Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-58

WBSSC SLST GEOGRAPHY PART-58

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৫৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-58) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-58

(২৮৫১) ভারতের মোট আয়তনের যে শতাংশ এলাকাতে কার্স্ট ভূমিরূপ দেখা যায় —
(A) ০৩% (B) ০৫%
(C) ০৭% (D) ০৯%
উত্তর : (A) ০৩%।

(২৮৫২) কচারগড় গুহা (Kachargadh Cave) ভারতের যে রাজ্যে অবস্থিত —
(A) গুজরাট (B) মহারাষ্ট্র
(C) তেলঙ্গানা (D) ওড়িশা
উত্তর : (B) মহারাষ্ট্র।

(২৮৫৩) এশিয়া মহাদেশের যে দেশে সর্বাধিক বিস্তৃত কার্স্ট অঞ্চল রয়েছে —
(A) চিন (B) ইন্দোনেশিয়া
(C) ভারত (D) থাইল্যান্ড
উত্তর : (A) চিন।

(২৮৫৪) ভূপৃষ্ঠের যে শতাংশ এলাকাতে কার্স্ট ভূমিরূপ (Karst Topography) দেখা যায় —
(A) ১০% (B) ২০%
(C) ৩০% (D) ৪০%
উত্তর : (A) ১০%।

(২৮৫৫) শতাংশ অনুসারে, পৃথিবীর যে মহাদেশে কার্স্ট অঞ্চলের আয়তন সবচেয়ে বেশি —
(A) এশিয়া (B) উত্তর আমেরিকা
(C) আফ্রিকা (D) ইউরোপ
উত্তর : (D) ইউরোপ।

(২৮৫৬) পরিমাণ অনুসারে, পৃথিবীর যে মহাদেশে কার্স্ট অঞ্চলের আয়তন সবচেয়ে বেশি —
(A) এশিয়া (B) ইউরোপ
(C) আফ্রিকা (D) ওশিয়ানিয়া
উত্তর : (A) এশিয়া।

(২৮৫৭) কার্স্ট (Karst) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) আলফ্রেড হার্কার
(C) জোভান কুইজিক (D) জন টিল্টন হ্যাক
উত্তর : (C) জোভান কুইজিক।

(২৮৫৮) যে সালে জোভান কুইজিক (Jovan Cvijić) কার্স্ট (Karst) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৯৩ (B) ১৮৯৫
(C) ১৮৯৭ (D) ১৮৯৯
উত্তর : (A) ১৮৯৩।

(২৮৫৯) ‘The Karst Phenomenon’ বা ‘Das Karstphänomen’ গ্রন্থটি রচনা করেন —
(A) জোভান কুইজিক (B) এডওয়ার্ড সুয়েস
(C) এডওয়ার্ড গ্রিনলি (D) আলফ্রেড হার্কার
উত্তর : (A) জোভান কুইজিক।

(২৮৬০) কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে —
(A) বায়ুর কার্যে (B) হিমবাহের কার্যে
(C) ভৌমজলের কার্যে (D) নদীর কার্যে
উত্তর : (C) ভৌমজলের কার্যে।

(২৮৬১) চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়াতে সৃষ্ট লাল রঙের কাদা বা মৃত্তিকাকে বলে —
(A) টেরারোসা (B) সিঙ্কহোল
(C) ডোলাইন (D) ল্যাপিস
উত্তর : (A) টেরারোসা।

(২৮৬২) টেরারোসা (Terra rossa) শব্দটির অর্থ হল —
(A) আম্লিক কাদা (B) লাল মৃত্তিকা
(C) কার্স্ট মৃত্তিকা (D) খনিজ মৃত্তিকা
উত্তর : (B) লাল মৃত্তিকা।

(২৮৬৩) কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় —
(A) পডজল মৃত্তিকা (B) চারনোজেম মৃত্তিকা
(C) পলি মৃত্তিকা (D) রেন্ডজিনা মৃত্তিকা
উত্তর : (D) রেন্ডজিনা মৃত্তিকা।

