WBSSC SLST GEOGRAPHY PART-69
WBSSC SLST GEOGRAPHY PART-69
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬৯-তে (WBSSC SLST GEOGRAPHY PART-69) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
স্বাভাবিক ক্ষয়চক্র (Normal Cycle of Erosion) ; পুনর্যৌবন (Rejuvenation) [IX-X] ; চক্রীয় ও অচক্রীয় ধারণা (Cyclic & Non-Cyclic Concepts) ; ভূমিরূপ বিবর্তন (Landscape Evolution) [XI-XII]
(৩৪০১) ক্ষয়চক্র (Cycle of Erosion) -এর ধারণা সর্বপ্রথম দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) জেমস হাটন
(C) চার্লস ডারউইন (D) হার্বার্ট স্পেনসার
উত্তর : (B) জেমস হাটন।
(৩৪০২) যে সালে জেমস হাটন সর্বপ্রথম ক্ষয়চক্র (Cycle of Erosion) -এর ধারণা দিয়েছিলেন —
(A) ১৭৮১ (B) ১৭৮৩
(C) ১৭৮৫ (D) ১৭৮৭
উত্তর : (C) ১৭৮৫।
(৩৪০৩) যে গ্রন্থে জেমস হাটন ক্ষয়চক্র (Cycle of Erosion) ধারণা দিয়েছিলেন —
(A) জিওলজি অফ দ্য আর্থ (B) প্রিন্সিপালস্ অফ জিওলজি
(C) নেচার অফ দ্য আর্থ (D) থিওরি অফ দ্য আর্থ
উত্তর : (D) থিওরি অফ দ্য আর্থ।
(৩৪০৪) ‘বর্তমানই অতীতের চাবিকাঠি’ (Present is the Key to the Past) উক্তিটি যার —
(A) হার্বার্ট স্পেনসার (B) চার্লস ডারউইন
(C) জেমস হাটন (D) উইলিয়াম মরিস ডেভিস
উত্তর : (C) জেমস হাটন।
(৩৪০৫) বিপর্যয়বাদ (Catastrophism) ধারণা দিয়েছিলেন —
(A) জেমস হাটন (B) জর্জেস ক্যুভিয়ার
(C) চার্লস ডারউইন (D) হার্বার্ট স্পেনসার
উত্তর : (B) জর্জেস ক্যুভিয়ার।
(৩৪০৬) সমতাবাদ (Uniformitarianism) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) জেমস হাটন (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) চার্লস ডারউইন (D) হার্বার্ট স্পেনসার
উত্তর : (A) জেমস হাটন।
(৩৪০৭) সমতাবাদ (Uniformitarianism) এবং বিপর্যয়বাদ (Catastrophism) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) হার্বার্ট স্পেনসার (B) উইলিয়াম হিওয়েল
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) জেমস হাটন
উত্তর : (B) উইলিয়াম হিওয়েল।
(৩৪০৮) উইলিয়াম হিওয়েল (William Whewell) যে সালে সমতাবাদ (Uniformitarianism) এবং বিপর্যয়বাদ (Catastrophism) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৩০ (B) ১৮৩১
(C) ১৮৩২ (D) ১৮৩৩
উত্তর : (C) ১৮৩২।
(৩৪০৯) সমতাবাদ (Uniformitarianism) ধারণা সম্পর্কে যে বক্তব্যটি সঠিক নয় —
(A) ভূতাত্ত্বিক ঘটনার ইতিহাস চক্রাকার পদ্ধতিতে পুনরাবৃত্তি ঘটে (B) প্রধান ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলি হল ক্ষয়, সঞ্চয়, সন্নিবেশন ও উত্থান
(C) ভূতাত্ত্বিক পরিবর্তন প্রক্রিয়া সর্বদাই ক্রিয়াশীল নয় (D) ভূতাত্ত্বিক পরিবর্তন প্রক্রিয়া ধীরগতিতে ঘটে
উত্তর : (C) ভূতাত্ত্বিক পরিবর্তন প্রক্রিয়া সর্বদাই ক্রিয়াশীল নয়।
(৩৪১০) ভৌগোলিক ক্ষয়চক্র (Geographical Cycle of Erosion) বা স্বাভাবিক ক্ষয়চক্র (Normal Cycle of Erosion) মতবাদের প্রবক্তা হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) জেমস হাটন
(C) লেস্টার চার্লস কিং (D) ওয়ালথার পেঙ্ক
উত্তর : (A) উইলিয়াম মরিস ডেভিস।
(৩৪১১) যে সালে উইলিয়াম মরিস ডেভিস (William Moris Davis) স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) ১৮৯৮ (B) ১৮৯৯
(C) ১৯০০ (D) ১৯০১
উত্তর : (B) ১৮৯৯।
(৩৪১২) ১৮৯৯ সালে যে প্রবন্ধে উইলিয়াম মরিস ডেভিস স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) The Cycle of Erosion (B) The Cycle of Landforms
