Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-50

WBSSC SLST GEOGRAPHY PART-50

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৫০ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-50) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-50

➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas

(২৪৫১) বৃহৎ আকৃতির রসে মোতানে যে দেশে ফ্লাইগবার্গ (Flyggberg) নামে পরিচিত —
(A) কানাডা (B) সুইডেন
(C) জার্মানি (D) রাশিয়া
উত্তর : (B) সুইডেন।

(২৪৫২) আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্ণিয়ার লেম্বার্ট ডোম (Lembert Dome) যে ভূমিরূপের উদাহরণ —
(A) এসকার (B) ড্রামলিন
(C) এরিটি (D) রসে মোতানে
উত্তর : (D) রসে মোতানে।

(২৪৫৩) ফিয়র্ডের দেশ (Land of Fjord) নামে পরিচিত —
(A) নরওয়ে (B) জাপান
(C) পর্তুগাল (D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) নরওয়ে।

(২৪৫৪) হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে হিমবাহের পাদদেশে যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে, তাকে বলে —
(A) নদীবিধৌত সমভূমি (B) উত্থিত সমভূমি
(C) অবনত সমভূমি (D) বহিঃবিধৌত সমভূমি
উত্তর : (D) বহিঃবিধৌত সমভূমি।

(২৪৫৫) বহিঃবিধৌত সমভূমি (Outwash Plain) নদী দ্বারা বিচ্ছিন্ন হলে, তাকে বলে —
(A) এসকার (B) ভ্যালি ট্রেন
(C) কেম সোপান (D) ড্রামলিন
উত্তর : (B) ভ্যালি ট্রেন।

(২৪৫৬) বহিঃবিধৌত সমভূমি (Outwash Plain) যে দেশে স্যান্দুর (Sandur) নামে পরিচিত —
(A) নরওয়ে (B) ফিনল্যান্ড
(C) আইসল্যান্ড (D) জার্মানি
উত্তর : (C) আইসল্যান্ড।

(২৪৫৭) যে ভূমিরূপটি ডিমের ঝুড়ি ভূমিরূপ (Basket of Eggs Topography) নামে পরিচিত —
(A) এসকার (B) ড্রামলিন
(C) রসে মোতানে (D) কেম
উত্তর : (B) ড্রামলিন।

(২৪৫৮) হিমবাহ ও জলধারার যৌথ কাজের ফলে সৃষ্ট ত্রিকোণাকার ব-দ্বীপের ন্যায় ভূমিরূপটি হল —
(A) কেম (B) এসকার
(C) ড্রামলিন (D) কেটল
উত্তর : (A) কেম।

(২৪৫৯) হিমবাহের সঞ্চয়কাজের ফলে সৃষ্ট আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপটি হল —
(A) ড্রামলিন (B) কেম
(C) কেটল (D) এসকার
উত্তর : (D) এসকার।

(২৪৬০) ফিনল্যান্ডের পুনকাহারয়ু (Punkaharju) হল একটি —
(A) কেম (B) ড্রামলিন
(C) এসকার (D) কেটল
উত্তর : (C) এসকার।

(২৪৬১) বহিঃবিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদ হল —
(A) টার্ন হ্রদ (B) কেটল হ্রদ
(C) প্যাটার্নস্টার হ্রদ (D) করি হ্রদ
উত্তর : (B) কেটল হ্রদ।

(২৪৬২) কেটল হ্রদ (Kettle Lake) -এর তলদেশে সঞ্চিত হিমপলি যে নামে পরিচিত —
(A) নব (B) টার্ন
(C) ক্র্যাগ (D) ভার্ব
উত্তর : (D) ভার্ব।

(২৪৬৩) কেটল হ্রদের মাঝে নুড়ি, বালি সঞ্চিত উঁচু ঢিবি হল —
(A) নব (B) কেম
(C) টার্ন (D) ভার্ব
উত্তর : (A) নব।

(২৪৬৪) একাডেমি অফ সায়েন্সস্ হিমবাহ (Academy of Sciences Glacier) যে দেশে অবস্থিত —
(A) রাশিয়া (B) জার্মানি
(C) জাপান (D) ব্রাজিল
উত্তর : (A) রাশিয়া।

