Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-6

WBSSC SLST GEOGRAPHY PART-6

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-6) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-6

(২৫১) প্যালিসেডস্ সিল (Palisades Sill) রয়েছে যে দেশে —
(A) রাশিয়া (B) স্কটল্যান্ড
(C) আমেরিকা যুক্তরাষ্ট্র (D) কানাডা
উত্তর : (C) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৫২) রুনামো (Runamo) ডোলেরাইট ডাইক রয়েছে যে দেশে —
(A) নরওয়ে (B) সুইডেন
(C) ফিনল্যান্ড (D) জার্মানি
উত্তর : (B) সুইডেন।

(২৫৩) পৃথিবীর বৃহত্তম ডাইক গুচ্ছ (Dyke Swarm) হল —
(A) ফ্র্যাঙ্কলিন ডাইক গুচ্ছ (B) কেনেডি ডাইক গুচ্ছ
(C) সায়ান ডাইক গুচ্ছ (D) ম্যাকেঞ্জি ডাইক গুচ্ছ
উত্তর : (D) ম্যাকেঞ্জি ডাইক গুচ্ছ।

(২৫৪) ম্যাকেঞ্জি ডাইক গুচ্ছ (পৃথিবীর বৃহত্তম ডাইক গুচ্ছ) রয়েছে যে দেশে —
(A) জাপান (B) কানাডা
(C) রাশিয়া (D) জার্মানি
উত্তর : (B) কানাডা।

(২৫৫) গ্রেট ডাইক (Great Dyke) আগ্নেয় গঠন রয়েছে যে দেশে —
(A) নামিবিয়া (B) অ্যাঙ্গোলা
(C) জিম্বাবোয়ে (D) জাম্বিয়া
উত্তর : (C) জিম্বাবোয়ে।

(২৫৬) প্রধানত যে শিলা দ্বারা ডাইক গড়ে ওঠে —
(A) ব্যাসল্ট (B) গ্রানাইট
(C) পিউমিস (D) ডোলেরাইট
উত্তর : (A) ব্যাসল্ট।

(২৫৭) যেসব আগ্নেয় শিলাতে সিলিকার পরিমাণ ৬৫% -এর বেশি থাকে, তাদের বলে —
(A) আম্লিক শিলা (B) ক্ষারকীয় শিলা
(C) মধ্যবর্তী শিলা (D) অতিক্ষারকীয় শিলা
উত্তর : (A) আম্লিক শিলা।

(২৫৮) যেসব আগ্নেয় শিলাতে সিলিকার পরিমাণ ৫৫%-৬৫% থাকে, তাদের বলে —
(A) আম্লিক শিলা (B) ক্ষারকীয় শিলা
(C) মধ্যবর্তী শিলা (D) অতিক্ষারকীয় শিলা
উত্তর : (C) মধ্যবর্তী শিলা।

(২৫৯) যেসব আগ্নেয় শিলাতে সিলিকার পরিমাণ ৪৫%-৫৫% থাকে, তাদের বলে —
(A) আম্লিক শিলা (B) ক্ষারকীয় শিলা
(C) মধ্যবর্তী শিলা (D) অতিক্ষারকীয় শিলা
উত্তর : (B) ক্ষারকীয় শিলা।

(২৬০) যেসব আগ্নেয় শিলাতে সিলিকার পরিমাণ ৪৫%-এর কম থাকে, তাদের বলে —
(A) আম্লিক শিলা (B) ক্ষারকীয় শিলা
(C) মধ্যবর্তী শিলা (D) অতিক্ষারকীয় শিলা
উত্তর : (D) অতিক্ষারকীয় শিলা।

(২৬১) একটি আম্লিক আগ্নেয় শিলা (Acidic Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) ডায়োরাইট (D) পিক্রাইট
উত্তর : (A) গ্রানাইট।

