Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-59

WBSSC SLST GEOGRAPHY PART-59

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৫৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-59) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-59

(২৯০১) যে দেশে সিঙ্কহোল গউফ্রে (Gouffre), ফসে (Fosse), পুইট (Puit) নামে পরিচিত —
(A) ফ্রান্স (B) ইতালি
(C) স্পেন (D) রাশিয়া
উত্তর : (A) ফ্রান্স।

(২৯০২) যে দেশের দক্ষিণাংশে সিঙ্কহোল ‘অ্যাভেন’ (Aven) নামে পরিচিত —
(A) ইতালি (B) স্পেন
(C) রাশিয়া (D) ফ্রান্স
উত্তর : (D) ফ্রান্স।

(২৯০৩) যে দেশে সিঙ্কহোল ‘ডোলিনা’ (Dolina) নামে পরিচিত —
(A) স্লোভেনিয়া (B) ইতালি
(C) অস্ট্রেলিয়া (D) রাশিয়া
উত্তর : (A) স্লোভেনিয়া।

(২৯০৪) যে দেশে জলপূর্ণ সিঙ্কহোল ‘সেনোট’ (Cenote) নামে পরিচিত —
(A) ইতালি (B) মেক্সিকো
(C) রাশিয়া (D) জার্মানি
উত্তর : (B) মেক্সিকো।

(২৯০৫) যে দেশে সিঙ্কহোল ‘ফোইবা’ (Foiba) নামে পরিচিত —
(A) রাশিয়া (B) জার্মানি
(C) ইতালি (D) মেক্সিকো
উত্তর : (C) ইতালি।

(২৯০৬) যে দেশে বৃহৎ আকারের, সুগভীর সিঙ্কহোল ‘তিয়ানকেং’ (Tiankeng) নামে পরিচিত —
(A) চিন (B) রাশিয়া
(C) ইতালি (D) স্পেন
উত্তর : (A) চিন।

(২৯০৭) যে দেশে সিঙ্কহোল ‘টোমো’ (Tomo) নামে পরিচিত —
(A) নিউজিল্যান্ড (B) স্পেন
(C) ইতালি (D) ক্রোয়েশিয়া
উত্তর : (A) নিউজিল্যান্ড।

(২৯০৮) যে দেশে সিঙ্কহোল ‘পোনিকভা’ (Ponikva), ‘ডোলাক’ (Dolac) নামে পরিচিত —
(A) নিউজিল্যান্ড (B) স্পেন
(C) ইতালি (D) ক্রোয়েশিয়া
উত্তর : (D) ক্রোয়েশিয়া।

(২৯০৯) বৃহৎ আকারের, সুগভীর সামুদ্রিক সিঙ্কহোলকে বলে —
(A) ব্ল্যাক হোল (B) ব্লু হোল
(C) ডার্ক হোল (D) সি হোল
উত্তর : (B) ব্লু হোল।

(২৯১০) বিশ্বের বৃহত্তম ব্লু হোল (Blue Hole) হল —
(A) গ্রেট ব্লু হোল (B) ড্রাগন হোল
(C) দাহাব ব্লু হোল (D) ডিনে’র ব্লু হোল
উত্তর : (A) গ্রেট ব্লু হোল।

(২৯১১) বিশ্বের গভীরতম ব্লু হোল (Blue Hole) হল —
(A) তাম জা’ ব্লু হোল (B) ড্রাগন হোল
(C) দাহাব ব্লু হোল (D) ডিনে’র ব্লু হোল
উত্তর : (A) তাম জা’ ব্লু হোল।

(২৯১২) গ্রেট ব্লু হোল (Great Blue Hole) যে দেশের উপকূলে অবস্থিত —
(A) মেক্সিকো (B) বেলিজ
(C) কানাডা (D) রাশিয়া
উত্তর : (B) বেলিজ।

(২৯১৩) তাম জা’ ব্লু হোল (Taam Ja’ Blue Hole) যে দেশের উপকূলে অবস্থিত —
(A) মেক্সিকো (B) রাশিয়া
(C) কানাডা (D) বেলিজ
উত্তর : (A) মেক্সিকো।

