WBSSC SLST GEOGRAPHY PART-76
WBSSC SLST GEOGRAPHY PART-76
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-76) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৭৫১) একটি ক্ষয়জাত মহীঢালের উদাহরণ হল —
(A) হাডসন উপসাগরীয় মহীঢাল (B) কেপ হ্যাটেরাস মহীঢাল
(C) ভূমধ্যসাগরীয় মহীঢাল (D) উপরের সবকটিই
উত্তর : (C) ভূমধ্যসাগরীয় মহীঢাল।
(৩৭৫২) মহীঢালের সর্বনিম্ন বিস্তৃতি দেখা যায় —
(A) ভূমধ্যসাগরে (B) কৃষ্ণ সাগরে
(C) আটলান্টিক মহাসাগরে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৭৫৩) মহাদেশ ও মহাসাগরের সন্ধিক্ষেত্র হল —
(A) মহীসোপান (B) মহীঢাল
(C) মহীজাগান (D) মহীমঞ্চ
উত্তর : (B) মহীঢাল।
(৩৭৫৪) মহাদেশীয় ভূ-ত্বকের প্রকৃত শেষ সীমা হল —
(A) মহীসোপান (B) মহীমঞ্চ
(C) মহীঢাল (D) মহীতল
উত্তর : (C) মহীঢাল।
(৩৭৫৫) মহীসোপান ও মহীঢালকে একত্রে বলে —
(A) মহীজাগান (B) মহীমঞ্চ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) মহীমঞ্চ।
সমুদ্র স্রোত (Ocean Current) [IX-X]
(৩৭৫৬) সমুদ্রজলের যে শতাংশ বহিঃস্রোত (Surface Current) রূপে প্রবাহিত হয় —
(A) ১০% (B) ২০%
(C) ৫০% (D) ৯০%।
উত্তর : (A) ১০%।
(৩৭৫৭) সমুদ্রজলের যে শতাংশ অন্তঃস্রোত (Deep Current) রূপে প্রবাহিত হয় —
(A) ১০% (B) ২০%
(C) ৭০% (D) ৯০%
উত্তর : (D) ৯০%।
(৩৭৫৮) সমুদ্রস্রোতের গতিবেগ থাকে ঘন্টায় —
(A) ১-২ কিমি (B) ৫-১০ কিমি
(C) ১০-১৫ কিমি (D) ১৫-২০ কিমি
উত্তর : (B) ৫-১০ কিমি।
(৩৭৫৯) যে সূত্র অনুসারে সমুদ্রস্রোতগুলি প্রবাহিত হয় —
(A) কোপেন সূত্র (B) হ্যাডলি সূত্র
(C) ফেরেলের সূত্র (D) নিউটনের সূত্র
উত্তর : (C) ফেরেলের সূত্র।
(৩৭৬০) যে স্তরের ওপর বহিঃস্রোত প্রবাহিত হয় —
(A) পিকনোক্লাইন (B) হ্যালোক্লাইন
(C) থার্মোক্লাইন (D) ইকোক্লাইন
উত্তর : (A) পিকনোক্লাইন।
(৩৭৬১) সমুদ্রস্রোতে জলপ্রবাহ পরিমাপের একক হল —
(A) পিন্ট (B) গ্যালন
(C) কোয়ার্ট (D) সারড্রাপ
উত্তর : (D) সারড্রাপ।
(৩৭৬২) ১ সারড্রাপ (Sverdrup) সমান প্রতি সেকেন্ডে যে পরিমাণ জলপ্রবাহ —
(A) ১ লক্ষ ঘনমিটার (B) ৫ লক্ষ ঘনমিটার
(C) ১০ লক্ষ ঘনমিটার (D) ২০ লক্ষ ঘনমিটার
উত্তর : (C) ১০ লক্ষ ঘনমিটার।
(৩৭৬৩) যে গভীরতায় উষ্ণ সমুদ্রস্রোত (Warm Current) প্রবাহিত হয় —
(A) ১০০-৫০০ মিটার (B) ২০০-৭০০ মিটার
(C) ১০০-২০০ মিটার (D) ২০০-১০০০ মিটার
উত্তর : (C) ১০০-২০০ মিটার।
(৩৭৬৪) যে গভীরতায় শীতল সমুদ্রস্রোত (Cold Current) প্রবাহিত হয় —
(A) ১০০-৫০০ মিটার (B) ২০০-৭০০ মিটার
(C) ১০০-২০০ মিটার (D) ২০০-১০০০ মিটার
উত্তর : (D) ২০০-১০০০ মিটার।
(৩৭৬৫) একটি বহিঃস্রোতের উদাহরণ —
