WBSSC SLST GEOGRAPHY PART-82
WBSSC SLST GEOGRAPHY PART-82
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮২ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-82) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪০৫১) ভারত মহাসাগরের আকৃতি অনেকটা —
(A) বৃত্তাকার (B) ত্রিভুজাকার
(C) আয়তাকার (D) বর্গাকার
উত্তর : (B) ত্রিভুজাকার।
(৪০৫২) প্রশান্ত মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা মহীসোপানের অন্তর্গত —
(A) ৫.৭% (B) ৬.৭%
(C) ৭.৭% (D) ৮.৭%
উত্তর : (A) ৫.৭%।
(৪০৫৩) আটলান্টিক মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা মহীসোপানের অন্তর্গত —
(A) ১১.৩% (B) ১২.৩%
(C) ১৩.৩% (D) ১৪.৩%
উত্তর : (C) ১৩.৩%।
(৪০৫৪) ভারত মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা মহীসোপানের অন্তর্গত —
(A) ৪.২% (B) ৫.২%
(C) ৬.২% (D) ৭.২%
উত্তর : (A) ৪.২%।
(৪০৫৫) প্রশান্ত মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা মহীঢালের অন্তর্গত —
(A) ৫% (B) ৭%
(C) ৯% (D) ১১%
উত্তর : (B) ৭%।
(৪০৫৬) আটলান্টিক মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা মহীঢালের অন্তর্গত —
(A) ১০.৪% (B) ১১.৪%
(C) ১২.৪% (D) ১৩.৪%
উত্তর : (C) ১২.৪%।
(৪০৫৭) ভারত মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা মহীঢালের অন্তর্গত —
(A) ৬.৫% (B) ৭.৫%
(C) ৮.৫% (D) ৯.৫%
উত্তর : (A) ৬.৫%।
(৪০৫৮) প্রশান্ত মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা গভীর সমুদ্র সমভূমির অন্তর্গত —
(A) ৭৫.৩% (B) ৮০.৩%
(C) ৮৫.৩% (D) ৯০.৩%
উত্তর : (B) ৮০.৩%।
(৪০৫৯) আটলান্টিক মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা গভীর সমুদ্র সমভূমির অন্তর্গত —
(A) ৫৪.৯% (B) ৬৪.৯%
(C) ৭৪.৯% (D) ৮৪.৯%
উত্তর : (A) ৫৪.৯%।
(৪০৬০) ভারত মহাসাগরের মোট ক্ষেত্রমানের যে শতাংশ এলাকা গভীর সমুদ্র সমভূমির অন্তর্গত —
(A) ৭৫.১% (B) ৮০.১%
(C) ৮৫.১% (D) ৯০.১%
উত্তর : (B) ৮০.১%।
(৪০৬১) প্রশান্ত মহাসাগরের ভূত্বকীয় পাতগুলি হল —
(A) প্রশান্ত পাত, নাজকা পাত, আফ্রিকান পাত, কোকোস পাত (B) প্রশান্ত পাত, নাজকা পাত, ফিলিপিন্স পাত, কোকোস পাত
(C) প্রশান্ত পাত, নাজকা পাত, সোমালি পাত, কোকোস পাত (D) প্রশান্ত পাত, নাজকা পাত, আরবীয় পাত, কোকোস পাত
উত্তর : (B) প্রশান্ত পাত, নাজকা পাত, ফিলিপিন্স পাত, কোকোস পাত।
(৪০৬২) আটলান্টিক মহাসাগরের ভূত্বকীয় পাতগুলি হল —
(A) উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, ভারতীয় পাত (B) উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, ফিলিপিন্স পাত
(C) উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, আরবীয় পাত (D) উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, আফ্রিকান পাত
উত্তর : (D) উত্তর আমেরিকান পাত, দক্ষিণ আমেরিকান পাত, ইউরেশিয়ান পাত, আফ্রিকান পাত।
(৪০৬৩) ভারত মহাসাগরের ভূত্বকীয় পাতগুলি হল —
(A) ভারতীয় পাত, সোমালি পাত, আরবীয় পাত, অস্ট্রেলিয়ান পাত (B) ভারতীয় পাত, সোমালি পাত, আরবীয় পাত, ফিলিপিন্স পাত
(C) ভারতীয় পাত, নাজকা পাত, আরবীয় পাত, স্কোশিয়া পাত (D) ভারতীয় পাত, নাজকা পাত, আরবীয় পাত, অস্ট্রেলিয়ান পাত
উত্তর : (A) ভারতীয় পাত, সোমালি পাত, আরবীয় পাত, অস্ট্রেলিয়ান পাত।
