WBSSC SLST GEOGRAPHY PART-85
WBSSC SLST GEOGRAPHY PART-85
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮৫ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-85) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪২০১) সমুদ্র তলদেশের যে শতাংশ এলাকাতে পিলেজিক সঞ্চয় দেখা যায় —
(A) ২৫% (B) ৫০%
(C) ৭৫% (D) ৯০%
উত্তর : (C) ৭৫%।
(৪২০২) সমুদ্র তলদেশে বালি, পলি, কাদার ওপর বা নিকটে বসবাসকারী জীবেদের বলে —
(A) বেনথস (B) নেকটন
(C) প্ল্যাংকটন (D) নেরিটিক
উত্তর : (A) বেনথস।
(৪২০৩) বেনথস (Benthos) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নস্ট হেকেল (B) এডওয়ার্ড সুয়েস
(C) চার্লস ডারউইন (D) ডেভিড লিনটন
উত্তর : (A) আর্নস্ট হেকেল।
(৪২০৪) আর্নস্ট হেকেল (Ernst Haeckel) যে সালে বেনথস (Benthos) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (B) ১৮৯১।
(৪২০৫) একটি বেনথস জীবের উদাহরণ হল —
(A) প্রবাল (B) স্কুইড
(C) ডুগং (D) ক্রিল
উত্তর : (A) প্রবাল।
(৪২০৬) সমুদ্রের জলে বিভিন্ন গভীরতায় অবাধ বিচরণকারী জীবেদের বলে —
(A) বেনথস (B) নেকটন
(C) প্ল্যাংকটন (D) নেরিটিক
উত্তর : (B) নেকটন।
(৪২০৭) নেকটন (Nekton) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নস্ট হেকেল (B) এডওয়ার্ড সুয়েস
(C) চার্লস ডারউইন (D) ডেভিড লিনটন
উত্তর : (A) আর্নস্ট হেকেল।
(৪২০৮) আর্নস্ট হেকেল (Ernst Haeckel) যে সালে নেকটন (Nekton) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (B) ১৮৯১।
(৪২০৯) একটি নেকটন জীবের উদাহরণ হল —
(A) তারামাছ (B) প্রবাল
(C) স্পঞ্জ (D) স্কুইড
উত্তর : (D) স্কুইড।
(৪২১০) সমুদ্র জলে বিভিন্ন গভীরতায় ভাসমান অতি সূক্ষ্ম জীবেদের বলে —
(A) বেনথস (B) নেকটন
(C) প্ল্যাংকটন (D) নেরিটিক
উত্তর : (C) প্ল্যাংকটন।
(৪২১১) প্ল্যাংকটন (Plankton) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নস্ট হেকেল (B) এডওয়ার্ড সুয়েস
(C) চার্লস ডারউইন (D) ভিক্টর হেনসেন
উত্তর : (D) ভিক্টর হেনসেন।
(৪২১২) ভিক্টর হেনসেন (Victor Hensen) যে সালে প্ল্যাংকটন (Plankton) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৮৭ (B) ১৮৮৮
(C) ১৮৮৯ (D) ১৮৯০
উত্তর : (A) ১৮৮৭।
(৪২১৩) একটি প্ল্যাংকটন জীবের উদাহরণ হল —
(A) স্কুইড (B) তারামাছ
(C) প্রবাল (D) ডায়াটম
উত্তর : (D) ডায়াটম।
(৪২১৪) স্থলভাগ থেকে আগত অজৈব পদার্থ অদ্রবীভূত অবস্থায় সমুদ্রগর্ভে সঞ্চিত হলে, তাকে বলে —
(A) জৈব অবক্ষেপ (B) অজৈব অবক্ষেপ
(C) আগ্নেয় অবক্ষেপ (D) নেরিটিক অবক্ষেপ
উত্তর : (B) অজৈব অবক্ষেপ।
(৪২১৫) একটি অজৈব অবক্ষেপ (Inorganic Deposits)-এর উদাহরণ হল —
(A) সিলিকা (B) ফসফেট