(A) বেরিং স্রোত (B) ক্যানারি স্রোত
(C) ল্যাব্রাডর স্রোত (D) উপসাগরীয় স্রোত
উত্তর : (D) উপসাগরীয় স্রোত।
(৩৭৬৬) একটি অন্তঃস্রোতের উদাহরণ —
(A) ইরমিঙ্গার স্রোত (B) ব্রাজিল স্রোত
(C) ল্যাব্রাডর স্রোত (D) সোমালি স্রোত
উত্তর : (C) ল্যাব্রাডর স্রোত।
(৩৭৬৭) সমুদ্র স্রোত (Ocean Current) সৃষ্টির প্রধান কারণ —
(A) নিয়ত বায়ুপ্রবাহ (B) পৃথিবীর আবর্তন গতি
(C) চাঁদ ও সূর্যের আকর্ষণ (D) মহাসাগরীয় আলোড়ন
উত্তর : (A) নিয়ত বায়ুপ্রবাহ।
(৩৭৬৮) উষ্ণ সমুদ্রস্রোতের উৎপত্তিস্থল —
(A) নাতিশীতোষ্ণ সমুদ্র (B) ক্রান্তীয় সমুদ্র
(C) মেরু সমুদ্র (D) উপমেরু সমুদ্র
উত্তর : (B) ক্রান্তীয় সমুদ্র।
(৩৭৬৯) শীতল সমুদ্রস্রোতের উৎপত্তিস্থল —
(A) মেরু সমুদ্র (B) উপক্রান্তীয় সমুদ্র
(C) ক্রান্তীয় সমুদ্র (D) নাতিশীতোষ্ণ সমুদ্র
উত্তর : (A) মেরু সমুদ্র।
(৩৭৭০) একটি উষ্ণ সমুদ্রস্রোত হল —
(A) আগুলহাস স্রোত (B) বেরিং স্রোত
(C) ল্যাব্রাডর স্রোত (D) ক্যানারি স্রোত
উত্তর : (A) আগুলহাস স্রোত।
(৩৭৭১) একটি শীতল সমুদ্রস্রোত হল —
(A) ল্যাব্রাডর স্রোত (B) মাদাগাস্কার স্রোত
(C) ফ্লোরিডা স্রোত (D) ব্রাজিল স্রোত
উত্তর : (A) ল্যাব্রাডর স্রোত।
(৩৭৭২) বায়ুর মোট শক্তির যে অংশ সমুদ্রস্রোতের উৎপত্তি ঘটায় —
(A) ১-২% (B) ২-৪%
(C) ৪-৬% (D) ৬-৮%
উত্তর : (B) ২-৪%।
(৩৭৭৩) বহিঃস্রোতের উৎপত্তি হয় —
(A) নাতিশীতোষ্ণ সমুদ্রে (B) উপমেরু সমুদ্রে
(C) নিরক্ষীয় সমুদ্রে (D) মেরু সমুদ্রে
উত্তর : (C) নিরক্ষীয় সমুদ্রে।
(৩৭৭৪) অন্তঃস্রোতের উৎপত্তি হয় —
(A) নাতিশীতোষ্ণ সমুদ্রে (B) মেরু সমুদ্রে
(C) নিরক্ষীয় সমুদ্রে (D) ক্রান্তীয় সমুদ্রে
উত্তর : (B) মেরু সমুদ্রে।
(৩৭৭৫) একটি উষ্ণ সমুদ্রস্রোতের উদাহরণ —
(A) ইরমিঙ্গার স্রোত (B) বেঙ্গুয়েলা স্রোত
(C) ফকল্যান্ড স্রোত (D) ক্যানারি স্রোত
উত্তর : (A) ইরমিঙ্গার স্রোত।
(WBSSC SLST GEOGRAPHY PART-76)
(৩৭৭৬) একটি শীতল সমুদ্রস্রোতের উদাহরণ —
(A) মোজাম্বিক স্রোত (B) ইরমিঙ্গার স্রোত
(C) কুরোশিও স্রোত (D) ক্যানারি স্রোত
উত্তর : (D) ক্যানারি স্রোত।
(৩৭৭৭) মহাসাগরে উষ্ণ ও শীতল স্রোতের সীমারেখা হল —
(A) হিমশৈল (B) হিমপ্রাচীর
(C) মগ্নচড়া (D) জায়র
উত্তর : (B) হিমপ্রাচীর।
(৩৭৭৮) উত্তর আটলান্টিক মহাসাগরের যে দুই সমুদ্রস্রোত হিমপ্রাচীর (Cold Wall) গড়ে তুলেছে —
(A) উষ্ণ আগুলহাস ও শীতল ক্যানারি স্রোত (B) উষ্ণ ব্রাজিল ও শীতল ল্যাব্রাডর স্রোত
(C) উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত (D) উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ক্যানারি স্রোত