(২৯১৪) গ্রেট ব্লু হোল (Great Blue Hole) এবং তাম জা’ ব্লু হোল (Taam Ja’ Blue Hole) যে সাগরে অবস্থিত —
(A) দক্ষিণ চিন সাগর (B) ক্যারিবিয়ান সাগর
(C) কাস্পিয়ান সাগর (D) লোহিত সাগর
উত্তর : (B) ক্যারিবিয়ান সাগর।

(২৯১৫) যে ব্লু হোল দক্ষিণ চিন সাগরের চক্ষু (Eye of South China Sea) নামে পরিচিত —
(A) তাম জা’ ব্লু হোল (B) ড্রাগন হোল
(C) দাহাব ব্লু হোল (D) ডিনে’র ব্লু হোল
উত্তর : (B) ড্রাগন হোল।

(২৯১৬) বিশ্বের গভীরতম সিঙ্কহোল (World’s Deepest Sinkhole) হল —
(A) বারহুটের কূপ (B) শিয়াওঝাই তিয়ানকেং
(C) পোজো ডেল মেরো (D) গ্যাপিং ঘাইল
উত্তর : (B) শিয়াওঝাই তিয়ানকেং।

(২৯১৭) শিয়াওঝাই তিয়ানকেং (Xiaozhai Tiankeng) সিঙ্কহোল যে দেশে অবস্থিত —
(A) চিন (B) মঙ্গোলিয়া
(C) স্পেন (D) ইতালি
উত্তর : (A) চিন।

(২৯১৮) যে সিঙ্কহোল ‘Heavenly Pit’ বা ‘Well of Heaven’ নামে পরিচিত —
(A) বারহুটের কূপ (B) শিয়াওঝাই তিয়ানকেং
(C) পোজো ডেল মেরো (D) গ্যাপিং ঘাইল
উত্তর : (B) শিয়াওঝাই তিয়ানকেং।

(২৯১৯) পোজো ডেল মেরো (Pozzo del Merro) সিঙ্কহোল যে দেশে অবস্থিত —
(A) জার্মানি (B) রাশিয়া
(C) ইতালি (D) কানাডা
উত্তর : (C) ইতালি।

(২৯২০) যে সিঙ্কহোল নরকের কূপ (Well of Hell) নামে পরিচিত —
(A) বারহুটের কূপ (B) শিয়াওঝাই তিয়ানকেং
(C) পোজো ডেল মেরো (D) গ্যাপিং ঘাইল
উত্তর : (A) বারহুটের কূপ।

(২৯২১) বারহুটের কূপ (Well of Barhout) সিঙ্কহোল যে দেশে অবস্থিত —
(A) ইতালি (B) জার্মানি
(C) ইরান (D) ইয়েমেন
উত্তর : (D) ইয়েমেন।

(২৯২২) যে সিঙ্কহোল তোতাপাখির সিঙ্কহোল (Sinkhole of Parrots) নামে পরিচিত —
(A) বারহুটের কূপ (B) শিয়াওঝাই তিয়ানকেং
(C) পোজো ডেল মেরো (D) সিমা ডি লাস কোটোরাস
উত্তর : (D) সিমা ডি লাস কোটোরাস।

(২৯২৩) সিমা ডি লাস কোটোরাস (Sima de las Cotorras) সিঙ্কহোল যে দেশে অবস্থিত —
(A) মেক্সিকো (B) রাশিয়া
(C) কানাডা (D) বেলিজ
উত্তর : (A) মেক্সিকো।

(২৯২৪) গ্যাপিং ঘাইল (Gaping Ghyll) সোয়ালো হোল যে দেশে অবস্থিত —
(A) ব্রিটিশ যুক্তরাজ্য (B) ইতালি
(C) দক্ষিণ আফ্রিকা (D) কানাডা
উত্তর : (A) ব্রিটিশ যুক্তরাজ্য।

(২৯২৫) সর্বপ্রথম কারেন (Karren) -এর বিস্তৃত শ্রেণীবিভাগ করেন —
(A) আলফ্রেড হার্কার (B) পিটার হ্যাগেন
(C) জোভান কুইজিক (D) আলফ্রেড বোগলি
উত্তর : (D) আলফ্রেড বোগলি।