(২৬২) একটি মধ্যবর্তী আগ্নেয় শিলা (Intermediate Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) ডায়োরাইট (D) পিক্রাইট
উত্তর : (C) ডায়োরাইট।

(২৬৩) একটি ক্ষারকীয় আগ্নেয় শিলা (Basic/Mafic Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) ডায়োরাইট (D) পিক্রাইট
উত্তর : (B) ব্যাসল্ট।

(২৬৪) একটি অতিক্ষারকীয় আগ্নেয় শিলা (Ultrabasic/Ultramafic Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) ডায়োরাইট (D) পিক্রাইট
উত্তর : (D) পিক্রাইট।

(২৬৫) নিচের কোনটি আম্লিক আগ্নেয় শিলা (Acidic Igneous Rock) -এর উদাহরণ নয় —
(A) গ্রানাইট (B) ডোলেরাইট
(C) রায়োলাইট (D) অবসিডিয়ান
উত্তর : (B) ডোলেরাইট।

(২৬৬) নিচের কোনটি মধ্যবর্তী আগ্নেয় শিলা (Intermediate Igneous Rock) -এর উদাহরণ নয় —
(A) অ্যান্ডিসাইট (B) ডায়োরাইট
(C) সাইনাইট (D) পেরিডোটাইট
উত্তর : (D) পেরিডোটাইট।

(২৬৭) নিচের কোনটি ক্ষারকীয় আগ্নেয় শিলা (Basic/Mafic Igneous Rock) -এর উদাহরণ নয় —
(A) ব্যাসল্ট (B) ডোলেরাইট
(C) গ্যাব্রো (D) পেগমাটাইট
উত্তর : (D) পেগমাটাইট।

(২৬৮) নিচের কোনটি অতিক্ষারকীয় আগ্নেয় শিলা (Ultrabasic/Ultramafic Igneous Rock) -এর উদাহরণ নয় —
(A) পেরিডোটাইট (B) পিক্রাইট
(C) কিম্বারলাইট (D) অ্যান্ডিসাইট
উত্তর : (D) অ্যান্ডিসাইট।

(২৬৯) আম্লিক আগ্নেয় শিলা (Acidic Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) গ্রানাইট, রায়োলাইট, অবসিডিয়ান, পেগমাটাইট (B) গ্রানাইট, রায়োলাইট, অবসিডিয়ান, পেরিডোটাইট
(C) গ্রানাইট, রায়োলাইট, অবসিডিয়ান, ডোলেরাইট (D) গ্রানাইট, রায়োলাইট, ব্যাসল্ট, অ্যান্ডিসাইট
উত্তর : (A) গ্রানাইট, রায়োলাইট, অবসিডিয়ান, পেগমাটাইট৷

(২৭০) মধ্যবর্তী আগ্নেয় শিলা (Intermediate Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) ডায়োরাইট, অ্যান্ডিসাইট, সাইনাইট, ড্যাসাইট (B) ডায়োরাইট, অ্যান্ডিসাইট, পিক্রাইট, ডোলেরাইট
(C) ডায়োরাইট, অ্যান্ডিসাইট, ব্যাসল্ট, গ্রানাইট (D) ডায়োরাইট, অ্যান্ডিসাইট, পেরিডোটাইট, রায়োলাইট
উত্তর : (A) ডায়োরাইট, অ্যান্ডিসাইট, সাইনাইট, ড্যাসাইট।

(২৭১) ক্ষারকীয় আগ্নেয় শিলা (Basic/Mafic Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) ব্যাসল্ট, গ্যাব্রো, ডোলেরাইট, গ্রানাইট (B) ব্যাসল্ট, গ্যাব্রো, ডোলেরাইট, অ্যান্ডিসাইট
(C) ব্যাসল্ট, গ্যাব্রো, ডোলেরাইট, অ্যানোর্থোসাইট (D) ব্যাসল্ট, গ্যাব্রো, ডোলেরাইট, রায়োলাইট
উত্তর : (C) ব্যাসল্ট, গ্যাব্রো, ডোলেরাইট, অ্যানোর্থোসাইট।

