WBSSC SLST GEOGRAPHY PART-74
WBSSC SLST GEOGRAPHY PART-74
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭৪ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-74) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৬৫১) সমান্তরাল জলনির্গম প্রণালী (Parallal Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) নেপালের কাঠমান্ডু উপত্যকা (B) বিন্ধ্য পর্বতের ভৃগু ঢাল
(C) গোদাবরী অববাহিকা (D) ছোটোনাগপুর মালভূমি
উত্তর : (B) বিন্ধ্য পর্বতের ভৃগু ঢাল।
(৩৬৫২) অঙ্গুরীয়াকার নদী নকশা (Annular Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) নেপালের কাঠমান্ডু উপত্যকা (B) বিন্ধ্য পর্বতের ভৃগু ঢাল
(C) নর্মদা উপত্যকা (D) আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহিল
উত্তর : (D) আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহিল।
(৩৬৫৩) বিনুনিরূপী জলনির্গম প্রণালী (Braided Drainage Pattern) দেখা যায় যে নদীতে —
(A) শোন (B) তিস্তা
(C) গঙ্গা (D) লুনি
উত্তর : (B) তিস্তা।
(৩৬৫৪) বড়শি বা আঁকশিরূপী জলনির্গম প্রণালী (Barbed Drainage Pattern) -এর উদাহরণ হল —
(A) গোদাবরী ও ইন্দ্রাবতীর সঙ্গম (B) সুবর্ণরেখা ও খরকাইয়ের সঙ্গম
(C) গঙ্গা ও যমুনার সঙ্গম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৫৫) হেরিংবোন জলনির্গম প্রণালী (Herringbone Drainage Pattern) দেখা যায় যে অঞ্চলে —
(A) ঝিলাম নদীর উচ্চপ্রবাহে (B) রাপ্তি নদীর উচ্চপ্রবাহে
(C) গঙ্গা নদীর উচ্চপ্রবাহে (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৫৬) ভূমিরূপের গঠনের সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) শিলার কাঠিন্য (B) শিলার প্রবেশ্যতা
(C) শিলা-খনিজের দ্রাব্যতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৫৭) জলনির্গম প্রণালী (Drainage Pattern)-কে প্রভাবিত করে যে বিষয়টি —
(A) ভূমির প্রারম্ভিক ঢাল (B) ভূমির গঠন
(C) শিলার বিন্যাস (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৫৮) নদী নকশার বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় —
(A) নদীগুলির অভিমুখ (B) দ্বিখন্ডীকরণ অনুপাত
(C) মূল নদী ও উপনদীর সঙ্গমস্থলের কোণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৫৯) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় —
(A) মূল নদীর সাথে উপনদীগুলি সূক্ষ্ম কোণে মেশে (B) সমসত্ত্ব শিলা গঠিত অঞ্চলে দেখা যায়
(C) শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায় (D) একনত ভূগঠন অঞ্চলে দেখা যায়
উত্তর : (C) শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যায়।
(৩৬৬০) জাফরিরূপী জলনির্গম প্রণালী দেখা যায় যে ধরনের ভূগঠনে —
(A) একনত ভূগঠন (B) ভঙ্গিল ভূগঠন
(C) চ্যুতিযুক্ত ভূগঠন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৬১) মালভূমির প্রান্তীয় খাড়া ঢালে বা শৈলশিরার অতি খাড়া ঢালে যে প্রকার জলনির্গম প্রণালী গড়ে ওঠে —
