Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-83

WBSSC SLST GEOGRAPHY PART-83

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮৩ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-83) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-83

(৪১০১) বাহামা দ্বীপপুঞ্জ, বারমুডা দ্বীপপুঞ্জ ইত্যাদি প্রবাল দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।

(৪১০২) মধ্য-আটলান্টিক শৈলশিরাকে উত্তর-দক্ষিণে বিভক্ত করেছে যে সমুদ্র খাত —
(A) কেম্যান খাত (B) পুয়ের্তো রিকো খাত
(C) রোমানশ্ খাত (D) দক্ষিণ স্যান্ডউইচ খাত
উত্তর : (C) রোমানশ্ খাত।

(৪১০৩) রোমানশ্ খাতের উত্তরে মধ্য-আটলান্টিক শৈলশিরা যে নামে পরিচিত —
(A) ডলফিন উচ্চভূমি (B) চ্যালেঞ্জার উচ্চভূমি
(C) চ্যাথাম উচ্চভূমি (D) লর্ড হাউ উচ্চভূমি
উত্তর : (A) ডলফিন উচ্চভূমি।

(৪১০৪) রোমানশ্ খাতের দক্ষিণে মধ্য-আটলান্টিক শৈলশিরা যে নামে পরিচিত —
(A) ডলফিন উচ্চভূমি (B) চ্যালেঞ্জার উচ্চভূমি
(C) চ্যাথাম উচ্চভূমি (D) লর্ড হাউ উচ্চভূমি
উত্তর : (B) চ্যালেঞ্জার উচ্চভূমি।

(৪১০৫) বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, ক্যারিবিয়ান সাগর, স্কোশিয়া সাগর যে মহাসাগরের প্রান্তদেশীয় সমুদ্র (Marginal Sea) —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।

(৪১০৬) আন্দামান বেসিন, সোমালি বেসিন, নাটাল বেসিন, হোয়ার্টন বেসিন, কোকোস-কিলিং বেসিন যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১০৭) মোজাম্বিক খাত, ভেমা খাত, চাগোস খাত, মরিশাস খাত, মাকরান খাত যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১০৮) ৯০° পূর্ব শৈলশিরা, কারগুয়েলেন-গাউসবার্গ শৈলশিরা, কার্লসবার্গ শৈলশিরা, পূর্ব অস্ট্রেলিয়ান শৈলশিরা, প্রিন্স এডওয়ার্ড-ক্রজেট শৈলশিরা যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১০৯) পার্থ ক্যানিয়ন, কৃষ্ণা ক্যানিয়ন, সোয়াচ অফ নো গ্রাউন্ড ক্যানিয়ন যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১০) সেলন সমভূমি, কোকোস সমভূমি, ওমান সমভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১১) এক্সমাউথ মালভূমি, আমস্টারডাম-সেন্ট পল মালভূমি, কারগুয়েলেন মালভূমি, মাসকারিন মালভূমি, নেচারালিস্ট মালভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১২) কেপ উচ্চভূমি, বেঙ্গল বেসিন উচ্চভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১৩) প্রিন্স এডওয়ার্ড চ্যুতি, ওয়েন চ্যুতি, ডায়ামান্টিনা চ্যুতি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১৪) ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হল —
(A) শ্রীলঙ্কা (B) গ্রেট নিকোবর
(C) মরিশাস (D) মাদাগাস্কার
উত্তর : (D) মাদাগাস্কার।

(৪১১৫) আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, মরিশাস দ্বীপপুঞ্জ, রিইউনিয়ন দ্বীপপুঞ্জ, কোমোরো দ্বীপপুঞ্জ ইত্যাদি আগ্নেয় দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১৬) লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ, মালদ্বীপ দ্বীপপুঞ্জ, সেশেলস দ্বীপপুঞ্জ ইত্যাদি প্রবাল দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১৭) লোহিত সাগর, আরব সাগর, বঙ্গোপসাগর যে মহাসাগরের প্রান্তদেশীয় সমুদ্র (Marginal Sea) —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

(৪১১৮) বিশ্বের দ্বিতীয় গভীরতম সমুদ্র খাত হল —
(A) মারিয়ানা খাত (B) টোঙ্গা খাত
(C) ফিলিপিন্স খাত (D) কেম্যান খাত
উত্তর : (B) টোঙ্গা খাত।

(৪১১৯) বিশ্বের তৃতীয় গভীরতম সমুদ্র খাত হল —
(A) মারিয়ানা খাত (B) টোঙ্গা খাত
(C) ফিলিপিন্স খাত (D) কেম্যান খাত
উত্তর : (C) ফিলিপিন্স খাত।