উত্তর : (C) উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত।
(৩৭৭৯) উত্তর প্রশান্ত মহাসাগরের যে দুই সমুদ্রস্রোত হিমপ্রাচীর (Cold Wall) গড়ে তুলেছে —
(A) উষ্ণ ব্রাজিল ও শীতল ক্যানারি স্রোত (B) উষ্ণ মাদাগাস্কার ও শীতল ল্যাব্রাডর স্রোত
(C) উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত (D) উষ্ণ কুরোশিও স্রোত ও শীতল ওয়াশিও স্রোত
উত্তর : (D) উষ্ণ কুরোশিও ও শীতল ওয়াশিও স্রোত।
(৩৭৮০) মহাসাগরে সৃষ্ট চক্রাকার জলাবর্ত হল —
(A) সারড্রপ (B) জায়র
(C) সমুদ্রতরঙ্গ (D) সিজিগি
উত্তর : (B) জায়র।
(৩৭৮১) পৃথিবীর মহাসাগরগুলিতে প্রধান জায়র (Gyre) -এর সংখ্যা —
(A) ৩ টি (B) ৪ টি
(C) ৫ টি (D) ৬ টি
উত্তর : (C) ৫ টি।
(৩৭৮২) যে মহাসাগরে বৃহত্তম জায়র (Largest Gyre) দেখা যায় —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।
(৩৭৮৩) পৃথিবীর বৃহত্তম জায়র (World’s Largest Gyre) হল —
(A) উত্তর আটলান্টিক মহাসাগরীয় জায়র (B) ভারত মহাসাগরীয় জায়র
(C) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় জায়র (D) দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় জায়র
উত্তর : (C) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় জায়র।
(৩৭৮৪) যে মহাসাগরে শৈবাল সাগর (Sargasso Sea) দেখা যায় —
(A) উত্তর আটলান্টিক মহাসাগর (B) উত্তর প্রশান্ত মহাসাগর
(C) দক্ষিণ প্রশান্ত মহাসাগর (D) ভারত মহাসাগর
উত্তর : (A) উত্তর আটলান্টিক মহাসাগর।
(৩৭৮৫) পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া (World’s Largest Ocean Bank) হল —
(A) ডগার ব্যাঙ্ক (B) জর্জেস ব্যাঙ্ক
(C) গ্র্যান্ড ব্যাঙ্ক (D) রোজালিন্ড ব্যাঙ্ক
উত্তর : (C) গ্র্যান্ড ব্যাঙ্ক।
(৩৭৮৬) যে মহাসাগরে গ্র্যান্ড ব্যাঙ্ক (Grand Bank) মগ্নচড়া অবস্থিত —
(A) উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগর (B) উত্তর প্রশান্ত মহাসাগর
(C) উত্তর-পূর্ব আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ ভারত মহাসাগর
উত্তর : (A) উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগর।
(৩৭৮৭) যে দুই সমুদ্রস্রোতের মিলন অঞ্চলে গ্র্যান্ড ব্যাঙ্ক গড়ে উঠেছে —
(A) উষ্ণ উপসাগরীয় ও শীতল ক্যানারি স্রোত (B) উষ্ণ ব্রাজিল ও শীতল ল্যাব্রাডর স্রোত
(C) উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত (D) উষ্ণ ব্রাজিল ও শীতল ক্যানারি স্রোত
উত্তর : (C) উষ্ণ উপসাগরীয় ও শীতল ল্যাব্রাডর স্রোত।
(৩৭৮৮) যে সমুদ্রস্রোত ঋতুভেদে দিক পরিবর্তন করে —
(A) বেরিং স্রোত (B) ক্যানারি স্রোত
(C) ব্রাজিল স্রোত (D) মৌসুমি স্রোত
