Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-66

WBSSC SLST GEOGRAPHY PART-66

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-66) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-66

(৩২৫১) যে দেশে উপকূল ও সামুদ্রিক বাঁধ বা স্পিটের মধ্যবর্তী লবণাক্ত জলাভূমি ও কর্দমক্ষেত্র ওয়াতেন (Watten) নামে পরিচিত —
(A) জার্মানি (B) রাশিয়া
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (A) জার্মানি।

(৩২৫২) যে দেশে উপকূল ও সামুদ্রিক বাঁধ বা স্পিটের মধ্যবর্তী লবণাক্ত জলাভূমি ও কর্দমক্ষেত্র ওয়াদেন (Wadden) নামে পরিচিত —
(A) ফিনল্যান্ড (B) নেদারল্যান্ড
(C) স্কটল্যান্ড (D) আয়ারল্যান্ড
উত্তর : (B) নেদারল্যান্ড।

(৩২৫৩) উপকূলীয় লবণাক্ত জলাভূমি ও কর্দমক্ষেত্র যে অঞ্চলে ‘সাবখা’ (Sabkha) নামে পরিচিত —
(A) আরব উপদ্বীপ (B) উত্তর আফ্রিকা
(C) ওশিয়ানিয়া (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩২৫৪) উপকূল ও বেরিয়ার দ্বীপের মধ্যবর্তী অগভীর, লবণাক্ত জলভাগ, যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে, তাকে বলে —
(A) লেগুন (B) উপহ্রদ
(C) ক্যাজম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩২৫৫) যে দেশের ভূমধ্যসাগরীয় উপকূলের লেগুন ‘এতাং’ (Étang) নামে পরিচিত —
(A) ফ্রান্স (B) ইতালি
(C) গ্রিস (D) স্পেন
উত্তর : (A) ফ্রান্স।

(৩২৫৬) যে দেশের ভূমধ্যসাগরীয় উপকূলের লেগুন ‘আলবুফেরা’ (Albufera) নামে পরিচিত —
(A) ফ্রান্স (B) ইতালি
(C) স্পেন (D) গ্রিস
উত্তর : (C) স্পেন।

(৩২৫৭) পৃথিবীর বৃহত্তম উপকূলীয় লেগুন (World’s Largest Coastal Lagoon) হল —
(A) নিউ ক্যালেডোনিয়ান লেগুন (B) কুরোনিয়ান লেগুন
(C) গারাবোগাজকোল লেগুন (D) মারোভো লেগুন
উত্তর : (A) নিউ ক্যালেডোনিয়ান লেগুন।

(৩২৫৮) ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন (India’s Largest Coastal Lagoon) হল —
(A) পুলিকট হ্রদ (B) কোলেরু হ্রদ
(C) চিল্কা হ্রদ (D) ভেম্বানাদ হ্রদ
উত্তর : (C) চিল্কা হ্রদ।

(৩২৫৯) চিল্কা হ্রদ (Chilika Lake) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) ওড়িশা (B) গুজরাট
(C) মহারাষ্ট্র (D) কেরালা
উত্তর : (A) ওড়িশা।

(৩২৬০) ভারতের যে উপকূলে লেগুন বা উপহ্রদ কয়াল (Kayal) নামে পরিচিত —
(A) কোঙ্কণ উপকূল (B) মালাবার উপকূল
(C) করমন্ডল উপকূল (D) অন্ধ্র উপকূল
উত্তর : (B) মালাবার উপকূল।

(৩২৬১) ভারতের যে রাজ্যে লেগুন বা উপহ্রদ কয়াল (Kayal) নামে পরিচিত —
(A) ওড়িশা (B) মহারাষ্ট্র
(C) গুজরাট (D) কেরালা
উত্তর : (D) কেরালা।

(৩২৬২) সমুদ্র তরঙ্গের দৈর্ঘ্য যে এককে পরিমাপ করা হয় —
(A) মিটার (B) মাইক্রন
(C) ইঞ্চি (D) পারসেক
উত্তর : (A) মিটার।

(৩২৬৩) পৃথিবীর মোট উপকূলরেখার দৈর্ঘ্য —
(A) ৪.২ লক্ষ কিমি (B) ৫.২ লক্ষ কিমি
(C) ৬.২ লক্ষ কিমি (D) ৭.২ লক্ষ কিমি
উত্তর : (C) ৬.২ লক্ষ কিমি।