(২৪৬৫) উত্তর আমেরিকার বৃহত্তম কেটল হ্রদ হল —
(A) পুসলিঞ্চ হ্রদ (B) বেলস্টন হ্রদ
(C) উইলকক্স হ্রদ (D) ম্যাথেসন হ্রদ
উত্তর : (A) পুসলিঞ্চ হ্রদ।

(২৪৬৬) উপকূল অঞ্চলে খাড়া পাড়যুক্ত, জলমগ্ন হিমবাহ উপত্যকাকে বলে —
(A) হিমদ্রোণী (B) ফিয়র্ড
(C) এসকার (D) ড্রামলিন
উত্তর : (B) ফিয়র্ড।

(২৪৬৭) বিশ্বের দীর্ঘতম ফিয়র্ড (World’s Longest Fjord) হল —
(A) স্কোরসবি সুন্ড (B) নর্ডফিয়র্ড
(C) টাইরি ফিয়র্ড (D) সোঙ ফিয়র্ড
উত্তর : (A) স্কোরসবি সুন্ড।

(২৪৬৮) বিশ্বের দীর্ঘতম ফিয়র্ড স্কোরসবি সুন্ড (Scoresby Sund) যে দেশে অবস্থিত —
(A) নরওয়ে (B) সুইডেন
(C) ফিনল্যান্ড (D) গ্রিনল্যান্ড
উত্তর : (D) গ্রিনল্যান্ড।

(২৪৬৯) বিশ্বের গভীরতম ফিয়র্ড (World’s Deepest Fjord) হল —
(A) স্কোরসবি সুন্ড (B) টাইরি ফিয়র্ড
(C) নর্ডফিয়র্ড (D) স্কেলটন ইনলেট
উত্তর : (D) স্কেলটন ইনলেট।

(২৪৭০) বিশ্বের গভীরতম ফিয়র্ড (Skelton Inlet) যে মহাদেশে অবস্থিত —
(A) আন্টার্কটিকা (B) ইউরোপ
(C) উত্তর আমেরিকা (D) এশিয়া
উত্তর : (A) আন্টার্কটিকা।

(২৪৭১) ফিয়র্ড (Fjord)-এর চেয়ে ক্ষুদ্রাকার, অগভীর, জলমগ্ন হিমবাহ উপত্যকাকে বলে —
(A) ফিয়ার্ড (B) ভাদেন
(C) ফোর্ডেন (D) ক্লিভার
উত্তর : (A) ফিয়ার্ড।

(২৪৭২) জম্মু ও কাশ্মীরের লিডার নদী উপত্যকায় যে ভূমিরূপটি দেখা যায় —
(A) ড্রামলিন (B) রসে মোতানে
(C) এসকার (D) ফিয়র্ড
উত্তর : (B) রসে মোতানে।

(২৪৭৩) হিমবাহ উপত্যকায় কঠিন শিলার পিছনে যখন মৃদু ঢালু ও সরু কোমল শিলা অবস্থান করে, তখন তাকে বলে —
(A) রসে মোতানে (B) ড্রামলিন
(C) ক্র্যাগ অ্যান্ড টেল (D) হিমদ্রোণী
উত্তর : (C) ক্র্যাগ অ্যান্ড টেল।

(২৪৭৪) একটি ক্র্যাগ অ্যান্ড টেল (Crag & Tail) ভূমিরূপের উদাহরণ হল —
(A) এডিনবার্গ ক্যাসেল (B) ডোভার ক্যাসেল
(C) বোডিয়াম ক্যাসেল (D) গ্ল্যামিস ক্যাসেল
উত্তর : (A) এডিনবার্গ ক্যাসেল।

(২৪৭৫) হিমবাহ প্রবাহের সময় হিমবাহের দুই পাশে, সামনে ও তলদেশে নুড়ি, বালি, শিলাখন্ড ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হলে, তাকে বলে —
(A) গ্রাবরেখা (B) ড্রামলিন
(C) এসকার (D) রসে মোতানে
উত্তর : (A) গ্রাবরেখা।

(WBSSC SLST GEOGRAPHY PART-50)