(২৮৬৪) টেরারোসা (Terra rossa) মূলত যে জলবায়ু অঞ্চলে দেখা যায় —
(A) ক্রান্তীয় জলবায়ু (B) নাতিশীতোষ্ণ জলবায়ু
(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু (D) মেরু জলবায়ু
উত্তর : (C) ভূমধ্যসাগরীয় জলবায়ু।

(২৮৬৫) টেরারোসা মৃত্তিকা যে ফসলের চাষের জন্য বিখ্যাত —
(A) আঙুর (B) গম
(C) স্ট্রবেরি (D) ধান
উত্তর : (A) আঙুর।

(২৮৬৬) টেরারোসা থেকে যে খনিজ আকরিক পাওয়া যায় —
(A) হেমাটাইট (B) সিডেরাইট
(C) বক্সাইট (D) লিমোনাইট
উত্তর : (C) বক্সাইট।

(২৮৬৭) চুনাপাথর গঠিত অঞ্চলে সৃষ্ট তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত অসংখ্য দ্রবণ খাতগুলি যে নামে পরিচিত —
(A) ল্যাপিস (B) কারেন
(C) গ্রাইক (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৮৬৮) চুনাপাথর গঠিত অঞ্চলে সৃষ্ট তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত অসংখ্য দ্রবণ খাতগুলি যে দেশে ল্যাপিস (Lapies) নামে পরিচিত —
(A) ইতালি (B) ফ্রান্স
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (B) ফ্রান্স।

(২৮৬৯) চুনাপাথর গঠিত অঞ্চলে সৃষ্ট তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত অসংখ্য দ্রবণ খাতগুলি যে দেশে কারেন (Karren) নামে পরিচিত —
(A) ইতালি (B) ফ্রান্স
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (D) জার্মানি।

(২৮৭০) অতি ক্ষুদ্র, সংকীর্ণ, ঘন সন্নিবদ্ধ, পরস্পর সমান্তরাল কারেনগুলিকে বলে —
(A) রিলেনকারেন (B) রিনেনকারেন
(C) ট্রিটকারেন (D) রুন্ডকারেন
উত্তর : (A) রিলেনকারেন।

(২৮৭১) রিলেনকারেনগুলি প্রসারিত হয়ে বা একাধিক রিলেনকারেন (Rillenkarren) পরস্পর মিলিত হয়ে সৃষ্টি করে —
(A) ট্রিটকারেন (B) রুন্ডকারেন
(C) রিনেনকারেন (D) ফ্ল্যাককারেন
উত্তর : (C) রিনেনকারেন।

(২৮৭২) রিলেনকারেন (Rillenkarren) অপর যে নামে পরিচিত —
(A) Solution Flutes (B) Runnels
(C) Channel Karren (D) Grikes
উত্তর : (A) Solution Flutes।

(২৮৭৩) রিনেনকারেন (Rinnenkarren) অপর যে নামে পরিচিত —
(A) Runnels (B) Channel Karren
(C) Solution Flutes (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৮৭৪) ধাপযুক্ত, সমতল তলদেশবিশিষ্ট কারেনকে বলে —
(A) ট্রিটকারেন (B) রিনেনকারেন
(C) রুন্ডকারেন (D) রিলেনকারেন
উত্তর : (A) ট্রিটকারেন।

(২৮৭৫) ট্রিটকারেন (TrittKarren) অপর যে নামে পরিচিত —
(A) Step Karren (B) Heelprint Karren
(C) Channel Karren (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(WBSSC SLST GEOGRAPHY PART-58)

(২৮৭৬) গোলাকার তলদেশযুক্ত ও গোলাকার শীর্ষদেশ দ্বারা বিচ্ছিন্ন কারেনকে বলে —
(A) রিলেনকারেন (B) রুন্ডকারেন
(C) রিনেনকারেন (D) ট্রিটকারেন
উত্তর : (B) রুন্ডকারেন।

