Monday, July 28, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-63

WBSSC SLST GEOGRAPHY PART-63

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬৩ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-63) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-63

(৩১০১) তরঙ্গের অধোভাঁজের নিম্নতম অংশকে বলে —
(A) তরঙ্গ শীর্ষ (B) তরঙ্গ খাত
(C) তরঙ্গ দৈর্ঘ্য (D) তরঙ্গ ভূমি
উত্তর : (B) তরঙ্গ খাত।

(৩১০২) পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ খাতের মধ্যবর্তী দূরত্বকে বলে —
(A) তরঙ্গ অবয়ব (B) তরঙ্গ উচ্চতা
(C) তরঙ্গ ভূমি (D) তরঙ্গ দৈর্ঘ্য
উত্তর : (D) তরঙ্গ দৈর্ঘ্য।

(৩১০৩) তরঙ্গ খাত থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত উল্লম্ব ব্যবধানকে বলে —
(A) তরঙ্গ অবয়ব (B) তরঙ্গ উচ্চতা
(C) তরঙ্গ ভূমি (D) তরঙ্গ দৈর্ঘ্য
উত্তর : (B) তরঙ্গ উচ্চতা।

(৩১০৪) কোনো নির্দিষ্ট বিন্দুতে পরপর দুটি তরঙ্গ শীর্ষ পৌঁছাতে যে সময় লাগে, তাকে বলে —
(A) তরঙ্গের গতিবেগ (B) তরঙ্গ দৈর্ঘ্য
(C) তরঙ্গের পর্যায়কাল (D) তরঙ্গ ভূমি
উত্তর : (C) তরঙ্গের পর্যায়কাল।

(৩১০৫) কোনো তরঙ্গ পর্যায়কালে নির্দিষ্ট তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলে —
(A) তরঙ্গ পরিসংখ্যান (B) তরঙ্গ দৈর্ঘ্য
(C) তরঙ্গের গতিবেগ (D) তরঙ্গ খাত
উত্তর : (C) তরঙ্গের গতিবেগ।

(৩১০৬) প্রতি সেকেন্ডে কোনো নির্দিষ্ট অঞ্চলের উপর দিয়ে যে তরঙ্গগুলি বয়ে যায়, তাকে বলে —
(A) তরঙ্গ দৈর্ঘ্য (B) তরঙ্গের পরিসংখ্যান
(C) তরঙ্গ ভূমি (D) তরঙ্গের পর্যায়কাল
উত্তর : (B) তরঙ্গের পরিসংখ্যান।

(৩১০৭) সমুদ্র ও স্থলভাগের সংযোগস্থলকে বলে —
(A) উপকূল (B) তটভূমি
(C) সৈকত (D) বালুচর
উত্তর : (A) উপকূল।

(৩১০৮) গড় জলতল থেকে তরঙ্গ শীর্ষের উচ্চতাকে বলে —
(A) তরঙ্গের বিস্তার (B) তরঙ্গের অ্যামপ্লিটিউড
(C) তরঙ্গ দৈর্ঘ্য (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩১০৯) ‘Origin and Generation of Waves’ গ্রন্থটি রচনা করেন —
(A) ডগলাস উইলসন জনসন (B) ওয়াল্টার হেনরিখ মাঙ্ক
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) এডোয়ার্ড-মার্সেল স্যান্ডোজ
উত্তর : (B) ওয়াল্টার হেনরিখ মাঙ্ক।

(৩১১০) ওয়াল্টার হেনরিখ মাঙ্ক (Walter Heinrich Munk) যে সালে সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (A) ১৯৫১।

(৩১১১) অগভীর সমুদ্রে ঘন ঘন আসা ক্ষুদ্র তরঙ্গগুলিকে বলে —
(A) অসিলেটোরি তরঙ্গ (B) রোটেশনাল তরঙ্গ
(C) ক্যাপিলারি তরঙ্গ (D) ট্রান্সলেটরি তরঙ্গ
উত্তর : (C) ক্যাপিলারি তরঙ্গ।

