WBSSC SLST GEOGRAPHY PART-81
WBSSC SLST GEOGRAPHY PART-81
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮১ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-81) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৪০০১) ক্ষেত্রমান অনুসারে, আটলান্টিক মহাসাগর পৃথিবীর যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ১৭% (B) ২৩%
(C) ২৭% (D) ৩১%
উত্তর : (A) ১৭%।
(৪০০২) ক্ষেত্রমান অনুসারে, আটলান্টিক মহাসাগর পৃথিবীর জলভাগের যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ১৭.৫% (B) ১৯.৫%
(C) ২৩.৫% (D) ২৭.৫%
উত্তর : (C) ২৩.৫%।
(৪০০৩) পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) ভারত মহাসাগর।
(৪০০৪) ভারত মহাসাগর (Indian Ocean) -এর ক্ষেত্রমান —
(A) ৫.০৫ কোটি বর্গকিমি (B) ৬.০৫ কোটি বর্গকিমি
(C) ৭.০৫ কোটি বর্গকিমি (D) ৮.০৫ কোটি বর্গকিমি
উত্তর : (C) ৭.০৫ কোটি বর্গকিমি।
(৪০০৫) ক্ষেত্রমান অনুসারে, ভারত মহাসাগর পৃথিবীর যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ১১% (B) ১৪%
(C) ১৭% (D) ১৯%
উত্তর : (B) ১৪%।
(৪০০৬) ক্ষেত্রমান অনুসারে, ভারত মহাসাগর পৃথিবীর জলভাগের যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ১৩.৫% (B) ১৫.৫%
(C) ১৭.৫% (D) ১৯.৫%
উত্তর : (D) ১৯.৫%।
(৪০০৭) পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) কুমেরু/দক্ষিণ মহাসাগর
উত্তর : (D) কুমেরু/দক্ষিণ মহাসাগর।
(৪০০৮) কুমেরু মহাসাগর/দক্ষিণ মহাসাগর (Antarctic Ocean/Southern Ocean) -এর ক্ষেত্রমান —
(A) ২.১৯ কোটি বর্গকিমি (B) ৩.১৯ কোটি বর্গকিমি
(C) ৪.১৯ কোটি বর্গকিমি (D) ৫.১৯ কোটি বর্গকিমি
উত্তর : (A) ২.১৯ কোটি বর্গকিমি।
(৪০০৯) ক্ষেত্রমান অনুসারে, কুমেরু/দক্ষিণ মহাসাগর পৃথিবীর যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ২% (B) ৪%
(C) ৭% (D) ৯%
উত্তর : (B) ৪%।
(৪০১০) ক্ষেত্রমান অনুসারে, কুমেরু/দক্ষিণ মহাসাগর পৃথিবীর জলভাগের যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ৪.১% (B) ৫.১%
(C) ৬.১% (D) ৭.১%
উত্তর : (C) ৬.১%।
(৪০১১) পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) সুমেরু/উত্তর মহাসাগর
উত্তর : (D) সুমেরু/উত্তর মহাসাগর।
(৪০১২) সুমেরু মহাসাগর/উত্তর মহাসাগর (Arctic Ocean/Northern Ocean) -এর ক্ষেত্রমান —
(A) ১.৪০ কোটি বর্গকিমি (B) ২.৪০ কোটি বর্গকিমি
(C) ৩.৪০ কোটি বর্গকিমি (D) ৪.৪০ কোটি বর্গকিমি
উত্তর : (A) ১.৪০ কোটি বর্গকিমি।
(৪০১৩) ক্ষেত্রমান অনুসারে, সুমেরু/উত্তর মহাসাগর পৃথিবীর যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ২% (B) ৩%
(C) ৫% (D) ৭%
উত্তর : (B) ৩%।
(৪০১৪) ক্ষেত্রমান অনুসারে, সুমেরু/উত্তর মহাসাগর পৃথিবীর জলভাগের যে শতাংশ এলাকা অধিকার করে —
(A) ৩.৩% (B) ৪.৩%
(C) ৫.৩% (D) ৬.৩%
উত্তর : (B) ৪.৩%।
(৪০১৫) পৃথিবীর মহাসাগরের গড় গভীরতা —
(A) ৩৫৮২ মিটার (B) ৩৬৮২ মিটার
(C) ৩৭৮২ মিটার (D) ৩৮৮২ মিটার
উত্তর : (B) ৩৬৮২ মিটার।
