Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-56

WBSSC SLST GEOGRAPHY PART-56

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৫৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-56) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-56

(২৭৫১) অতি বৃহৎ আকারের বালিয়াড়ি (Mega Dune) যে নামে পরিচিত —
(A) ড্রা (Draa) (B) রেগ (Reg)
(C) আর্গ (Erg) (D) সাই (Saï)
উত্তর : (A) ড্রা (Draa)।

(২৭৫২) বালিয়াড়ি সঞ্চয়ের ক্ষুদ্রতম রূপ হল —
(A) বালি চাদর (Sand Sheet) (B) বালি তরঙ্গ (Sand Ripple)
(C) বালি স্তম্ভ (Sand Column) (D) বালি শৈলশিরা (Sand Ridge)
উত্তর : (B) বালি তরঙ্গ (Sand Ripple)।

(২৭৫৩) সর্বাধিক পুরু লোয়েস সঞ্চয় রয়েছে যে দেশে —
(A) ফ্রান্স (B) স্পেন
(C) চিন (D) পেরু
উত্তর : (C) চিন।

(২৭৫৪) পেডিমেন্টের গড় ঢাল —
(A) ০.৫°-৭° (B) ২°-৯°
(C) ০.৫°-৩° (D) ১°-১৫°
উত্তর : (A) ০.৫°-৭°।

(২৭৫৫) লোয়েস (Loess) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) টমাস এইচ. ইভান্স (B) কার্ল লিয়নহার্ড
(C) এডউইন হিল (D) উইলহেল্ম বর্নহার্ডট
উত্তর : (B) কার্ল লিয়নহার্ড।

(২৭৫৬) যে সালে কার্ল লিয়নহার্ড (Karl Leonhard) লোয়েস (Loess) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮২৪ (B) ১৮২৫
(C) ১৮২৬ (D) ১৮২৭
উত্তর : (A) ১৮২৪।

(২৭৫৭) ভেন্টিফ্যাক্ট শব্দটির অর্থ হল —
(A) পার্বত্যভূমি (B) মরু শিলা
(C) বায়ু সৃষ্ট (D) গোলাকার নুড়ি
উত্তর : (C) বায়ু সৃষ্ট।

(২৭৫৮) ভেন্টিফ্যাক্ট (Ventifact) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) টমাস এইচ. ইভান্স (B) কার্ল লিয়নহার্ড
(C) এডউইন হিল (D) উইলহেল্ম বর্নহার্ডট
উত্তর : (A) টমাস এইচ. ইভান্স।

(২৭৫৯) যে সালে টমাস এইচ. ইভান্স (Thomas H. Evans) ভেন্টিফ্যাক্ট (Ventifact) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০৮ (B) ১৯০৯
(C) ১৯১০ (D) ১৯১১
উত্তর : (D) ১৯১১।

(২৭৬০) বার্খান (Barchan) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) আলেকজান্ডার ফন মিডেনডর্ফ (B) কার্ল লিয়নহার্ড
(C) এডউইন হিল (D) উইলহেল্ম বর্নহার্ডট
উত্তর : (A) আলেকজান্ডার ফন মিডেনডর্ফ।

(২৭৬১) যে সালে আলেকজান্ডার ফন মিডেনডর্ফ (Alexander von Middendorf) বার্খান (Barchan) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৭৯ (B) ১৮৮০
(C) ১৮৮১ (D) ১৮৮২
উত্তর : (C) ১৮৮১।

(২৭৬২) ইনসেলবার্জ (Inselberg) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) টমাস এইচ. ইভান্স (B) কার্ল লিয়নহার্ড
(C) এডউইন হিল (D) উইলহেল্ম বর্নহার্ডট
উত্তর : (D) উইলহেল্ম বর্নহার্ডট।

(২৭৬৩) যে সালে উইলহেল্ম বর্নহার্ডট (Wilhelm Bornhardt) ইনসেলবার্জ (Inselberg) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০০ (B) ১৯০১
(C) ১৯০২ (D) ১৯০৩
উত্তর : (A) ১৯০০।

