Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-80

WBSSC SLST GEOGRAPHY PART-80

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮০ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-80) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-80

(৩৯৫১) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক সমুদ্রগিরি বা সিমাউন্ট (Seamount) এবং সমুদ্র টিলা বা সি নোল (Sea Knoll) রয়েছে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩৯৫২) টারামা নোল (Tarama Knoll) যে মহাসাগরে অবস্থিত —
(A) ভারত মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) প্রশান্ত মহাসাগর।

(৩৯৫৩) বোয়ি সিমাউন্ট (Bowie Seamount) যে মহাসাগরে অবস্থিত —
(A) ভারত মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) প্রশান্ত মহাসাগর।

(৩৯৫৪) এম্পেরর সিমাউন্ট (Emperor Seamounts) যে মহাসাগরে অবস্থিত —
(A) ভারত মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) প্রশান্ত মহাসাগর।

(৩৯৫৫) নিউ ইংল্যান্ড সিমাউন্টস্ (New England Seamounts) যে মহাসাগরে অবস্থিত —
(A) ভারত মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।

(৩৯৫৬) এরাটোসথেনিস সিমাউন্ট (Eratosthenes Seamount) রয়েছে —
(A) জাপান সাগরে (B) বঙ্গোপসাগরে
(C) ভূমধ্যসাগরে (D) আরব সাগরে
উত্তর : (C) ভূমধ্যসাগরে।

(৩৯৫৭) আফানাসি নিকিটিন সিমাউন্ট (Afanasy Nikitin Seamount) অবস্থিত যে মহাসাগরে —
(A) ভারত মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) ভারত মহাসাগর।

(৩৯৫৮) সমুদ্র তলদেশ থেকে কমপক্ষে ৯০০ মিটার উচ্চতাযুক্ত, সমতল শীর্ষদেশযুক্ত আগ্নেয় পর্বতকে বলে —
(A) হর্নিটো (B) প্লাগডোম
(C) থোলয়েড (D) গায়ট
উত্তর : (D) গায়ট।

(৩৯৫৯) গায়ট (Guyot) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্নল্ড হেনরি গায়ট (B) জন টুজো উইলসন
(C) হ্যারি হ্যামন্ড হেস (D) জন হেনরি প্র্যাট
উত্তর : (C) হ্যারি হ্যামন্ড হেস।

(৩৯৬০) যে সালে হ্যারি হ্যামন্ড হেস (Harry Hammond Hess) প্রথম গায়ট (Guyot) শব্দটি ব্যবহার করেন —
(A) ১৯৪৪ (B) ১৯৪৫
(C) ১৯৪৬ (D) ১৯৪৭
উত্তর : (B) ১৯৪৫।

(৩৯৬১) সমুদ্রের তলদেশ থেকে গায়টের উচ্চতা হয় কমপক্ষে —
(A) ৩০০ মিটার (B) ৫০০ মিটার
(C) ৭০০ মিটার (D) ৯০০ মিটার
উত্তর : (D) ৯০০ মিটার।

(৩৯৬২) যার নাম অনুসারে হ্যারি হ্যামন্ড হেস সমুদ্র তলদেশের আগ্নেয় পর্বতকে গায়ট (Guyot) নামে অভিহিত করেন —
(A) জন হেনরি গায়ট (B) ডেভিড হেনরি গায়ট
(C) আর্নল্ড হেনরি গায়ট (D) রবার্ট হেনরি গায়ট
উত্তর : (C) আর্নল্ড হেনরি গায়ট।

(৩৯৬৩) বিশ্বের বৃহত্তম গায়ট (World’s Largest Guyot) হল —
(A) কোকো গায়ট (B) সুইকো গায়ট
(C) গিফোর্ড গায়ট (D) পাকো গায়ট
উত্তর : (A) কোকো গায়ট।

(৩৯৬৪) পৃথিবীর বৃহত্তম গায়ট কোকো গায়ট (Koko Guyot) যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩৯৬৫) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক গায়ট (Guyot) রয়েছে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩৯৬৬) গভীর সমুদ্র সমভূমিতে অবস্থিত ১০০০-৩০০০ মিটার উচ্চতাযুক্ত, সুদীর্ঘ উচ্চভূমিকে বলে —
(A) মহাদেশীয় প্রান্ত (B) মহীঢাল
(C) সামুদ্রিক শৈলশিরা (D) মহীসোপান
উত্তর : (C) সামুদ্রিক শৈলশিরা৷

(৩৯৬৭) সামুদ্রিক শৈলশিরা (Oceanic Ridges) -এর মোট দৈর্ঘ্য —
(A) ৬৫০০০ কিমি (B) ৭১০০০ কিমি
(C) ৭৭০০০ কিমি (D) ৮৪০০০ কিমি
উত্তর : (D) ৮৪০০০ কিমি।

