Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-65

WBSSC SLST GEOGRAPHY PART-65

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬৫ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-65) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-65

(৩২০১) ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে দ্বীপের উপকূলে হাওড়া ব্রিজ (Howrah Bridge) নামক সামুদ্রিক খিলান (Sea Arch) রয়েছে —
(A) বারাটাং দ্বীপ (B) হ্যাভলক দ্বীপ/স্বরাজ দ্বীপ
(C) মায়াবন্দর দ্বীপ (D) নীল দ্বীপ/শহীদ দ্বীপ
উত্তর : (D) নীল দ্বীপ/শহীদ দ্বীপ।

(৩২০২) সমুদ্র তরঙ্গের আঘাতে সামুদ্রিক খিলানের ওপরের অংশ ভেঙে পড়লে, অগভীর সমুদ্রে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত স্তম্ভকে বলে —
(A) স্ট্যাক (B) স্টাম্প
(C) জিও (D) ক্যাজম
উত্তর : (A) স্ট্যাক।

(৩২০৩) স্ট্যাক (Stack) -এর ক্ষয়জাত অবশিষ্ট অংশকে বলে —
(A) জিও (B) ক্যাজম
(C) ব্লোহোল (D) স্টাম্প
উত্তর : (D) স্টাম্প।

(৩২০৪) স্ট্যাক (Stack) অপর যে নামে পরিচিত —
(A) সামুদ্রিক স্তম্ভ (B) স্বাভাবিক চিমনি
(C) সামুদ্রিক মঞ্চ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩২০৫) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ ‘স্কেরি’ (Skerry) নামেও পরিচিত —
(A) ব্লোহোল (B) স্ট্যাক
(C) ক্যাজম (D) জিও
উত্তর : (B) স্ট্যাক।

(৩২০৬) ভারতের যে উপকূলে স্ট্যাক (Stack) ও স্টাম্প (Stump) দেখা যায় —
(A) কচ্ছ উপকূল (B) দীঘা উপকূল
(C) গোয়া উপকূল (D) পুরী উপকূল
উত্তর : (C) গোয়া উপকূল।

(৩২০৭) যে দেশে স্ট্যাক (Stack) জাতীয় ভূমিরূপ রাউক (Rauk) নামে পরিচিত —
(A) সুইডেন (B) অস্ট্রেলিয়া
(C) মেক্সিকো (D) ইতালি
উত্তর : (A) সুইডেন।

(৩২০৮) ট্রাই ব্রাটা (Tri Brata) এবং পারুস রক (Parus Rock) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দেশে —
(A) কানাডা (B) মেক্সিকো
(C) রাশিয়া (D) জার্মানি
উত্তর : (C) রাশিয়া।

(৩২০৯) দ্বাদশ শিষ্য (The Twelve Apostles) এবং টোটেম পোল (Totem Pole) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দেশে —
(A) অস্ট্রেলিয়া (B) ইতালি
(C) নরওয়ে (D) জার্মানি
উত্তর : (A) অস্ট্রেলিয়া।

(৩২১০) এল ডেডো ডি ডিওস (El Dedo de Dios) বা ঈশ্বরের আঙুল (God’s Finger) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দ্বীপপুঞ্জে —
(A) গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ (B) ক্যানারি দ্বীপপুঞ্জ
(C) হাওয়াই দ্বীপপুঞ্জ (D) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ
উত্তর : (B) ক্যানারি দ্বীপপুঞ্জ।

(৩২১১) দ্য ওল্ড ম্যান অফ হোয় (The Old Man of Hoy) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দেশে —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (A) স্কটল্যান্ড।

(৩২১২) ডান ব্রিস্টে (Dún Briste) সামুদ্রিক স্ট্যাক (Sea Stack) অবস্থিত যে দেশে —
(A) স্কটল্যান্ড (B) আয়ারল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নেদারল্যান্ড
উত্তর : (B) আয়ারল্যান্ড।

