WBSSC SLST GEOGRAPHY PART-72
WBSSC SLST GEOGRAPHY PART-72
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৭২ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-72) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৩৫৫১) অ্যালান উড (Alan Wood) যে সালে ঢাল বিবর্তন মডেল (Slope Evolution Model) দিয়েছিলেন —
(A) ১৯৪২ (B) ১৯৪৩
(C) ১৯৪৪ (D) ১৯৪৫
উত্তর : (A) ১৯৪২।
(৩৫৫২) উল্লম্ব খাড়া ঢাল (Free Face) ও ট্যালাস ঢাল (Talus Slope) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) মাইকেল সেলবি
(C) গ্রোভ কার্ল গিলবার্ট (D) অ্যালান উড
উত্তর : (D) অ্যালান উড।
(৩৫৫৩) মাইকেল সেলবি (Michael Selby) যে সালে ঢালের বিবর্তন মডেল দিয়েছিলেন —
(A) ১৯৮১ (B) ১৯৮২
(C) ১৯৮৩ (D) ১৯৮৪
উত্তর : (B) ১৯৮২।
(৩৫৫৪) ‘Hillslope Materials and Processes’ গ্রন্থটি রচনা করেন —
(A) অ্যালান উড (B) অ্যান্টনি ইয়ং
(C) মাইকেল সেলবি (D) মারি মরিসাওয়া
উত্তর : (C) মাইকেল সেলবি।
(৩৫৫৫) অ্যান্টনি ইয়ং (Anthony Young) যে সালে প্রথম ঢালের বিবর্তন মডেল দিয়েছিলেন —
(A) ১৯৬১ (B) ১৯৬২
(C) ১৯৬৩ (D) ১৯৬৪
উত্তর : (C) ১৯৬৩।
(৩৫৫৬) ‘Slopes’ (১৯৭২) গ্রন্থটি রচনা করেন —
(A) অ্যান্টনি ইয়ং (B) মারি মরিসাওয়া
(C) অ্যালান উড (D) মাইকেল সেলবি
উত্তর : (A) অ্যান্টনি ইয়ং।
(৩৫৫৭) ‘Lithological Adjustment Model’ -এর প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) লেস্টার চার্লস কিং
(C) জন টিল্টন হ্যাক (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (C) জন টিল্টন হ্যাক।
(৩৫৫৮) লেস্টার চার্লস কিং-এর মরু ক্ষয়চক্রের যে পর্যায়ে পেডিমেন্ট সৃষ্টি হয় —
(A) যৌবন পর্যায় (B) বার্ধক্য পর্যায়
(C) পরিণত পর্যায় (D) A ও B উভয়ই
উত্তর : (A) যৌবন পর্যায়।
(৩৫৫৯) ভূমিরূপ বিবর্তনে জলবায়ুগত সমতাবাদ (Climatic Uniformitarianism) ধারণা দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) গ্রোভ কার্ল গিলবার্ট
(C) জন টিল্টন হ্যাক (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (D) লেস্টার চার্লস কিং।
(৩৫৬০) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদে ‘Fastenbene’ হল যে ভূমিরূপের সমতুল —
(A) মোনাডনক (B) পেনিপ্লেন
(C) ইনসেলবার্জ (D) পেডিমেন্ট
উত্তর : (B) পেনিপ্লেন।
(৩৫৬১) গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্য তত্ত্ব (Dynamic Metastable Equilibrium Theory) -এর প্রবর্তক হলেন —
(A) লেস্টার চার্লস কিং (B) স্ট্যানলি আলফ্রেড স্কুম
(C) জন টিল্টন হ্যাক (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (B) স্ট্যানলি আলফ্রেড স্কুম।
(৩৫৬২) স্ট্যানলি আলফ্রেড স্কুম (Stanley Alfred Schumm) যে সালে গতিশীল ক্ষণস্থায়ী ভারসাম্য তত্ত্ব দিয়েছিলেন —
(A) ১৯৬৭ (B) ১৯৬৯
(C) ১৯৭১ (D) ১৯৭৩
উত্তর : (D) ১৯৭৩।
(৩৫৬৩) পেঙ্কের মতে, গম্বুজাকৃতি ভূমিরূপ ক্ষয়চক্রের ফলে যে ধাপবিশিষ্ট ভূমিতে পরিণত হয়, তাকে বলে —
(A) গ্রসফল্ট (B) ট্রেপেন
(C) প্রাইমারাম্ফ (D) এন্ডরাম্ফ
উত্তর : (B) ট্রেপেন।