(২৭৬৪) বর্নহার্ডট (Bornhardt) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলহেল্ম বর্নহার্ডট (B) মারি মারিসাওয়া
(C) লেস্টার চার্লস কিং (D) বেইলি উইলিস
উত্তর : (D) বেইলি উইলিস।

(২৭৬৫) যে সালে বেইলি উইলিস (Bailey Willis) বর্নহার্ডট (Bornhardt) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৪ (B) ১৯৩৫
(C) ১৯৩৬ (D) ১৯৩৭
উত্তর : (C) ১৯৩৬।

(২৭৬৬) ক্যাসেল কোপিজ (Castle Koppies) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) লেস্টার চার্লস কিং (B) উইলিয়াম স্মিথ
(C) চার্লস রোল্যান্ড টুইডেল (D) নিকোলাস স্টেনো
উত্তর : (C) চার্লস রোল্যান্ড টুইডেল।

(২৭৬৭) যে সালে চার্লস রোল্যান্ড টুইডেল (Charles Rowland Twidale) ক্যাসেল কোপিজ (Castle Koppies) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৮১ (B) ১৯৮২
(C) ১৯৮৩ (D) ১৯৮৪
উত্তর : (A) ১৯৮১।

(২৭৬৮) জার্মান ভাষাতে মেসা (Mesa) যে নামে পরিচিত —
(A) টাফেলবার্জ (B) ইনসেলবার্জ
(C) লুনেটবার্জ (D) রিপলবার্গ
উত্তর : (A) টাফেলবার্গ।

(২৭৬৯) লুনেট বালিয়াড়ি (Lunette Dune) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) চার্লস ফ্রেডেরিক টোলম্যান (B) কার্ল লিয়নহার্ড
(C) এডউইন এস. হিল (D) টমাস এইচ. ইভান্স
উত্তর : (C) এডউইন এস. হিল।

(২৭৭০) যে সালে এডউইন এস. হিল (Edwin S. Hill) লুনেট বালিয়াড়ি (Lunette Dune) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৪০ (B) ১৯৪১
(C) ১৯৪২ (D) ১৯৪৩
উত্তর : (A) ১৯৪০।

(২৭৭১) তির্যক বালিয়াড়ি ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির প্রথম বর্ণনা দিয়েছিলেন —
(A) কার্ল লিয়নহার্ড (B) টমাস এইচ. ইভান্স
(C) এডউইন এস. হিল (D) রালফ ব্যাগনোল্ড
উত্তর : (D) রালফ ব্যাগনোল্ড।

(২৭৭২) অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Sand Dune) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) কার্ল লিয়নহার্ড (B) টমাস এইচ. ইভান্স
(C) জন টিল্টন হ্যাক (D) রালফ ব্যাগনোল্ড
উত্তর : (C) জন টিল্টন হ্যাক।

(২৭৭৩) যে সালে জন টিল্টন হ্যাক (J. T. Hack) অধিবৃত্তীয় বালিয়াড়ি (Parabolic Sand Dune) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৪১ (B) ১৯৪২
(C) ১৯৪৩ (D) ১৯৪৪
উত্তর : (A) ১৯৪১।

(২৭৭৪) পেডিমেন্ট (Pediment) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) এডওয়ার্ড সুয়েস (B) গ্রোভ কার্ল গিলবার্ট
(C) জন টিল্টন হ্যাক (D) রালফ ব্যাগনোল্ড
উত্তর : (B) গ্রোভ কার্ল গিলবার্ট।

(২৭৭৫) যে সালে গ্রোভ কার্ল গিলবার্ট (Grove Karl Gilbert) পেডিমেন্ট (Pediment) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৮১ (B) ১৮৮২
(C) ১৮৮৩ (D) ১৮৮৪
উত্তর : (B) ১৮৮২।

(WBSSC SLST GEOGRAPHY PART-56)

(২৭৭৬) বাজাদা (Bajada) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) গ্রোভ কার্ল গিলবার্ট (B) রালফ ব্যাগনোল্ড
(C) চার্লস ফ্রেডেরিক টোলম্যান (D) কার্ল লিয়নহার্ড
উত্তর : (C) চার্লস ফ্রেডেরিক টোলম্যান।