(C) The Geographical Cycle (D) The Evolution of Landscapes
উত্তর : (C) The Geographical Cycle।
(৩৪১৩) ১৮৯৯ সালে উইলিয়াম মরিস ডেভিস যে জার্নালে স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) The Journal of Geography (B) The Earth Surface
(C) The Geographical Journal (D) The Journal of Geology
উত্তর : (C) The Geographical Journal।
(৩৪১৪) সর্বপ্রথম শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র বা মরু ক্ষয়চক্র (Arid Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) জেমস হাটন (B) ডগলাস উইলসন জনসন
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) কার্ল ট্রোল
উত্তর : (C) উইলিয়াম মরিস ডেভিস।
(৩৪১৫) উইলিয়াম মরিস ডেভিস যে সালে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র (Arid Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) ১৯০৪ (B) ১৯০৫
(C) ১৯০৬ (D) ১৯০৭
উত্তর : (B) ১৯০৫।
(৩৪১৬) উইলিয়াম মরিস ডেভিস যে জার্নালে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) The Journal of Geography (B) The Earth Surface
(C) The Geographical Journal (D) The Journal of Geology
উত্তর : (D) The Journal of Geology।
(৩৪১৭) যে প্রবন্ধে উইলিয়াম মরিস ডেভিস শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) The Geographical Cycle of an Arid Climate (B) The Geographical Cycle in an Arid Climate
(C) The Cycle of Erosion of an Arid Climate (D) The Cycle of Erosion in an Arid Climate
উত্তর : (B) The Geographical Cycle in an Arid Climate।
(৩৪১৮) সর্বপ্রথম হৈমিক ক্ষয়চক্র (Glacial Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) কার্ল ট্রোল
(C) জেমস হাটন (D) ডগলাস উইলসন জনসন
উত্তর : (A) উইলিয়াম মরিস ডেভিস।
(৩৪১৯) উইলিয়াম মরিস ডেভিস যে সালে হৈমিক ক্ষয়চক্র (Glacial Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) ১৮৯৮ (B) ১৮৯৯
(C) ১৯০০ (D) ১৯০১
উত্তর : (C) ১৯০০।
(৩৪২০) ১৯০০ সালে উইলিয়াম মরিস ডেভিস যে জার্নালে হৈমিক ক্ষয়চক্র প্রকাশ করেন —
(A) Proceedings of the London Society of Natural History (B) Proceedings of the Boston Society of Natural History
(C) Proceedings of the Paris Society of Natural History (D) Proceedings of the Berlin Society of Natural History
উত্তর : (B) Proceedings of the Boston Society of Natural History।
(৩৪২১) ১৯০০ সালে উইলিয়াম মরিস ডেভিস যে প্রবন্ধে হৈমিক ক্ষয়চক্র প্রকাশ করেন —
(A) Glacial Erosion in France, Switzerland & Finland (B) Glacial Erosion in France, Switzerland & Sweden
(C) Glacial Erosion in France, Switzerland & Iceland (D) Glacial Erosion in France, Switzerland & Norway
উত্তর : (D) Glacial Erosion in France, Switzerland & Norway।
(৩৪২২) উইলিয়াম মরিস ডেভিস যে গ্রন্থে স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র এবং হৈমিক ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন, তা হল —
(A) Geographical Essays (B) The Cycle of Erosion
(C) The History of the Earth (D) Evolution of Landforms
উত্তর : (A) Geographical Essays।
(৩৪২৩) উইলিয়াম মরিস ডেভিস রচিত ‘Geographical Essays’ গ্রন্থটি প্রকাশিত হয় যে সালে —
(A) ১৯০৬ (B) ১৯০৭
(C) ১৯০৮ (D) ১৯০৯
উত্তর : (D) ১৯০৯।