(A) বৃক্ষরূপী (B) জাফরিরূপী
(C) কেন্দ্রমুখী (D) সমান্তরাল
উত্তর : (D) সমান্তরাল।
(৩৬৬২) নীলগিরি পর্বতের পূর্ব ঢালে এবং শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে যে ধরনের নদী নকশা গড়ে উঠেছে —
(A) বৃক্ষরূপী (B) সমান্তরাল
(C) জাফরিরূপী (D) কেন্দ্রমুখী
উত্তর : (B) সমান্তরাল।
(৩৬৬৩) আগ্নেয়গিরির জ্বালামুখে বা উচ্চভূমি বেষ্টিত অবনত ভূমিভাগে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে —
(A) বৃক্ষরূপী (B) সমান্তরাল
(C) জাফরিরূপী (D) কেন্দ্রমুখী
উত্তর : (D) কেন্দ্রমুখী।
(৩৬৬৪) অবশিষ্ট গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে —
(A) বৃক্ষরূপী (B) সমান্তরাল
(C) কেন্দ্রবিমুখ (D) কেন্দ্রমুখী
উত্তর : (C) কেন্দ্রবিমুখ।
(৩৬৬৫) নদীর নিম্নপ্রবাহে বা ব-দ্বীপ অঞ্চলে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে —
(A) কেন্দ্রবিমুখ (B) বিনুনিরূপী
(C) সমান্তরাল (D) জাফরিরূপী
উত্তর : (B) বিনুনিরূপী।
(৩৬৬৬) ক্ষয়প্রাপ্ত গম্বুজ জাতীয় উচ্চভূমিতে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে —
(A) বিনুনিরূপী (B) বৃক্ষরূপী
(C) অঙ্গুরীয়াকার (D) পিনেট
উত্তর : (C) অঙ্গুরীয়াকার।
(৩৬৬৭) সমান্তরাল ভূগঠন অঞ্চলে পরিণত পর্যায়ে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে —
(A) সমান্তরাল (B) বৃক্ষরূপী
(C) কেন্দ্রমুখী (D) কেন্দ্রবিমুখ
উত্তর : (B) বৃক্ষরূপী।
(৩৬৬৮) সমান্তরাল ভূগঠন অঞ্চলে যে ভূমিরূপ দেখা যায় —
(A) ঢাল ও সোপান (B) এসপ্ল্যানেড
(C) হগব্যাক (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৬৯) নদীতট থেকে বহুদূরে অবস্থিত ভৃগু ও নদীখাতের মধ্যবর্তী প্রশস্ত সমতল মঞ্চকে বলে —
(A) হগব্যাক (B) এসপ্ল্যানেড
(C) কুয়েস্তা (D) ভ্যালি-ইন-লায়ার
উত্তর : (B) এসপ্ল্যানেড।
(৩৬৭০) ভ্যালি-ইন-লায়ার (Valley-in-lier) গড়ে ওঠে যে ভূগঠনে —
(A) সমান্তরাল (B) একনত
(C) ভঙ্গিল (D) চ্যুতিযুক্ত
উত্তর : (B) একনত৷
(৩৬৭১) একনত ভূগঠনে প্রধান অনুগামী নদীর নিম্নক্ষয়ের ফলে উপত্যকা বরাবর দুর্বলতর শিলা উন্মুক্ত হলে, তাকে বলে —
(A) ভ্যালি-ইন-লায়ার (B) কুয়েস্তা
(C) এসপ্ল্যানেড (D) হগব্যাক
উত্তর : (A) ভ্যালি-ইন-লায়ার।
(৩৬৭২) অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী ও পুনর্ভবা নদী মিলে যে নদী নকশা তৈরি করে —
(A) বৃক্ষরূপী (B) বিনুনিরূপী
(C) জাফরিরূপী (D) কেন্দ্রমুখী
উত্তর : (C) জাফরিরূপী।
(৩৬৭৩) আয়াম শৈলশিরার নতিঢাল ও ভৃগুঢাল বা বিপরীত নতিঢাল উভয়ই খাড়া হলে, তাকে বলে —
(A) হগব্যাক (B) কুয়েস্তা
(C) এসপ্ল্যানেড (D) মেসা
উত্তর : (A) হগব্যাক।
(৩৬৭৪) আয়াম শৈলশিরার নতিঢাল মৃদু ও ভৃগুঢাল বা বিপরীত নতিঢাল খাড়া হলে, তাকে বলে —
(A) হগব্যাক (B) কুয়েস্তা
(C) এসপ্ল্যানেড (D) মেসা
উত্তর : (B) কুয়েস্তা।
(৩৬৭৫) চ্যুতিযুক্ত ভূগঠনে যে ধরনের নদী নকশা গড়ে ওঠে —