(৩২৬৪) দীর্ঘতম উপকূলরেখা রয়েছে যে দেশে —
(A) কানাডা (B) রাশিয়া
(C) ব্রাজিল (D) জাপান
উত্তর : (A) কানাডা।

(৩২৬৫) দীর্ঘতম উপকূলরেখা রয়েছে যে দ্বীপে —
(A) নিউ গিনি (B) গ্রিনল্যান্ড
(C) হোক্কাইডো (D) সাখালিন
উত্তর : (B) গ্রিনল্যান্ড।

(৩২৬৬) রোলার (Roller) বলতে বোঝায় —
(A) বৃহৎ সৈকতভূমি (B) বৃহৎ সমুদ্র তরঙ্গ
(C) বৃহৎ সমুদ্র ভৃগু (D) বৃহৎ উপসাগর
উত্তর : (B) বৃহৎ সমুদ্র তরঙ্গ।

(৩২৬৭) বৃত্তাকার বা উপবৃত্তাকার ক্ষুদ্র আকৃতির উপসাগরকে বলে —
(A) কোভ (B) ক্যাজম
(C) নচ (D) ব্লোহোল
উত্তর : (A) কোভ।

(৩২৬৮) লুলওয়ার্থ কোভ (Lulworth Cove) যে দেশের উপকূলে অবস্থিত —
(A) জার্মানি (B) ইতালি
(C) কানাডা (D) ইংল্যান্ড
উত্তর : (D) ইংল্যান্ড।

(৩২৬৯) ইংল্যান্ডের ডেভিল’স্ ফ্রাইং প্যান (Devil’s Frying Pan) যে ভূমিরূপের উদাহরণ —
(A) সমুদ্র ভৃগু (B) ব্লোহোল
(C) তরঙ্গ কর্তিত মঞ্চ (D) স্ট্যাক
উত্তর : (B) ব্লোহোল।

(৩২৭০) যে দেশে কাস্পেট পুরোভূমি (Cuspate Foreland) ‘নেস’ (Ness) নামে পরিচিত —
(A) কানাডা (B) ব্রিটেন
(C) ইতালি (D) রাশিয়া
উত্তর : (B) ব্রিটেন।

(৩২৭১) যে দেশের উপকূলে ক্ষয়প্রাপ্ত সমতলপ্রায় ভূমিকে স্ট্র্যান্ডফ্ল্যাট (Strandflat) বলে —
(A) অস্ট্রেলিয়া (B) কলম্বিয়া
(C) নরওয়ে (D) আর্জেন্টিনা
উত্তর : (C) নরওয়ে।

(৩২৭২) অবতল বাঁকযুক্ত উপকূলরেখা বা উন্মুক্ত উপসাগরকে বলে —
(A) কোভ (B) বাইট
(C) ক্যাজম (D) জিও
উত্তর : (B) বাইট।

(৩২৭৩) শোল (Shoal) বলতে বোঝায় —
(A) নিমজ্জিত বাঁধ (B) উত্থিত সমুদ্র মঞ্চ
(C) নিমজ্জিত সৈকত (D) গভীর ব্লোহোল
উত্তর : (A) নিমজ্জিত বাঁধ।

(৩২৭৪) যে দেশে ফিয়র্ড (Fjord) সদৃশ উপকূল ‘ফার্থ’ (Firth) নামে পরিচিত —
(A) স্কটল্যান্ড (B) নেদারল্যান্ড
(C) অস্ট্রেলিয়া (D) আর্জেন্টিনা
উত্তর : (A) স্কটল্যান্ড।

(৩২৭৫) যে দেশে সামুদ্রিক স্ট্যাক ‘ফ্যারাগ্লিওনি’ (Faraglioni) নামে পরিচিত —
(A) ব্রাজিল (B) জার্মানি
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (D) ইতালি।

(WBSSC SLST GEOGRAPHY PART-66)

(৩২৭৬) যে দেশে উপকূলীয় লেগুন ‘হাফ’ (Haff) নামে পরিচিত —
(A) ব্রাজিল (B) জার্মানি
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (B) জার্মানি।

