WBSSC SLST GEOGRAPHY PART-8
WBSSC SLST GEOGRAPHY PART-8
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-8) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৫১) বড়ো শিলাচূর্ণ, বালি, ছোটো নুড়ি জমাট বেঁধে সৃষ্ট পাললিক শিলা হল —
(A) আর্কোজ (B) কংগ্লোমারেট
(C) বেলেপাথর (D) গ্রিট
উত্তর : (D) গ্রিট।
(৩৫২) অপেক্ষাকৃত বড়ো গোলাকার নুড়ি বালির সাথে জমাট বেঁধে যে পাললিক শিলা তৈরি করে —
(A) কংগ্লোমারেট (B) বেলেপাথর
(C) কাদাপাথর (D) গ্রেওয়েক
উত্তর : (A) কংগ্লোমারেট।
(৩৫৩) কোণবিশিষ্ট নুড়ি বালির সাথে জমাট বেঁধে যে পাললিক শিলা তৈরি করে —
(A) কংগ্লোমারেট (B) ব্রেকসিয়া
(C) কাদাপাথর (D) বেলেপাথর
উত্তর : (B) ব্রেকসিয়া।
(৩৫৪) সামুদ্রিক সূক্ষ্ম প্রাণীর শেল ব্যাঙ্ক এবং ক্যালসাইটের সংমিশ্রণে সৃষ্ট পাললিক শিলাকে বলে —
(A) আর্কোজ (B) ওলাইট
(C) গ্রেওয়েক (D) কোকুইনা
উত্তর : (D) কোকুইনা।
(৩৫৫) সূক্ষ্ম সামুদ্রিক প্রাণীর খোলসে ক্যালশিয়াম কার্বনেট বা ক্যালসাইট কেন্দ্রীভূত স্তর সঞ্চিত হয়ে যে গোলাকার পাললিক শিলা তৈরি করে —
(A) আর্কোজ (B) ওলাইট
(C) গ্রেওয়েক (D) কোকুইনা
উত্তর : (B) ওলাইট।
(৩৫৬) পাললিক শিলাস্তরে ঢেউয়ের মতো অনিয়মিত রূপ, ছোটো খাঁজ, ফাটল বা গর্ত প্রভৃতিকে বলে —
(A) সোল মার্কস (B) রিপল মার্কস
(C) ফেসিজ মার্কস (D) মাড ক্র্যাক
উত্তর : (A) সোল মার্কস।
(৩৫৭) পাললিক শিলাতে জলের তরঙ্গায়িত চিহ্নকে বলে —
(A) সোল মার্কস (B) রিপল মার্কস
(C) ফেসিজ মার্কস (D) মাড ক্র্যাক
উত্তর : (B) রিপল মার্কস।
(৩৫৮) শুষ্কতার কারণে পাললিক শিলাতে সৃষ্ট বহুভুজাকৃতি ফাটলকে বলে —
(A) সোল মার্কস (B) রিপল মার্কস
(C) ফেসিজ মার্কস (D) মাড ক্র্যাক
উত্তর : (D) মাড ক্র্যাক।
(৩৫৯) সোল মার্কস (Sole Marks) প্রথম চিহ্নিত করেন —
(A) নিকোলাস স্টেনো (B) উইলিয়াম স্মিথ
(C) জেমস হাটন (D) জেমস হল
উত্তর : (D) জেমস হল।
(৩৬০) পাললিক শিলাস্তরের বেধ ১ সেমি বা তার বেশি হলে, তাকে বলে —
(A) স্ট্র্যাটা (B) ল্যামিনা
(C) ফেসিজ (D) গ্রিট
উত্তর : (A) স্ট্র্যাটা।
(৩৬১) পাললিক শিলাস্তরের বেধ ১ সেমির কম হলে, তাকে বলে —
(A) স্ট্র্যাটা (B) গ্রিট
(C) ল্যামিনা (D) ফেসিজ
উত্তর : (C) ল্যামিনা।
(৩৬২) শেল (Shale) এবং কাদাপাথর (Mudstone) -এর মধ্যে মূল পার্থক্য হল —
(A) শেল অপেক্ষাকৃত শক্ত এবং কাদাপাথর অপেক্ষাকৃত নরম হয় (B) শেল পাতলা স্তরে বিভক্ত হয় এবং কাদাপাথর খন্ডে বিভক্ত হয়
(C) শেল এবং কাদাপাথরের গাঠনিক উপাদান একই নয় (D) শেল মসৃণ কিন্তু কাদাপাথর অমসৃণ হয়