(৪১২০) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক দ্বীপ রয়েছে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৪১২১) যে মহাসাগরে অ্যান্ডিসাইট রেখা (Andesite Line) দেখা যায় —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৪১২২) প্রশান্ত মহাসাগরের বৃহত্তম অববাহিকা বা বেসিন হল —
(A) ফিলিপিন্স বেসিন (B) দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বেসিন
(C) ফিজি বেসিন (D) দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় বেসিন
উত্তর : (B) দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় বেসিন।

(৪১২৩) আটলান্টিক মহাসাগরের বৃহত্তম অববাহিকা বা বেসিন হল —
(A) উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন (B) ব্রাজিল বেসিন
(C) উত্তর পূর্ব আটলান্টিক বেসিন (D) গিনি বেসিন
উত্তর : (A) উত্তর পশ্চিম আটলান্টিক বেসিন।

(৪১২৪) ভারত মহাসাগরের বৃহত্তম অববাহিকা বা বেসিন হল —
(A) পশ্চিম অস্ট্রেলিয়ান বেসিন (B) সোমালি বেসিন
(C) কোকোস-কিলিং বেসিন (D) নাটাল বেসিন
উত্তর : (C) কোকোস-কিলিং বেসিন।

(৪১২৫) প্রশান্ত মহাসাগরের বৃহত্তম সামুদ্রিক মালভূমি হল —
(A) অনটং জাভা মালভূমি (B) আইসল্যান্ড মালভূমি
(C) কারগুয়েলেন মালভূমি (D) আলবাট্রস মালভূমি
উত্তর : (A) অনটং জাভা মালভূমি।

(WBSSC SLST GEOGRAPHY PART-83)

(৪১২৬) আটলান্টিক মহাসাগরের বৃহত্তম সামুদ্রিক মালভূমি হল —
(A) অনটং জাভা মালভূমি (B) আইসল্যান্ড মালভূমি
(C) কারগুয়েলেন মালভূমি (D) আলবাট্রস মালভূমি
উত্তর : (B) আইসল্যান্ড মালভূমি।

(৪১২৭) ভারত মহাসাগরের বৃহত্তম সামুদ্রিক মালভূমি হল —
(A) অনটং জাভা মালভূমি (B) আইসল্যান্ড মালভূমি
(C) কারগুয়েলেন মালভূমি (D) আলবাট্রস মালভূমি
উত্তর : (C) কারগুয়েলেন মালভূমি।

(৪১২৮) চ্যাথাম প্রণালী, বেরিং প্রণালী, কামচাটকা প্রণালী রয়েছে যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৪১২৯) জিব্রাল্টার প্রণালী, ক্যাবট প্রণালী, ড্যানিশ প্রণালী রয়েছে যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।

(৪১৩০) হরমুজ প্রণালী, মালাক্কা প্রণালী, লম্বক প্রণালী রয়েছে যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) ভারত মহাসাগর।

সামুদ্রিক অবক্ষেপ (Ocean Deposits) [IX-X]

(৪১৩১) সর্বপ্রথম সামুদ্রিক অবক্ষেপ (Ocean Deposits) -এর শ্রেণীবিভাগ প্রকাশ করেন —
(A) ক্যাপ্টেন জন ফিপস্ (B) জন মারে
(C) আলফোনস্ রেনার্ড (D) ডেভিড হো
উত্তর : (A) ক্যাপ্টেন জন ফিপস্।

(৪১৩২) ক্যাপ্টেন জন ফিপস্ (Captain John Phipps) যে সালে সর্বপ্রথম সামুদ্রিক অবক্ষেপ (Ocean Deposits) -এর শ্রেণীবিভাগ প্রকাশ করেন —
(A) ১৭৭১ (B) ১৭৭২
(C) ১৭৭৩ (D) ১৭৭৩
উত্তর : (C) ১৭৭৩।

(৪১৩৩) জন মারে (John Murray) যে সালে সামুদ্রিক অবক্ষেপ (Ocean Deposits) -এর শ্রেণীবিভাগ প্রকাশ করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (B) ১৮৯১।

(৪১৩৪) প্রথম সামুদ্রিক অবক্ষেপ মানচিত্র (Ocean Deposits Map) প্রকাশ করেন —
(A) মারে ও রেনার্ড (B) মারে ও জেনকিন্স
(C) মারে ও ফিপস্ (D) রেনার্ড ও জেনকিন্স
উত্তর : (A) মারে ও রেনার্ড।

(৪১৩৫) যে সালে মারে ও রেনার্ড (Murray & Renard) প্রথম সামুদ্রিক অবক্ষেপ মানচিত্র (Ocean Deposits Map) প্রকাশ করেন —
(A) ১৮৯১ (B) ১৮৯২
(C) ১৮৯৩ (D) ১৮৯৪
উত্তর : (A) ১৮৯১।

