WBSSC SLST GEOGRAPHY PART-78
WBSSC SLST GEOGRAPHY PART-78
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-78) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৮৫১) প্রতি মাসে সিজিগি (Syzygy) অবস্থান ঘটে —
(A) ১ বার (B) ২ বার
(C) ৩ বার (D) ৪ বার
উত্তর : (B) ২ বার।
(৩৮৫২) যে তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের সংযোগ অবস্থান ঘটে —
(A) পূর্ণিমা (B) একাদশী
(C) অষ্টমী (D) অমাবস্যা
উত্তর : (D) অমাবস্যা।
(৩৮৫৩) যে তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের প্রতিযোগ অবস্থান ঘটে —
(A) অমাবস্যা (B) পূর্ণিমা
(C) পঞ্চমী (D) অষ্টমী
উত্তর : (B) পূর্ণিমা।
(৩৮৫৪) চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে —
(A) ২৫.৩ দিনে (B) ২৬.৩ দিনে
(C) ২৭.৩ দিনে (D) ২৮.৩ দিনে
উত্তর : (C) ২৭.৩ দিনে।
(৩৮৫৫) যে তিথিতে ভরা কোটাল (Spring Tide) হয় —
(A) অমাবস্যা (B) একাদশী
(C) অষ্টমী (D) দ্বাদশী
উত্তর : (A) অমাবস্যা।
(৩৮৫৬) যে তিথিতে মরা কোটাল (Neap Tide) হয় —
(A) অমাবস্যা (B) পূর্ণিমা
(C) অষ্টমী (D) পঞ্চমী
উত্তর : (C) অষ্টমী।
(৩৮৫৭) চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ কালে প্রতিদিন যে কৌণিক পথ অতিক্রম করে —
(A) ১৩° (B) ২১°
(C) ৩০° (D) ৯০°
উত্তর : (A) ১৩°।
(৩৮৫৮) যে তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয় —
(A) পূর্ণিমা (B) অমাবস্যা
(C) অষ্টমী (D) একাদশী
উত্তর : (B) অমাবস্যা।
(৩৮৫৯) কোটাল শব্দটির অর্থ হল —
(A) সমুদ্রতরঙ্গ (B) প্রবল বৃষ্টিপাত
(C) ঘূর্ণিঝড় (D) সামুদ্রিক জোয়ার
উত্তর : (D) সামুদ্রিক জোয়ার।
(৩৮৬০) চাঁদের অ্যাপোজি (Apogee) অবস্থানে জোয়ারের প্রাবল্য স্বাভাবিকের চেয়ে কম হয় —
(A) ২০% (B) ৩০%
(C) ৪০% (D) ৫০%
উত্তর : (A) ২০%।
(৩৮৬১) চাঁদের পেরিজি (Perigee) অবস্থানে জোয়ারের প্রাবল্য স্বাভাবিকের চেয়ে বেশি হয় —
(A) ১০% (B) ২০%
(C) ৩০% (D) ৪০%
উত্তর : (B) ২০%।
(৩৮৬২) অ্যাপোজি অবস্থানে পূর্ণিমার চাঁদকে বলে —
(A) মাইক্রোমুন (B) ব্লাডমুন
(C) ব্লুমুন (D) সুপারমুন
উত্তর : (A) মাইক্রোমুন।
(৩৮৬৩) পেরিজি অবস্থানে পূর্ণিমার চাঁদকে বলে —
(A) মাইক্রোমুন (B) ব্লুমুন
(C) ব্লাডমুন (D) সুপারমুন
উত্তর : (D) সুপারমুন।
(৩৮৬৪) প্রক্সিজিয়ান জোয়ার (Proxigean Tide) ঘটে যে দুই অবস্থানের মিলনে —
(A) সিজিগি ও পেরিজি (B) অ্যাপোজি ও পেরিজি
(C) সিজিগি ও অ্যাপোজি (D) পেরিজি ও অ্যাপোজি
উত্তর : (A) সিজিগি ও পেরিজি।
(৩৮৬৫) ভরা কোটালের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় —
(A) বৃত্তাকার (B) উপবৃত্তাকার
(C) সরলরৈখিক (D) সমকৌণিক
উত্তর : (C) সরলরৈখিক।
(৩৮৬৬) মরা কোটালের সময় চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয় —
(A) সরলরৈখিক (B) বৃত্তাকার
(C) উপবৃত্তাকার (D) সমকৌণিক
উত্তর : (D) সমকৌণিক।
(৩৮৬৭) যে সময় অন্তর প্রক্সিজিয়ান জোয়ার দেখা যায় —
(A) ১.২-১.৫ বছর (B) ১.৮-২.৯ বছর
(C) ৩.২-৪.৫ বছর (D) ৪.৭-৫.২ বছর
উত্তর : (A) ১.২-১.৫ বছর।
(৩৮৬৮) যে নদীতে বানডাকা বেনাক (Benak) নামে পরিচিত —
(A) টেমস (B) লুপার
(C) ইয়াংসি (D) ওব
উত্তর : (B) লুপার।
(৩৮৬৯) যে নদীতে বিশ্বের সবচেয়ে উঁচু বানডাকা দেখা যায় —
(A) কুইয়ানটাং (B) তুরামা
(C) কলোরাডো (D) আমাজন
