Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-79

WBSSC SLST GEOGRAPHY PART-79

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-79) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-79

(৩৯০১) মহীসোপান অঞ্চলের গড় বিস্তার —
(A) ৪১ কিমি (B) ৫৩ কিমি
(C) ৭৮ কিমি (D) ৯৫ কিমি
উত্তর : (C) ৭৮ কিমি।

(৩৯০২) মহীসোপান অঞ্চলের সর্বাধিক বিস্তার —
(A) ১২০০ কিমি (B) ১৩০০ কিমি
(C) ১৪০০ কিমি (D) ১৫০০ কিমি
উত্তর : (D) ১৫০০ কিমি।

(৩৯০৩) প্রকৃতি ও আকার অনুসারে, মহীসোপান প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।

(৩৯০৪) একটি হৈমবাহিক মহীসোপানের উদাহরণ হল —
(A) পশ্চিম গ্রিনল্যান্ড মহীসোপান (B) সুন্দরবন মহীসোপান
(C) নিকোবর মহীসোপান (D) পেরু-চিলি মহীসোপান
উত্তর : (A) পশ্চিম গ্রিনল্যান্ড মহীসোপান।

(৩৯০৫) একটি নদীগঠিত মহীসোপানের উদাহরণ হল —
(A) পশ্চিম গ্রিনল্যান্ড মহীসোপান (B) সুন্দরবন মহীসোপান
(C) নিকোবর মহীসোপান (D) পেরু-চিলি মহীসোপান
উত্তর : (B) সুন্দরবন মহীসোপান।

(৩৯০৬) একটি প্রবাল গঠিত মহীসোপানের উদাহরণ হল —
(A) পশ্চিম গ্রিনল্যান্ড মহীসোপান (B) সুন্দরবন মহীসোপান
(C) নিকোবর মহীসোপান (D) পেরু-চিলি মহীসোপান
উত্তর : (C) নিকোবর মহীসোপান।

(৩৯০৭) একটি ভঙ্গিল মহীসোপানের উদাহরণ হল —
(A) পশ্চিম গ্রিনল্যান্ড মহীসোপান (B) সুন্দরবন মহীসোপান
(C) নিকোবর মহীসোপান (D) পেরু-চিলি মহীসোপান
উত্তর : (D) পেরু-চিলি মহীসোপান।

(৩৯০৮) যে মহাদেশের উপকূলে সবচেয়ে গভীর মহীসোপান দেখা যায় —
(A) এশিয়া (B) আন্টার্কটিকা
(C) আফ্রিকা (D) ইউরোপ
উত্তর : (B) আন্টার্কটিকা।

(৩৯০৯) প্ল্যাংকটনের প্রাচুর্য দেখা যায় যে অঞ্চলে —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীমঞ্চ (D) মহীজাগান
উত্তর : (A) মহীসোপান।

(৩৯১০) মহীসোপান অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব হল —
(A) বাণিজ্যিক মৎস্যক্ষেত্র (B) খনিজ সম্পদ উত্তোলন
(C) বন্দর ও পোতাশ্রয় নির্মাণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৩৯১১) মহীসোপান অঞ্চলে যে খনিজ পদার্থ উত্তোলন করা হয় —
(A) খনিজ তেল (B) প্রাকৃতিক গ্যাস
(C) মোনাজাইট (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৩৯১২) সমুদ্রে ২০০ মিটার থেকে ৩০০০ মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত খাড়া ঢালু অংশকে বলে —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীমঞ্চ (D) মহীজাগান
উত্তর : (B) মহীঢাল।

(৩৯১৩) মহীঢাল (Continental Slope) গড়ে ওঠার কারণ —
(A) মহীসোপান অঞ্চলের চ্যুতি (B) ভূ-অবনমন
(C) সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৩৯১৪) মহীঢাল অঞ্চলের গড় ঢাল হল —
(A) ১°-৩° (B) ৩°-৬°
(C) ৬°-৯° (D) ৯°-১২°
উত্তর : (B) ৩°-৬°।