(৩১১২) প্রতিফলিত তরঙ্গের সাথে আগত তরঙ্গের মিলনে যে তরঙ্গের সৃষ্টি হয় —
(A) অসিলেটোরি তরঙ্গ (B) রোটেশনাল তরঙ্গ
(C) ক্যাপিলারি তরঙ্গ (D) ইনফ্রা-গ্র্যাভিটি তরঙ্গ
উত্তর : (D) ইনফ্রা-গ্র্যাভিটি তরঙ্গ।

(৩১১৩) গভীর সমুদ্রে যে তরঙ্গের জলকণাগুলি বৃত্তাকারে আবর্তিত হয়, তাকে বলে —
(A) অসিলেটোরি তরঙ্গ (B) রোটেশনাল তরঙ্গ
(C) ট্রান্সলেটরি তরঙ্গ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩১১৪) অগভীর সমুদ্রে যে তরঙ্গের জলকণাগুলি উপ-বৃত্তাকারে আবর্তিত হয়, তাকে বলে —
(A) ট্রান্সলেটরি তরঙ্গ (B) ইরোটেশনাল তরঙ্গ
(C) অসিলেটোরি তরঙ্গ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩১১৫) তরঙ্গ ভেঙে যাওয়ার পরে স্থলভাগের দিকে জলের যে অনুভূমিক স্থানান্তর হয়, তাকে বলে —
(A) ক্যাপিলারি তরঙ্গ (B) ট্রান্সলেটরি তরঙ্গ
(C) সলিটারি তরঙ্গ (D) অসিলেটোরি তরঙ্গ
উত্তর : (C) সলিটারি তরঙ্গ।

(৩১১৬) ঝটিকা তরঙ্গের জল স্থলভাগে সর্বাধিক যতদূর পর্যন্ত পৌঁছায়, সেই উঁচু পাড়ের সীমারেখাকে বলে —
(A) তটভূমিরেখা (B) উপকূলরেখা
(C) সৈকতরেখা (D) A ও B উভয়ই
উত্তর : (B) উপকূলরেখা।

(৩১১৭) উপকূলের সামনের অংশ যা সমুদ্র পর্যন্ত প্রসারিত থাকে, তাকে বলে —
(A) তটভূমি (B) অগ্রভূমি
(C) অণু উপকূল (D) ফেচ
উত্তর : (A) তটভূমি।

(৩১১৮) গঠন বৈচিত্র্য অনুসারে তটভূমি (Shore) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।

(৩১১৯) সমুদ্রজলের নিম্নসীমা থেকে উর্দ্ধসীমা পর্যন্ত অংশকে বলে —
(A) সম্মুখ তটভূমি (B) পুরোদেশীয় তটভূমি
(C) পশ্চাৎ তটভূমি (D) পশ্চাৎদেশীয় তটভূমি
উত্তর : (A) সম্মুখ তটভূমি।

(৩১২০) সমুদ্রজলের উর্দ্ধসীমা থেকে উপকূলের ভৃগুরেখা পর্যন্ত অংশকে বলে —
(A) সম্মুখ তটভূমি (B) পুরোদেশীয় তটভূমি
(C) পশ্চাৎ তটভূমি (D) পশ্চাৎদেশীয় তটভূমি
উত্তর : (C) পশ্চাৎ তটভূমি।

(৩১২১) সম্মুখ তটভূমির সামনে সমুদ্রের মধ্যে বিস্তৃত অঞ্চল, যা সর্বদাই সমুদ্রের জলে ডুবে থাকে, তাকে বলে —
(A) সম্মুখ তটভূমি (B) পুরোদেশীয় তটভূমি
(C) পশ্চাৎ তটভূমি (D) পশ্চাৎদেশীয় তটভূমি
উত্তর : (B) পুরোদেশীয় তটভূমি।

(৩১২২) পুরোদেশীয় তটভূমি ও সম্মুখ তটভূমির মধ্যবর্তী যে অংশে তরঙ্গভঙ্গ হয় ও ফেনা মিশ্রিত সার্ফ অঞ্চল দেখা যায়, তাকে বলে —
(A) সম্মুখ তটভূমি (B) পুরোদেশীয় তটভূমি
(C) পশ্চাৎ তটভূমি (D) পশ্চাৎদেশীয় তটভূমি
উত্তর : (D) পশ্চাৎদেশীয় তটভূমি।