(৩৯৬৮) মধ্য-মহাসাগর শৈলশিরা বা মধ্য-সামুদ্রিক শৈলশিরা (Mid-Ocean Ridge) -এর মোট দৈর্ঘ্য —
(A) ৪৫০০০ কিমি (B) ৫৫০০০ কিমি
(C) ৬৫০০০ কিমি (D) ৭৫০০০ কিমি
উত্তর : (C) ৬৫০০০ কিমি।

(৩৯৬৯) বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম সামুদ্রিক শৈলশিরা হল —
(A) মধ্য-আটলান্টিক শৈলশিরা (B) গ্যাকেল শৈলশিরা
(C) মধ্য-ভারতীয় শৈলশিরা (D) আলফা শৈলশিরা
উত্তর : (A) মধ্য-আটলান্টিক শৈলশিরা।

(৩৯৭০) মধ্য-আটলান্টিক শৈলশিরা (Mid-Atlantic Ridge) -এর দৈর্ঘ্য —
(A) ১২০০০ কিমি (B) ১৪০০০ কিমি
(C) ১৬০০০ কিমি (D) ১৮০০০ কিমি
উত্তর : (C) ১৬০০০ কিমি।

(৩৯৭১) মধ্য-মহাসাগর শৈলশিরা (Mid-Ocean Ridge) যে প্রকার পাত সীমানার সাথে সম্পর্কিত —
(A) অভিসারী (B) প্রতিসারী
(C) প্রতিগামী (D) নিরপেক্ষ
উত্তর : (B) প্রতিসারী।

(৩৯৭২) মধ্য-মহাসাগর শৈলশিরা (Mid-Ocean Ridge)-তে দেখা যায় —
(A) চ্যুতি (B) গ্রস্ত উপত্যকা
(C) ভাঁজ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৯৭৩) গভীর সমুদ্র সমভূমিতে অল্প বিস্তৃত, সংকীর্ণ, গভীর, অবনমিত অংশকে কিংবা সমুদ্র পরিখা (Ocean Trench) -এর গভীরতম অংশকে বলে —
(A) সমুদ্র খাত (B) মহীজাগান
(C) সিমাউন্ট (D) মহীসোপান
উত্তর : (A) সমুদ্র খাত।

(৩৯৭৪) সমুদ্র খাত (Ocean Deep) অতি দীর্ঘ ও সরলরৈখিক হলে, তাকে বলে —
(A) সমুদ্র পরিখা (B) সমুদ্রগিরি
(C) মহীজাগান (D) মহীসোপান
উত্তর : (A) সমুদ্র পরিখা।

(৩৯৭৫) সামুদ্রিক শৈলশিরা (Oceanic Ridges) গভীর সমুদ্র সমভূমির যে শতাংশ এলাকা অধিকার করে রয়েছে —
(A) ২১% (B) ৩২%
(C) ৪৫% (D) ৫১%
উত্তর : (B) ৩২%।

(WBSSC SLST GEOGRAPHY PART-80)

(৩৯৭৬) মোট সমুদ্রতলের যে শতাংশ এলাকা সমুদ্র খাত ও সমুদ্র পরিখা অধিকার করে রয়েছে —
(A) ১.২% (B) ২.৩%
(C) ৩.২% (D) ৩.৮%
উত্তর : (A) ১.২%।

(৩৯৭৭) গভীর সমুদ্রের অবনমন সম্পর্কে ‘পরিখা’ (Trench) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) জেমস জনস্টন
(C) উইলিয়াম হুয়েল (D) উইলিয়াম হপকিনস্
উত্তর : (B) জেমস জনস্টন।

(৩৯৭৮) জেমস জনস্টন (James Johnstone) যে সালে গভীর সমুদ্রের অবনমন সম্পর্কে ‘পরিখা’ (Trench) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯২৩ (B) ১৯২৪
(C) ১৯২৫ (D) ১৯২৬
উত্তর : (A) ১৯২৩।

(৩৯৭৯) মধ্য-আটলান্টিক শৈলশিরার আকৃতি যে ইংরেজি অক্ষরের মতো —
(A) N (B) S
(C) T (D) L
উত্তর : (B) S।

(৩৯৮০) পৃথিবীতে আবিষ্কৃত সমুদ্র খাতের সংখ্যা —
(A) ৪৭ টি (B) ৫৭ টি
(C) ৬৭ টি (D) ৭৭ টি
উত্তর : (B) ৫৭ টি।

(৩৯৮১) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক সমুদ্র খাত রয়েছে —
(A) আটলান্টিক মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) প্রশান্ত মহাসাগর।

(৩৯৮২) বিশ্বের গভীরতম সমুদ্র খাত হল —
(A) মারিয়ানা খাত (B) টোঙ্গা খাত
(C) পুয়ের্তো রিকো খাত (D) সুন্ডা খাত
উত্তর : (A) মারিয়ানা খাত।

(৩৯৮৩) মারিয়ানা খাত (Mariana Trench) যে মহাসাগরে রয়েছে —
(A) ভারত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) প্রশান্ত মহাসাগর।