(WBSSC SLST GEOGRAPHY PART-59)

(২৯২৬) আলফ্রেড বোগলি (Alfred Bögli) যে সালে সর্বপ্রথম কারেন (Karren) -এর বিস্তৃত শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৫০ (B) ১৯৬০
(C) ১৯৭০ (D) ১৯৮০
উত্তর : (B) ১৯৬০।

(২৯২৭) ব্রেঙ্গি নদী সিঙ্কহোল (Brengi River Sinkhole) ভারতের যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত —
(A) লাদাখ (B) জম্মু ও কাশ্মীর
(C) মেঘালয় (D) রাজস্থান
উত্তর : (B) জম্মু ও কাশ্মীর।

(২৯২৮) ধমতরী সিঙ্কহোল (Dhamtari Sinkhole) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) মেঘালয় (B) অন্ধ্রপ্রদেশ
(C) ছত্তিশগড় (D) ওড়িশা
উত্তর : (C) ছত্তিশগড়।

(২৯২৯) উৎপত্তি অনুসারে, সিঙ্কহোল (Sinkhole) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (A) ২ প্রকার।

(২৯৩০) উৎপত্তি অনুসারে, প্রধানত যে দুই প্রকার সিঙ্কহোল (Sinkhole) দেখা যায় —
(A) দ্রবণ সিঙ্কহোল ও ককপিট সিঙ্কহোল (B) দ্রবণ সিঙ্কহোল ও ধ্বস সিঙ্কহোল
(C) দ্রবণ সিঙ্কহোল ও উত্থিত সিঙ্কহোল (D) ধ্বস সিঙ্কহোল ও ককপিট সিঙ্কহোল
উত্তর : (B) দ্রবণ সিঙ্কহোল ও ধ্বস সিঙ্কহোল।

(২৯৩১) কার্স্ট অঞ্চলে সিঙ্কহোলের চেয়ে বড়ো, কয়েক মিটার থেকে এক কিমি পর্যন্ত বিস্তৃত ফানেল আকৃতির আবদ্ধ গর্তকে বলে —
(A) ডোলাইন (B) উভালা
(C) সোয়ালো হোল (D) ক্লিন্ট
উত্তর : (A) ডোলাইন।

(২৯৩২) ডোলাইন (Doline) শব্দটির অর্থ হল —
(A) উপত্যকা (B) অবনমন
(C) ক্ষুদ্র গর্ত (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৯৩৩) উৎপত্তি অনুসারে, ডোলাইন (Doline) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (D) ৫ প্রকার।

(২৯৩৪) ককপিট ডোলাইন (Cockpit Doline) দেখা যায় যে দেশে —
(A) মেক্সিকো (B) জামাইকা
(C) অস্ট্রেলিয়া (D) কানাডা
উত্তর : (B) জামাইকা।

(২৯৩৫) কার্স্ট একাধিক সিঙ্কহোল বা ডোলাইন পরস্পর যুক্ত হয়ে যে ভূমিরূপ গঠন করে —
(A) গ্রাইক (B) উভালা
(C) কারেন (D) ল্যাপিস
উত্তর : (B) উভালা।

(২৯৩৬) উভালা (Uvala) শব্দটির অর্থ হল —
(A) উত্থিত পাহাড় (B) আবদ্ধ কার্স্ট অবনমন
(C) প্রাকৃতিক সুড়ঙ্গ (D) নদী উপত্যকা
উত্তর : (B) আবদ্ধ কার্স্ট অবনমন।

(২৯৩৭) যে কার্স্ট ভূমিরূপ ‘যৌগিক সিঙ্কহোল’ (Compound Sinkhole) বা ‘যৌগিক ডোলাইন’ (Compound Doline) নামে পরিচিত —
(A) গ্রাইক (B) কারেন
(C) উভালা (D) ল্যাপিস
উত্তর : (C) উভালা।

(২৯৩৮) উভালার আকারে হয় —
(A) কয়েক ফুট (B) কয়েক মিটার
(C) কয়েক সেমি (D) কয়েক কিমি
উত্তর : (D) কয়েক কিমি।