(৩১২৩) সম্মুখ ও পশ্চাৎ তটভূমিতে সমুদ্র তরঙ্গের প্রভাবে নুড়ি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে সৃষ্ট ঈষৎ ঢালুভূমিকে বলে —
(A) বার্ম (B) সৈকত
(C) ফেচ (D) সার্ফ
উত্তর : (B) সৈকত।

(৩১২৪) পশ্চাৎ তটভূমিতে উপকূলের সমান্তরালে ঝটিকা তরঙ্গের দ্বারা সঞ্চিত বালি গঠিত অনুভূমিক শিরা বা উঁচুভূমিকে বলে —
(A) বার্ম (B) সৈকত
(C) ফেচ (D) সার্ফ
উত্তর : (A) বার্ম।

(৩১২৫) উপকূলের খাড়া পাড় থেকে সমুদ্রের দিকে প্রসারিত কঠিন শিলা গঠিত উঁচুভূমিকে বলে —
(A) অগ্রভূমি (B) হেডল্যান্ড
(C) বার্ম (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(WBSSC SLST GEOGRAPHY PART-63)

(৩১২৬) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।

(৩১২৭) যে প্রক্রিয়াতে ঝটিকা তরঙ্গ বা সোয়াশের জলের আঘাতে উপকূলের শিলাস্তরের ভাঙন, খন্ডীকরণ ঘটে —
(A) জলপ্রবাহ ক্ষয় প্রক্রিয়া (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া
(C) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া (D) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া
উত্তর : (A) জলপ্রবাহ ক্ষয় প্রক্রিয়া৷

(৩১২৮) যে প্রক্রিয়াতে সমুদ্র তরঙ্গের সাথে বাহিত প্রস্তরখন্ড, বালিকণা ইত্যাদির মাধ্যমে উপকূলের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় —
(A) জলপ্রবাহ ক্ষয় প্রক্রিয়া (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া
(C) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া (D) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া
উত্তর : (C) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া।

(৩১২৯) যে প্রক্রিয়াতে সমুদ্র তরঙ্গস্থিত বৃহৎ প্রস্তরখন্ডগুলি ভেঙে ছোটো ছোটো খন্ডে পরিণত হয় —
(A) জলপ্রবাহ ক্ষয় প্রক্রিয়া (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া
(C) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া (D) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া
উত্তর : (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া।

(৩১৩০) যে প্রক্রিয়াতে চুনাপাথর গঠিত উপকূল অঞ্চল সমুদ্রজলের রাসায়নিক বিক্রিয়াতে ক্ষয়প্রাপ্ত হয় —
(A) জলপ্রবাহ ক্ষয় প্রক্রিয়া (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া
(C) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া (D) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া
উত্তর : (D) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া।

(৩১৩১) সমুদ্র তরঙ্গের বহন কার্য প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(৩১৩২) উপকূলের আড়াআড়ি ভাবে সমুদ্র তরঙ্গের বহনকে বলে —
(A) সৈকত অনুবহন (B) Beach Drifting
(C) অনু উপকূল অনুবহন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩১৩৩) উপকূলের সমান্তরাল ভাবে সমুদ্র তরঙ্গের বহনকে বলে —
(A) অনু উপকূল অনুবহন (B) Long Shore Drifting
(C) সৈকত অনুবহন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৩১৩৪) সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে শিলাখন্ড, নুড়ি প্রভৃতি বৃহৎ বস্তুগুলি সঞ্চিত হয় —
(A) গভীর সমুদ্রে (B) সৈকতে
(C) অগভীর সমুদ্রে (D) তটভূমিতে
উত্তর : (B) সৈকতে।

(৩১৩৫) সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে বালি, পলি প্রভৃতি সূক্ষ্ম বস্তুগুলি সঞ্চিত হয় —
(A) গভীর সমুদ্রে (B) সৈকতে
(C) অগভীর সমুদ্রে (D) তটভূমিতে
উত্তর : (C) অগভীর সমুদ্রে।

(৩১৩৬) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) সমুদ্র ভৃগু (B) স্পিট
(C) হুক (D) টম্বোলো
উত্তর : (A) সমুদ্র ভৃগু।