(২৭৭৭) যে সালে চার্লস ফ্রেডেরিক টোলম্যান (Charles Frederick Tolman) বাজাদা (Bajada) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০৯ (B) ১৯১০
(C) ১৯১১ (D) ১৯১২
উত্তর : (A) ১৯০৯।

(২৭৭৮) আমেরিকা যুক্তরাষ্ট্রে লোয়েস সঞ্চিত দীর্ঘায়িত ঢিপি বা টিলাকে বলে —
(A) রেগ (Reg) (B) আর্গ (Erg)
(C) পাহা (Paha) (D) গ্রেডা (Greda)
উত্তর : (C) পাহা (Paha)।

(২৭৭৯) ইউরোপে লোয়েস সঞ্চিত দীর্ঘায়িত ঢিপি বা টিলাকে বলে —
(A) রেগ (Reg) (B) আর্গ (Erg)
(C) পাহা (Paha) (D) গ্রেডা (Greda)
উত্তর : (D) গ্রেডা (Greda)।

(২৭৮০) রাশিয়ার লেনা নদী অববাহিকায় বিচ্ছিন্ন বালিয়াড়িকে বলে —
(A) টুকুলান (Tukulan) (B) সেরির (Serir)
(C) জিবার (Gibber) (D) মেডানোস (Médanos)
উত্তর : (A) টুকুলান (Tukulan)।

(২৭৮১) পিলাটের বালিয়াড়ি (Dune of Pilat) যে দেশে অবস্থিত —
(A) ফ্রান্স (B) রাশিয়া
(C) স্পেন (D) জার্মানি
উত্তর : (A) ফ্রান্স।

(২৭৮২) বিশ্বের উচ্চতম উপকূলীয় বালিয়াড়ি (World’s Tallest Coastal Dune) মাউন্ট টেমপেস্ট (Mount Tempest) যে দেশে অবস্থিত —
(A) আলজেরিয়া (B) লিবিয়া
(C) অস্ট্রেলিয়া (D) ব্রাজিল
উত্তর : (C) অস্ট্রেলিয়া।

(২৭৮৩) সাহারা মরুভূমির অধিকাংশ অঞ্চলে যে ভূমিরূপ দেখা যায় —
(A) রেগ (B) সেরির
(C) আর্গ (D) হামাদা
উত্তর : (D) হামাদা।

(২৭৮৪) যে মহাদেশে মহাদেশীয় বালিয়াড়ি (Continental Dune) মেডানোস (Médanos) নামে পরিচিত —
(A) আফ্রিকা (B) দক্ষিণ আমেরিকা
(C) ওশিয়ানিয়া (D) ইউরোপ
উত্তর : (B) দক্ষিণ আমেরিকা।

(২৭৮৫) কেলসো বালিয়াড়ি (Kelso Dune) যে মরুভূমিতে রয়েছে —
(A) আটাকামা মরুভূমি (B) সাহারা মরুভূমি
(C) মোহাভে মরুভূমি (D) গোবি মরুভূমি
উত্তর : (C) মোহাভে মরুভূমি।

(২৭৮৬) সাহারা মরুভূমির গ্রেট স্যান্ড সি (Great Sand Sea) যে দেশে অবস্থিত —
(A) মিশর ও লিবিয়া (B) মিশর ও সুদান
(C) মিশর ও আলজেরিয়া (D) লিবিয়া ও সুদান
উত্তর : (A) মিশর ও লিবিয়া।

(২৭৮৭) ভারতের যে রাজ্যের লালচে রঙের উপকূলীয় বালিয়াড়ি থেরি (Theri) নামে পরিচিত —
(A) গুজরাট (B) তামিলনাড়ু
(C) কেরালা (D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (B) তামিলনাড়ু।

(২৭৮৮) যে অঞ্চলের লোয়েস মৃত্তিকা হোয়াংটো (Hwangto) নামে পরিচিত —
(A) সাইবেরিয়া (B) কোরিয়া উপদ্বীপ
(C) তুর্কিস্তান (D) রাইন উপত্যকা
উত্তর : (B) কোরিয়া উপদ্বীপ।

