Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-55

WBSSC SLST GEOGRAPHY PART-55

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৫৫ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-55) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-55

(২৭০১) পেডিমেন্ট (Pediment) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(২৭০২) প্রধান ৩ প্রকার পেডিমেন্ট হল —
(A) আবৃত পেডিমেন্ট, ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট, পার্বত্য পেডিমেন্ট (B) আবৃত পেডিমেন্ট, ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট, প্লায়া পেডিমেন্ট
(C) আবৃত পেডিমেন্ট, মিলিত পেডিমেন্ট, ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট (D) আবৃত পেডিমেন্ট, মিলিত পেডিমেন্ট, পার্বত্য পেডিমেন্ট
উত্তর : (C) আবৃত পেডিমেন্ট, মিলিত পেডিমেন্ট, ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট।

(২৭০৩) বাজাদা বা পলল শঙ্কুর দ্বারা আচ্ছাদিত পেডিমেন্টকে বলে —
(A) আবৃত পেডিমেন্ট (B) লুক্কায়িত পেডিমেন্ট
(C) ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৭০৪) একাধিক পেডিমেন্ট মিলিত হয়ে সৃষ্ট পেডিমেন্টকে বলে —
(A) মিলিত পেডিমেন্ট (B) একাঙ্গীভূত পেডিমেন্ট
(C) সমবেত পেডিমেন্ট (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৭০৫) জলধারা দ্বারা ক্ষয়প্রাপ্ত ও খন্ডিত পেডিমেন্টকে বলে —
(A) ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট (B) আবৃত পেডিমেন্ট
(C) মিলিত পেডিমেন্ট (D) বাজাদা পেডিমেন্ট
উত্তর : (A) ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট।

(২৭০৬) মরু অঞ্চলে পর্বতের পাদদেশের নিম্ন সমভূমি অববাহিকা গড়ে ওঠে, তাকে বলে —
(A) পেডিমেন্ট (B) বাজাদা
(C) বোলসন (D) জুইগেন
উত্তর : (C) বোলসন।

(২৭০৭) মরু অঞ্চলে পর্বতবেষ্টিত অববাহিকার কেন্দ্রস্থলের নিম্নভূমিতে সৃষ্ট লবণাক্ত হ্রদকে বলে —
(A) ওয়াদি (B) প্লায়া
(C) সেরির (D) রেগ
উত্তর : (B) প্লায়া।

(২৭০৮) বোলসন অঞ্চলের কেন্দ্রে যে ভূমিরূপ দেখা যায় —
(A) জুইগেন (B) প্লায়া
(C) ইয়ারদাং (D) আর্গ
উত্তর : (B) প্লায়া।

(২৭০৯) শুষ্ক অবস্থায় প্লায়া হ্রদ ক্ষারীয় উপাদান দ্বারা আবৃত থাকলে, তাকে বলে —
(A) অ্যালকালি ফ্ল্যাট (B) স্যালিনা
(C) মারলাহা (D) খাবারি
উত্তর : (A) অ্যালকালি ফ্ল্যাট।

(২৭১০) শুষ্ক অবস্থায় প্লায়া হ্রদ মূলত লবণ দ্বারা আবৃত থাকলে, তাকে বলে —
(A) সেরির (B) স্যালিনা
(C) জিবার (D) হামাদা
উত্তর : (B) স্যালিনা।

(২৭১১) উত্তর আফ্রিকার মাঘরিব অঞ্চলে প্লায়া হ্রদ যে নামে পরিচিত —
(A) চোট (Chott) (B) শট (Shott)
(C) মামলাহা (Mamlaha) (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৭১২) আরব মরু অঞ্চলে প্লায়া হ্রদ যে নামে পরিচিত —
(A) খাবারি (B) মামলাহা
(C) স্যালিনা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৭১৩) ভারতের থর মরুভূমি অঞ্চলে প্লায়া হ্রদ যে নামে পরিচিত —
(A) ধান্দ (B) ধ্রিয়ান
(C) সেরির (D) স্যালিনা
উত্তর : (A) ধান্দ।