(৩৪২৪) সর্বপ্রথম উপকূলীয় ক্ষয়চক্র (Coastal Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) কার্ল ট্রোল (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) জেমস হাটন (D) ডগলাস উইলসন জনসন
উত্তর : (D) ডগলাস উইলসন জনসন।
(৩৪২৫) ডগলাস উইলসন জনসন (Douglas Wilson Johnson) যে সালে উপকূলীয় ক্ষয়চক্র (Coastal Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) ১৯১৮ (B) ১৯১৯
(C) ১৯২০ (D) ১৯২১
উত্তর : (B) ১৯১৯।
(WBSSC SLST GEOGRAPHY PART-69)
(৩৪২৬) ১৯১৯ সালে ডগলাস উইলসন জনসন (Douglas Wilson Johnson) যে গ্রন্থে উপকূলীয় ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন —
(A) The Theory of Coastal Landforms (B) A Brief History of Earth’s Coast
(C) Shore Processes and Shoreline Development (D) Shoreline Development and Shore Processes
উত্তর : (C) Shore Processes and Shoreline Development।
(৩৪২৭) সর্বপ্রথম কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র (Karst Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) চার্লস কটন (B) জেমস হাটন
(C) কার্ল ট্রোল (D) জোভান কুইজিক
উত্তর : (D) জোভান কুইজিক।
(৩৪২৮) জোভান কুইজিক (Jovan Cvijić) যে সালে কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র (Karst Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) ১৯১৭ (B) ১৯১৮
(C) ১৯১৯ (D) ১৯২০
উত্তর : (B) ১৯১৮।
(৩৪২৯) জোভান কুইজিক (Jovan Cvijić) যে প্রবন্ধে কার্স্ট অঞ্চলের ক্ষয়চক্র (Karst Cycle of Erosion) মতবাদ প্রকাশ করেন —
(A) The Evolution of Karst Landforms and Underground Hydrography (B) A Brief History of Karst Cycle of Erosion
(C) The Evolution of Karst Cycle of Erosion in Europe (D) Underground Hydrography and Morphological Evolution of the Karst
উত্তর : (D) Underground Hydrography and Morphological Evolution of the Karst।
(৩৪৩০) পরি হিমবাহ ক্ষয়চক্র (Periglacial Cycle of Erosion) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) কার্ল ট্রোল (B) লুই কুক পেলটিয়ার
(C) জোভান কুইজিক (D) চার্লস কটন
উত্তর : (A) কার্ল ট্রোল।
(৩৪৩১) জার্মান ভৌগোলিক কার্ল ট্রোল (Carl Troll) যে সালে পরি হিমবাহ ক্ষয়চক্র (Periglacial Cycle of Erosion) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৪৫ (B) ১৯৪৬
(C) ১৯৪৭ (D) ১৯৪৮
উত্তর : (D) ১৯৪৮।
(৩৪৩২) সর্বপ্রথম পরি হিমবাহ ক্ষয়চক্র (Periglacial Cycle of Erosion) মতবাদ দিয়েছিলেন —
(A) কার্ল ট্রোল (B) লুই কুক পেলটিয়ার
(C) জোভান কুইজিক (D) চার্লস কটন
উত্তর : (B) লুই কুক পেলটিয়ার।
(৩৪৩৩) মার্কিন ভূতত্ত্ববিদ লুই কুক পেলটিয়ার (Louis Cook Peltier) যে সালে পরি হিমবাহ ক্ষয়চক্র (Periglacial Cycle of Erosion) মতবাদ প্রকাশ করেন —
(A) ১৯৪৮ (B) ১৯৪৯
(C) ১৯৫০ (D) ১৯৫১
উত্তর : (C) ১৯৫০।
(৩৪৩৪) একটি আবদ্ধ পদ্ধতি (Closed System) বা নিয়ম তত্ত্বের ক্ষয়চক্র মতবাদ হল —
(A) ডেভিসের মতবাদ (B) পেঙ্কের মতবাদ
(C) ক্রিকমের মতবাদ (D) হ্যাকের মতবাদ
উত্তর : (A) ডেভিসের মতবাদ।
(৩৪৩৫) একটি উন্মুক্ত পদ্ধতি (Open System) বা নিয়ম তত্ত্বের ক্ষয়চক্র মতবাদ হল —
(A) পেঙ্কের মতবাদ (B) ক্রিকমের মতবাদ
(C) ডেভিসের মতবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৩৪৩৬) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদের প্রধান প্রাকৃতিক শক্তি হল —
(A) হিমবাহ (B) বায়ুপ্রবাহ
(C) নদনদী (D) আগ্নেয়গিরি
উত্তর : (C) নদনদী।
(৩৪৩৭) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ অনুপ্রাণিত হয়েছে যে ধারণা থেকে —