(২৪৭৬) গ্রাবরেখা অপর যে নামে পরিচিত —
(A) টিলাইট (B) মোরেন
(C) বোল্ডার ক্লে (D) আগামুখ
উত্তর : (B) মোরেন।

(২৪৭৭) পার্শ্ব গ্রাবরেখা (Lateral Moraine) সঞ্চিত হয় —
(A) হিমবাহের প্রান্তভাগে (B) হিমবাহের তলদেশে
(C) দুই হিমবাহের মাঝখানে (D) হিমবাহের দুই পাশে
উত্তর : (D) হিমবাহের দুই পাশে।

(২৪৭৮) মধ্য গ্রাবরেখা (Medial Moraine) সঞ্চিত হয় —
(A) হিমবাহের প্রান্তভাগে (B) হিমবাহের তলদেশে
(C) দুই হিমবাহের মাঝখানে (D) হিমবাহের দুই পাশে
উত্তর : (C) দুই হিমবাহের মাঝখানে।

(২৪৭৯) প্রান্ত গ্রাবরেখা (Terminal Moraine) সঞ্চিত হয় —
(A) হিমবাহের প্রান্তভাগে (B) হিমবাহের তলদেশে
(C) দুই হিমবাহের মাঝখানে (D) হিমবাহের দুই পাশে
উত্তর : (A) হিমবাহের প্রান্তভাগে।

(২৪৮০) ভূমি গ্রাবরেখা (Ground Moraine) সঞ্চিত হয় —
(A) হিমবাহের প্রান্তভাগে (B) হিমবাহের তলদেশে
(C) দুই হিমবাহের মাঝখানে (D) হিমবাহের দুই পাশে
উত্তর : (B) হিমবাহের তলদেশে।

(২৪৮১) হিমাবদ্ধ গ্রাবরেখা (Englacial Moraine) সঞ্চিত হয় —
(A) হিমবাহের দুই পাশে (B) হিমবাহের তলদেশে
(C) হিমবাহের অভ্যন্তরে (D) হিমবাহের প্রান্তভাগে
উত্তর : (C) হিমবাহের অভ্যন্তরে।

(২৪৮২) পশ্চাৎমুখী গ্রাবরেখা (Recessional Moraine) সঞ্চিত হয় —
(A) পার্শ্ব গ্রাবরেখার পিছনে (B) মধ্য গ্রাবরেখার পিছনে
(C) প্রান্ত গ্রাবরেখার পিছনে (D) ভূমি গ্রাবরেখার পিছনে
উত্তর : (C) প্রান্ত গ্রাবরেখার পিছনে।

(২৪৮৩) রোজেন গ্রাবরেখা (Rogen Moraine) গড়ে ওঠে যখন —
(A) গ্রাবরেখাগুলি একে অপরের ওপর সঞ্চিত হয় (B) গ্রাবরেখাগুলি উপত্যকার বিভিন্ন স্থানে সঞ্চিত হয়
(C) গ্রাবরেখাগুলি বলয় আকারে সঞ্চিত হয় (D) গ্রাবরেখাগুলি সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়
উত্তর : (A) গ্রাবরেখাগুলি একে অপরের ওপর সঞ্চিত হয়।

(২৪৮৪) পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে দুই দিক মসৃণ ও খাড়া ঢালযুক্ত উঁচু ঢিবিকে বলে —
(A) রসে মোতানে (B) ড্রামলিন
(C) হোয়েলব্যাক (D) এসকার
উত্তর : (C) হোয়েলব্যাক।

(২৪৮৫) হিমবাহের সঞ্চয়কার্যের ফলে পর্বতের পাদদেশে সঞ্চিত বৃহৎ আকারের শিলাকে বলে —
(A) আগামুখ (B) ইরাটিক
(C) ড্রামলিন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(২৪৮৬) কুকারোকিভি (Kukkarokivi) আগামুখ (Erratic) যে দেশে অবস্থিত —
(A) নরওয়ে (B) সুইডেন
(C) ফিনল্যান্ড (D) স্কটল্যান্ড
উত্তর : (C) ফিনল্যান্ড।