(৩২৭৭) তরঙ্গ কর্তিত মঞ্চের ওপর কঠিন ক্ষয়প্রতিরোধী শিলা গঠিত টিলাকে বলে —
(A) সমুদ্র ভৃগু (B) ক্যাজম
(C) রক রিফ (D) ব্লোহোল
উত্তর : (C) রক রিফ।

(৩২৭৮) প্রধানত ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্রে চুন জাতীয় পদার্থ দ্বারা গঠিত সামুদ্রিক জীবের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে, তা হল —
(A) সমুদ্র ভৃগু (B) প্রবাল প্রাচীর
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) সামুদ্রিক স্তম্ভ
উত্তর : (B) প্রবাল প্রাচীর।

(৩২৭৯) উৎপত্তি, গঠন ও প্রকৃতি অনুসারে, প্রবাল প্রাচীর (Coral Reef) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৩২৮০) উপকূল থেকে দূরে, লেগুন বা উপহ্রদ দ্বারা বিচ্ছিন্ন, উপকূলের সমান্তরালে গড়ে ওঠা প্রবাল প্রাচীরকে বলে —
(A) পুরোদেশীয় প্রবাল প্রাচীর (B) প্রতিবন্ধক প্রবাল প্রাচীর
(C) প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩২৮১) বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর (World’s Largest Coral Reef) হল —
(A) গ্রেট বেরিয়ার রিফ (B) গ্রেট ফ্লোরিডা রিফ
(C) নিউ ক্যালেডোনিয়া রিফ (D) নিনগালু রিফ
উত্তর : (A) গ্রেট বেরিয়ার রিফ।

(৩২৮২) উপকূল সংলগ্ন অঞ্চলে সংকীর্ণ, বলায়াকারে গঠিত প্রবাল প্রাচীরকে বলে —
(A) পুরোদেশীয় প্রবাল প্রাচীর (B) প্রতিবন্ধক প্রবাল প্রাচীর
(C) প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর (D) A ও B উভয়ই
উত্তর : (C) প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর।

(৩২৮৩) সমুদ্রে উপহ্রদ বা লেগুন পরিবেষ্টনকারী বৃত্তাকার বা প্রায় বৃত্তাকার প্রবাল প্রাচীরকে বলে —
(A) অ্যাটল (B) বেরিয়ার রিফ
(C) ফ্রিঞ্জিং রিফ (D) প্যাচ রিফ
উত্তর : (A) অ্যাটল।

(৩২৮৪) পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর (World’s Longest Coral Reef) হল —
(A) গ্রেট বেরিয়ার রিফ (B) গ্রেট ফ্লোরিডা রিফ
(C) নিউ ক্যালেডোনিয়া রিফ (D) নিনগালু রিফ
উত্তর : (A) গ্রেট বেরিয়ার রিফ।

(৩২৮৫) বিশ্বের বৃহত্তম পুরোদেশীয় প্রবাল প্রাচীর (World’s Largest Barrier Reef) হল —
(A) গ্রেট বেরিয়ার রিফ (B) গ্রেট ফ্লোরিডা রিফ
(C) নিউ ক্যালেডোনিয়া রিফ (D) নিনগালু রিফ
উত্তর : (A) গ্রেট বেরিয়ার রিফ।

(৩২৮৬) বিশ্বের বৃহত্তম প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর (World’s Largest Fringing Reef) হল —
(A) গ্রেট বেরিয়ার রিফ (B) গ্রেট ফ্লোরিডা রিফ
(C) নিউ ক্যালেডোনিয়া রিফ (D) নিনগালু রিফ
উত্তর : (D) নিনগালু রিফ।

(৩২৮৭) গ্রেট বেরিয়ার রিফ (Great Barrier Reef) ও নিনগালু রিফ (Ningaloo Reef) যে দেশের উপকূলে অবস্থিত —
(A) অস্ট্রেলিয়া (B) কেনিয়া
(C) রাশিয়া (D) আর্জেন্টিনা
উত্তর : (A) অস্ট্রেলিয়া।

(৩২৮৮) যে মহাসাগরে সর্বাধিক সংখ্যক অ্যাটল (Atoll) দেখা যায় —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩২৮৯) মোট আয়তন অনুসারে, বিশ্বের বৃহত্তম উত্থিত অ্যাটল (World’s Largest Raised Atoll) হল —
(A) অ্যালডাবরা অ্যাটল (B) লিফু অ্যাটল
(C) কিরিটিমাটি অ্যাটল (D) হুভাধু অ্যাটল
উত্তর : (B) লিফু অ্যাটল।