(২৭১৪) ভারতের থর মরুভূমি অঞ্চলে চলমান বালিয়াড়ি যে নামে পরিচিত —
(A) জিবার (B) ধ্রিয়ান
(C) সেরির (D) খাবারি
উত্তর : (B) ধ্রিয়ান।

(২৭১৫) স্প্যানিশ শব্দ প্লায়া (Playa) -এর আক্ষরিক অর্থ হল —
(A) সৈকত (B) লবণ হ্রদ
(C) মরুভূমি (D) নিম্নভূমি
উত্তর : (A) সৈকত।

(২৭১৬) যে অঞ্চলে প্লায়া হ্রদ ‘টাকির’ (Takyr/Takir) নামে পরিচিত —
(A) সাহারা মরুভূমি (B) মধ্য এশিয়া
(C) আন্দিজ পর্বত (D) পশ্চিম এশিয়া
উত্তর : (B) মধ্য এশিয়া।

(২৭১৭) যে দেশে প্লায়া হ্রদ ‘কবির’ (Kavir) নামে পরিচিত —
(A) সৌদি আরব (B) ওমান
(C) ইরাক (D) ইরান
উত্তর : (D) ইরান৷

(২৭১৮) বিশ্বের বৃহত্তম প্লায়া হ্রদ ‘সালার ডি ইউনি’ (Salar de Uyuni) যে দেশে অবস্থিত —
(A) বলিভিয়া (B) আর্জেন্টিনা
(C) অস্ট্রেলিয়া (D) মঙ্গোলিয়া
উত্তর : (A) বলিভিয়া।

(২৭১৯) ভারতের বৃহত্তম প্লায়া হ্রদ হল —
(A) পুষ্কর হ্রদ (B) বাসুকি তাল
(C) সম্বর হ্রদ (D) সেলা হ্রদ
উত্তর : (C) সম্বর হ্রদ।

(২৭২০) রেসট্র্যাক প্লায়া (Racetrack Playa) যে দেশে অবস্থিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) চিলি
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৭২১) কারহান প্লায়া (Qarhan Playa) যে দেশে অবস্থিত —
(A) চিলি (B) অস্ট্রেলিয়া
(C) চিন (D) মেক্সিকো
উত্তর : (C) চিন।

(২৭২২) মরু ও শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে যে অসমতল, বন্ধুর ও খাতপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে, তাকে বলে —
(A) মন্দভূমি (B) ব্যাডল্যান্ড
(C) জুইগেন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৭২৩) চিনলে মন্দভূমি (Chinle Badland) যে দেশে অবস্থিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) চিন
(C) অস্ট্রেলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।

(২৭২৪) উত্তর আফ্রিকা ও আরব মরু অঞ্চলে অনিত্যবহ, শুষ্ক নদীখাতগুলিকে বলে —
(A) সেরির (B) হামাদা
(C) ওয়াদি (D) জিবার
উত্তর : (C) ওয়াদি।

(২৭২৫) ওয়াদি (Wadi) শব্দটির অর্থ হল —
(A) শুষ্ক উপত্যকা (B) গিরিখাত
(C) বালি শৈলশিরা (D) ঢালু ভূমি
উত্তর : (A) শুষ্ক উপত্যকা।

(WBSSC SLST GEOGRAPHY PART-55)

(২৭২৬) আমেরিকা যুক্তরাষ্ট্রে ওয়াদি যে নামে পরিচিত —
(A) অ্যারোয়ো (B) ওয়াশ
(C) হামাদা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৭২৭) যে দেশে ওয়াদি ‘রাম্বলা’ (Rambla) নামে পরিচিত —
(A) স্পেন (B) ফ্রান্স
(C) চিলি (D) চিন
উত্তর : (A) স্পেন।