(৩১৩৭) সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) সমুদ্র ভৃগু (B) টম্বোলো
(C) জিও (D) স্ট্যাক-স্টাম্প
উত্তর : (B) টম্বোলো।

(৩১৩৮) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল —
(A) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্পিট (B) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্ট্যাক
(C) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-টম্বোলো
(D) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-হুক
উত্তর : (B) সমুদ্র ভৃগু-তরঙ্গ কর্তিত মঞ্চ-জিও-স্ট্যাক।

(৩১৩৯) সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল —
(A) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-হুক (B) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-জিও
(C) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-স্ট্যাক (D)সৈকতভূমি-টম্বোলো-স্পিট-স্টাম্প
উত্তর : (A) সৈকতভূমি-টম্বোলো-স্পিট-হুক।

(৩১৪০) সমুদ্র তরঙ্গের যে ক্ষয় প্রক্রিয়া শুধুমাত্র তটভূমিতে ঘটে —
(A) অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া (B) ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়া
(C) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া (D) A ও B উভয়ই
উত্তর : (C) দ্রবণ ক্ষয় প্রক্রিয়া।

(৩১৪১) যে সমুদ্র তরঙ্গ ‘Tidal Wave’ নামে পরিচিত —
(A) গঠনকারী তরঙ্গ (B) অনুপ্রস্থ তরঙ্গ
(C) বিনাশকারী তরঙ্গ (D) অনুদৈর্ঘ্য তরঙ্গ
উত্তর : (C) বিনাশকারী তরঙ্গ।

(৩১৪২) ‘Spill and Plunging with Collapsing’ বলতে বোঝায় —
(A) সমুদ্র তরঙ্গকে (B) সমুদ্র স্রোতকে
(C) স্থির তরঙ্গকে (D) A ও B উভয়ই
উত্তর : (A) সমুদ্র তরঙ্গকে।

(৩১৪৩) উপকূল অঞ্চলে খাড়া পাড় গঠিত ভূমিভাগ যখন জলতলের ওপর প্রায় উল্লম্বভাবে ঝুলে থাকে, তখন তাকে বলে —
(A) তরঙ্গ কর্তিত মঞ্চ (B) সমুদ্র ভৃগু
(C) উত্থিত সমুদ্র মঞ্চ (D) ক্যাজম
উত্তর : (B) সমুদ্র ভৃগু।

(৩১৪৪) তরঙ্গের আঘাতে সমুদ্র ভৃগুতে সৃষ্ট খাঁজকে বলে —
(A) বার্ম (B) নচ
(C) স্পিট (D) ফেচ
উত্তর : (B) নচ।

(৩১৪৫) সমুদ্র ভৃগু (Sea Cliff) সৃষ্টিতে যে সংখ্যক পর্যায় দেখা যায় —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।

(৩১৪৬) গঠন অনুসারে সমুদ্র ভৃগুর শ্রেণীবিভাগ করেন —
(A) আন্দ্রে গিলশের (B) ডেভিড হার্ভে
(C) রবার্ট ব্যালার্ড (D) জোনিয়া বাবের
উত্তর : (A) আন্দ্রে গিলশের।

(৩১৪৭) আন্দ্রে গিলশের (André Guilcher) যে সালে সমুদ্র ভৃগুর শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৫৬ (B) ১৯৫৭
(C) ১৯৫৮ (D) ১৯৫৯
উত্তর : (C) ১৯৫৮।

(৩১৪৮) Coastal and Submarine Morphology (১৯৫৮) গ্রন্থটি রচনা করেন —
(A) আন্দ্রে গিলশের (B) ডেভিড হার্ভে
(C) রবার্ট ব্যালার্ড (D) জোনিয়া বাবের
উত্তর : (A) আন্দ্রে গিলশের।

(৩১৪৯) গঠন বৈচিত্র্য অনুসারে, সমুদ্র ভৃগু (Sea Cliff) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (C) ৪ প্রকার।

(৩১৫০) স্থায়িত্ব অনুসারে, সমুদ্র ভৃগু (Sea Cliff) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(WBSSC SLST GEOGRAPHY PART-63)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-62

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-63

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!