(৪০৬৪) ফিলিপিন্স বেসিন, ফিজি বেসিন, চিলি বেসিন, পেরু বেসিন, অ্যালেউশিয়ান বেসিন যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৬৫) কিউরাইল খাত, জাপান খাত, ফিলিপিন্স খাত, কারমাডেক খাত, টোঙ্গা খাত যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৬৬) নরফক শৈলশিরা, গ্যালাপাগোস শৈলশিরা, কার্নেগি শৈলশিরা, হাওয়াই শৈলশিরা, পেরু ও চিলি শৈলশিরা যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৬৭) কলম্বিয়া ক্যানিয়ন, মন্টেরে ক্যানিয়ন, মুগু ক্যানিয়ন, ফিজি ক্যানিয়ন, সাগানিন ক্যানিয়ন যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৬৮) আলাস্কা সমভূমি, কাসকাডিয়া সমভূমি, মরিংটন সমভূমি, তাসমান সমভূমি, ইয়ামাটো সমভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৬৯) আলবাট্রস মালভূমি, নিউজিল্যান্ড মালভূমি, পূর্ব তাসমাস মালভূমি, ক্যাম্পবেল মালভূমি, চ্যালেঞ্জার মালভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৭০) চ্যাথাম উচ্চভূমি, মার্কাস-নেকার উচ্চভূমি, লর্ড হাউ উচ্চভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৭১) মেন্ডোসিনো চ্যুতি, মারে চ্যুতি, ক্লিপারটন চ্যুতি, ক্ল্যারিয়ন চ্যুতি, মোলোকাই চ্যুতি অঞ্চল যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৭২) প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ হল —
(A) বোর্ণিও (B) তাইওয়ান
(C) নিউগিনি (D) সাখালিন
উত্তর : (C) নিউগিনি।
(৪০৭৩) বিসমার্ক দ্বীপপুঞ্জ, ফিজি দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, মারিয়ানা দ্বীপপুঞ্জ, হাওয়াই দ্বীপপুঞ্জ প্রভৃতি আগ্নেয় দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৭৪) মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাটি দ্বীপপুঞ্জ, টুয়ামোটু দ্বীপপুঞ্জ ইত্যাদি প্রবাল দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৭৫) পলিনেশিয়া (Polynesia) দ্বীপপুঞ্জ অঞ্চল প্রশান্ত মহাসাগরের যে অংশে রয়েছে —
(A) মধ্য ও দক্ষিণ (B) উত্তর
(C) দক্ষিণ (D) মধ্য ও উত্তর
উত্তর : (A) মধ্য ও দক্ষিণ।
(WBSSC SLST GEOGRAPHY PART-82)
(৪০৭৬) পলিনেশিয়া (Polynesia) শব্দটির অর্থ হল —
(A) বহুসংখ্যক (B) কালো
(C) প্রবাল দ্বীপ (D) ক্ষুদ্রাকার
উত্তর : (A) বহুসংখ্যক।
(৪০৭৭) পলিনেশিয়া (Polynesia) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) চার্লস ডি ব্রসেস
(C) চার্লস ডারউইন (D) আলফ্রেড হার্কার
উত্তর : (B) চার্লস ডি ব্রসেস।
(৪০৭৮) চার্লস ডি ব্রসেস (Charles de Brosses) যে সালে পলিনেশিয়া (Polynesia) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৭৫৪ (B) ১৭৫৫
(C) ১৭৫৬ (D) ১৭৫৭
উত্তর : (C) ১৭৫৬।
(৪০৭৯) মেলানেশিয়া (Melanesia) দ্বীপপুঞ্জ অঞ্চল প্রশান্ত মহাসাগরের যে অংশে রয়েছে —
(A) দক্ষিণ-পূর্ব (B) দক্ষিণ-পশ্চিম
(C) উত্তর-পূর্ব (D) উত্তর-পশ্চিম
উত্তর : (B) দক্ষিণ-পশ্চিম।
(৪০৮০) মেলানেশিয়া (Melanesia) শব্দটির অর্থ হল —
(A) বহুসংখ্যক (B) কালো
(C) প্রবাল দ্বীপ (D) ক্ষুদ্রাকার
উত্তর : (B) কালো।
(৪০৮১) মেলানেশিয়া (Melanesia) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) চার্লস ডি ব্রসেস
(C) চার্লস ডারউইন (D) জুল ডুমোঁ ডারভিল
উত্তর : (D) জুল ডুমোঁ ডারভিল।
(৪০৮২) জুল ডুমোঁ ডারভিল (Jules Dumont d’Urville) যে সালে মেলানেশিয়া (Melanesia) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮২৯ (B) ১৮৩০
(C) ১৮৩১ (D) ১৮৩২
উত্তর : (D) ১৮৩২।