(২৯৩৯) ভেলিকি লুবেনোভাক (Veliki Lubenovac) ও লোমস্কা ডুবিলা (Lomska Duliba) উভালা যে দেশে অবস্থিত —
(A) ইতালি (B) ক্রোয়েশিয়া
(C) স্লোভেনিয়া (D) স্পেন
উত্তর : (B) ক্রোয়েশিয়া।

(২৯৪০) স্লাভিক ভাষাতে চুনাপাথর গঠিত অঞ্চলে উল্লম্বভাবে বা খাড়াভাবে ঝুঁকে থাকা খাদকে বলে —
(A) গ্রাইক (Grike) (B) জামা (Jama)
(C) ক্লিন্ট (Clint) (D) বোগাজ (Bogaz)
উত্তর : (B) জামা (Jama)।

(২৯৪১) উভালার চেয়ে দীর্ঘাকার, সমতল তলদেশ ও চারিদিকে খাড়া ঢালযুক্ত আবদ্ধ গর্তকে বলে —
(A) সিঙ্কহোল (B) পোলজি
(C) ডোলাইন (D) ল্যাপিস
উত্তর : (B) পোলজি।

(২৯৪২) পোলজি বা পোলয়ে (Polje) শব্দটির অর্থ হল —
(A) ময়দান (B) সংকীর্ণ গর্ত
(C) অনুচ্চ টিলা (D) ক্ষুদ্র হ্রদ
উত্তর : (A) ময়দান।

(২৯৪৩) যে কার্স্ট ভূমিরূপ ‘Karst Field’ নামে পরিচিত —
(A) উভালা (B) ডোলাইন
(C) পোলজি (D) কারেন
উত্তর : (C) পোলজি।

(২৯৪৪) বিশ্বের বৃহত্তম পোলজি (World’s Largest Polje) হল —
(A) লিভানস্কো পোলজি (B) পোপোভো পোলজি
(C) প্লানিনস্কো পোলজি (D) জিলোকা পোলজি
উত্তর : (A) লিভানস্কো পোলজি।

(২৯৪৫) লিভানস্কো পোলজি (Livanjsko Polje) যে দেশে অবস্থিত —
(A) ক্রোয়েশিয়া (B) বসনিয়া ও হার্জেগোভিনা
(C) স্লোভাকিয়া (D) স্লোভেনিয়া
উত্তর : (B) বসনিয়া ও হার্জেগোভিনা।

(২৯৪৬) পোলজির মেঝেতে অবস্থিত চুনাপাথর গঠিত অবশিষ্ট পাহাড়গুলিকে পূর্ব ইউরোপে বলে —
(A) উভালা (B) গ্রাইক
(C) হামস্ (D) ল্যাপিস
উত্তর : (C) হামস্।

(২৯৪৭) যে দেশে হামস্ (Hums) মোগোতে (Mogote) নামে পরিচিত —
(A) কিউবা (B) জার্মানি
(C) কানাডা (D) ইতালি
উত্তর : (A) কিউবা।

(২৯৪৮) যে দেশে হামস্ (Hums) পেপিনো পাহাড় (Pepino Hill) বা হেস্ট্যাক পাহাড় (Haystack Hill) নামে পরিচিত —
(A) কিউবা (B) পুয়ের্তো রিকো
(C) অস্ট্রেলিয়া (D) কানাডা
উত্তর : (B) পুয়ের্তো রিকো।

(২৯৪৯) ভারতের যে রাজ্যে হামস্ পাহাড় ‘রাবণ ভাটা’ নামে পরিচিত —
(A) অন্ধ্রপ্রদেশ (B) মেঘালয়
(C) ছত্তিশগড় (D) তেলঙ্গানা
উত্তর : (C) ছত্তিশগড়।

(২৯৫০) ছত্তিশগড়ের নন্দিনী খনি অঞ্চলে যে কার্স্ট ভূমিরূপ দেখা যায় —
(A) গ্রাইক ও ক্লিন্ট (B) সিঙ্কহোল
(C) ডোলাইন (D) গ্লোবুলাইট
উত্তর : (A) গ্রাইক ও ক্লিন্ট।

(WBSSC SLST GEOGRAPHY PART-59)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-58

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-59

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!