(২৪৮৭) পান্টুকাস (Puntukas) আগামুখ (Erratic) যে দেশে অবস্থিত —
(A) লিথুয়ানিয়া (B) নরওয়ে
(C) সুইডেন (D) ফিনল্যান্ড
উত্তর : (A) লিথুয়ানিয়া।

(২৪৮৮) হিমবাহ বাহিত বালি, কাদা ও নুড়ি-পাথর অবক্ষেপ হিসাবে সঞ্চিত হলে, তাকে বলে —
(A) হিমকর্দ (B) বোল্ডার ক্লে
(C) টিল (D) সবকটিই ঠিক
উত্তর : (D) সবকটিই ঠিক।

(২৪৮৯) হিমকর্দ (Boulder Clay/Till) থেকে সৃষ্ট পাললিক শিলাকে বলে —
(A) গ্রানাইট (B) টিলাইট
(C) অগাইট (D) রায়োলাইট
উত্তর : (B) টিলাইট।

(২৪৯০) হিমবাহ উপত্যকার দুই পাশে কেম (Kame) গঠিত হলে, তাকে বলে —
(A) কেম শৈলশিরা (B) কেম সোপান
(C) কেম সমভূমি (D) কেম ট্রেন
উত্তর : (B) কেম সোপান।

(২৪৯১) ড্রামলিন (Drumlin) ও এসকার (Esker) শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) সি. এইচ. ক্লোজে (B) এম. এইচ. ক্লোজে
(C) টি. আর. ক্লোজে (D) ডি. এইচ. ক্লোজে
উত্তর : (B) এম. এইচ. ক্লোজে।

(২৪৯২) এম. এইচ. ক্লোজে (M. H. Close) যে সালে ড্রামলিন ও এসকার শব্দদুটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৬৫ (B) ১৮৬৭
(C) ১৮৬৯ (D) ১৮৭১
উত্তর : (B) ১৮৬৭।

(২৪৯৩) হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল —
(A) বার্গস্রুন্ড (B) এসকার
(C) রসে মোতানে (D) সার্ক
উত্তর : (B) এসকার।

(২৪৯৪) হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় —
(A) বহিঃবিধৌত সমভূমি (B) কেম
(C) এসকার (D) ঝুলন্ত উপত্যকা
উত্তর : (D) ঝুলন্ত উপত্যকা।

(২৪৯৫) হিমবাহজাত যে ভূমিরূপের অপর নাম হিমদরী —
(A) বার্গস্রুন্ড (B) ক্রেভাস
(C) রসে মোতানে (D) সার্ক
উত্তর : (B) ক্রেভাস।

(২৪৯৬) বৈশিষ্ট্য অনুসারে, রসে মোতানের বিপরীত ভূমিরূপটি হল —
(A) এসকার (B) ড্রামলিন
(C) কেম (D) আগামুখ
উত্তর : (B) ড্রামলিন।

(২৪৯৭) আয়ারল্যান্ডের ক্লু উপসাগর (Clew Bay) অঞ্চলে যে ভূমিরূপ দেখা যায় —
(A) এসকার (B) নিমজ্জিত ড্রামলিন
(C) বহিঃবিধৌত সমভূমি (D) সার্ক
উত্তর : (B) নিমজ্জিত ড্রামলিন।

(২৪৯৮) সুইডেনের আপসালাসেন (Uppsalaåsen) হল একটি —
(A) ড্রামলিন (B) সার্ক
(C) এসকার (D) রসে মোতানে
উত্তর : (C) এসকার।

(২৪৯৯) মোরেন (Moraine) অর্থাৎ গ্রাবরেখা শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) লেস্টার চার্লস কিং (B) হোরেস বেনেডিক্ট ডি সসার
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) জন টিল্টন হ্যাক
উত্তর : (B) হোরেস বেনেডিক্ট ডি সসার।

(২৫০০) হোরেস বেনেডিক্ট ডি সসার (Horace Bénédict de Saussure) যে সালে প্রথম মোরেন শব্দটি ব্যবহার করেন —
(A) ১৭৫৯ (B) ১৭৬৯
(C) ১৭৭৯ (D) ১৭৮৯
উত্তর : (C) ১৭৭৯।

(WBSSC SLST GEOGRAPHY PART-50)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-49

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-50

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!