(২৭২৮) যে মরুভূমিতে ওয়াদি ‘চাপ’ (Chapp) নামে পরিচিত —
(A) গোবি মরুভূমি (B) কালাহারি মরুভূমি
(C) সাহারা মরুভূমি (D) আটাকামা মরুভূমি
উত্তর : (A) গোবি মরুভূমি।

(২৭২৯) যে মরুভূমিতে ওয়াদি ‘লাগাতে’ (Laagate) নামে পরিচিত —
(A) গোবি মরুভূমি (B) কালাহারি মরুভূমি
(C) সাহারা মরুভূমি (D) আটাকামা মরুভূমি
উত্তর : (B) কালাহারি মরুভূমি।

(২৭৩০) যে দেশে ওয়াদি ‘ডোঙ্গা’ (Donga) নামে পরিচিত —
(A) আর্জেন্টিনা (B) অস্ট্রেলিয়া
(C) মঙ্গোলিয়া (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (D) দক্ষিণ আফ্রিকা।

(২৭৩১) যে মরুভূমিতে ওয়াদি ‘নাল্লা’ (Nullah) নামে পরিচিত —
(A) সাহারা মরুভূমি (B) থর মরুভূমি
(C) গোবি মরুভূমি (D) কালাহারি মরুভূমি
উত্তর : (B) থর মরুভূমি।

(২৭৩২) যে দেশে ওয়াদি ‘ফিউমারে’ (Fiumare) নামে পরিচিত —
(A) জার্মানি (B) রাশিয়া
(C) ইতালি (D) কানাডা
উত্তর : (C) ইতালি।

(২৭৩৩) ওয়াদি রাম (Wadi Rum) যে দেশে অবস্থিত —
(A) ইরান (B) ইরাক
(C) ওমান (D) জর্ডন
উত্তর : (D) জর্ডন।

(২৭৩৪) ওয়াদি দেগলা (Wadi Degla) যে দেশে অবস্থিত —
(A) লিবিয়া (B) মিশর
(C) ইরাক (D) ইরান
উত্তর : (B) মিশর।

(২৭৩৫) যে দেশে মন্দভূমি বা ব্যাডল্যান্ড ক্যালাঙ্কো (Calanco) নামে পরিচিত —
(A) জার্মানি (B) ইতালি
(C) রাশিয়া (D) ব্রাজিল
উত্তর : (B) ইতালি।

(২৭৩৬) শুষ্ক সাভানা অঞ্চলে ইনসেলবার্জের ন্যায় গম্বুজ আকৃতির টিলাকে বলে —
(A) মোনাডনক (B) বর্নহার্ডট
(C) ইয়ারদাং (D) জুইগেন
উত্তর: (B) বর্নহার্ডট।

(২৭৩৭) আবহবিকারের ফলে বর্নহার্ডট যখন শিলাস্তূপে পরিণত হয়, তখন তাকে বলে —
(A) ইনসেলবার্জ (B) জুইগেন
(C) ক্যাসেল কোপিজ (D) ইয়ারদাং
উত্তর: (C) ক্যাসেল কোপিজ।

(২৭৩৮) ভারতে লোয়েস সঞ্চয় দেখা যায় —
(A) কাশ্মীর উপত্যকা (B) উত্তর গুজরাট সমভূমি
(C) দিল্লি-আগ্রা-জয়পুর সমভূমি (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(২৭৩৯) মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র, গোলাকার, মসৃণ বালিদানাকে বলে —
(A) মিলেট-সিড স্যান্ড (B) রেগ
(C) হামাদা (D) ইয়ারদাং দ
উত্তর : (A) মিলেট-সিড স্যান্ড।

(২৭৪০) ড্রেইকান্টার (Dreikanter) শব্দটির অর্থ হল —
(A) এক-পার্শ্বীয় (B) দ্বি-পার্শ্বীয়
(C) ত্রি-পার্শ্বীয় (D) দ্বীপ শৈল
উত্তর : (C) ত্রি-পার্শ্বীয়।

