WBSSC SLST GEOGRAPHY PART-77
WBSSC SLST GEOGRAPHY PART-77
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭৭ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-77) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৮০১) পৃথিবীর দ্রুততম সমুদ্রস্রোত (World’s Quickest Ocean Current) হল —
(A) উপসাগরীয় স্রোত (B) ল্যাব্রাডর স্রোত
(C) ক্যানারি স্রোত (D) ইরমিঙ্গার স্রোত
উত্তর : (A) উপসাগরীয় স্রোত।
(৩৮০২) পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সমুদ্রস্রোত (World’s Largest & Longest Ocean Current) হল —
(A) আগুলহাস স্রোত (B) কামচাটকা স্রোত
(C) আন্টার্কটিক মেরুচক্র স্রোত (D) উপসাগরীয় স্রোত
উত্তর : (C) আন্টার্কটিক মেরুচক্র স্রোত।
(৩৮০৩) যে সমুদ্রস্রোত ‘Black Current’ নামে পরিচিত —
(A) বেরিং স্রোত (B) কুরোশিও স্রোত
(C) ব্রাজিল স্রোত (D) মোজাম্বিক স্রোত
উত্তর : (B) কুরোশিও স্রোত।
(৩৮০৪) আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোত এল নিনোর অনুরূপ প্রভাব ঘটায় —
(A) ক্যানারি স্রোত (B) ব্রাজিল স্রোত
(C) বেঙ্গুয়েলা স্রোত (D) আগুলহাস স্রোত
উত্তর : (C) বেঙ্গুয়েলা স্রোত।
(৩৮০৫) উষ্ণ উপসাগরীয় স্রোতের সর্বাধিক গতিবেগ হল —
(A) ৯ কিমি/ঘন্টা (B) ৩ কিমি প্রতি/ঘন্টা
(C) ৭ কিমি/ঘন্টা (D) ৫ কিমি/ঘন্টা
উত্তর : (A) ৯ কিমি/ঘন্টা।
(৩৮০৬) ভারত মহাসাগরের যে সমুদ্রস্রোতের সাথে ভারতের মৌসুমি বায়ুর গভীর সম্পর্ক রয়েছে —
(A) সোমালি স্রোত (B) মাদাগাস্কার স্রোত
(C) আগুলহাস স্রোত (D) মোজাম্বিক স্রোত
উত্তর : (A) সোমালি স্রোত।
(৩৮০৭) প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)-এর একটি সমুদ্রস্রোত হল —
(A) ক্যানারি স্রোত (B) আগুলহাস স্রোত
(C) কুরোশিও স্রোত (D) ফ্লোরিডা স্রোত
উত্তর : (C) কুরোশিও স্রোত।
(৩৮০৮) আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean)-এর একটি সমুদ্রস্রোত হল —
(A) হামবোল্ড স্রোত (B) ক্যানারি স্রোত
(C) মোজাম্বিক স্রোত (D) সোমালি স্রোত
উত্তর : (B) ক্যানারি স্রোত।
(৩৮০৯) ভারত মহাসাগর (Indian Ocean)-এর একটি সমুদ্রস্রোত হল —
(A) ফ্লোরিডা স্রোত (B) ওয়াশিও স্রোত
(C) ইরমিঙ্গার স্রোত (D) মাদাগাস্কার স্রোত
উত্তর : (D) মাদাগাস্কার স্রোত।
(৩৮১০) অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় —
(A) অন্তঃস্রোত রূপে (B) পৃষ্ঠস্রোত রূপে
(C) বহিঃস্রোত রূপে (D) উল্লম্ব স্রোত রূপে
উত্তর : (A) অন্তঃস্রোত রূপে।
(৩৮১১) মাদাগাস্কার স্রোত ও মোজাম্বিক স্রোতের মিলিত রূপ হল —
(A) কুরোশিও স্রোত (B) বেঙ্গুয়েলা স্রোত
(C) আগুলহাস স্রোত (D) সোমালি স্রোত
উত্তর: (C) আগুলহাস স্রোত।
(৩৮১২) প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্রস্রোত হল —
(A) ক্যালিফোর্ণিয়া স্রোত (B) কামচাটকা স্রোত
(C) পূর্ব অস্ট্রেলীয় স্রোত (D) বেরিং স্রোত
উত্তর : (C) পূর্ব অস্ট্রেলীয় স্রোত।
(৩৮১৩) প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্রস্রোত হল —
(A) কামচাটকা স্রোত (B) ক্যানারি স্রোত
(C) কুরোশিও স্রোত (D) আলাস্কা স্রোত
উত্তর : (A) কামচাটকা স্রোত।
(৩৮১৪) আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ সমুদ্রস্রোত হল —
(A) বেঙ্গুয়েলা স্রোত (B) ফকল্যান্ড স্রোত
(C) ব্রাজিল স্রোত (D) ল্যাব্রাডর স্রোত