(৩৫৬৪) সমোচ্চ শীর্ষদেশ তল (Accordant Summit Level) ধারণাটি দিয়েছিলেন —
(A) জন টিল্টন হ্যাক (B) ওয়ালথার পেঙ্ক
(C) লেস্টার চার্লস কিং (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (A) জন টিল্টন হ্যাক।
(৩৫৬৫) সরলরৈখিক ঢাল (Rectilinear Slope) -এর ধারণাটি দিয়েছিলেন —
(A) জন টিল্টন হ্যাক (B) ওয়ালথার পেঙ্ক
(C) লেস্টার চার্লস কিং (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (B) ওয়ালথার পেঙ্ক।
(৩৫৬৬) জটিল সাড়ার ধারণা (Concept of Complex Response) এবং ভূ-রূপতাত্ত্বিক সংকটমাত্রার ধারণা (Concept of Geomorphic Threshold) দিয়েছিলেন —
(A) লেস্টার চার্লস কিং (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) স্ট্যানলি আলফ্রেড স্কুম (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (C) স্ট্যানলি আলফ্রেড স্কুম।
(৩৫৬৭) ভূমিরূপের উত্থান বা মহীসোপান অঞ্চলের অবনমনের ফলে যে পুনর্যৌবন লাভ ঘটে, তাকে বলে —
(A) গতিশীল পুনর্যৌবন লাভ (B) ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ
(C) স্থিতিশীল পুনর্যৌবন লাভ (D) পর্যায়িত পুনর্যৌবন লাভ
উত্তর : (A) গতিশীল পুনর্যৌবন লাভ।
(৩৫৬৮) সমুদ্র জলতলের অবনমন বা পরিবর্তনের ফলে যে পুনর্যৌবন লাভ ঘটে, তাকে বলে —
(A) গতিশীল পুনর্যৌবন লাভ (B) ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ
(C) স্থিতিশীল পুনর্যৌবন লাভ (D) পর্যায়িত পুনর্যৌবন লাভ
উত্তর : (B) ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ।
(৩৫৬৯) নদীতে জলপ্রবাহ বৃদ্ধির ফলে নদীর নিম্নক্ষয় ক্ষমতা বৃদ্ধি পেয়ে যে পুনর্যৌবন লাভ ঘটে, তাকে বলে —
(A) গতিশীল পুনর্যৌবন লাভ (B) ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ
(C) স্থিতিশীল পুনর্যৌবন লাভ (D) পর্যায়িত পুনর্যৌবন লাভ
উত্তর : (C) স্থিতিশীল পুনর্যৌবন লাভ।
(৩৫৭০) নদীতে পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ হল —
(A) নদীমঞ্চ (B) কর্তিত নদীবাঁক
(C) ক্যানিয়ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৫৭১) পেঙ্কের মতবাদ অনুসারে, ক্রমবর্ধমান ঢাল বা ‘Waxing Slope’ বলতে বোঝায় যে ঢালকে —
(A) উত্তল ঢাল (B) সুষম ঢাল
(C) ধ্রুবক ঢাল (D) অবতল ঢাল
উত্তর : (A) উত্তল ঢাল।
(৩৫৭২) পেঙ্কের মতবাদ অনুসারে, ক্রমক্ষীয়মান ঢাল বা ‘Waning Slope’ বলতে বোঝায় যে ঢালকে —
(A) উত্তল ঢাল (B) সুষম ঢাল
(C) ধ্রুবক ঢাল (D) অবতল ঢাল
উত্তর : (D) অবতল ঢাল।
(৩৫৭৩) ক্ষয়চক্র সম্পর্কে ‘Steady State Equilibrium’ ধারণাটি দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) গ্রোভ কার্ল গিলবার্ট
(C) লেস্টার চার্লস কিং (D) জন টিল্টন হ্যাক
উত্তর : (B) গ্রোভ কার্ল গিলবার্ট।
(৩৫৭৪) উত্তল ঢাল এবং অবতল ঢাল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) গ্রোভ কার্ল গিলবার্ট
(C) লেস্টার চার্লস কিং (D) জন টিল্টন হ্যাক
উত্তর : (B) গ্রোভ কার্ল গিলবার্ট।
(৩৫৭৫) একটি চক্রীয় (Cyclic) মতবাদের উদাহরণ হল —
(A) ডেভিসের ক্ষয়চক্র মতবাদ (B) পেঙ্কের ক্ষয়চক্র মতবাদ