(৩৯১৫) মহীঢাল অঞ্চলের গড় গভীরতা —
(A) ১৫০ মিটার (B) ২০০ মিটার
(C) ২৫০ মিটার (D) ৩০০ মিটার
উত্তর : (C) ২৫০ মিটার।

(৩৯১৬) সমগ্র সমুদ্রতলের যে শতাংশ মহীঢাল অঞ্চল অধিকার করে রয়েছে —
(A) ৬.৫% (B) ৭.৫%
(C) ৮.৫% (D) ৯.৫%
উত্তর : (C) ৮.৫%।

(৩৯১৭) যে মহাসাগরে মহীঢালের বিস্তার সবচেয়ে বেশি —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) আটলান্টিক মহাসাগর৷

(৩৯১৮) মহীঢাল প্রধানত যে শিলা দ্বারা গঠিত —
(A) আগ্নেয় শিলা (B) পাললিক শিলা
(C) রূপান্তরিত শিলা (D) A ও B উভয়ই
উত্তর : (B) পাললিক শিলা।

(৩৯১৯) মহীঢালের গড় বিস্তার —
(A) ১০-১৫ কিমি (B) ১৬-৩২ কিমি
(C) ৩০-৫৫ কিমি (D) ৭৫-৮৮ কিমি
উত্তর : (B) ১৬-৩২ কিমি।

(৩৯২০) প্রকৃতি অনুসারে, মহীঢাল প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (D) ৫ প্রকার।

(৩৯২১) একটি ক্যানিয়নযুক্ত মহীঢালের উদাহরণ হল —
(A) হাডসন উপসাগরীয় মহীঢাল (B) কেপ হ্যাটেরাস মহীঢাল
(C) উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় মহীঢাল (D) উপরের সবকটিই
উত্তর : (A) হাডসন উপসাগরীয় মহীঢাল।

(৩৯২২) একটি মঞ্চযুক্ত মহীঢালের উদাহরণ হল —
(A) হাডসন উপসাগরীয় মহীঢাল (B) কেপ হ্যাটেরাস মহীঢাল
(C) উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় মহীঢাল (D) উপরের সবকটিই
উত্তর : (B) কেপ হ্যাটেরাস মহীঢাল।

(৩৯২৩) একটি পর্যঙ্ক ও পার্বত্য ঢালযুক্ত মহীঢালের উদাহরণ হল —
(A) হাডসন উপসাগরীয় মহীঢাল (B) কেপ হ্যাটেরাস মহীঢাল
(C) উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় মহীঢাল (D) উপরের সবকটিই
উত্তর : (C) উত্তর আমেরিকার পশ্চিম উপকূলীয় মহীঢাল।

(৩৯২৪) একটি চ্যুতি ভৃগুযুক্ত মহীঢালের উদাহরণ হল —
(A) হাডসন উপসাগরীয় মহীঢাল (B) কেপ হ্যাটেরাস মহীঢাল
(C) ফ্লোরিডার পশ্চিম উপকূলীয় মহীঢাল (D) উপরের সবকটিই
উত্তর : (C) ফ্লোরিডার পশ্চিম উপকূলীয় মহীঢাল।

(৩৯২৫) একটি ক্ষয়জাত মহীঢালের উদাহরণ হল —
(A) হাডসন উপসাগরীয় মহীঢাল (B) কেপ হ্যাটেরাস মহীঢাল
(C) ভূমধ্যসাগরীয় মহীঢাল (D) উপরের সবকটিই
উত্তর : (C) ভূমধ্যসাগরীয় মহীঢাল।

(WBSSC SLST GEOGRAPHY PART-79)

(৩৯২৬) মহীঢালের সর্বনিম্ন বিস্তৃতি দেখা যায় —
(A) ভূমধ্যসাগরে (B) কৃষ্ণ সাগরে
(C) আটলান্টিক মহাসাগরে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৯২৭) মহাদেশ ও মহাসাগরের সন্ধিক্ষেত্র হল —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীজাগান (D) মহীমঞ্চ
উত্তর : (B) মহীঢাল।