(২৭২) অতিক্ষারকীয় আগ্নেয় শিলা (Ultrabasic/Ultramafic Igneous Rock) -এর উদাহরণ হল —
(A) পেরিডোটাইট, পিক্রাইট, কিম্বারলাইট, ডায়োরাইট (B) পেরিডোটাইট, কিম্বারলাইট, পিক্রাইট, ডুনাইট
(C) পেরিডোটাইট, কিম্বারলাইট, পিক্রাইট, ডোলেরাইট (D) পেরিডোটাইট, কিম্বারলাইট, পিক্রাইট, গ্রানাইট
উত্তর : (B) পেরিডোটাইট, কিম্বারলাইট, পিক্রাইট, ডুনাইট।

(২৭৩) যে আগ্নেয় শিলা ডায়াবেস (Diabase) ও মাইক্রোগ্যাব্রো (Microgabbro) নামেও পরিচিত —
(A) ডোলেরাইট (B) ডায়োরাইট
(C) পেরিডোটাইট (D) অ্যান্ডিসাইট
উত্তর : (A) ডোলেরাইট।

(২৭৪) যে আগ্নেয় শিলা অলিভিনাইট (Olivinite) নামেও পরিচিত —
(A) ডায়োরাইট (B) গ্রানাইট
(C) ডুনাইট (D) রায়োলাইট
উত্তর : (C) ডুনাইট।

(২৭৫) যে আগ্নেয় শিলা হীরক সঞ্চয়ের জন্য বিখ্যাত —
(A) পেরিডোটাইট (B) কিম্বারলাইট
(C) ডোলেরাইট (D) ডায়োরাইট
উত্তর : (B) কিম্বারলাইট।

(WBSSC SLST GEOGRAPHY PART-6)

(২৭৬) যে আগ্নেয় শিলা ‘Volcanic Glass’ নামেও পরিচিত —
(A) পেরিডোটাইট (B) অবসিডিয়ান
(C) কিম্বারলাইট (D) ডায়োরাইট
উত্তর : (B) অবসিডিয়ান।

(২৭৭) মহাসাগরীয় ভূ-ত্বকের ৯৯% যে আগ্নেয় শিলা দ্বারা গঠিত —
(A) গ্রানাইট (B) রায়োলাইট
(C) ব্যাসল্ট (D) অ্যান্ডিসাইট
উত্তর : (C) ব্যাসল্ট।

(২৭৮) পৃথিবীতে যে প্রকার আগ্নেয় শিলা সবচেয়ে বেশি পাওয়া যায় —
(A) গ্রানাইট (B) ডায়োরাইট
(C) ব্যাসল্ট (D) রায়োলাইট
উত্তর : (C) ব্যাসল্ট।

(২৭৯) গ্রানাইট (Granite) আগ্নেয় শিলার প্রধান খনিজ হল —
(A) প্ল্যাজিওক্লেজ ও কোয়ার্টজ (B) প্ল্যাজিওক্লেজ ও পাইরোক্সিন
(C) প্ল্যাজিওক্লেজ ও অ্যাম্ফিবোল (D) পাইরোক্সিন ও অ্যাম্ফিবোল
উত্তর : (A) প্ল্যাজিওক্লেজ ও কোয়ার্টজ।

(২৮০) ব্যাসল্ট (Basalt) আগ্নেয় শিলার প্রধান খনিজ হল —
(A) প্ল্যাজিওক্লেজ ও কোয়ার্টজ (B) কোয়ার্টজ ও পাইরোক্সিন
(C) পাইরোক্সিন ও অ্যাম্ফিবোল (D) কোয়ার্টজ ও অ্যাম্ফিবোল
উত্তর : (C) পাইরোক্সিন ও অ্যাম্ফিবোল।