(A) বৃক্ষরূপী (B) বিনুনিরূপী
(C) আয়তাকার (D) কেন্দ্রমুখী
উত্তর : (C) আয়তাকার।
(WBSSC SLST GEOGRAPHY PART-74)
ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (Geomorphic Hazards) [XI-XII]
(৩৬৭৬) ভূগাঠনিক নিয়ন্ত্রকগুলির প্রভাবে ভূপৃষ্ঠের বা ভূদৃশ্যের আকস্মিক রূপ পরিবর্তনকে বলে —
(A) পরিবেশগত দুর্যোগ (B) রাজনৈতিক দুর্যোগ
(C) ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (D) জৈবিক দুর্যোগ।
উত্তর : (C) ভূরূপতাত্ত্বিক দুর্যোগ।
(৩৬৭৭) ‘Geomorphology & Natural Hazards’ (১৯৯৪) গ্রন্থটি রচনা করেন —
(A) জেমস হাটন (B) ওলাভ স্লেইমেকার
(C) পল এ. গ্যারেস (D) এডওয়ার্ড সুয়েস
উত্তর : (C) পল এ. গ্যারেস।
(৩৬৭৮) ‘Geomorphic Hazards’ (১৯৯৬) গ্রন্থটি রচনা করেন —
(A) ওলাভ স্লেইমেকার (B) পল এ. গ্যারেস
(C) জেমস হাটন (D) এডওয়ার্ড সুয়েস
উত্তর : (A) ওলাভ স্লেইমেকার।
(৩৬৭৯) ওলাভ স্লেইমেকার (Olav Slaymaker) যে সালে ভূরূপতাত্ত্বিক দুর্যোগের শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৯৪ (B) ১৯৯৫
(C) ১৯৯৬ (D) ১৯৯৭
উত্তর : (C) ১৯৯৬।
(৩৬৮০) স্লেইমেকার (১৯৯৬) -এর মতে, ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (Geomorphic Hazards) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।
(৩৬৮১) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) আগ্নেয় প্রক্রিয়া (B) ভূমিকম্প
(C) ভূমিক্ষয় (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৮২) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) হিমানী সম্প্রপাত (B) ভূমিধ্বস
(C) ভূমিকম্প (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৬৮৩) জলবায়ু ও ভূমি-ব্যবহার পরিবর্তন ঘটিত ভূরূপতাত্ত্বিক দুর্যোগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) আগ্নেয় প্রক্রিয়া (B) ভূমিকম্প
(C) ভূমিক্ষয় (D) A ও B উভয়ই
উত্তর : (C) ভূমিক্ষয়।
(৩৬৮৪) লাভা প্রবাহের ফলে ভূদৃশ্যের পরিবর্তন যে প্রকার ভূরূপতাত্ত্বিক দুর্যোগের উদাহরণ —
(A) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (B) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ।
(৩৬৮৫) পার্বত্য অঞ্চলে ভূমিধ্বসের ফলে ভূদৃশ্যের পরিবর্তন যে প্রকার ভূরূপতাত্ত্বিক দুর্যোগের উদাহরণ —
(A) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (B) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগ।
(৩৬৮৬) পাইরোক্লাস্টিক প্রবাহের ফলে ভূদৃশ্যের পরিবর্তন যে প্রকার ভূরূপতাত্ত্বিক দুর্যোগের উদাহরণ —
(A) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (B) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ।
(৩৬৮৭) কার্স্ট অঞ্চলে সিঙ্কহোল গঠনের ফলে ভূদৃশ্যের পরিবর্তন যে প্রকার ভূরূপতাত্ত্বিক দুর্যোগের উদাহরণ —
(A) অভ্যন্তরীণ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ (B) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগ
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) বাহ্যিক ভূরূপতাত্ত্বিক দুর্যোগ।
(৩৬৮৮) জলবায়ু ও ভূমি-ব্যবহার পরিবর্তন ঘটিত ভূরূপতাত্ত্বিক দুর্যোগের কারণ হল —
(A) অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন (B) অতিরিক্ত হারে জলসেচ
(C) অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৩৬৮৯) ‘Geomorphology, Human Activity and Global Environmental Change’ (২০০০) গ্রন্থটি রচনা করেন —
(A) ওলাভ স্লেইমেকার (B) জেমস হাটন
(C) এডওয়ার্ড সুয়েস (D) পল এ. গ্যারেস
উত্তর : (A) ওলাভ স্লেইমেকার।
(৩৬৯০) ‘Environmental Changes and Geomorphic Hazards’ (২০০৮) গ্রন্থটি রচনা করেন —
(A) নরেন্দ্র সিং (B) রাজেন্দ্র সিং
(C) মহেন্দ্র সিং (D) সুরেন্দ্র সিং
উত্তর : (D) সুরেন্দ্র সিং।
(৩৬৯১) ইন্টারন্যাশনাল সেন্টার ফর জিওহ্যাজার্ডস্ (International Centre for Geohazards) স্থাপিত হয় যে সালে —
(A) ২০০০ (B) ২০০১
(C) ২০০২ (D) ২০০৩
উত্তর : (C) ২০০২।
(৩৬৯২) ইন্টারন্যাশনাল সেন্টার ফর জিওহ্যাজার্ডস্ (International Centre for Geohazards) যে দেশে রয়েছে —
(A) নরওয়ে (B) ফিনল্যান্ড
(C) সুইডেন (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) নরওয়ে।
(৩৬৯৩) নোভাক (NOVAC) প্রকল্পটি যে বিষয়টির সাথে সম্পর্কিত —
(A) সুনামি (B) আগ্নেয়গিরি
(C) ভূমিকম্প (D) বন্যা
উত্তর : (B) আগ্নেয়গিরি।
(৩৬৯৪) পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে যে ভূ-রূপতাত্ত্বিক দুর্যোগ দেখা যায় —
(A) ভূমিকম্প (B) উপকূল ভাঙন
(C) ভূমিধ্বস (D) অগ্ন্যুৎপাত
উত্তর : (B) উপকূল ভাঙন।
(৩৬৯৫) নদী ভাঙনের পরিবর্তিত হারের সমীকরণ দিয়েছিলেন —
(A) লিওপোল্ড ও ম্যাডক (B) লিওপোল্ড ও ভার্নেস
(C) লিওপোল্ড ও গ্যারেস (D) লিওপোল্ড ও থর্নবেরি
উত্তর : (A) লিওপোল্ড ও ম্যাডক।
(৩৬৯৬) লিওপোল্ড ও ম্যাডক (Leopold & Maddock) যে সালে নদী ভাঙনের পরিবর্তিত হারের সমীকরণ দিয়েছিলেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (C) ১৯৫৩।
(৩৬৯৭) ১৯৮৫ সালে লাহার (Lahar) প্রবাহ ঘটেছিল যে দেশে —
(A) অস্ট্রেলিয়া (B) কলম্বিয়া
(C) আর্জেন্টিনা (D) কানাডা
উত্তর : (B) কলম্বিয়া।
(৩৬৯৮) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, দ্রুততম লাভা প্রবাহ ঘটেছিল যে আগ্নেয়গিরিতে —
(A) মাউন্ট ফুজি (B) মাউন্ট নাইরোগঙ্গো
(C) মাউন্ট কিলিমাঞ্জারো (D) ভিসুভিয়াস
উত্তর : (B) মাউন্ট নাইরোগঙ্গো।
(৩৬৯৯) ‘Slush Flow’ ভূরূপতাত্ত্বিক দুর্যোগ দেখা যায় যে দেশে —
(A) অস্ট্রেলিয়া (B) নরওয়ে
(C) মেক্সিকো (D) লিবিয়া
উত্তর : (B) নরওয়ে।
(৩৭০০) ভারতের যে রাজ্যে হিমানী সম্প্রপাত দেখা যায় —
(A) রাজস্থান (B) উত্তরাখন্ড
(C) অন্ধ্রপ্রদেশ (D) কেরালা
উত্তর : (B) উত্তরাখন্ড।
(WBSSC SLST GEOGRAPHY PART-74)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-75 - ভূগোলিকা-Bhugolika