(৩৯২৮) মহাদেশীয় ভূ-ত্বকের প্রকৃত শেষ সীমা হল —
(A) মহীসোপান (B) মহীমঞ্চ
(C) মহীঢাল (D) মহীতল
উত্তর : (C) মহীঢাল।

(৩৯২৯) মহীসোপান ও মহীঢালকে একত্রে বলে —
(A) মহীজাগান (B) মহীমঞ্চ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) মহীমঞ্চ।

(৩৯৩০) মহীঢাল ও গভীর সমুদ্রের সমভূমির মধ্যবর্তী পলি আবৃত, ঈষৎ ঢালু, ক্রমোচ্চ অংশকে বলে —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীজাগান (D) মহীমঞ্চ
উত্তর : (C) মহীজাগান।

(৩৯৩১) মোট সমুদ্রতলের যে অংশ মহীজাগান (Continental Rise) অধিকার করে রয়েছে —
(A) ১.২% (B) ২.৩%
(C) ৩.২% (D) ৪.১%
উত্তর : (A) ১.২%।

(৩৯৩২) কোনো বৃহৎ নদী মোহানার সম্মুখভাগে মহীসোপান ও মহীঢালে V-আকৃতির সংকীর্ণ, গভীর ভূমিরূপকে বলে —
(A) নিমজ্জিত ক্যানিয়ন (B) অন্তঃসাগরীয় ক্যানিয়ন
(C) সমুদ্র খাত (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৯৩৩) মহীঢালের যে শতাংশ এলাকা নিমজ্জিত বা অন্তঃসাগরীয় ক্যানিয়ন (Submarine Canyon) অধিকার করে রয়েছে —
(A) ১১% (B) ১৫%
(C) ১৭% (D) ১৯%
উত্তর : (A) ১১%।

(৩৯৩৪) পৃথিবীর সমুদ্রভাগে নিমজ্জিত বা অন্তঃসাগরীয় ক্যানিয়ন রয়েছে —
(A) ৯২৭৭ টি (B) ৯৩৭৭ টি
(C) ৯৪৭৭ টি (D) ৯৫৭৭ টি
উত্তর : (C) ৯৪৭৭ টি।

(৩৯৩৫) বিশ্বের দীর্ঘতম নিমজ্জিত বা অন্তঃসাগরীয় ক্যানিয়ন (World’s Longest Submarine Canyon) হল —
(A) হাডসন ক্যানিয়ন (B) ঝেমচুগ ক্যানিয়ন
(C) বেরিং ক্যানিয়ন (D) আমাজন ক্যানিয়ন
উত্তর : (A) হাডসন ক্যানিয়ন।

(৩৯৩৬) বিশ্বের গভীরতম নিমজ্জিত বা অন্তঃসাগরীয় ক্যানিয়ন (World’s Deepest Submarine Canyon) হল —
(A) হাডসন ক্যানিয়ন (B) ঝেমচুগ ক্যানিয়ন
(C) বেরিং ক্যানিয়ন (D) আমাজন ক্যানিয়ন
উত্তর : (B) ঝেমচুগ ক্যানিয়ন।

(৩৯৩৭) মহীঢালের পাদদেশে পলি সঞ্চিত, মৃদু ঢালু, ত্রিকোণাকার ভূমিরূপকে বলে —
(A) গভীর সমুদ্র পলল ব্যজনী (B) অন্তঃসাগরীয় পলল ব্যজনী
(C) অন্তঃসাগরীয় ক্যানিয়ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৯৩৮) বিশ্বের বৃহত্তম অন্তঃসাগরীয় পলল ব্যজনী (World’s Largest Submarine Fan/Abyssal Fan) হল —
(A) বেঙ্গল ফ্যান (B) ইন্দাস ফ্যান
(C) আমাজন ফ্যান (D) কঙ্গো ফ্যান
উত্তর : (A) বেঙ্গল ফ্যান।