(৪০১৬) গড় গভীরতা অনুসারে, পৃথিবীর গভীরতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৪০১৭) প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হল —
(A) ৪০৮০ মিটার (B) ৪১৮০ মিটার
(C) ৪২৮০ মিটার (D) ৪৩৮০ মিটার
উত্তর : (C) ৪২৮০ মিটার।
(৪০১৮) প্রশান্ত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল —
(A) ১০,৯২০ মিটার (B) ১১,৯২০ মিটার
(C) ১২,৯২০ মিটার (D) ১৩,৯২০ মিটার
উত্তর : (A) ১০,৯২০ মিটার।
(৪০১৯) প্রশান্ত মহাসাগরের গভীরতম সমুদ্র খাত হল —
(A) টোঙ্গা খাত (B) মারিয়ানা খাত
(C) জাপান খাত (D) ফিলিপিন্স খাত
উত্তর : (B) মারিয়ানা খাত।
(৪০২০) মারিয়ানা খাত (Mariana Trench) -এর সর্বাধিক গভীরতা হল —
(A) ১০,৯২০ মিটার (B) ১১,৯২০ মিটার
(C) ১২,৯২০ মিটার (D) ১৩,৯২০ মিটার
উত্তর : (A) ১০,৯২০ মিটার।
(৪০২১) মারিয়ানা খাতের গভীরতম অংশটি হল —
(A) হরাইজন ডিপ (B) রিচার্ডস্ ডিপ
(C) প্ল্যানেট ডিপ (D) চ্যালেঞ্জার ডিপ
উত্তর : (D) চ্যালেঞ্জার ডিপ।
(৪০২২) গড় গভীরতা অনুসারে, পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) ভারত মহাসাগর।
(৪০২৩) ভারত মহাসাগরের গড় গভীরতা হল —
(A) ৩৬৪১ মিটার (B) ৩৭৪১ মিটার
(C) ৩৮৪১ মিটার (D) ৩৯৪১ মিটার
উত্তর : (B) ৩৭৪১ মিটার।
(৪০২৪) ভারত মহাসাগরের সর্বাধিক গভীরতা হল —
(A) ৭১৯০ মিটার (B) ৭২৯০ মিটার
(C) ৭৩৯০ মিটার (D) ৭৪৯০ মিটার
উত্তর : (B) ৭২৯০ মিটার।
(৪০২৫) ভারত মহাসাগরের গভীরতম সমুদ্র খাত হল —
(A) টোঙ্গা খাত (B) মাকরান খাত
(C) সুন্ডা খাত (D) মরিশাস খাত
উত্তর : (C) সুন্ডা খাত।
(WBSSC SLST GEOGRAPHY PART-81)
(৪০২৬) সুন্ডা খাত/জাভা খাত (Sunda Trench/Java Trench) -এর সর্বাধিক গভীরতা হল —
(A) ৭১৯০ মিটার (B) ৭২৯০ মিটার
(C) ৭৩৯০ মিটার (D) ৭৪৯০ মিটার
উত্তর : (B) ৭২৯০ মিটার।
(৪০২৭) সুন্ডা খাতের গভীরতম অংশটি হল —
(A) জাভা ডিপ (B) রিচার্ডস্ ডিপ
(C) প্ল্যানেট ডিপ (D) মলি ডিপ
উত্তর : (A) জাভা ডিপ।
(৪০২৮) গড় গভীরতা অনুসারে, পৃথিবীর তৃতীয় গভীরতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।
(৪০২৯) আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা হল —
(A) ৩৬৪৬ মিটার (B) ৩৭৪৬ মিটার
(C) ৩৮৪৬ মিটার (D) ৩৯৪৬ মিটার
উত্তর : (A) ৩৬৪৬ মিটার৷
(৪০৩০) আটলান্টিক মহাসাগরের সর্বাধিক গভীরতা হল —
(A) ৮১৭৬ মিটার (B) ৮২৭৬ মিটার
(C) ৮৩৭৬ মিটার (D) ৮৪৭৬ মিটার
উত্তর : (C) ৮৩৭৬ মিটার।
(৪০৩১) আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্র খাত হল —
(A) পুয়ের্তো রিকো খাত (B) মারিয়ানা খাত
(C) দক্ষিণ স্যান্ডউইচ খাত (D) টোঙ্গা খাত
উত্তর : (A) পুয়ের্তো রিকো খাত।
(৪০৩২) পুয়ের্তো রিকো খাত (Puerto Rico Trench) -এর গভীরতা হল —
(A) ৮১৭৬ মিটার (B) ৮২৭৬ মিটার
(C) ৮৩৭৬ মিটার (D) ৮৪৭৬ মিটার
উত্তর : (C) ৮৩৭৬ মিটার।
(৪০৩৩) পুয়ের্তো রিকো খাতের গভীরতম অংশটি হল —
(A) কলম্বিয়া ডিপ (B) মিলওয়াকি ডিপ
(C) চ্যালেঞ্জার ডিপ (D) রিচার্ডস্ ডিপ
উত্তর : (B) মিলওয়াকি ডিপ।
(৪০৩৪) গড় গভীরতা অনুসারে, পৃথিবীর চতুর্থ গভীরতম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (D) দক্ষিণ মহাসাগর।
