WBSSC SLST GEOGRAPHY PART-48
WBSSC SLST GEOGRAPHY PART-48
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৪৮ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-48) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas
(২৩৫১) ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম হিমবাহ (Largest Glacier in Jammu & Kashmir of India) হল —
(A) কোলাহোই হিমবাহ (B) জেমু হিমবাহ
(C) রাথোং হিমবাহ (D) সিয়াচেন হিমবাহ
উত্তর : (A) কোলাহোই হিমবাহ।
(২৩৫২) ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের বৃহত্তম হিমবাহ (Largest Glacier in Arunachal Pradesh State of India) হল —
(A) জেমু হিমবাহ (B) কাংটো হিমবাহ
(C) লোনাক হিমবাহ (D) হিসপার হিমবাহ
উত্তর : (B) কাংটো হিমবাহ।
(২৩৫৩) বিয়াফো হিমবাহ (Biafo Glacier), বালটোরো হিমবাহ (Baltoro Glacier), হিসপার হিমবাহ (Hispar Glacier) ভারতের যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত —
(A) লাদাখ (B) জম্মু ও কাশ্মীর
(C) সিকিম (D) উত্তরাখন্ড
উত্তর : (A) লাদাখ।
(২৩৫৪) ব্রহ্মপুত্র নদ (Brahmaputra River) -এর উৎপত্তি হয়েছে যে হিমবাহ থেকে —
(A) আংসি হিমবাহ (B) জেমু হিমবাহ
(C) রিমো হিমবাহ (D) কাংটো হিমবাহ
উত্তর : (A) আংসি হিমবাহ।
(২৩৫৫) লিখাপানি হিমবাহ (Likhapani Glacier) ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) উত্তরাখন্ড (B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ (D) সিকিম
উত্তর : (C) অরুণাচল প্রদেশ।
(২৩৫৬) পৃথিবীর উচ্চতম হিমবাহ (World’s Highest Glacier) হল —
(A) খুম্বু হিমবাহ (B) ইমজা হিমবাহ
(C) বিয়াফো হিমবাহ (D) হিসপার হিমবাহ
উত্তর : (A) খুম্বু হিমবাহ।
(২৩৫৭) খুম্বু হিমবাহ (Khumbu Glacier) যে দেশে অবস্থিত —
(A) ভুটান (B) নেপাল
(C) ভারত (D) কানাডা
উত্তর : (B) নেপাল।
(২৩৫৮) এশিয়ার বৃহত্তম হিমবাহ (Largest Glacier of Asia) হল —
(A) সিয়াচেন হিমবাহ (B) ফেডচেঙ্কো হিমবাহ
(C) হিসপার হিমবাহ (D) বালটোরো হিমবাহ
উত্তর : (B) ফেডচেঙ্কো হিমবাহ।
(২৩৫৯) আফ্রিকার বৃহত্তম হিমবাহ (Largest Glacier of Africa) হল —
(A) ক্রেডনার হিমবাহ (B) গ্রেগরি হিমবাহ
(C) স্পেকে হিমবাহ (D) রেবম্যান হিমবাহ
উত্তর : (A) ক্রেডনার হিমবাহ।
(২৩৬০) ক্ষেত্রমান (Area) অনুসারে, ইউরোপের বৃহত্তম হিমবাহ (Largest Glacier of Europe) হল —
(A) কলকা হিমবাহ (B) ভাটনাইয়োকুল হিমবাহ
(C) সেভের্নি দ্বীপ হিমবাহ (D) ডোলরা হিমবাহ
উত্তর : (C) সেভের্নি দ্বীপ হিমবাহ।
(২৩৬১) আয়তন (Volume) অনুসারে, ইউরোপের বৃহত্তম হিমবাহ (Largest Glacier of Europe) হল —
(A) কলকা হিমবাহ (B) ভাটনাইয়োকুল হিমবাহ