উত্তর : (A) কুইয়ানটাং।
(৩৮৭০) পশ্চিমবঙ্গের যে নদীতে বানডাকা দেখা যায় —
(A) মহানন্দা (B) দামোদর
(C) হুগলি (D) জলঙ্গি
উত্তর : (C) হুগলি।
(৩৮৭১) যে ঋতুতে হুগলি নদীতে ষাঁড়াষাঁড়ি বান দেখা যায় —
(A) গ্রীষ্ম (B) বর্ষা
(C) শীত (D) বসন্ত
উত্তর : (B) বর্ষা।
(৩৮৭২) যে নদীর বানডাকা পোরোরোকা (Pororoca) নামে পরিচিত —
(A) হুগলি (B) ইয়াংসি
(C) আমাজন (D) টেমস
উত্তর : (C) আমাজন।
(৩৮৭৩) পৃথিবীর সবচেয়ে উঁচু জোয়ার দেখা যায় —
(A) ফান্ডি উপসাগরে (B) মান্নার উপসাগরে
(C) ম্যানিলা উপসাগরে (D) টোকিও উপসাগরে
উত্তর : (A) ফান্ডি উপসাগরে।
(৩৮৭৪) জোয়ার ভাটার একটি সুফল হল —
(A) নদীতে সামুদ্রিক মাছের আগমন (B) নদীতে লবণতা বৃদ্ধি
(C) নদীতে পলি সঞ্চয় (D) মোহানায় ব-দ্বীপ গঠনে বাধা
উত্তর : (A) নদীতে সামুদ্রিক মাছের আগমন।
(৩৮৭৫) জোয়ার ভাটার একটি কুফল হল —
(A) নদীতে সামুদ্রিক মাছের আগমন (B) অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন
(C) নৌ-চলাচল বৃদ্ধি (D) নদীতে লবণতা বৃদ্ধি
উত্তর : (D) নদীতে লবণতা বৃদ্ধি।
(WBSSC SLST GEOGRAPHY PART-78)
(৩৮৭৬) জোয়ার-ভাটা সংক্রান্ত ‘The Equilibrium Theory of Tides’ দিয়েছিলেন —
(A) আইজ্যাক নিউটন (B) উইলিয়াম হুয়েল
(C) জর্জ বিডেল এইরি (D) পিয়ের-সিমোঁ লাপ্লাস
উত্তর : (A) আইজ্যাক নিউটন।
(৩৮৭৭) আইজ্যাক নিউটন (Issac Newton) যে সালে জোয়ার-ভাটা সংক্রান্ত ‘The Equilibrium Theory of Tides’ দিয়েছিলেন —
(A) ১৬৮৬ (B) ১৬৮৭
(C) ১৬৮৮ (D) ১৬৮৯
উত্তর : (B) ১৬৮৭।
(৩৮৭৮) জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Dynamic Theory of Tides’ দিয়েছিলেন —
(A) আইজ্যাক নিউটন (B) উইলিয়াম হুয়েল
(C) জর্জ বিডেল এইরি (D) পিয়ের-সিমোঁ লাপ্লাস
উত্তর : (D) পিয়ের-সিমোঁ লাপ্লাস।
(৩৮৭৯) পিয়ের-সিমোঁ লাপ্লাস (Pierre-Simon Laplace) যে সালে জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Dynamic Theory of Tides’ দিয়েছিলেন —
(A) ১৭৭৫ (B) ১৭৭৬
(C) ১৭৭৭ (D) ১৭৭৮
উত্তর : (A) ১৭৭৫।
(৩৮৮০) জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Progressive Wave Theory of Tides’ দিয়েছিলেন —
(A) আইজ্যাক নিউটন (B) উইলিয়াম হুয়েল
(C) জর্জ বিডেল এইরি (D) পিয়ের-সিমোঁ লাপ্লাস
উত্তর : (B) উইলিয়াম হুয়েল।
(৩৮৮১) যে সালে উইলিয়াম হুয়েল (William Whewell) জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Progressive Wave Theory of Tides’ দিয়েছিলেন —
(A) ১৮৩১ (B) ১৮৩২
(C) ১৮৩৩ (D) ১৮৩৪
উত্তর : (C) ১৮৩৩।
(৩৮৮২) জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Canal Theory of Tides’ দিয়েছিলেন —
(A) আইজ্যাক নিউটন (B) উইলিয়াম হুয়েল
(C) জর্জ বিডেল এইরি (D) পিয়ের-সিমোঁ লাপ্লাস
উত্তর : (C) জর্জ বিডেল এইরি।
(৩৮৮৩) জর্জ বিডেল এইরি (George Biddell Airy) যে সালে জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Canal Theory of Tides’ দিয়েছিলেন —
(A) ১৮৪১ (B) ১৮৪২
(C) ১৮৪৩ (D) ১৮৪৪
উত্তর : (B) ১৮৪২।
(৩৮৮৪) জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Stationary Wave Theory’ দিয়েছিলেন —
(A) আইজ্যাক নিউটন (B) উইলিয়াম হুয়েল
(C) জর্জ বিডেল এইরি (D) রোলিন আর্থার হ্যারিস
উত্তর : (D) রোলিন আর্থার হ্যারিস।