(C) ডলোমাইট (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪২১৬) সমুদ্রজলে অজৈব পদার্থগুলি দ্রবীভূত হয়ে লবণাক্ত জলের সাথে রাসায়নিক বিক্রিয়াতে ভিন্ন ধর্মযুক্ত যে অবক্ষেপ সৃষ্টি করে, তাকে বলে —
(A) হাইড্রোজেনাস অবক্ষেপ (B) লিথোজেনাস অবক্ষেপ
(C) পেডোজেনাস অবক্ষেপ (D) বায়োজেনাস অবক্ষেপ
উত্তর : (A) হাইড্রোজেনাস অবক্ষেপ।
(৪২১৭) একটি হাইড্রোজেনাস অবক্ষেপ (Hydrogenous Sediment) -এর উদাহরণ হল —
(A) ম্যাঙ্গানিজ নুড়ি (B) এভাপোরাইট
(C) সিন্ধুকর্দ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২১৮) মহাকাশ থেকে আগত উল্কাপিন্ড ও ধূমকেতুর চূর্ণ ও ধূলিকণা সমুদ্র তলদেশে সঞ্চিত হলে, তাকে বলে —
(A) পার্থিব অবক্ষেপ (B) মহাজাগতিক অবক্ষেপ
(C) টেরিজেনাস অবক্ষেপ (D) অজৈব অবক্ষেপ
উত্তর : (B) মহাজাগতিক অবক্ষেপ।
(৪২১৯) একটি মহাজাগতিক অবক্ষেপ (Cosmic Deposits) -এর উদাহরণ হল —
(A) টেকটাইট (B) স্ফেরুল
(C) উজ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২২০) গভীর সমুদ্রে জীব দেহাবশেষ থেকে সৃষ্ট, চুন ও সিলিকা সমৃদ্ধ, তরল ও পিচ্ছিল কাদা জাতীয় পিলেজিক অবক্ষেপকে বলে —
(A) সিন্ধুকর্দ (B) উজ
(C) ক্রিল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২২১) গভীর সমুদ্র অবক্ষেপ (Deep Sea Deposits) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৪২২২) স্থলবিধৌত টেরিজেনাস ও পিলেজিক পদার্থ সমৃদ্ধ গভীর সমুদ্র অবক্ষেপকে বলে —
(A) হেমিপিলেজিক অবক্ষেপ (B) ইউপিলেজিক অবক্ষেপ
(C) এপিপিলেজিক অবক্ষেপ (D) হ্যাডোপিলেজিক অবক্ষেপ
উত্তর : (A) হেমিপিলেজিক অবক্ষেপ।
(৪২২৩) হেমিপিলেজিক অবক্ষেপ (Hemipelagic Deposits) প্রধানত যে অঞ্চলে সঞ্চিত হয় —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) সমুদ্রখাত (D) A ও B উভয়ই
উত্তর : (B) মহীঢাল।
(৪২২৪) স্থলভাগ থেকে দূরবর্তী সামুদ্রিক জৈব ও অজৈব পিলেজিক পদার্থ সমৃদ্ধ গভীর সমুদ্র অবক্ষেপকে বলে —
(A) হেমিপিলেজিক অবক্ষেপ (B) ইউপিলেজিক অবক্ষেপ
(C) এপিপিলেজিক অবক্ষেপ (D) হ্যাডোপিলেজিক অবক্ষেপ
উত্তর : (B) ইউপিলেজিক অবক্ষেপ।
(৪২২৫) ইউপিলেজিক অবক্ষেপ (Eupelagic Deposits) প্রধানত যে অঞ্চলে সঞ্চিত হয় —
(A) গভীর সমুদ্র সমভূমি (B) সমুদ্রখাত
(C) মহীসোপান (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-85)
(৪২২৬) হেমিপিলেজিক বা মহীঢাল অবক্ষেপে যে প্রকার পদার্থ থাকে —
(A) নীল-লাল-সবুজ কাদা (B) চুন/সিলিকা জাতীয় সিন্ধুকর্দ
(C) লাল পলি ও সিন্ধুকর্দ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২২৭) ইউপিলেজিক বা গভীর সমুদ্র সমভূমি ও সমুদ্রখাত অবক্ষেপে যে প্রকার পদার্থ থাকে —
(A) নীল-লাল-সবুজ কাদা (B) চুন/সিলিকা জাতীয় সিন্ধুকর্দ