উত্তর : (B) শেল পাতলা স্তরে বিভক্ত হয় এবং কাদাপাথর খন্ডে বিভক্ত হয়।
(৩৬৩) একটি প্রস্তরময় পাললিক শিলার উদাহরণ হল —
(A) কাদাপাথর (B) বেলেপাথর
(C) বিটুমিনাস (D) কংগ্লোমারেট
উত্তর : (D) কংগ্লোমারেট।
(৩৬৪) একটি বালুকাময় পাললিক শিলার উদাহরণ হল —
(A) কাদাপাথর (B) বেলেপাথর
(C) কংগ্লোমারেট (D) বিটুমিনাস
উত্তর : (B) বেলেপাথর।
(৩৬৫) একটি মৃন্ময় পাললিক শিলার উদাহরণ হল —
(A) বেলেপাথর (B) বিটুমিনাস
(C) কাদাপাথর (D) কংগ্লোমারেট
উত্তর : (C) কাদাপাথর।
(৩৬৬) একটি কার্বোনেট জাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) ডলোমাইট (B) জিপসাম
(C) হেমাটাইট (D) বিটুমিনাস
উত্তর : (A) ডলোমাইট।
(৩৬৭) একটি সালফেট জাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) ডলোমাইট (B) জিপসাম
(C) হেমাটাইট (D) বিটুমিনাস
উত্তর : (B) জিপসাম।
(৩৬৮) একটি ক্লোরাইড জাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) জিপসাম (B) ডলোমাইট
(C) হ্যালাইট (D) হেমাটাইট
উত্তর : (C) হ্যালাইট।
(৩৬৯) একটি সিলিকেট জাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) চার্ট (B) জিপসাম
(C) গ্রিট (D) ডলোমাইট
উত্তর : (A) চার্ট।
(৩৭০) একটি লৌহপ্রস্তর জাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) জিপসাম (B) বিটুমিনাস
(C) হেমাটাইট (D) ডলোমাইট
উত্তর : (C) হেমাটাইট।
(৩৭১) একটি চুনজাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) বেলেপাথর (B) চুনাপাথর
(C) কাদাপাথর (D) বিটুমিনাস
উত্তর : (B) চুনাপাথর।
(৩৭২) একটি সিলিকাজাতীয় পাললিক শিলার উদাহরণ হল —
(A) বিটুমিনাস (B) ডায়াটোমাইট
(C) জিপসাম (D) হেমাটাইট
উত্তর : (B) ডায়াটোমাইট।
(৩৭৩) একটি অঙ্গারময় পাললিক শিলার উদাহরণ হল —
(A) জিপসাম (B) হ্যালাইট
(C) বিটুমিনাস (D) হেমাটাইট
উত্তর : (C) বিটুমিনাস।
(৩৭৪) একটি লৌহময় পাললিক শিলার উদাহরণ হল —
(A) বিটুমিনাস (B) জাসপিলাইট
(C) জিপসাম (D) হ্যালাইট
উত্তর : (B) জাসপিলাইট।
(৩৭৫) চক বা মার্লজাতীয় চুনাপাথরে সৃষ্ট চার্টকে বলে —
(A) ফ্লিন্ট (B) ওনিক্স
(C) অ্যাগেট (D) জাসপার
উত্তর : (A) ফ্লিন্ট।
(WBSSC SLST GEOGRAPHY PART-8)
(৩৭৬) একটি দাহ্য পাললিক শিলার উদাহরণ হল —
(A) হেমাটাইট (B) কয়লা
(C) কাদাপাথর (D) জিপসাম
উত্তর : (B) কয়লা।
(৩৭৭) একটি স্তরবিশিষ্ট রূপান্তরিত শিলা (Foliated/Layered Metamorphic Rock) -এর উদাহরণ হল —
(A) শ্লেট (B) কোয়ার্টজাইট
(C) মার্বেল (D) হর্নফেলস্
উত্তর : (A) শ্লেট।
(৩৭৮) একটি স্তরবিহীন রূপান্তরিত শিলা (Non-Foliated Metamorphic Rock) -এর উদাহরণ হল —