(C) হ্যাকের ক্ষয়চক্র মতবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(WBSSC SLST GEOGRAPHY PART-72)
(৩৫৭৬) একটি অ-চক্রীয় (Non-Cyclic) মতবাদের উদাহরণ হল —
(A) হ্যাকের ক্ষয়চক্র মতবাদ (B) স্কুমের ক্ষয়চক্র মতবাদ
(C) ডেভিসের ক্ষয়চক্র মতবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৫৭৭) চক্রীয় মতবাদগুলি যে প্রকার প্রতিক্রিয়া (Feedback)-এর ওপর অধিক গুরুত্ব দেয় —
(A) ধনাত্মক (B) ঋণাত্মক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (A) ধনাত্মক।
(৩৫৭৮) অ-চক্রীয় মতবাদগুলি যে প্রকার প্রতিক্রিয়া (Feedback)-এর ওপর অধিক গুরুত্ব দেয় —
(A) ধনাত্মক (B) ঋণাত্মক
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।
(৩৫৭৯) ভূমিরূপ বিবর্তনে ‘Ridge & Ravine Topography’ -এর কথা বলেন —
(A) ডেভিস (B) হ্যাক
(C) ক্রিকমে (D) পেঙ্ক
উত্তর : (B) হ্যাক।
(৩৫৮০) অভিকর্ষজ ঢাল এবং ধোয়াট ঢালের ধারণা দিয়েছিলেন —
(A) ডেভিস (B) হ্যাক
(C) পেঙ্ক (D) ক্রিকমে
উত্তর : (C) পেঙ্ক।
(৩৫৮১) ভূমির উত্থান হার এবং ক্ষয়ের হার পরস্পর সমান হলে, যে ঢালের সৃষ্টি হয় —
(A) ধ্রুবক ঢাল (B) উত্তল ঢাল
(C) অবতল ঢাল (D) মুক্ত ঢাল
উত্তর : (A) ধ্রুবক ঢাল।
(৩৫৮২) ‘Geomorphic forms are expressions of the phase and rate of upliftment in relation to the rate of degradation’ – বক্তব্যটি হল —
(A) ডেভিসের (B) পেঙ্কের
(C) হ্যাকের (D) স্কুমের
উত্তর : (B) পেঙ্কের।
(৩৫৮৩) ধ্রুবক ঢাল (Constant Slope) ধারণাটি দিয়েছিলেন —
(A) মাইকেল সেলবি (B) অ্যালান উড
(C) বেইলি উইলিস (D) ফ্র্যাঙ্ক অ্যানার্ট
উত্তর : (B) অ্যালান উড।
(৩৫৮৪) ‘Erosion can not wait for the completion of upliftment’ – বক্তব্যটি হল —
(A) পেঙ্কের (B) ডেভিসের
(C) হ্যাকের (D) স্কুমের
উত্তর : (A) পেঙ্কের।
(৩৫৮৫) উইলিয়াম মরিস ডেভিস যে অঞ্চলে গবেষণা করে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) অ্যাপালেশিয়ান পর্বত (B) হিমালয় পর্বত
(C) কার্পাথিয়ান পর্বত (D) ককেশাস পর্বত
উত্তর : (A) অ্যাপালেশিয়ান পর্বত।
(৩৫৮৬) উইলিয়াম মরিস ডেভিস আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দুই রাজ্যের অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলে গবেষণা করে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) পেনসিলভেনিয়া ও ওহিও (B) পেনসিলভেনিয়া ও নিউজার্সি
(C) পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়া (D) পেনসিলভেনিয়া ও কেন্টাকি
উত্তর : (C) পেনসিলভেনিয়া ও ভার্জিনিয়া।
(৩৫৮৭) উইলিয়াম মরিস ডেভিস আমেরিকা যুক্তরাষ্ট্রের যে অঞ্চলে গবেষণা করে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) গ্রেট বেসিন অঞ্চল (B) প্রেইরি অঞ্চল
(C) রকি পর্বত (D) আটলান্টিক সমভূমি
উত্তর : (A) গ্রেট বেসিন অঞ্চল।
(৩৫৮৮) ওয়ালথার পেঙ্ক যে অঞ্চলে গবেষণা করে ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) ককেশাস পর্বত (B) ড্রাকেন্সবার্গ পর্বত
(C) ব্ল্যাক ফরেস্ট পর্বত (D) আল্পস পর্বত
উত্তর : (C) ব্ল্যাক ফরেস্ট পর্বত।