(২৮৭৭) রুন্ডকারেন (Rundkarren) অপর যে নামে পরিচিত —
(A) Straight Channel (B) Solution Pits
(C) Step Karren (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৮৭৮) চুনাপাথর গঠিত অঞ্চলে দারণ বা সন্ধিস্থল বরাবর যে দীর্ঘ ও গভীর দ্রবণ খাত সৃষ্টি হয়, তাকে বলে —
(A) রিলেনকারেন (B) ক্লুফটকারেন
(C) রিনেরকারেন (D) রুন্ডকারেন
উত্তর : (B) ক্লুফটকারেন।

(২৮৭৯) ক্লুফটকারেন (Kluftkarren) অপর যে নামে পরিচিত —
(A) Cleftkarren (B) Bogaz
(C) Grikes (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৮৮০) খাড়া চূড়া থেকে নিচ পর্যন্ত প্রসারিত, বৃহৎ ও গভীর কারেনকে বলে —
(A) স্পিৎজকারেন (B) রিলেনকারেন
(C) রিনেনকারেন (D) রুন্ডকারেন
উত্তর : (A) স্পিৎজকারেন।

(২৮৮১) স্পিৎজকারেন (Spitzkarren) অপর যে নামে পরিচিত —
(A) Channel Karren (B) Heelprint Karren
(C) Pinnacle Karren (D) Step Karren
উত্তর : (C) Pinnacle Karren।

(২৮৮২) খাড়া ঢালে গঠিত দ্রবণ খাত বা কারেনকে বলে —
(A) রিলেনকারেন (B) ওয়ান্ডকারেন
(C) স্পিৎজকারেন (D) রিনেনকারেন
উত্তর : (B) ওয়ান্ডকারেন।

(২৮৮৩) ওয়ান্ডকারেন (Wandkarren) অপর যে নামে পরিচিত —
(A) Wall Karren (B) Wall Solution Runnels
(C) Step Karren (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৮৮৪) চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ ক্ষয় প্রক্রিয়াতে দারণগুলি যে চওড়া ও গভীর দ্রবণ খাত সৃষ্টি করে, তাকে বলে —
(A) গ্রাইক (B) ক্লিন্ট
(C) ডোলাইন (D) সিঙ্কহোল
উত্তর : (A) গ্রাইক।

(২৮৮৫) গ্রাইক (Grike) দ্বারা বিচ্ছিন্ন আয়তাকার, সমতল উচ্চভূমিকে বলে —
(A) সিঙ্কহোল (B) পোনর
(C) বোগাজ (D) ক্লিন্ট
উত্তর : (D) ক্লিন্ট।

(২৮৮৬) যে কার্স্ট ভূমিরূপটি ফ্ল্যাককারেন (Flackkarren) নামে পরিচিত —
(A) গ্রাইক (B) সিঙ্কহোল
(C) ক্লিন্ট (D) বোগাজ
উত্তর : (C) ক্লিন্ট।

(২৮৮৭) স্লাভিক ভাষাতে বোগাজ (Bogaz) বলতে বোঝায় বৃহৎ আকারের —
(A) পোনর (B) গ্রাইক
(C) ক্লিন্ট (D) সিঙ্কহোল
উত্তর : (B) গ্রাইক।

(২৮৮৮) বোগাজ (Bogaz) অপর যে নামে পরিচিত —
(A) Karst Corridor (B) Limestone Pavement
(C) Solution Pan (D) Karst Window
উত্তর : (A) Karst Corridor।

(২৮৮৯) চুনাপাথর গঠিত অঞ্চলে অসংখ্য ল্যাপিস বা কারেন, গ্রাইক ও ক্লিন্ট (Clint) সমৃদ্ধ অমসৃণ, বন্ধুর ভূমিকে বলে —
(A) সিঙ্কহোল (B) চুনাপাথর মেঝে
(C) ডোলাইন (D) স্ট্যালাকটাইট
উত্তর : (B) চুনাপাথর মেঝে।

(২৮৯০) চুনাপাথর মেঝে (Limestone Pavement) -এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল —
(A) ইংল্যান্ডের ওর্টন স্কার (B) ব্রিটেনের গ্যাপিং ঘাইল
(C) মেক্সিকোর এল জ্যাকাটন (D) অস্ট্রেলিয়ার নিম্বি নিম্বি
উত্তর : (A) ইংল্যান্ডের ওর্টন স্কার।