(২৮১) গাঢ়বর্ণের খনিজ বিহীন, হালকা বর্ণের গ্রানাইট জাতীয় শিলাকে বলে —
(A) লেউকোগ্রানাইট (B) মাইক্রোগ্রানাইট
(C) অর্থোক্লেজগ্রানাইট (D) অলিগোগ্রানাইট
উত্তর : (A) লেউকোগ্রানাইট।

(২৮২) ম্যাগমা ধীরগতিতে শীতল হওয়ার কারণে যেসব পাতালিক আগ্নেয় শিলা সম্পূর্ণরূপে কেলাস দ্বারা গঠিত হয়, তাদের বলে —
(A) হাইপোক্রিস্টালিন (B) হায়ালোক্রিস্টালিন
(C) হোলোক্রিস্টালিন (D) ক্রিপটোক্রিস্টালিন
উত্তর : (C) হোলোক্রিস্টালিন।

(২৮৩) একটি হোলোক্রিস্টালিন (Holocrystalline) আগ্নেয় শিলার উদাহরণ হল —
(A) ব্যাসল্ট (B) গ্রানাইট
(C) আগ্নেয় টাফ (D) ডোলেরাইট
উত্তর : (B) গ্রানাইট।

(২৮৪) ম্যাগমা দ্রুতগতিতে শীতল হওয়ার কারণে যেসব উপপাতালিক আগ্নেয় শিলা কেলাস এবং কাচ (কেলাসহীন) গ্রথনের সমন্বয়ে গঠিত হয়, তাদের বলে —
(A) হাইপোক্রিস্টালিন (B) হায়ালোক্রিস্টালিন
(C) হোলোক্রিস্টালিন (D) ক্রিপটোক্রিস্টালিন
উত্তর : (A) হাইপোক্রিস্টালিন।

(২৮৫) একটি হাইপোক্রিস্টালিন (Hypocrystalline) আগ্নেয় শিলার উদাহরণ হল —
(A) গ্রানাইট (B) ব্যাসল্ট
(C) পিউমিস (D) ডোলেরাইট
উত্তর : (D) ডোলেরাইট।

(২৮৬) লাভা দ্রুতগতিতে শীতল হওয়ার কারণে যেসব নিঃসারী আগ্নেয় শিলা চকচকে, মসৃণ কাঁচের ন্যায় গ্রথনযুক্ত হয়, তাদের বলে —
(A) হাইপোক্রিস্টালিন (B) হায়ালোক্রিস্টালিন
(C) হোলোক্রিস্টালিন (D) ক্রিপটোক্রিস্টালিন
উত্তর : (B) হায়ালোক্রিস্টালিন।

(২৮৭) একটি হায়ালোক্রিস্টালিন (Hyalocrystalline) আগ্নেয় শিলার উদাহরণ হল —
(A) পিউমিস (B) ব্যাসল্ট
(C) গ্রানাইট (D) ডোলেরাইট
উত্তর : (A) পিউমিস।

(২৮৮) যে আগ্নেয় শিলার গ্রথনে প্রত্যেক কেলাসকে সহজে শনাক্ত করা যায়, তাকে বলে —
(A) ফ্যানেরাইটিক (B) অ্যাফ্যানিটিক
(C) ক্রিপটোক্রিস্টালিন (D) আলফানাইটিক
উত্তর : (A) ফ্যানেরাইটিক।

(২৮৯) একটি ফ্যানেরাইটিক (Phaneritic) কেলাস গ্রথনযুক্ত আগ্নেয় শিলা হল —
(A) অবসিডিয়ান (B) ব্যাসল্ট
(C) গ্রানাইট (D) ফেলসাইট
উত্তর : (C) গ্রানাইট।