(৩৯৮৪) IHO-এর তথ্য অনুসারে, মারিয়ানা খাতের সর্বাধিক গভীরতা —
(A) ১০,৯২০ মিটার (B) ১০,৯৩৫ মিটার
(C) ১০,৯৮৪ মিটার (D) ১১,০০৯ মিটার
উত্তর : (A) ১০,৯২০ মিটার।

(৩৯৮৫) মারিয়ানা খাতের গভীরতম অংশটি হল —
(A) হরাইজন ডিপ (B) চ্যালেঞ্জার ডিপ
(C) রিচার্ডস্ ডিপ (D) প্ল্যানেট ডিপ
উত্তর : (B) চ্যালেঞ্জার ডিপ।

(৩৯৮৬) এক বা একাধিক দিকে খাড়া ঢালযুক্ত, সুবিস্তৃত, চারিপাশের সমুদ্রতল থেকে উঁচু, প্রায় সমতল উপরিভাগযুক্ত নিমজ্জিত উচ্চভূমিকে বলে —
(A) সামুদ্রিক শৈলশিরা (B) মহীসোপান
(C) সামুদ্রিক মালভূমি (D) মহীজাগান
উত্তর : (C) সামুদ্রিক মালভূমি।

(৩৯৮৭) বিশ্বের সামুদ্রিক মালভূমি (Oceanic Plateau /Submarine Plateau) -এর সংখ্যা —
(A) ১৫৪ টি (B) ১৬৪ টি
(C) ১৭৪ টি (D) ১৮৪ টি
উত্তর : (D) ১৮৪ টি।

(৩৯৮৮) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক সামুদ্রিক মালভূমি রয়েছে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩৯৮৯) মোট সমুদ্রতলের যে শতাংশ এলাকা সামুদ্রিক মালভূমি অধিকার করে রয়েছে —
(A) ২.৭৭% (B) ৫.১১%
(C) ৭.৭৭% (D) ৯.১১%
উত্তর : (B) ৫.১১%।

(৩৯৯০) পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মালভূমি হল —
(A) অনটং জাভা মালভূমি (B) ক্যাম্পবেল মালভূমি
(C) আগুলহাস মালভূমি (D) আইসল্যান্ড মালভূমি
উত্তর : (A) অনটং জাভা মালভূমি।

(৩৯৯১) মধ্য-আটলান্টিক শৈলশিরা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ম্যাথিউ ফন্টেন মৌরি (B) হার্বার্ট গ্রোভ ডর্সি
(C) এডওয়ার্ড সুয়েস (D) উইলিয়াম হুয়েল
উত্তর : (A) ম্যাথিউ ফন্টেন মৌরি।

(৩৯৯২) ম্যাথিউ ফন্টেন মৌরি (Matthew Fontaine Maury) যে সালে মধ্য-আটলান্টিক শৈলশিরা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৮৫১ (B) ১৮৫৩
(C) ১৮৫৫ (D) ১৮৫৭
উত্তর : (B) ১৮৫৩।

(৩৯৯৩) মধ্য-আটলান্টিক শৈলশিরার অস্তিত্ব সুনিশ্চিত হয় যে সালে —
(A) ১৮৭০ (B) ১৮৭১
(C) ১৮৭২ (D) ১৮৭৩
উত্তর : (C) ১৮৭২।

(৩৯৯৪) মধ্য-আটলান্টিক শৈলশিরা আবিষ্কারের সাথে সম্পর্কিত জাহাজটি হল —
(A) USS Charlotte (B) HMS Challenger
(C) USS Columbia (D) HMS Augusta
উত্তর : (B) HMS Challenger।

(৩৯৯৫) পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩৯৯৬) প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) -এর ক্ষেত্রমান —
(A) ১৪.৫২ কোটি বর্গকিমি (B) ১৫.৫২ কোটি বর্গকিমি
(C) ১৬.৫২ কোটি বর্গকিমি (D) ১৭.৫২ কোটি বর্গকিমি
উত্তর : (C) ১৬.৫২ কোটি বর্গকিমি।

(৩৯৯৭) ক্ষেত্রমান অনুসারে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর যে শতাংশ এলাকা অধিকার করে রয়েছে —
(A) ২২% (B) ৩২%
(C) ৩৮% (D) ৪৬%
উত্তর : (C) ৩২%।

(৩৯৯৮) ক্ষেত্রমান অনুসারে, প্রশান্ত মহাসাগর পৃথিবীর জলভাগের যে শতাংশ এলাকা অধিকার করে রয়েছে —
(A) ২২.৬% (B) ৩২.৬%
(C) ৩৮.৬% (D) ৪৬.৬%
উত্তর : (D) ৪৬.৬%।

(৩৯৯৯) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হল —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর।

(৪০০০) আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean) -এর ক্ষেত্রমান —
(A) ৬.৫১ কোটি বর্গকিমি (B) ৭.৫১ কোটি বর্গকিমি
(C) ৮.৫১ কোটি বর্গকিমি (D) ৯.৫১ কোটি বর্গকিমি
উত্তর : (C) ৮.৫১ কোটি বর্গকিমি।

(WBSSC SLST GEOGRAPHY PART-80)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-79

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!