবং প্রজনন ঋতুতে সমুদ্রের লবণাক্ত জলে গমন করে, তাদের বলে —
(A) ভাটিগামী মাছ (B) ক্যাটাড্রোমাস মাছ
(C) ডায়াড্রোমাস মাছ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৪৬) একটি ভাটিগামী মাছ বা ক্যাটাড্রোমাস মাছ (Catadromous Fish) -এর উদাহরণ হল —
(A) ঈল (B) মুলেট
(C) স্যামন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৪৩৪৭) সি উইড (Seaweed) বলতে বোঝায় —
(A) সামুদ্রিক শ্যাওলা ও উদ্ভিদ (B) চিংড়িজাতীয় প্রাণী
(C) কবচী শ্রেণীর প্রাণী (D) গভীর সমুদ্রের মাছ
উত্তর : (A) সামুদ্রিক শ্যাওলা ও উদ্ভিদ।

(৪৩৪৮) রঙ অনুসারে, সি উইড (Seaweed) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৪৩৪৯) প্রধান তিন প্রকার সি উইড হল —
(A) রোডোফাইটা-ফায়োফাইটা-ক্লোরোফাইটা (B) রোডোফাইটা-ফায়োফাইটা-ব্রায়োফাইটা
(C) রোডোফাইটা-ব্রায়োফাইটা-ক্লোরোফাইটা (D) ফায়োফাইটা-ব্রায়োফাইটা-ক্লোরোফাইটা
উত্তর : (A) রোডোফাইটা-ফায়োফাইটা-ক্লোরোফাইটা।

(৪৩৫০) যে রঙের সি উইড রোডোফাইটা (Rhodophyta) নামে পরিচিত —
(A) লাল (B) বাদামি
(C) সবুজ (D) নীল
উত্তর : (A) লাল।

(WBSSC SLST GEOGRAPHY PART-87)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-86

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-87

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!