উত্তর : (C) ব্রাজিল স্রোত।
(৩৮১৫) আটলান্টিক মহাসাগরের একটি শীতল সমুদ্রস্রোত হল —
(A) ক্যানারি স্রোত (B) ইরমিঙ্গার স্রোত
(C) ফ্লোরিডা স্রোত (D) বেরিং স্রোত
উত্তর : (A) ক্যানারি স্রোত।
(৩৮১৬) ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্রস্রোত হল —
(A) কামচাটকা স্রোত (B) মাদাগাস্কার স্রোত
(C) বেঙ্গুয়েলা স্রোত (D) কুরোশিও স্রোত
উত্তর : (B) মাদাগাস্কার স্রোত।
(৩৮১৭) ভারত মহাসাগরের একটি শীতল সমুদ্রস্রোত হল —
(A) ক্যানারি স্রোত (B) পশ্চিম অস্ট্রেলীয় স্রোত
(C) মোজাম্বিক স্রোত (D) আগুলহাস স্রোত
উত্তর : (B) পশ্চিম অস্ট্রেলীয় স্রোত।
(৩৮১৮) থার্মোহ্যালাইন সার্কুলেশন (Thermohaline Circulation) -এর সাথে সম্পর্কিত হল —
(A) বহিঃস্রোত (B) অন্তঃস্রোত
(C) উষ্ণস্রোত (D) কোনোটিই নয়
উত্তর : (B) অন্তঃস্রোত।
(৩৮১৯) ‘Global Conveyor Belt’-এর সাথে সম্পর্কিত হল —
(A) বহিঃস্রোত (B) অন্তঃস্রোত
(C) উষ্ণস্রোত (D) কোনোটিই নয়
উত্তর : (B) অন্তঃস্রোত।
(৩৮২০) ওয়েডেল জায়র (Weddell Gyre) রয়েছে যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) উত্তর মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (D) দক্ষিণ মহাসাগর।
(৩৮২১) মিন্দানাও স্রোত (Mindanao Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৩৮২২) ডেভিডসন স্রোত (Davidson Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৩৮২৩) অ্যালেউশিয়ান স্রোত (Aleutian Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৩৮২৪) লিউউইন স্রোত (Leeuwin Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (B) ভারত মহাসাগর।
(৩৮২৫) অ্যাঙ্গোলা স্রোত (Angola Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।
(WBSSC SLST GEOGRAPHY PART-77)
(৩৮২৬) ফকল্যান্ড স্রোত (Falkland Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।
(৩৮২৭) গিনি স্রোত (Guinea Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।
(৩৮২৮) লোমোনোসোভ স্রোত (Lomonosov Current) দেখা যায় যে মহাসাগরে —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (C) আটলান্টিক মহাসাগর।
(৩৮২৯) একটি জিওস্ট্রফিক স্রোত (Geostrophic Current) -এর উদাহরণ হল —
(A) উপসাগরীয় স্রোত (B) কুরোশিও স্রোত
(C) আগুলহাস স্রোত (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৮৩০) একটি ওশেন সার্কুলেশন মডেল (Ocean Circulation Model) হল —
(A) FESOM (B) HyCOM
(C) NEMO (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৮৩১) শৈবাল সাগর (Sargasso Sea) নামকরণ করেছিলেন যে দেশের নাবিকেরা —
(A) পর্তুগাল (B) স্পেন
(C) ইতালি (D) ফ্রান্স
উত্তর : (A) পর্তুগাল।
(৩৮৩২) ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সীমারেখাতে যে মগ্নচড়া অবস্থিত —
(A) গ্র্যান্ড ব্যাঙ্ক (B) আগুলহাস ব্যাঙ্ক
(C) জর্জেস ব্যাঙ্ক (D) ডগার ব্যাঙ্ক
উত্তর : (B) আগুলহাস ব্যাঙ্ক।
(৩৮৩৩) ভারত মহাসাগরে অবস্থিত একটি মগ্নচড়া হল —
(A) রোজালিন্ড ব্যাঙ্ক (B) ডগার ব্যাঙ্ক
(C) জর্জেস ব্যাঙ্ক (D) মেশ স্কার্ট ব্যাঙ্ক
উত্তর : (D) মেশ স্কার্ট ব্যাঙ্ক।
(৩৮৩৪) ম্যাকলসফিল্ড ব্যাঙ্ক (Macclesfield Bank) মগ্নচড়া যে মহাসাগরে অবস্থিত —
(A) আটলান্টিক মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) প্রশান্ত মহাসাগর।