(৪১৩৬) ‘The Deep Sea’ প্রবন্ধটি রচনা করেন —
(A) ক্যাপ্টেন জন ফিপস্ (B) জন মারে
(C) আলফোনস্ রেনার্ড (D) ডেভিড হো
উত্তর : (B) জন মারে।

(৪১৩৭) The Depth of the Ocean (১৯১২) গ্রন্থটি রচনা করেন —
(A) Murray & Renard (B) Murray & Jenkins
(C) Murray & Phipps (D) Murray & Hjort
উত্তর : (D) Murray & Hjort।

(৪১৩৮) A Textbook of Oceanography (১৮৭৬) গ্রন্থটি রচনা করেন —
(A) ক্যাপ্টেন জন ফিপস্ (B) ম্যাথিউ ফন্টেন মৌরি
(C) জেমস ট্রেভিস জেনকিন্স (D) আলফোনস্ রেনার্ড
উত্তর : (C) জেমস ট্রেভিস জেনকিন্স।

(৪১৩৯) নেরিটিক অঞ্চল (Neritic Zone) বা সাবলিটোরাল অঞ্চল (Sublittoral Zone) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-১০০০ মিটার
(C) ১০০০-৪০০০ মিটার (D) ৪০০০-৬০০০ মিটার
উত্তর : (A) ০-২০০ মিটার।

(৪১৪০) পিলেজিক অঞ্চল (Pelagic Zone) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-১০০০ মিটার
(C) ২০০-৪০০০ মিটার (D) ২০০-১১,০০০ মিটার
উত্তর : (D) ২০০-১১,০০০ মিটার।

(৪১৪১) এপিপিলেজিক অঞ্চল (Epipelagic Zone) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-১০০০ মিটার
(C) ২০০০-৪০০০ মিটার (D) ২০০০-৬০০০ মিটার
উত্তর : (A) ০-২০০ মিটার।

(৪১৪২) মেসোপিলেজিক অঞ্চল (Mesopelagic Zone) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-১০০০ মিটার
(C) ১০০০-৪০০০ মিটার (D) ৪০০০-৬০০০ মিটার
উত্তর : (B) ২০০-১০০০ মিটার।

(৪১৪৩) ব্যাথিপিলেজিক অঞ্চল (Bathypelagic Zone) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-১০০০ মিটার
(C) ১০০০-৪০০০ মিটার (D) ৪০০০-৬০০০ মিটার
উত্তর : (C) ১০০০-৪০০০ মিটার।

(৪১৪৪) অ্যাবিসোপিলেজিক অঞ্চল (Abyssopelagic Zone) -এর গভীরতা —
(A) ০-২০০ মিটার (B) ২০০-১০০০ মিটার
(C) ১০০০-৪০০০ মিটার (D) ৪০০০-৬০০০ মিটার
উত্তর : (D) ৪০০০-৬০০০ মিটার।

(৪১৪৫) হ্যাডোপিলেজিক অঞ্চল (Hadopelagic Zone) -এর গভীরতা —
(A) ২০০-১০০০ মিটার (B) ১০০০-৪০০০ মিটার
(C) ৪০০০-৬০০০ মিটার (D) ৬০০০-১১০০০ মিটার
উত্তর : (D) ৬০০০-১১০০০ মিটার।

(৪১৪৬) যে পিলেজিক অঞ্চল ‘Sunlight Zone’ নামে পরিচিত —
(A) এপিপিলেজিক (B) মেসোপিলেজিক
(C) হ্যাডোপিলেজিক (D) ব্যাথিপিলেজিক
উত্তর : (A) এপিপিলেজিক।

(৪১৪৭) যে পিলেজিক অঞ্চল ‘Twilight Zone’ নামে পরিচিত —
(A) এপিপিলেজিক (B) মেসোপিলেজিক
(C) হ্যাডোপিলেজিক (D) ব্যাথিপিলেজিক
উত্তর : (B) মেসোপিলেজিক।

(৪১৪৮) যে পিলেজিক অঞ্চল ‘Midnight Zone’ নামে পরিচিত —
(A) এপিপিলেজিক (B) মেসোপিলেজিক
(C) হ্যাডোপিলেজিক (D) ব্যাথিপিলেজিক
উত্তর : (D) ব্যাথিপিলেজিক।

(৪১৪৯) নেরিটিক (Neritic) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নস্ট হেকেল (B) জন মারে
(C) টমাস ব্লান্ট (D) ডেভিড হো
উত্তর : (A) আর্নস্ট হেকেল।

(৪১৫০) আর্নস্ট হেকেল (Ernst Haeckel) যে সালে প্রথম নেরিটিক (Neritic) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯০ (B) ১৮৯১
(C) ১৮৯২ (D) ১৮৯৩
উত্তর : (B) ১৮৯১।

(WBSSC SLST GEOGRAPHY PART-83)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-82

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-83

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!