(৩৯৩৯) মহীঢালের শেষ প্রান্ত থেকে সমুদ্র তলদেশের সুবিস্তৃত, প্রায় সমতল অংশকে বলে —
(A) মহীসোপান (B) গভীর সমুদ্র সমভূমি
(C) মহীঢাল (D) মহীজাগান
উত্তর : (B) গভীর সমুদ্র সমভূমি।

(৩৯৪০) গভীর সমুদ্র সমভূমি (Deep Sea Plain / Abyssal Plain) -এর গভীরতা —
(A) ২০০০-৩০০০ মিটার (B) ৩০০০-৪০০০ মিটার
(C) ১৫০০-৩০০০ মিটার (D) ৩০০০-৬০০০ মিটার
উত্তর : (D) ৩০০০-৬০০০ মিটার।

(৩৯৪১) গভীর সমুদ্র সমভূমির গড় গভীরতা —
(A) ২০০০ মিটার (B) ৩০০০ মিটার
(C) ৪০০০ মিটার (D) ৫০০০ মিটার
উত্তর : (C) ৪০০০ মিটার।

(৩৯৪২) গভীর সমুদ্র সমভূমি প্রধানত যে শিলা দ্বারা গঠিত —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) বেলেপাথর (D) শিস্ট
উত্তর : (B) ব্যাসল্ট৷

(৩৯৪৩) সমুদ্র তলদেশের বৃহত্তম ভূপ্রাকৃতিক বিভাগ হল —
(A) মহীসোপান (B) মহীজাগান
(C) গভীর সমুদ্র সমভূমি (D) মহীঢাল
উত্তর : (C) গভীর সমুদ্র সমভূমি।

(৩৯৪৪) মোট সমুদ্রতলের যে অংশ গভীর সমুদ্র সমভূমি অধিকার করে রয়েছে —
(A) ৬২.৭% (B) ৭২.৭%
(C) ৮২.৭% (D) ৯২.৭%
উত্তর : (C) ৮২.৭%।

(৩৯৪৫) বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্র সমভূমি (World’s Largest Abyssal Plain) হল —
(A) সোম সমভূমি (B) ওয়েডেল সমভূমি
(C) আলাস্কা সমভূমি (D) ফ্লোরিডা সমভূমি
উত্তর : (A) সোম সমভূমি।

(৩৯৪৬) সোম সমভূমি (Sohm Plain) যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।

(৩৯৪৭) সমুদ্র তলদেশে মধ্য-মহাসাগর শৈলশিরা (Mid-Ocean Ridge) বরাবর সমান্তরাল শৈলশিরায় সারিবদ্ধ, ক্ষুদ্রাকার, মৃদু ঢেউ খেলানো, অনুচ্চ পাহাড়গুলিকে বলে —
(A) গভীর সমুদ্র পাহাড় (B) গায়ট
(C) সমুদ্র টিলা (D) সমুদ্রগিরি
উত্তর : (A) গভীর সমুদ্র পাহাড়।

(৩৯৪৮) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক গভীর সমুদ্র পাহাড় (Abyssal Hill) রয়েছে —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩৯৪৯) গভীর সমুদ্র সমভূমিতে আগ্নেয় কার্যকলাপের ফলে সৃষ্ট অনুচ্চ পাহাড়গুলিকে বলে —
(A) সমুদ্র টিলা (B) সি নোল
(C) গায়ট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩৯৫০) গভীর সমুদ্র সমভূমিতে আগ্নেয় কার্যকলাপে সৃষ্ট, সমুদ্র তলদেশ থেকে কমপক্ষে ১০০০ মিটার উচ্চতাযুক্ত, শঙ্কু আকৃতির পাহাড়কে বলে —
(A) সমুদ্রগিরি (B) সিমাউন্ট
(C) সি নোল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(WBSSC SLST GEOGRAPHY PART-79)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-78

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!