(২৭৮৯) উইলিয়াম এস. কুপার (William S. Cooper) যে সালে বালিয়াড়ির শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৫৬ (B) ১৯৫৭
(C) ১৯৫৮ (D) ১৯৫৯
উত্তর : (C) ১৯৫৮।

(২৭৯০) ইয়ান জি. উইলসন (Ian G. Wilson) যে সালে বালিয়াড়ির শ্রেণীবিভাগ করেন —
(A) ১৯৭২ (B) ১৯৭৩
(C) ১৯৭৪ (D) ১৯৭৫
উত্তর : (A) ১৯৭২।

(২৭৯১) মরু অঞ্চলে দীর্ঘকাল ধরে অপসারণ প্রক্রিয়ার ফলে কোনো স্থানের গভীরতা ভূ-গর্ভস্থ জলস্তর পর্যন্ত পৌঁছালে, তাকে বলে —
(A) পেভমেন্ট (B) মরূদ্যান
(C) বালিয়াড়ি (D) হামাদা
উত্তর : (B) মরূদ্যান।

(২৭৯২) পৃথিবীর বৃহত্তম মরূদ্যান (World’s Largest Oasis) হল —
(A) আল-আহসা মরূদ্যান (B) জেলফানা মরূদ্যান
(C) বেন হেনি মরূদ্যান (D) বাহারিয়া মরূদ্যান
উত্তর : (A) আল-আহসা মরূদ্যান।

(২৭৯৩) আল-আহসা মরূদ্যান (Al-Ahsa Oasis) যে দেশে অবস্থিত —
(A) ইরান (B) আলজেরিয়া
(C) সৌদি আরব (D) মিশর
উত্তর : (C) সৌদি আরব।

(২৭৯৪) উবারি মরূদ্যান (Ubari Oasis) যে দেশে অবস্থিত —
(A) লিবিয়া (B) মিশর
(C) ইরান (D) ওমান
উত্তর : (A) লিবিয়া।

(২৭৯৫) সাহারা মরুভূমি ও আরব মরুভূমিতে পাথুরে গঠনের মধ্যে ক্ষুদ্র জলাশয়কে বলে —
(A) হামাদা (B) গুয়েল্টা
(C) ওয়াদি (D) কানাত
উত্তর : (B) গুয়েল্টা।

ভূমিরূপ ও প্রক্রিয়া — কার্স্ট

(২৭৯৬) প্রধানত যে শিলাতে কার্স্ট ভূমিরূপ (Karst Landform) গড়ে ওঠে —
(A) চুনাপাথর (B) বেলেপাথর
(C) কাদাপাথর (D) গ্রানাইট
উত্তর : (A) চুনাপাথর।

(২৭৯৭) চুনাপাথর ব্যতীত যে শিলাতে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে —
(A) চক (B) ডলোমাইট
(C) জিপসাম (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৭৯৮) কার্স্ট মালভূমি (Karst Plateau) যে মহাদেশে অবস্থিত —
(A) আফ্রিকা (B) ইউরোপ
(C) এশিয়া (D) ওশিয়ানিয়া
উত্তর : (B) ইউরোপ।

(২৭৯৯) কার্স্ট (Karst) শব্দটির আক্ষরিক অর্থ হল —
(A) উপকূলীয় সমভূমি (B) উন্মুক্ত প্রস্তরভূমি
(C) দীর্ঘায়িত উপত্যকা (D) পাহাড়ি অঞ্চল
উত্তর : (B) উন্মুক্ত প্রস্তরভূমি।

(২৮০০) ইউরোপের কার্স্ট মালভূমি (Karst Plateau) প্রধানত যে দেশে অবস্থিত —
(A) ইতালি ও স্লোভেনিয়া (B) ইতালি ও ক্রোয়েশিয়া
(C) ইতালি ও বেলজিয়াম (D) ইতালি ও ফ্রান্স
উত্তর : (A) ইতালি ও স্লোভেনিয়া।

(WBSSC SLST GEOGRAPHY PART-56)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-55

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-56

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!