(A) ক্যুভিয়ারের বিপর্যয়বাদ (B) ডারউইনের বিবর্তনবাদ
(C) কান্টের নীহারিকাবাদ (D) A ও B উভয়ই
উত্তর : (B) ডারউইনের বিবর্তনবাদ।
(৩৪৩৮) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র মতবাদ অনুসারে, ক্ষয়ের শেষ সীমা হল —
(A) পর্বতের পাদদেশ (B) মালভূমির ভৃগুতট
(C) সমুদ্রপৃষ্ঠ (D) কোনোটিই নয়
উত্তর : (C) সমুদ্রপৃষ্ঠ।
(৩৪৩৯) ক্ষয়ের শেষ সীমা (Base Level Erosion) ধারণার প্রবর্তক হলেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) ওয়ালথার পেঙ্ক
(C) জন ওয়েসলি পাওয়েল (D) জোভান কুইজিক
উত্তর : (C) জন ওয়েসলি পাওয়েল।
(৩৪৪০) নদীর অনুদৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং ভূমির ঢালের আপাত সাম্য অবস্থাকে বলে —
(A) পর্যায় (B) গঠন
(C) প্রক্রিয়া (D) কোনোটিই নয়
উত্তর : (A) পর্যায়।
(৩৪৪১) ভূমিরূপ বিবর্তনে পর্যায় (Grade) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলিয়াম মরিস ডেভিস (B) গ্রোভ কার্ল গিলবার্ট
(C) লুই কুক পেলটিয়ার (D) জন ওয়েসলি পাওয়েল
উত্তর : (B) গ্রোভ কার্ল গিলবার্ট।
(৩৪৪২) গ্রোভ কার্ল গিলবার্ট (Grove Karl Gilbert) যে সালে পর্যায় (Grade) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৭৩ (B) ১৮৭৪
(C) ১৮৭৫ (D) ১৮৭৬
উত্তর : (D) ১৮৭৬।
(৩৪৪৩) প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা ক্ষয়, বহন ও সঞ্চয়কার্যের মাধ্যমে বন্ধুর ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়াকে বলে —
(A) আবহবিকার (B) নগ্নীভবন
(C) পর্যায়ন (D) পুঞ্জিত ক্ষয়
উত্তর : (C) পর্যায়ন।
(৩৪৪৪) ভূমিরূপ বিবর্তনে পর্যায়ন (Gradation) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) চেম্বারলিন ও স্যালিসবেরি (B) ডেভিস ও গিলবার্ট
(C) ডেভিস ও পাওয়েল (D) চেম্বারলিন ও গিলবার্ট
উত্তর : (A) চেম্বারলিন ও স্যালিসবেরি।
(৩৪৪৫) চেম্বারলিন ও স্যালিসবেরি (Chamberlain & Salisbury) যে সালে পর্যায়ন (Gradation) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০১ (B) ১৯০২
(C) ১৯০৩ (D) ১৯০৪
উত্তর : (D) ১৯০৪।
(৩৪৪৬) নদীর যে ঢালে ক্ষয় বা সঞ্চয় কিছুই হয় না, তাকে বলে —
(A) উত্তল ঢাল (B) অবতল ঢাল
(C) পর্যায়িত ঢাল (D) সুষম ঢাল
উত্তর : (C) পর্যায়িত ঢাল।
(৩৪৪৭) যে নদীর বক্ষে ক্ষয় বা সঞ্চয় কিছুই হয় না, বরং গতীয় সাম্য অবস্থার সৃষ্টি হয়, তাকে বলে —
(A) অনুগামী নদী (B) অধ্যারোপিত নদী
(C) পর্যায়িত নদী (D) বিপরা নদী
উত্তর : (C) পর্যায়িত নদী।
(৩৪৪৮) পর্যায়িত ঢাল (Graded Slope) এবং পর্যায়িত নদী (Graded River) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) ওয়ালথার পেঙ্ক (B) উইলিয়াম মরিস ডেভিস
(C) জন ওয়েসলি পাওয়েল (D) জোভান কুইজিক
উত্তর : (B) উইলিয়াম মরিস ডেভিস।
(৩৪৪৯) ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের প্রধান তিনটি উপাদান (ডেভিসের ত্রয়ী) হল —
(A) গঠন, প্রক্রিয়া ও ভূমিরূপ (B) গঠন, ভূমিরূপ ও সময়
(C) গঠন, প্রক্রিয়া ও পর্যায় (D) গঠন, ভূমিরূপ ও পর্যায়
উত্তর : (C) গঠন, প্রক্রিয়া ও পর্যায়।
(৩৪৫০) ‘ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি’ (Landscape is a function of structure, process, and stage) উক্তিটি হল —
(A) ডেভিস-এর (B) পেঙ্ক-এর
(C) ক্রিকমে-এর (D) হ্যাক-এর
উত্তর : (A) ডেভিস-এর।
(WBSSC SLST GEOGRAPHY PART-69)
(WBSSC SLST GEOGRAPHY PART-69)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-70 - ভূগোলিকা-Bhugolika