(A) শ্লেট (B) মার্বেল
(C) ফিলাইট (D) শিস্ট
উত্তর : (B) মার্বেল।
(৩৭৯) নিচের কোনটি স্তরবিশিষ্ট রূপান্তরিত শিলা (Foliated/Layered Metamorphic Rock) -এর উদাহরণ নয় —
(A) শ্লেট (B) ফিলাইট
(C) শিস্ট (D) কোয়ার্টজাইট
উত্তর : (D) কোয়ার্টজাইট।
(৩৮০) নিচের কোনটি স্তরবিহীন রূপান্তরিত শিলা (Non-Foliated Metamorphic Rock) -এর উদাহরণ নয় —
(A) সার্পেন্টাইন (B) নিস্
(C) কোয়ার্টজাইট (D) মার্বেল
উত্তর : (B) নিস্।
(৩৮১) স্তরবিশিষ্ট রূপান্তরিত শিলা (Foliated/Layered Metamorphic Rock) -এর উদাহরণ হল —
(A) শ্লেট, ফিলাইট, শিস্ট, মার্বেল (B) শ্লেট, ফিলাইট, শিস্ট, হর্নফেলস্
(C) শ্লেট, ফিলাইট, শিস্ট, নিস্ (D) শ্লেট, ফিলাইট, শিস্ট, কোয়ার্টজাইট
উত্তর : (C) শ্লেট, ফিলাইট, শিস্ট, নিস্।
(৩৮২) স্তরবিহীন রূপান্তরিত শিলা (Non-Foliated Metamorphic Rock) -এর উদাহরণ হল —
(A) মার্বেল, কোয়ার্টজাইট, সার্পেন্টাইন, শিস্ট (B) মার্বেল, কোয়ার্টজাইট, সার্পেন্টাইন, হর্নফেলস্
(C) মার্বেল, কোয়ার্টজাইট, সার্পেন্টাইন, শ্লেট (D) মার্বেল, কোয়ার্টজাইট, সার্পেন্টাইন, নিস্
উত্তর : (B) মার্বেল, কোয়ার্টজাইট, সার্পেন্টাইন, হর্নফেলস্।
(৩৮৩) তাপের প্রাধান্যের কারণে যে প্রকার রূপান্তর ঘটে —
(A) স্পর্শ-সংযোগ রূপান্তর (B) পীড়নজনিত রূপান্তর
(C) আঞ্চলিক রূপান্তর (D) ব্লু শিস্ট রূপান্তর
উত্তর : (A) স্পর্শ-সংযোগ রূপান্তর।
(৩৮৪) চাপের প্রাধান্যের কারণে যে প্রকার রূপান্তর ঘটে —
(A) স্পর্শ-সংযোগ রূপান্তর (B) জল-তাপীয় রূপান্তর
(C) আঞ্চলিক রূপান্তর (D) স্থানীয় রূপান্তর
উত্তর : (C) আঞ্চলিক রূপান্তর।
(৩৮৫) গ্রানাইট থেকে নিস্ যে প্রকার রূপান্তরের উদাহরণ —
(A) আঞ্চলিক রূপান্তর (B) স্থানীয় রূপান্তর
(C) স্পর্শ-সংযোগ রূপান্তর (D) কোনোটিই নয়
উত্তর : (C) স্পর্শ-সংযোগ রূপান্তর।
(৩৮৬) কাদাপাথর থেকে শ্লেট যে প্রকার রূপান্তরের উদাহরণ —
(A) আঞ্চলিক রূপান্তর (B) স্থানীয় রূপান্তর
(C) স্পর্শ-সংযোগ রূপান্তর (D) কোনোটিই নয়
উত্তর : (A) আঞ্চলিক রূপান্তর।
(৩৮৭) চুনাপাথর থেকে মার্বেল যে প্রকার রূপান্তরের উদাহরণ —
(A) আঞ্চলিক রূপান্তর (B) স্থানীয় রূপান্তর
(C) স্পর্শ-সংযোগ রূপান্তর (D) কোনোটিই নয়
উত্তর : (B) স্থানীয় রূপান্তর।
(৩৮৮) ক্যাটাক্লাস্টিক রূপান্তর (Kataclastic Metamorphism) ঘটে যে কারণে —
(A) তাপের প্রভাবে (B) জল ও তাপীয় প্রভাবে
(C) সমপীড়নের প্রভাবে (D) বিষম পীড়নের প্রভাবে
উত্তর : (D) বিষম পীড়নের প্রভাবে।