(৪০৩৫) দক্ষিণ মহাসাগর / আন্টার্কটিক মহাসাগরের গড় গভীরতা হল —
(A) ৩১৭০ মিটার (B) ৩২৭০ মিটার
(C) ৩৩৭০ মিটার (D) ৩৪৭০ মিটার
উত্তর : (B) ৩২৭০ মিটার।
(৪০৩৬) গড় গভীরতা অনুসারে, পৃথিবীর সবচেয়ে অগভীর মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (D) উত্তর মহাসাগর।
(৪০৩৭) উত্তর মহাসাগর / আর্কটিক মহাসাগরের গড় গভীরতা হল —
(A) ১০০৫ মিটার (B) ১১০৫ মিটার
(C) ১২০৫ মিটার (D) ১৩০৫ মিটার
উত্তর : (C) ১২০৫ মিটার।
(৪০৩৮) প্রশান্ত মহাসাগরকে মার ডেল সুর (Mar Del Sur) বা দক্ষিণের সাগর (Sea of the South) রূপে অভিহিত করেন —
(A) বালবোয়া (B) ম্যাগেলান
(C) কলম্বাস (D) ভাস্কো ডা গামা
উত্তর : (A) বালবোয়া।
(৪০৩৯) যে সালে বালবোয়া (Balboa) প্রশান্ত মহাসাগরকে মার ডেল সুর (Mar Del Sur) বা দক্ষিণের সাগর (Sea of the South) রূপে অভিহিত করেন —
(A) ১৫১০ (B) ১৫১১
(C) ১৫১২ (D) ১৫১৩
উত্তর : (D) ১৫১৩।
(৪০৪০) প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন —
(A) বালবোয়া (B) ভাস্কো ডা গামা
(C) ম্যাগেলান (D) কলম্বাস
উত্তর : (C) ম্যাগেলান।
(৪০৪১) যে সালে ফার্ডিনান্ড ম্যাগেলান (Ferdinand Magellan) প্রশান্ত মহাসাগরকে মার প্যাসিফিকো (Mar Pacifico) নামে অভিহিত করেন —
(A) ১৫১৮ (B) ১৫১৯
(C) ১৫২০ (D) ১৫২১
উত্তর : (D) ১৫২১।
(৪০৪২) আটলান্টিক মহাসাগরের নামকরণ করেন যে দেশের পন্ডিতেরা —
(A) গ্রিস (B) ইতালি
(C) স্পেন (D) ফ্রান্স
উত্তর : (A) গ্রিস।
(৪০৪৩) সর্বপ্রথম আটলান্টিক মহাসাগরের নামটির উল্লেখ করেন যে গ্রিক পন্ডিত —
(A) হেরোডোটাস (B) স্টেসিকোরাস
(C) সক্রেটিস (D) অ্যারিস্টটল
উত্তর : (A) স্টেসিকোরাস।
(৪০৪৪) দক্ষিণ আটলান্টিক মহাসাগর প্রাচীন কালে যে নামে পরিচিত ছিল —
(A) ব্রাজিলিয়ান সাগর (B) মেক্সিকান সাগর
(C) ইথিওপিয়ান সাগর (D) আফ্রিকান সাগর
উত্তর : (C) ইথিওপিয়ান সাগর।
(৪০৪৫) ভারত মহাসাগর (Oceanus Indicus) নামকরণ করেছিলেন —
(A) অ্যারিস্টটল (B) প্লিনি দ্য এল্ডার
(C) ভাস্কো ডা গামা (D) হেরোডোটাস
উত্তর : (B) প্লিনি দ্য এল্ডার।
(৪০৪৬) যে সাল থেকে ভৌগোলিক শাস্ত্রে ভারত মহাসাগর ‘Oceanus Orientalis Indicus’ নামে পরিচিত হয়ে ওঠে —
(A) ১৫১৫ (B) ১৫১৬
(C) ১৫১৭ (D) ১৫১৮
উত্তর : (A) ১৫১৫।
(৪০৪৭) প্রাচীনকালে যে মহাসাগর Western Ocean নামে পরিচিত ছিল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।
(৪০৪৮) প্রাচীনকালে যে মহাসাগর Eastern Ocean নামে পরিচিত ছিল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) কোনোটিই নয়
উত্তর : (B) ভারত মহাসাগর।
(৪০৪৯) প্রশান্ত মহাসাগরের আকৃতি অনেকটা —
(A) ত্রিভুজাকার (B) বৃত্তাকার
(C) চতুর্ভুজাকার (D) আয়তাকার
উত্তর : (A) ত্রিভুজাকার।
(৪০৫০) আটলান্টিক মহাসাগরের আকৃতি অনেকটা যে ইংরেজি অক্ষরের মতো —
(A) T (B) S
(C) C (D) L
উত্তর : (B) S।
(WBSSC SLST GEOGRAPHY PART-81)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-82 - ভূগোলিকা-Bhugolika