উত্তর : (D) মৌসুমি স্রোত।
(৩৭৮৯) আটাকামা মরুভূমি (Atacama Desert) সৃষ্টিতে যে সমুদ্রস্রোতের ভূমিকা রয়েছে —
(A) আগুলহাস স্রোত (B) ক্যানারি স্রোত
(C) হামবোল্ড স্রোত (D) কুরোশিও স্রোত
উত্তর : (C) হামবোল্ড স্রোত।
(৩৭৯০) কালাহারি মরুভূমি (Kalahari Desert) সৃষ্টিতে যে সমুদ্রস্রোতের ভূমিকা রয়েছে —
(A) বেঙ্গুয়েলা স্রোত (B) ব্রাজিল স্রোত
(C) মাদাগাস্কার স্রোত (D) ক্যানারি স্রোত
উত্তর : (A) বেঙ্গুয়েলা স্রোত।
(৩৭৯১) সোনোরান মরুভূমি (Sonoran Desert) সৃষ্টিতে যে সমুদ্রস্রোতের ভূমিকা রয়েছে —
(A) ইরমিঙ্গার স্রোত (B) বেরিং স্রোত
(C) ক্যালিফোর্ণিয়া স্রোত (D) ল্যাব্রাডর স্রোত।
উত্তর : (C) ক্যালিফোর্ণিয়া স্রোত।
(৩৭৯২) যে স্রোতের প্রভাবে কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রে শৈত্যপ্রবাহ ঘটে —
(A) ক্যানারি স্রোত (B) ল্যাব্রাডর স্রোত
(C) ইরমিঙ্গার স্রোত (D) বেরিং স্রোত
উত্তর : (B) ল্যাব্রাডর স্রোত।
(৩৭৯৩) যে স্রোতের প্রভাবে শীতকালে ব্রিটেনের উপকূল বরফমুক্ত থাকে —
(A) ক্যানারি স্রোত (B) উপসাগরীয় স্রোত
(C) কুরোশিও স্রোত (D) আগুলহাস স্রোত
উত্তর : (B) উপসাগরীয় স্রোত।
(৩৭৯৪) কুরোশিও স্রোত (Kuroshio Current) -এর অপর নাম —
(A) ব্রাজিল স্রোত (B) মোজাম্বিক স্রোত
(C) মাদাগাস্কার স্রোত (D) জাপান স্রোত
উত্তর : (D) জাপান স্রোত।
(৩৭৯৫) হামবোল্ড স্রোত (Humboldt Current) -এর অপর নাম —
(A) পেরু স্রোত (B) ব্রাজিল স্রোত
(C) জাপান স্রোত (D) ক্যানারি স্রোত
উত্তর : (A) পেরু স্রোত।
(৩৭৯৬) ওয়াশিও স্রোত (Oyashio Current) -এর অপর নাম —
(A) জাপান স্রোত (B) বেরিং স্রোত
(C) কিউরাইল স্রোত (D) গিনি স্রোত
উত্তর : (C) কিউরাইল স্রোত।
(৩৭৯৭) বিউফোর্ট জায়র (Beaufort Gyre) যে মহাসাগরে রয়েছে —
(A) আটলান্টিক মহাসাগর (B) উত্তর মহাসাগর
(C) দক্ষিণ মহাসাগর (D) ভারত মহাসাগর
উত্তর : (B) উত্তর মহাসাগর।
(৩৭৯৮) রস জায়র (Ross Gyre) যে মহাসাগরে রয়েছে —
(A) ভারত মহাসাগর (B) প্রশান্ত মহাসাগর
(C) উত্তর মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (D) দক্ষিণ মহাসাগর।
(৩৭৯৯) প্রশান্ত মহাসাগরের যে সমুদ্রস্রোত এল নিনোর সাথে সম্পর্কিত —
(A) হামবোল্ড স্রোত (B) বেরিং স্রোত
(C) ওয়াশিও স্রোত (D) কুরোশিও স্রোত
উত্তর : (A) হামবোল্ড স্রোত।
(৩৮০০) যে মহাসাগরে মৌসুমি স্রোত (Monsoon Current) প্রবাহিত হয় —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) দক্ষিণ মহাসাগর
উত্তর : (B) ভারত মহাসাগর।
(WBSSC SLST GEOGRAPHY PART-76)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-77 - ভূগোলিকা-Bhugolika