(৩৫৮৯) লেস্টার চার্লস কিং যে অঞ্চলে গবেষণা করে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) দক্ষিণ আফ্রিকা (B) নাইজেরিয়া
(C) তিউনিশিয়া (D) মরক্কো
উত্তর : (A) দক্ষিণ আফ্রিকা।
(৩৫৯০) জন টিল্টন হ্যাক যে অঞ্চলে গবেষণা করে গতিশীল ভারসাম্য মতবাদ প্রকাশ করেন —
(A) ড্রাকেন্সবার্গ পর্বত (B) ককেশাস পর্বত
(C) রকি পর্বত (D) অ্যাপালেশিয়ান পর্বত
উত্তর : (D) অ্যাপালেশিয়ান পর্বত।
(৩৫৯১) কলিন হেইটার ক্রিকমে যে অঞ্চলে গবেষণা করে ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চল (B) লিবিয়ার শুষ্ক অঞ্চল
(C) মেক্সিকোর শুষ্ক অঞ্চল (D) মিশরের শুষ্ক অঞ্চল
উত্তর : (A) অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চল।
(৩৫৯২) অ্যান্ড্রু কাউপার লসন যে অঞ্চলে গবেষণা করে ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) কানাডার প্রেইরি অঞ্চল (B) আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চল
(C) ইথিওপিয়ার শুষ্ক অঞ্চল (D) আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চল
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অঞ্চল।
(৩৫৯৩) ‘Suballuvial Bench’ ধারণাটি দিয়েছিলেন —
(A) লেস্টার চার্লস কিং (B) অ্যান্ড্রু কাউপার লসন
(C) জন টিল্টন হ্যাক (D) কলিন হেইটার ক্রিকমে
উত্তর : (B) অ্যান্ড্রু কাউপার লসন।
(৩৫৯৪) Suballuvial Bench যে ভূমিরূপের সমতুল —
(A) বাজাদা (B) ক্যানিয়ন
(C) পেডিমেন্ট (D) পেনিপ্লেন
উত্তর : (C) পেডিমেন্ট।
(৩৫৯৫) স্ট্যানলি আলফ্রেড স্কুম আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধানত যে দুই রাজ্যের শুষ্ক অঞ্চলে গবেষণা করে ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) ওয়াইওমিং ও নিউ মেক্সিকো (B) ভার্জিনিয়া ও মেরিল্যান্ড
(C) ক্যালিফোর্ণিয়া ও নিউ মেক্সিকো (D) মিসিসিপি ও টেক্সাস
উত্তর : (A) ওয়াইওমিং ও নিউ মেক্সিকো।
(৩৫৯৬) পুনর্যৌবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর যে অংশে পুরানো উপত্যকার মৃদু ঢাল এবং নতুন উপত্যকার খাড়া ঢাল মিলিত হয়, তাকে বলে —
(A) বাল্ক পয়েন্ট (B) স্লোপ পয়েন্ট
(C) নিক পয়েন্ট (D) স্ট্রিম পয়েন্ট
উত্তর : (C) নিক পয়েন্ট।
(৩৫৯৭) নিক পয়েন্ট (Knick Point) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) রিচার্ড চোরলে (B) এলেন নফ
(C) রবার্ট পার্কার (D) ডেভিড লিনটন
উত্তর : (B) এলেন নফ।
(৩৫৯৮) এলেন নফ (Ellen Knopf) যে সালে নিক পয়েন্ট শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯২৪ (B) ১৯২৫
(C) ১৯২৬ (D) ১৯২৭
উত্তর : (A) ১৯২৪।
(৩৫৯৯) নিক বিন্দু বা নিক পয়েন্ট বরাবর গঠিত হয় —
(A) ক্যানিয়ন (B) মন্থকূপ
(C) জলপ্রপাত (D) মিয়েন্ডার
উত্তর : (C) জলপ্রপাত।
(৩৬০০) পুনর্যৌবন লাভের ফলে নদীর নিম্নক্ষয় ক্ষমতা বৃদ্ধির কারণে দুই দিকে খাড়া ঢাল সৃষ্টি করে নদীবাঁক কেটে বসে গেলে, তাকে বলে —
(A) দ্বিচক্র উপত্যকা (B) বিসদৃশ নদীমঞ্চ
(C) কর্তিত নদীবাঁক (D) সদৃশ নদীমঞ্চ
উত্তর : (C) কর্তিত নদীবাঁক।
(WBSSC SLST GEOGRAPHY PART-72)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-73 - ভূগোলিকা-Bhugolika