(২৮৯১) চুনাপাথর গঠিত অঞ্চলে ম্যান্ডারকারেন (Mäanderkarren) বলতে বোঝায় —
(A) আঁকাবাঁকা দ্রবণ খাত (B) বৃহৎ ও গভীর গর্ত
(C) সমান্তরাল দ্রবণ খাত (D) গোলাকার দ্রবণ খাত
উত্তর : (A) আঁকাবাঁকা দ্রবণ খাত।

(২৮৯২) মাটির নিচে সৃষ্ট কারেনকে বলে —
(A) রিলেনকারেন (Rillenkarren) (B) রুন্ডকারেন (Rundkarren)
(C) বোডেনকারেন (Bodenkarren) (D) ট্রিটকারেন (Trittkarren)
উত্তর : (C) বোডেনকারেন (Bodenkarren)।

(২৮৯৩) চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ গর্তগুলি আকারে বড়ো ও গভীর হলে, তাকে বলে —
(A) দ্রবণ খাঁজ (B) দ্রবণ প্যান
(C) দ্রবণ গর্ত (D) দ্রবণ খাত
উত্তর : (B) দ্রবণ প্যান।

(২৮৯৪) কার্স্ট অঞ্চলে দ্রবণ প্যান (Solution Pan) যে ভাষায় টিনাহিতাস (Tinajitas) নামে পরিচিত —
(A) স্লাভিক (B) জার্মান
(C) স্প্যানিশ (D) ফরাসি
উত্তর : (C) স্প্যানিশ।

(২৮৯৫) জার্মান ও স্লাভিক ভাষায় যে কার্স্ট ভূমিরূপ কামেনিৎজা (Kamenitza) নামে পরিচিত —
(A) সিঙ্কহোল (B) দ্রবণ প্যান
(C) ডোলাইন (D) ল্যাপিস
উত্তর : (B) দ্রবণ প্যান।

(২৮৯৬) কার্স্ট অঞ্চলে দ্রবণ ক্ষয়কাজের ফলে সৃষ্ট ফানেল আকৃতির গর্তকে বলে —
(A) সিঙ্কহোল (B) সোয়ালো হোল
(C) ল্যাপিস (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৮৯৭) যে দেশে চুনাপাথর গঠিত অঞ্চলের দ্রবণ গর্ত সিঙ্কহোল (Sinkhole) নামে পরিচিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) স্পেন
(C) আর্জেন্টিনা (D) ব্রিটিশ যুক্তরাজ্য
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৮৯৮) যে দেশে চুনাপাথর গঠিত অঞ্চলের দ্রবণ গর্ত সোয়ালো হোল (Swallow Hole) নামে পরিচিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) স্পেন
(C) আর্জেন্টিনা (D) ব্রিটিশ যুক্তরাজ্য
উত্তর : (D) ব্রিটিশ যুক্তরাজ্য।

(২৮৯৯) যে বৈশিষ্ট্যটি সোয়ালো হোল (Swallow Hole) -কে সিঙ্কহোল (Sinkhole) থেকে পৃথক করেছে —
(A) সোয়ালো হোল আকারে ফানেলের মতো (B) সোয়ালো হোলের গভীরতা অনেক বেশি হয়
(C) সোয়ালো হোলে নদী বা জলধারা ভূগর্ভে প্রবেশ করে (D) সোয়ালো হোল সারাবছর দেখা যায় না
উত্তর : (C) সোয়ালো হোলে নদী বা জলধারা ভূগর্ভে প্রবেশ করে।

(২৯০০) স্লাভিক ভাষাতে যে কার্স্ট ভূমিরূপ পোনর (Ponor) নামে পরিচিত —
(A) ল্যাপিস (B) ডোলাইন
(C) সোয়ালো হোল (D) ক্লিন্ট
উত্তর : (C) সোয়ালো হোল।

(WBSSC SLST GEOGRAPHY PART-58)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-57

2 thoughts on “WBSSC SLST GEOGRAPHY PART-58

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!