(৩৮৯) রূপান্তরিত শিলাতে যখন খনিজগুলি ছোটো-বড়ো খন্ডে একত্রে অবস্থান করে, সেই গ্রথন বিন্যাসকে বলে —
(A) ক্যাটাক্লাস্টিক (B) ম্যাসুলোজ
(C) পরফাইরোক্লাস্টিক (D) সিস্টোজ
উত্তর : (A) ক্যাটাক্লাস্টিক।
(৩৯০) রূপান্তরিত শিলাতে যখন বড়ো খনিজ খন্ডগুলি সূক্ষ্ম খনিজ দ্বারা আবৃত থাকে, সেই গ্রথন বিন্যাসকে বলে —
(A) ক্যাটাক্লাস্টিক (B) ম্যাসুলোজ
(C) পরফাইরোক্লাস্টিক (D) সিস্টোজ
উত্তর : (C) পরফাইরোক্লাস্টিক।
(৩৯১) রূপান্তরিত শিলাতে যখন কিছু খনিজ কেলাসিত বড়ো দানা এবং বাকি খনিজ অকেলাসিত বা অর্ধকেলাসিত কাচের মতো অবস্থান করে, সেই গ্রথন বিন্যাসকে বলে —
(A) ক্যাটাক্লাস্টিক (B) ম্যাসুলোজ
(C) পরফাইরোক্লাস্টিক (D) সিস্টোজ
উত্তর : (B) ম্যাসুলোজ।
(৩৯২) রূপান্তরিত শিলাতে যখন পাতলা খনিজগুলি অসম্পূর্ণ সমান্তরাল প্রবণতায় সজ্জিত থাকে, সেই গ্রথন বিন্যাসকে বলে —
(A) ক্যাটাক্লাস্টিক (B) ম্যাসুলোজ
(C) পরফাইরোক্লাস্টিক (D) সিস্টোজ
উত্তর : (D) সিস্টোজ।
(৩৯৩) রূপান্তরিত শিলাতে যখন সমস্ত খনিজগুলি পৃথক স্তরের আকারে সজ্জিত হয়, সেই গ্রথন বিন্যাসকে বলে —
(A) সিস্টোজ (B) নিসিক
(C) গ্র্যানুলোজ (D) ম্যাসুলোজ
উত্তর : (B) নিসিক।
(৩৯৪) রূপান্তরিত শিলাতে যখন ঘনকাকৃতি খনিজের অধিক উপস্থিতির ফলে সমস্ত দানাগুলি সমানভাবে মিশ্রিত থাকে, সেই গ্রথন বিন্যাসকে বলে —
(A) সিস্টোজ (B) নিসিক
(C) গ্র্যানুলোজ (D) ম্যাসুলোজ
উত্তর : (C) গ্র্যানুলোজ।
(৩৯৫) গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) মার্বেল (B) শ্লেট
(C) গ্রাফাইট (D) নিস্
উত্তর : (D) নিস্।
(৩৯৬) ব্যাসল্ট রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) কোয়ার্টজাইট (B) অ্যাম্ফিবোলাইট
(C) মার্বেল (D) ফিলাইট
উত্তর : (B) অ্যাম্ফিবোলাইট।
(৩৯৭) চুনাপাথর রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) শ্লেট (B) মার্বেল
(C) নিস্ (D) শিস্ট
উত্তর : (B) মার্বেল।
(৩৯৮) বেলেপাথর রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) কোয়ার্টজাইট (B) গ্রাফাইট
(C) ফিলাইট (D) অ্যাম্ফিবোলাইট
উত্তর : (A) কোয়ার্টজাইট।
(৩৯৯) কাদাপাথর এবং শেল রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) শিস্ট (B) নিস্
(C) শ্লেট (D) মার্বেল
উত্তর : (C) শ্লেট।
(৪০০) কয়লা রূপান্তরিত হয়ে যে শিলা গঠিত হয় —
(A) ফিলাইট (B) গ্রানাইট
(C) গ্রাফাইট (D) শিস্ট
উত্তর : (C) গ্রাফাইট।
(WBSSC SLST GEOGRAPHY PART-8)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-9 - ভূগোলিকা-Bhugolika
Pingback: Goldschmidt Classification - ভূগোলিকা-Bhugolika