(৩৮৩৫) মহাসাগরীয় চক্রাকার জলাবর্ত বা জায়র সম্পর্কে প্রথম বিস্তৃত ব্যাখ্যা দিয়েছিলেন —
(A) হেনরি স্টোমেল (B) রবার্ট ব্যালার্ড
(C) ওয়াল্টার মাঙ্ক (D) আনা রাভেলো
উত্তর : (A) হেনরি স্টোমেল।
(৩৮৩৬) যে সালে হেনরি স্টোমেল (Henry Stommel) মহাসাগরীয় চক্রাকার জলাবর্ত বা জায়র সম্পর্কে প্রথম বিস্তৃত ব্যাখ্যা দিয়েছিলেন —
(A) ১৯৪৭ (B) ১৯৪৮
(C) ১৯৪৯ (D) ১৯৫০
উত্তর : (B) ১৯৪৮।
(৩৮৩৭) বেঙ্গুয়েলা স্রোত যে মহাসাগরে দেখা যায় —
(A) আটলান্টিক মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (A) আটলান্টিক মহাসাগর।
(৩৮৩৮) জোয়ার ভাটার প্রধান কারণ হল —
(A) পৃথিবীর আবর্তন গতি (B) কোরিওলিস বল
(C) চন্দ্র ও সূর্যের আকর্ষণ (D) ভূতাত্ত্বিক আলোড়ন
উত্তর : (C) চাঁদ ও সূর্যের আকর্ষণ।
(৩৮৩৯) উন্মুক্ত সমুদ্রে জোয়ারের গড় উচ্চতা —
(A) ১ মিটার (B) ৫ মিটার
(C) ৭ মিটার (D) ১০ মিটার
উত্তর : (A) ১ মিটার।
(৩৮৪০) পৃথিবীর ওপর চাঁদের মহাকর্ষ শক্তি সূর্যের চেয়ে বেশি —
(A) ১.৫ গুণ (B) ২.২ গুণ
(C) ৩.৭ গুণ (D) ৪.১ গুণ
উত্তর : (B) ২.২ গুণ।
(৩৮৪১) পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির অনুপাত —
(A) ৫ : ১১ (B) ৬ : ৯
(C) ৯ : ৬ (D) ১১ : ৫
উত্তর : (D) ১১ : ৫।
(৩৮৪২) পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তির উৎপত্তি কারণ —
(A) সূর্যের আকর্ষণ (B) আবর্তন গতি
(C) পরিক্রমণ গতি (D) চাঁদের আকর্ষণ
উত্তর : (B) আবর্তন গতি।
(৩৮৪৩) চাঁদের সর্বাধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সৃষ্ট জোয়ারকে বলে —
(A) পরোক্ষ জোয়ার (B) সৌর জোয়ার
(C) গৌণ জোয়ার (D) মুখ্য জোয়ার
উত্তর : (D) মুখ্য জোয়ার।
(৩৮৪৪) পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাবে সৃষ্ট জোয়ারকে বলে —
(A) প্রত্যক্ষ জোয়ার (B) গৌণ জোয়ার
(C) চান্দ্র জোয়ার (D) মুখ্য জোয়ার
উত্তর : (B) গৌণ জোয়ার।
(৩৮৪৫) ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে ২৪ ঘণ্টায় জোয়ার হয় —
(A) ১ বার (B) ২ বার
(C) ৩ বার (D) ৪ বার
উত্তর : (B) ২ বার।
(৩৮৪৬) দুটি মুখ্য বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে —
(A) ১২ ঘন্টা ২৪ মিনিট (B) ৬ ঘন্টা ১২ মিনিট
(C) ২৪ ঘন্টা ৪৮ মিনিট (D) ৩ ঘন্টা ৬ মিনিট
উত্তর : (C) ২৪ ঘন্টা ৪৮ মিনিট।
(৩৮৪৭) একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান থাকে —
(A) ২৪ ঘন্টা ৪৮ মিনিট (B) ৩ ঘন্টা ৬ মিনিট
(C) ১২ ঘন্টা ২৪ মিনিট (D) ৬ ঘন্টা ১২ মিনিট
উত্তর : (C) ১২ ঘন্টা ২৪ মিনিট।
(৩৮৪৮) একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান থাকে —
(A) ৩ ঘন্টা ৬ মিনিট (B) ৬ ঘন্টা ১২ মিনিট
(C) ১২ ঘন্টা ২৪ মিনিট (D) ২৪ ঘন্টা ৪৮ মিনিট
উত্তর : (B) ৬ ঘন্টা ১২ মিনিট।
(৩৮৪৯) চাঁদ ও সূর্যের আকর্ষণ স্থানের প্রতিপাদ স্থানে সৃষ্ট জোয়ার হল —
(A) চান্দ্র জোয়ার (B) গৌণ জোয়ার
(C) মুখ্য জোয়ার (D) প্রত্যক্ষ জোয়ার
উত্তর : (B) গৌণ জোয়ার।
(৩৮৫০) চাঁদ, সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলে —
(A) সিজিগি (B) সংযোগ
(C) প্রতিযোগ (D) সমাবরণ
উত্তর : (A) সিজিগি।
(WBSSC SLST GEOGRAPHY PART-77)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-78 - ভূগোলিকা-Bhugolika