(৩২১৩) সমুদ্রজলের সর্বোচ্চ সীমা ও ভাটার সীমারেখার মধ্যবর্তী অঞ্চলে পলি, বালি, নুড়ি সঞ্চিত ঈষৎ ঢালু ভূমিকে বলে —
(A) সৈকত (B) ব্লোহোল
(C) ক্যাজম (D) টম্বোলো
উত্তর : (A) সৈকত।

(৩২১৪) একটি আর্দশ সৈকত (Beach) -এর প্রধান অংশ —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (A) ২ টি।

(৩২১৫) উচ্চ সৈকত (Upper Beach) -এর গড় ঢাল হয় —
(A) ০°-৫° (B) ৫°-১০°
(C) ০°-২° (D) ১০°-২০°
উত্তর : (D) ১০°-২০°।

(৩২১৬) নিম্ন সৈকত (Lower Beach) -এর গড় ঢাল হয় —
(A) ০°-৫° (B) ৫°-১০°
(C) ০°-২° (D) ১০°-২০°
উত্তর : (C) ০°-২°।

(৩২১৭) নুড়ি, পাথর প্রভৃতি দ্বারা গঠিত সৈকতকে বলে —
(A) উপল সৈকত (B) পকেট সৈকত
(C) বালু সৈকত (D) A ও B উভয়ই
উত্তর : (A) উপল সৈকত।

(৩২১৮) ক্ষুদ্র উপসাগরের শীর্ষদেশে গঠিত পাথুরে সৈকতকে বলে —
(A) উপল সৈকত (B) পকেট সৈকত
(C) বালু সৈকত (D) A ও B উভয়ই
উত্তর : (B) পকেট সৈকত।

(৩২১৯) সৈকতের উর্দ্ধাংশে ভরা কোটালের সময় জলতলের ওপরে অবস্থানকারী বালুকাময় শৈলশিরা বা সংকীর্ণ উচ্চভূমিকে বলে —
(A) ঝঞ্ঝা শিরা (B) স্টর্ম রিজ
(C) বার্ম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩২২০) শিঙ্গল (Shingle) বলতে বোঝায় সৈকত অঞ্চলের —
(A) নুড়ি জাতীয় স্থূল পদার্থ (B) বালি জাতীয় সূক্ষ্ম পদার্থ
(C) পলি জাতীয় সূক্ষ্ম পদার্থ (D) চুন জাতীয় স্থূল পদার্থ
উত্তর : (A) নুড়ি জাতীয় স্থূল পদার্থ।

(৩২২১) ঝঞ্ঝা শিরা (Storm Ridge) -এর সমান্তরালে গঠিত ভরা কোটালের সময় জলতলের নিচে অবস্থানকারী বালুকাময় শৈলশিরা —
(A) সোয়াশ বাঁধ (B) সৈকত শিরা
(C) বার্ম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৩২২২) সৈকতের উর্দ্ধাংশে স্থূল পদার্থ গঠিত চাঁদের কলার মতো বিস্তৃত উঁচু সূক্ষ্ম প্রান্তকে বলে —
(A) সৈকত শিরা (B) ঝঞ্ঝা শিরা
(C) সৈকত কাস্প (D) সোয়াশ বাঁধ
উত্তর : (C) সৈকত কাস্প।

(৩২২৩) সৈকতে ভরা কোটালের পর বালু শিরার মধ্যবর্তী জলপূর্ণ সংকীর্ণ খাতকে বলে —
(A) বার্ম (B) ব্লোহোল
(C) রানেল (D) জিও
উত্তর : (C) রানেল।

(৩২২৪) সৈকতে দুটি বার্মের মধ্যবর্তী দীর্ঘাকার, নিচু, ক্ষুদ্র উপত্যকা সদৃশ ভূমিরূপকে বলে —
(A) রানেল (B) সোয়েল
(C) ক্যাজম (D) ব্লোহোল
উত্তর : (B) সোয়েল।

(৩২২৫) উপকূলের সমান্তরালে বা আড়াআড়িভাবে কিংবা উপকূলের কাছে অর্ধচন্দ্রাকারে বালি, নুড়ি ইত্যাদি সঞ্চিত চড়াকে বলে —
(A) বাঁধ (B) হুক
(C) লুপ (D) স্পিট
উত্তর : (A) বাঁধ।