(৪০৮৩) মাইক্রোনেশিয়া (Micronesia) দ্বীপপুঞ্জ অঞ্চল প্রশান্ত মহাসাগরের যে অংশে রয়েছে —
(A) দক্ষিণ-পূর্ব (B) দক্ষিণ-পশ্চিম
(C) উত্তর-পূর্ব (D) উত্তর-পশ্চিম
উত্তর : (D) উত্তর-পশ্চিম।
(৪০৮৪) মাইক্রোনেশিয়া (Micronesia) শব্দটির অর্থ হল —
(A) বহুসংখ্যক (B) কালো
(C) প্রবাল দ্বীপ (D) ক্ষুদ্রাকার
উত্তর : (D) ক্ষুদ্রাকার।
(৪০৮৫) মাইক্রোনেশিয়া (Micronesia) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) চার্লস ডি ব্রসেস
(C) চার্লস ডারউইন (D) জুল ডুমোঁ ডারভিল
উত্তর : (D) জুল ডুমোঁ ডারভিল।
(৪০৮৬) জুল ডুমোঁ ডারভিল (Jules Dumont d’Urville) যে সালে মাইক্রোনেশিয়া (Micronesia) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৩১ (B) ১৮৩২
(C) ১৮৩৩ (D) ১৮৩৪
উত্তর : (B) ১৮৩২।
(৪০৮৭) পলিনেশিয়ার অন্তর্গত একটি দ্বীপপুঞ্জ হল —
(A) কুক দ্বীপপুঞ্জ (B) সলোমন দ্বীপপুঞ্জ
(C) ফিজি দ্বীপপুঞ্জ (D) মার্শাল দ্বীপপুঞ্জ
উত্তর : (A) কুক দ্বীপপুঞ্জ।
(৪০৮৮) মেলানেশিয়ার অন্তর্গত একটি দ্বীপপুঞ্জ হল —
(A) মার্শাল দ্বীপপুঞ্জ (B) সলোমন দ্বীপপুঞ্জ
(C) কুক দ্বীপপুঞ্জ (D) হাওয়াই দ্বীপপুঞ্জ
উত্তর : (B) সলোমন দ্বীপপুঞ্জ।
(৪০৮৯) মাইক্রোনেশিয়ার অন্তর্গত একটি দ্বীপপুঞ্জ হল —
(A) ফিজি দ্বীপপুঞ্জ (B) সোসাইটি দ্বীপপুঞ্জ
(C) মার্শাল দ্বীপপুঞ্জ (D) কুক দ্বীপপুঞ্জ
উত্তর : (C) মার্শাল দ্বীপপুঞ্জ।
(৪০৯০) বেরিং সাগর, পীত সাগর, দক্ষিণ চিন সাগর, সেলেবিস সাগর, বান্দা সাগর যে মহাসাগরের প্রান্তদেশীয় সমুদ্র (Marginal Sea) —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০৯১) ব্রাজিল বেসিন, ল্যাব্রাডর বেসিন, গিনি বেসিন, গুইয়ানা বেসিন, অ্যাঙ্গোলা বেসিন যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯২) কেম্যান খাত, রোমানশ্ খাত, দক্ষিণ স্যান্ডউইচ খাত, কলম্বিয়া খাত, মোসলে খাত যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৩) রিও গ্র্যান্ডি শৈলশিরা, স্কোশিয়া শৈলশিরা, ওয়ালভিস শৈলশিরা, নিপোভিচ শৈলশিরা, ওয়াইভিল থমসন শৈলশিরা যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৪) আমাজন ক্যানিয়ন, কঙ্গো ক্যানিয়ন, হুইটার্ড ক্যানিয়ন, চেসপিক ক্যানিয়ন, হাডসন ক্যানিয়ন যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৫) কলম্বিয়া সমভূমি, গ্রেনাডা সমভূমি, ফ্লোরিডা সমভূমি, হ্যাটেরাস সমভূমি, নারেস সমভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৬) ক্যারিবিয়ান মালভূমি, ব্রমলি মালভূমি, টেলিগ্রাফ মালভূমি, ফকল্যান্ড মালভূমি, রকঅল মালভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৭) ডলফিন উচ্চভূমি, চ্যালেঞ্জার উচ্চভূমি, নিউ ফাউন্ডল্যান্ড উচ্চভূমি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৮) রোমানশ্ চ্যুতি, ওশেনোগ্রাফিক চ্যুতি, ভেমা চ্যুতি, গিবস চ্যুতি, আটলান্টিস চ্যুতি যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০৯৯) আটলান্টিক মহাসাগরের বৃহত্তম দ্বীপ হল —
(A) গ্রিনল্যান্ড (B) নিউগিনি
(C) ত্রিনিদাদ (D) কেপ ভার্দে
উত্তর : (A) গ্রিনল্যান্ড।
(৪১০০) আইসল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ক্যানারি দ্বীপপুঞ্জ ইত্যাদি আগ্নেয় দ্বীপপুঞ্জ যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(WBSSC SLST GEOGRAPHY PART-82)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-83 - ভূগোলিকা-Bhugolika