(C) লাল পলি ও সিন্ধুকর্দ (D) A ও B উভয়ই
উত্তর : (C) লাল পলি ও সিন্ধুকর্দ।
(৪২২৮) গভীর সমুদ্রে অ্যালুমিনা সিলিকেট সোদক ও লৌহ অক্সাইড সমৃদ্ধ তৈলাক্ত ও নরম প্লাস্টিকের মতো, সূক্ষ্ম অজৈব পদার্থের কাদাকে বলে —
(A) লাল পলি (B) লুটাইট
(C) সিন্ধুকর্দ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২২৯) লাল পলি (Red Clay) বা লুটাইট (Lutite) -এর প্রধান উপাদান হল —
(A) অ্যালুমিনা সিলিকেট সোদক (B) লৌহ অক্সাইড
(C) ক্যালসিয়াম সালফেট (D) ম্যাঙ্গানিজ অক্সাইড
উত্তর : (A) অ্যালুমিনা সিলিকেট সোদক।
(৪২৩০) লুটাইট (Lutite) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) জেমস ট্রেভিস জেনকিন্স (B) ক্যাপ্টেন জন ফিপস্
(C) ডেভিড এ. জনসন (D) অ্যামাডেউস উইলিয়াম গ্রাবাউ
উত্তর : (D) অ্যামাডেউস উইলিয়াম গ্রাবাউ।
(৪২৩১) অ্যামাডেউস উইলিয়াম গ্রাবাউ (Amadeus William Grabau) যে সালে লুটাইট (Lutite) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০৪ (B) ১৯০৫
(C) ১৯০৬ (D) ১৯০৭
উত্তর : (A) ১৯০৪।
(৪২৩২) সমুদ্র তলদেশে যে গভীরতায় লাল পলি দেখা যায় —
(A) ২৫০০ মিটার (B) ৩৪০০ মিটার
(C) ৪৫০০ মিটার (D) ৫৪০০ মিটার
উত্তর : (D) ৫৪০০ মিটার।
(৪২৩৩) যে সামুদ্রিক অবক্ষেপে তেজস্ক্রিয় পদার্থ সর্বাধিক মাত্রায় থাকে —
(A) লাল পলি (B) নীল কাদা
(C) সিন্ধুকর্দ (D) সবুজ কাদা
উত্তর : (A) লাল পলি।
(৪২৩৪) যে মহাসাগরের তলদেশে সর্বাধিক পরিমাণে লাল পলি পাওয়া যায় —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪২৩৫) অগভীর সমুদ্র অবক্ষেপ (Shallow Water Deposits) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৪২৩৬) উচ্চ ও নিম্ন জোয়ার জলসীমার মধ্যে জৈব ও অজৈব পদার্থের সঞ্চয়কে বলে —
(A) তটদেশীয় অবক্ষেপ (B) মহীসোপান অবক্ষেপ
(C) মহীঢাল অবক্ষেপ (D) A ও B উভয়ই
উত্তর : (A) তটদেশীয় অবক্ষেপ।
(৪২৩৭) জোয়ারের নিম্নসীমা থেকে ২০০ মিটার গভীরতা পর্যন্ত অঞ্চলে জৈব, অজৈব, রাসায়নিক বিক্রিয়াজাত, আগ্নেয় পদার্থের সঞ্চয়কে বলে —
(A) তটদেশীয় অবক্ষেপ (B) মহীসোপান অবক্ষেপ
(C) মহীঢাল অবক্ষেপ (D) A ও B উভয়ই
উত্তর : (B) মহীসোপান অবক্ষেপ।
(৪২৩৮) তটদেশীয় অবক্ষেপ (Littoral Deposits) -এর উপাদান হল —
(A) টেরিজেনাস (B) নেরিটিক
(C) পিলেজিক (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২৩৯) মহীসোপান অবক্ষেপ (Continental Shelf Deposits) -এর উপাদান হল —
(A) টেরিজেনাস (B) নেরিটিক
(C) পিলেজিক (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৪২৪০) উপাদান অনুসারে, সিন্ধুকর্দ বা উজ (Ooze) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৪২৪১) উপাদান অনুসারে প্রধান দুই প্রকার সিন্ধুকর্দ হল —