(২৯০) যে আগ্নেয় শিলার গ্রথনে সূক্ষ্ম কেলাসগুলিকে খালিচোখে দেখা যায় না, তাকে বলে —
(A) ফ্যানেরাইটিক (B) অ্যাফ্যানিটিক
(C) ক্রিপটোক্রিস্টালিন (D) আলফানাইটিক
উত্তর : (B) অ্যাফ্যানিটিক।

(২৯১) একটি অ্যাফ্যানিটিক (Aphanitic) কেলাস গ্রথনযুক্ত আগ্নেয় শিলা হল —
(A) গ্রানাইট (B) অবসিডিয়ান
(C) ফেলসাইট (D) ব্যাসল্ট
উত্তর : (D) ব্যাসল্ট।

(২৯২) যে আগ্নেয় শিলার গ্রথনে কেলাসগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের দ্বারাও চিহ্নিত করা যায় না, তাকে বলে —
(A) ফ্যানেরাইটিক (B) অ্যাফ্যানিটিক
(C) ক্রিপটোক্রিস্টালিন (D) আলফানাইটিক
উত্তর : (C) ক্রিপটোক্রিস্টালিন।

(২৯৩) একটি ক্রিপটোক্রিস্টালিন (Cryptocrystalline) কেলাস গ্রথনযুক্ত আগ্নেয় শিলা হল —
(A) ব্যাসল্ট (B) ফেলসাইট
(C) গ্রানাইট (D) পরফাইরি
উত্তর : (B) ফেলসাইট।

(২৯৪) অতি স্থূল দানার গ্রথনযুক্ত আগ্নেয় শিলাকে বলে —
(A) পরফাইরিটিক (B) অ্যাফ্যানিটিক
(C) ফ্যানেরাইটিক (D) পেগমাটাইটিক
উত্তর : (D) পেগমাটাইটিক।

(২৯৫) ছোটো-বড়ো দানার মিশ্র গ্রথনযুক্ত আগ্নেয় শিলাকে বলে —
(A) পরফাইরিটিক (B) অ্যাফ্যানিটিক
(C) ফ্যানেরাইটিক (D) পেগমাটাইটিক
উত্তর : (A) পরফাইরিটিক।

(২৯৬) গ্রানাইটের সমতুল্য রাসায়নিক গঠনযুক্ত আগ্নেয় শিলাটি হল —
(A) ব্যাসল্ট (B) পিউমিস
(C) অবসিডিয়ান (D) রায়োলাইট
উত্তর : (D) রায়োলাইট।

(২৯৭) ব্যাসল্টের সমতুল্য রাসায়নিক গঠনযুক্ত আগ্নেয় শিলাটি হল —
(A) গ্যাব্রো (B) পেরিডোটাইট
(C) পেগমাটাইট (D) গ্রানাইট
উত্তর : (A) গ্যাব্রো।

(২৯৮) নিঃসারী আগ্নেয় শিলা সর্বাধিক তৈরি হয় যে পাত সীমানাতে —
(A) অভিসারী পাত সীমানা (B) প্রতিসারী পাত সীমানা
(C) নিরপেক্ষ পাত সীমানা (D) প্রতিগামী পাত সীমানা
উত্তর : (B) প্রতিসারী পাত সীমানা।

(২৯৯) প্রতিসারী পাত সীমানাতে যে শতাংশ নিঃসারী আগ্নেয় শিলা তৈরি হয় —
(A) ৫৩% (B) ৬৩%
(C) ৭৩% (D) ৮৩%
উত্তর : (C) ৭৩%।

(৩০০) অভিসারী পাত সীমানাতে বা সাবডাকশন অঞ্চলে যে শতাংশ নিঃসারী আগ্নেয় শিলা তৈরি হয় —
(A) ১৫% (B) ১২%
(C) ২১% (D) ৩০%
উত্তর : (A) ১৫%।

(WBSSC SLST GEOGRAPHY PART-6)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-5

2 thoughts on “WBSSC SLST GEOGRAPHY PART-6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!