(WBSSC SLST GEOGRAPHY PART-65)

(৩২২৬) সামুদ্রিক বাঁধ (Bar) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৩২২৭) উপকূলের সমান্তরালে গঠিত উপকূল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বাঁধকে বলে —
(A) পুরোদেশীয় বাঁধ (B) বেরিয়ার বিচ
(C) পশ্চাৎদেশীয় বাঁধ (D) টম্বোলো
উত্তর : (A) পুরোদেশীয় বাঁধ।

(৩২২৮) উপকূল থেকে উপহ্রদ বা লেগুন দ্বারা পৃথক বাঁধকে বলে —
(A) পুরোদেশীয় বাঁধ (B) বেরিয়ার বিচ
(C) পশ্চাৎদেশীয় বাঁধ (D) টম্বোলো
উত্তর : (B) বেরিয়ার বিচ।

(৩২২৯) যে বাঁধ উপকূলের মূল ভূমিভাগের সাথে একটি বা দুটি দ্বীপকে যুক্ত করে, তাকে বলে —
(A) পুরোদেশীয় বাঁধ (B) বেরিয়ার বিচ
(C) পশ্চাৎদেশীয় বাঁধ (D) টম্বোলো
উত্তর : (D) টম্বোলো।

(৩২৩০) পুরোদেশীয় বাঁধ (Off-Shore Bar) দেখা যায় ভারতের যে উপকূলে —
(A) কচ্ছ উপকূল (B) গোয়া উপকূল
(C) কেরালা উপকূল (D) কন্নড় উপকূল
উত্তর : (C) কেরালা উপকূল।

(৩২৩১) আমেরিকা যুক্তরাষ্ট্রের যে উপকূলীয় অঞ্চলে বেরিয়ার বিচ (Barrier Beach) বা বেরিয়ার দ্বীপ (Barrier Island) দেখা যায় —
(A) নিউ জার্সি থেকে ফ্লোরিডা উপকূল (B) ফ্লোরিডা থেকে টেক্সাস উপকূল
(C) ক্যালিফোর্ণিয়া থেকে ওরেগন উপকূল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩২৩২) পৃথিবীর বৃহত্তম বেরিয়ার দ্বীপ (World’s Largest Barrier Island) হল —
(A) ফ্রেজার দ্বীপ (B) পাদ্রে দ্বীপ
(C) মোরটন দ্বীপ (D) র‍্যাবিট দ্বীপ
উত্তর : (A) ফ্রেজার দ্বীপ।

(৩২৩৩) ফ্রেজার দ্বীপ (Fraser Island) যে দেশের অন্তর্গত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) রাশিয়া
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (C) অস্ট্রেলিয়া।

(৩২৩৪) পৃথিবীর দীর্ঘতম বেরিয়ার দ্বীপ (World’s Longest Barrier Island) হল —
(A) ফ্রেজার দ্বীপ (B) পাদ্রে দ্বীপ
(C) মোরটন দ্বীপ (D) র‍্যাবিট দ্বীপ
উত্তর : (B) পাদ্রে দ্বীপ।

(৩২৩৫) পাদ্রে দ্বীপ (Padre Island) যে দেশের অন্তর্গত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) রাশিয়া
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(৩২৩৬) ভারতের একটি বেরিয়ার দ্বীপ (Barrier Island) -এর উদাহরণ হল —
(A) হ্যাভেলক (B) শ্রীহরিকোটা
(C) উমানন্দ (D) ভূতনি
উত্তর : (B) শ্রীহরিকোটা।

(৩২৩৭) ইংল্যান্ডের চেসিল সৈকত (Chesil Beach) -এ দেখা যায় —
(A) পুরোদেশীয় বাঁধ (B) টম্বোলো
(C) তরঙ্গ কর্তিত মঞ্চ (D) জিও
উত্তর : (B) টম্বোলো।