(A) চুন জাতীয় এবং সিলিকা জাতীয় সিন্ধুকর্দ (B) টেরোপড এবং গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ
(C) ডায়াটম এবং রেডিওলারিয়ান সিন্ধুকর্দ (D) টেরোপড এবং ডায়াটম সিন্ধুকর্দ
উত্তর : (A) চুন জাতীয় এবং সিলিকা জাতীয় সিন্ধুকর্দ।
(৪২৪২) উপাদান অনুসারে, চুন জাতীয় সিন্ধুকর্দ (Calcareous Ooze) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৪২৪৩) উপাদান অনুসারে প্রধান দুই প্রকার চুন জাতীয় সিন্ধুকর্দ হল —
(A) ডায়াটম ও টেরোপড সিন্ধুকর্দ (B) টেরোপড ও রেডিওলারিয়ান সিন্ধুকর্দ
(C) টেরোপড ও গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ (D) গ্লোবিজেরিনা ও ডায়াটম সিন্ধুকর্দ
উত্তর : (C) টেরোপড ও গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ।
(৪২৪৪) উপাদান অনুসারে, বালুকা বা সিলিকা জাতীয় সিন্ধুকর্দ (Siliceous Ooze) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।
(৪২৪৫) উপাদান অনুসারে প্রধান দুই প্রকার বালুকা বা সিলিকা জাতীয় সিন্ধুকর্দ হল —
(A) ডায়াটম ও রেডিওলারিয়ান সিন্ধুকর্দ (B) টেরোপড ও রেডিওলারিয়ান সিন্ধুকর্দ
(C) টেরোপড ও গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ (D) গ্লোবিজেরিনা ও ডায়াটম সিন্ধুকর্দ
উত্তর : (A) ডায়াটম ও রেডিওলারিয়ান সিন্ধুকর্দ।
(৪২৪৬) যে প্রকার চুন জাতীয় সিন্ধুকর্দ সর্বাধিক পরিমাণে পাওয়া যায় —
(A) টেরোপড সিন্ধুকর্দ (B) গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ
(C) ডায়াটম সিন্ধুকর্দ (D) রেডিওলারিয়ান সিন্ধুকর্দ
উত্তর : (B) গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ।
(৪২৪৭) প্রধানত যে অঞ্চলের সমুদ্রে টেরোপড সিন্ধুকর্দ (Pteropod Ooze) দেখা যায় —
(A) ক্রান্তীয় (B) নাতিশীতোষ্ণ
(C) মেরু (D) A ও B উভয়ই
উত্তর : (A) ক্রান্তীয়।
(৪২৪৮) প্রধানত যে অঞ্চলের সমুদ্রে গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ (Globigerina Ooze) দেখা যায় —
(A) ক্রান্তীয় (B) নাতিশীতোষ্ণ
(C) মেরু (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৪২৪৯) টেরোপড সিন্ধুকর্দ (Pteropod Ooze)-তে চুন বা ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ থাকে —
(A) ১০-৩০% (B) ৩০-৬৫%
(C) ৩৫-৫০% (D) ৮০-৯০%
উত্তর : (D) ৮০-৯০%।
(৪২৫০) গ্লোবিজেরিনা সিন্ধুকর্দ (Globigerina Ooze)-তে চুন বা ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ থাকে —
(A) ১০-৩০% (B) ৩০-৬৫%
(C) ৩৫-৫০% (D) ৮০-৯০%
উত্তর : (B) ৩০-৬৫%।
(WBSSC SLST GEOGRAPHY PART-85)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-86 - ভূগোলিকা-Bhugolika