(৩৮৮৫) রোলিন আর্থার হ্যারিস (Rollin Arthur Harris) যে সালে জোয়ার-ভাটা সংক্রান্ত ‘Stationary Wave Theory’ দিয়েছিলেন —
(A) ১৯০৪ (B) ১৯০৫
(C) ১৯০৬ (D) ১৯০৭
উত্তর : (A) ১৯০৪।
সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি (Topography of Ocean Floor) [IX-X]
(৩৮৮৬) মহাদেশীয় প্রান্তভাগ (Continental Margin) -এর অংশ হল —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীজাগান (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৮৮৭) উপকূলরেখা থেকে সমুদ্রজলে ২০০ মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত অংশকে বলে —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীজাগান (D) মহীমঞ্চ
উত্তর : (A) মহীসোপান।
(৩৮৮৮) মহীসোপান (Continental Shelf) গড়ে ওঠার কারণ হল —
(A) নদী ও সমুদ্র তরঙ্গের কাজ (B) তরঙ্গ কর্তিত মঞ্চের নিমজ্জন
(C) ম্যাগমার পরিচলন স্রোত (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৮৮৯) মহীসোপান অঞ্চলের গড় ঢাল হল —
(A) ১°-৩° (B) ৩°-৭°
(C) ৫°-৯° (D) ৭°-৯°
উত্তর : (A) ১°-৩°।
(৩৮৯০) মহীসোপান অঞ্চলের গড় গভীরতা —
(A) ১১২ মিটার (B) ১৩২ মিটার
(C) ১৬২ মিটার (D) ১৯২ মিটার
উত্তর : (B) ১৩২ মিটার।
(৩৮৯১) সমগ্র সমুদ্রতলের যে শতাংশ মহীসোপান অঞ্চল অধিকার করে রয়েছে —
(A) ৫.৬% (B) ৬.৬%
(C) ৭.৬% (D) ৮.৬%
উত্তর : (C) ৭.৬%।
(৩৮৯২) যে মহাদেশের উপকূলে মহীসোপানের সর্বাধিক বিস্তৃতি দেখা যায় —
(A) আফ্রিকা (B) ওশিয়ানিয়া
(C) ইউরোপ (D) এশিয়া
উত্তর : (D) এশিয়া।
(৩৮৯৩) যে মহাদেশের উপকূলে মহীসোপানের সর্বনিম্ন বিস্তৃতি দেখা যায় —
(A) দক্ষিণ আমেরিকা (B) এশিয়া
(C) আন্টার্কটিকা (D) ওশিয়ানিয়া
উত্তর : (A) দক্ষিণ আমেরিকা।
(৩৮৯৪) যে মহাসাগরে মহীসোপানের বিস্তার সবচেয়ে বেশি —
(A) আটলান্টিক মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর (D) কুমেরু মহাসাগর
উত্তর : (A) আটলান্টিক মহাসাগর।
(৩৮৯৫) যে মহাসাগরে মহীসোপানের বিস্তার সবচেয়ে কম —
(A) আটলান্টিক মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর (D) কুমেরু মহাসাগর
উত্তর : (D) কুমেরু মহাসাগর।
(৩৮৯৬) সমগ্র সমুদ্রতলে মহীসোপান অঞ্চলের মোট ক্ষেত্রমান —
(A) ১.৭০ কোটি বর্গকিমি (B) ২.১০ কোটি বর্গকিমি
(C) ২.৭০ কোটি বর্গকিমি (D) ৩.১০ কোটি বর্গকিমি
উত্তর : (C) ২.৭০ কোটি বর্গকিমি।
(৩৮৯৭) পৃথিবীর বৃহত্তম মহীসোপান (World’s Largest Continental Shelf) হল —
(A) সাইবেরিয়ান মহীসোপান (B) সুন্ডা মহীসোপান
(C) সাহুল মহীসোপান (D) নর্থ-ওয়েস্ট মহীসোপান
উত্তর : (A) সাইবেরিয়ান মহীসোপান।
(৩৮৯৮) মহীসোপানের গাঠনিক অংশ থাকে —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (A) ২ টি।
(৩৮৯৯) মহীসোপানের যে সংকীর্ণ অংশে জোয়ার-ভাটাতে জল ওঠানামা করে, তাকে বলে —
(A) তটদেশীয় অঞ্চল (B) লিটোরাল জোন
(C) ঝিনুক অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৯০০) তটদেশীয় অঞ্চল (Littoral Zone) থেকে মহীসোপানের শেষ সীমা পর্যন্ত সুপ্রশস্ত অংশকে বলে —
(A) ঝিনুক অঞ্চল (B) নেরিটিক জোন
(C) তটদেশীয় অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-78)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-79 - ভূগোলিকা-Bhugolika
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-80 - ভূগোলিকা-Bhugolika