(৩২৯০) লিফু অ্যাটল (Lifou Atoll) যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(৩২৯১) স্থল আয়তন অনুসারে, পৃথিবীর বৃহত্তম অ্যাটল (World’s Largest Atoll by Land Area) হল —
(A) অ্যালডাবরা অ্যাটল (B) লিফু অ্যাটল
(C) কিরিটিমাটি অ্যাটল (D) হুভাধু অ্যাটল
উত্তর : (C) কিরিটিমাটি অ্যাটল।

(৩২৯২) কিরিটিমাটি অ্যাটল (Kiritimati Atoll) যে দেশের অন্তর্গত —
(A) অস্ট্রেলিয়া (B) কিরিবাটি
(C) আর্জেন্টিনা (D) নাউরু
উত্তর : (B) কিরিবাটি।

(৩২৯৩) বিশ্বের যে অ্যাটলে সর্বাধিক সংখ্যক দ্বীপ রয়েছে —
(A) অ্যালডাবরা অ্যাটল (B) লিফু অ্যাটল
(C) কিরিটিমাটি অ্যাটল (D) হুভাধু অ্যাটল
উত্তর : (D) হুভাধু অ্যাটল।

(৩২৯৪) হুভাধু অ্যাটল (Huvadhu Atoll) যে দেশের অন্তর্গত —
(A) কিরিবাটি (B) নাউরু
(C) মালদ্বীপ (D) টুভালু
উত্তর : (C) মালদ্বীপ।

(৩২৯৫) পৃথিবীর বৃহত্তম অ্যাটল কাঠামো (World’s Largest Atoll Structure) হল —
(A) গ্রেট চাগোস ব্যাঙ্ক (B) সাবালানা ব্যাঙ্ক
(C) রোজালিন্ড ব্যাঙ্ক (D) গ্রেট বাহামা ব্যাঙ্ক
উত্তর : (A) গ্রেট চাগোস ব্যাঙ্ক।

(৩২৯৬) গ্রেট চাগোস ব্যাঙ্ক (Great Chagos Bank) যে মহাসাগরে অবস্থিত —
(A) প্রশান্ত মহাসাগর (B) ভারত মহাসাগর
(C) আটলান্টিক মহাসাগর (D) উত্তর মহাসাগর
উত্তর : (B) ভারত মহাসাগর।

(৩২৯৭) বিশ্বের উত্তরতম অ্যাটল (World’s Northernmost Atoll) হল —
(A) কুরে অ্যাটল (B) রাঙ্গিরোয়া অ্যাটল
(C) লিফু অ্যাটল (D) কিরিটিমাটি অ্যাটল
উত্তর : (A) কুরে অ্যাটল।

(৩২৯৮) বিশ্বের দক্ষিণতম অ্যাটল (World’s Southernmost Atoll) হল —
(A) এলিজাবেথ রিফ (B) আমাজন রিফ
(C) গ্রেট ফ্লোরিডা রিফ (D) কিংম্যান রিফ
উত্তর : (A) এলিজাবেথ রিফ।

(৩২৯৯) মেসো আমেরিকান বেরিয়ার রিফ (Meso American Barrier Reef) অপর যে নামে পরিচিত —
(A) গ্রেট ফ্লোরিডা রিফ (B) মিনার্ভা রিফ
(C) গ্রেট মায়ান রিফ (D) কিংম্যান রিফ
উত্তর : (C) গ্রেট মায়ান রিফ।

(৩৩০০) মেসো আমেরিকান বেরিয়ার রিফ যে ৪ টি দেশের উপকূলে অবস্থিত —
(A) মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, হন্ডুরাস (B) মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, কোস্টারিকা
(C) মেক্সিকো, বেলিজ, কোস্টারিকা, নিকারাগুয়া (D) মেক্সিকো, বেলিজ, হন্ডুরাস, কোস্টারিকা
উত্তর : (A) মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, হন্ডুরাস।

(WBSSC SLST GEOGRAPHY PART-66)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-65

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-66

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!