(২৭৪১) ইনসেলবার্জ (Inselberg) শব্দটির অর্থ হল —
(A) বালির পাহাড় (B) দ্বীপ শৈল
(C) টেবিল ভূমি (D) শুষ্ক উপত্যকা
উত্তর : (B) দ্বীপ শৈল।

(২৭৪২) ফ্লুটিং (Fluting), গ্রুভিং (Grooving), পিটিং (Pitting) ও পলিশিং (Polishing) যে প্রক্রিয়ার অন্তর্গত —
(A) অবঘর্ষ প্রক্রিয়া (B) ঘর্ষণ প্রক্রিয়া
(C) ভাসমান প্রক্রিয়া (D) লম্ফদান প্রক্রিয়া
উত্তর : (A) অবঘর্ষ প্রক্রিয়া।

(২৭৪৩) অপসারণ (Deflation) প্রক্রিয়াতে যে বহন প্রক্রিয়ার সর্বাধিক ভূমিকা রয়েছে —
(A) লম্ফদান প্রক্রিয়া (B) ভাসমান প্রক্রিয়া
(C) অবঘর্ষ প্রক্রিয়া (D) গড়ানো প্রক্রিয়া
উত্তর : (A) লম্ফদান প্রক্রিয়া।

(২৭৪৪) ২-৫ মাইক্রন আকারের ধূলিকণার প্রধান উৎস হল যে প্রক্রিয়া —
(A) লম্ফদান প্রক্রিয়া (B) ভাসমান প্রক্রিয়া
(C) অবঘর্ষ প্রক্রিয়া (D) ঘর্ষণ প্রক্রিয়া
উত্তর : (D) ঘর্ষণ প্রক্রিয়া।

(২৭৪৫) যে আকারের বালিকণা বায়ু ভাসমান (Suspension) প্রক্রিয়াতে বহন করে —
(A) <০.০১ মিমি (B) <০.১০ মিমি
(C) <০.০৫ মিমি (D) <০.৫০ মিমি
উত্তর : (C) <০.০৫ মিমি।

(২৭৪৬) যে আকারের বালিকণা বায়ু লম্ফদান (Saltation) প্রক্রিয়াতে বহন করে —
(A) ০.০৫-০.৫০ মিমি (B) ০.০৫-১.০০ মিমি
(C) ০.০৫-১.৫০ মিমি (D) ০.০৫-২.০০ মিমি
উত্তর : (D) ০.০৫-২.০০ মিমি।

(২৭৪৭) বায়ু গড়ানো (Surface Creep) প্রক্রিয়াতে বহন করে যে আকারের কণা —
(A) >০.৫০ মিমি (B) >১.০০ মিমি
(C) >২.০০ মিমি (D) >৫.০০ মিমি
উত্তর : (C) >২.০০ মিমি।

(২৭৪৮) রাসায়নিক আবহবিকারের ফলে মরু অঞ্চলে উন্মুক্ত শিলাপৃষ্ঠে যে চকচকে আস্তরণ পড়ে, তাকে বলে —
(A) স্যাপ্রোলাইট (B) মরু ভার্নিস
(C) রেসিডাম (D) রেগোলিথ
উত্তর : (B) মরু ভার্নিস।

(২৭৪৯) মরু অঞ্চলে আবহবিকারের দ্বারা কোনো শিলাখন্ডের ওপরের অংশ যখন অন্য শিলার থেকে রঙ, স্বচ্ছিদ্রতা ইত্যাদি বৈশিষ্ট্যে স্বতন্ত্র হয়ে পড়ে, তখন তাকে বলে —
(A) রেগোলিথ (B) প্যাটিনা
(C) স্যাপ্রোলাইট (D) রেসিডাম
উত্তর : (B) প্যাটিনা।

(২৭৫০) মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট মসৃণ গর্তযুক্ত, জালিকাকার শিলাস্তরকে বলে —
(A) হামাদা (B) মরু ভার্নিস
(C) স্টোন ল্যাটিস (D) রেগ
উত্তর : (C) স্টোন ল্যাটিস।

(WBSSC SLST GEOGRAPHY PART-55)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-54

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-55

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!