(৩২৩৮) যে বাঁধের একটি প্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে এবং অন্য প্রান্ত সমুদ্রের মধ্যে শেষ হয়, তাকে বলে —
(A) হুক (B) জিও
(C) স্পিট (D) গ্লুপ
উত্তর : (C) স্পিট।

(৩২৩৯) গঠন ও আকৃতি অনুসারে, স্পিট (Spit) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (D) ৫ প্রকার।

(৩২৪০) স্থলভাগের দিকে বড়শির মতো বক্রাকৃতির স্পিটকে বলে —
(A) লুপ (B) হুক
(C) জিও (D) গ্লুপ
উত্তর : (B) হুক।

(৩২৪১) পর্যায়ক্রমে পরপর একাধিক হুক গঠিত হলে, তাকে বলে —
(A) যৌগিক হুক (B) হুকড্ স্পিট
(C) লুপ হুক (D) জটিল হুক
উত্তর : (A) যৌগিক হুক।

(৩২৪২) যখন স্পিট কোনো অগ্রভূমির দুই দিক থেকে পরস্পরের বিপরীত দিকে প্রসারিত হয়, তখন তাকে বলে —
(A) পাখাযুক্ত অগ্রভূমি (B) লুপ
(C) হুক (D) কাস্পেট স্পিট
উত্তর : (A) পাখাযুক্ত অগ্রভূমি।

(৩২৪৩) কোনো স্পিট বা হুকের উন্মুক্ত অংশ যখন স্থলভাগের সাথে যুক্ত হয়, তখন তাকে বলে —
(A) লুপ (B) গ্লুপ
(C) জিও (D) স্কেরি
উত্তর : (A) লুপ।

(৩২৪৪) দুটি স্পিট বা হুক স্থলভাগ থেকে অগ্রসর হয়ে যখন সমুদ্রে মিলিত হয়, তখন তাকে বলে —
(A) পাখাযুক্ত অগ্রভূমি (B) লুপ
(C) হুক (D) কাস্পেট স্পিট।
উত্তর : (D) কাস্পেট স্পিট।

(৩২৪৫) দুটি স্পিট সমুদ্রে মিলিত হয়ে যে ত্রিকোণাকার অন্তরীপ গঠন করে, তাকে বলে —
(A) কাস্পেট পুরোভূমি (B) লুপ অগ্রভূমি
(C) হুক পুরোভূমি (D) স্পিট অগ্রভূমি
উত্তর : (A) কাস্পেট পুরোভূমি।

(৩২৪৬) আরাবত স্পিট (Arabat Spit) যে সাগরের উপকূলে গড়ে উঠেছে —
(A) বেরিং সাগর (B) আরব সাগর
(C) আজভ সাগর (D) জাপান সাগর
উত্তর : (C) আজভ সাগর।

(৩২৪৭) কুরোনিয়ান স্পিট (Curonian Spit) যে সাগরের উপকূলে গড়ে উঠেছে —
(A) আজভ সাগর (B) বাল্টিক সাগর
(C) জাপান সাগর (D) বেরিং সাগর
উত্তর : (B) বাল্টিক সাগর।

(৩২৪৮) গোল্ডেন হর্ন (Golden Horn) শীর্ষক স্পিট যে দেশের উপকূলে রয়েছে —
(A) ক্রোয়েশিয়া (B) স্লোভেনিয়া
(C) স্লোভাকিয়া (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) ক্রোয়েশিয়া।

(৩২৪৯) ফেয়ারওয়েল স্পিট (Farewell Spit) যে দেশের উপকূলে রয়েছে —
(A) আয়ারল্যান্ড (B) স্কটল্যান্ড
(C) ফিনল্যান্ড (D) নিউজিল্যান্ড
উত্তর : (D) নিউজিল্যান্ড।

(৩২৫০) ভারতে স্পিট দেখা যায় যে উপহ্রদে —
(A) ভেম্বানাদ (B) পুলিকট
(C) চিল্কা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(WBSSC SLST GEOGRAPHY PART-65)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-64

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-65

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!