(C) সেভের্নি দ্বীপ হিমবাহ (D) ডোলরা হিমবাহ
উত্তর : (B) ভাটনাইয়োকুল হিমবাহ।
(২৩৬২) উত্তর আমেরিকার বৃহত্তম হিমবাহ (Largest Glacier of North America) হল —
(A) উইকহ্যাম হিমবাহ (B) বেরিং হিমবাহ
(C) তাজলিনা হিমবাহ (D) কলম্বিয়া হিমবাহ
উত্তর : (A) উইকহ্যাম হিমবাহ।
(২৩৬৩) মহাদেশীয় উত্তর আমেরিকার বৃহত্তম হিমবাহ (Largest Glacier of Continental North America) হল —
(A) উইকহ্যাম হিমবাহ (B) বেরিং হিমবাহ
(C) তাজলিনা হিমবাহ (D) কলম্বিয়া হিমবাহ
উত্তর : (B) বেরিং হিমবাহ।
(২৩৬৪) দক্ষিণ আমেরিকার বৃহত্তম হিমবাহ (Largest Glacier of South America) হল —
(A) ব্রুগেন হিমবাহ (B) উপসালা হিমবাহ
(C) ভিয়েডমা হিমবাহ (D) টিনডাল হিমবাহ
উত্তর : (A) ব্রুগেন হিমবাহ।
(২৩৬৫) ওশিয়ানিয়ার বৃহত্তম হিমবাহ (Largest Glacier of Oceania) হল —
(A) ভোলটা হিমবাহ (B) মুর্চিসন হিমবাহ
(C) হুকার হিমবাহ (D) তাসমান হিমবাহ
উত্তর : (D) তাসমান হিমবাহ।
(২৩৬৬) মেরু অঞ্চলের বাইরে, পৃথিবীর উত্তর গোলার্ধের দীর্ঘতম হিমবাহ (Longest Glacier in Northern Hemisphere Outside of the Polar Regions) হল —
(A) সিয়াচেন হিমবাহ (B) বালটোরো হিমবাহ
(C) ফেডচেঙ্কো হিমবাহ (D) বিয়াফো হিমবাহ
উত্তর : (C) ফেডচেঙ্কো হিমবাহ।
(২৩৬৭) মেরু অঞ্চলের বাইরে, পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম হিমবাহ (Longest Glacier in Southern Hemisphere Outside of the Polar Regions) হল —
(A) ব্রুগেন হিমবাহ (B) হুকার হিমবাহ
(C) টিনডাল হিমবাহ (D) হুবার্ড হিমবাহ
উত্তর : (A) ব্রুগেন হিমবাহ।
(২৩৬৮) হিমবিদ্যার জনক (Father of Glaciology) নামে পরিচিত —
(A) উইলিয়াম বাকল্যান্ড (B) কার্ল মার্টিয়াস
(C) চার্লস হার্ট (D) লুই আগাসি
উত্তর : (D) লুই আগাসি।
(২৩৬৯) সর্বপ্রথম হিমবাহের শ্রেণীবিভাগ করেন —
(A) মার্ক মেইয়ার (B) জন টিনডাল
(C) হ্যান্স উইলহেল্মসন আলম্যান (D) এরিক রিগনট
উত্তর : (C) হ্যান্স উইলহেল্মসন আলম্যান।
(২৩৭০) হ্যান্স উইলহেল্মসন আলম্যান (Hans Wilhelmsson Ahlmann) যে সালে হিমবাহের শ্রেণীবিভাগ প্রকাশ করেন —
(A) ১৯৪৭ (B) ১৯৪৮
(C) ১৯৪৯ (D) ১৯৫০
উত্তর : (B) ১৯৪৮।
(২৩৭১) বিজ্ঞানী আলম্যান (Ahlmann) হিমবাহের শ্রেণীবিভাগ করেন —
(A) ২ ভাগে (B) ৩ ভাগে
(C) ৪ ভাগে (D) ৫ ভাগে
উত্তর : (B) ৩ ভাগে।
(২৩৭২) একটি মহাদেশীয় হিমবাহ (Continental Glacier) -এর উদাহরণ হল —
(A) ল্যামবার্ট হিমবাহ (B) হুবার্ড হিমবাহ
(C) মালাসপিনা হিমবাহ (D) গঙ্গোত্রী হিমবাহ
উত্তর : (A) ল্যামবার্ট হিমবাহ।
(২৩৭৩) একটি পার্বত্য হিমবাহ (Mountain Glacier) বা উপত্যকা হিমবাহ (Valley Glacier) -এর উদাহরণ হল —
(A) মালাসপিনা হিমবাহ (B) ল্যামবার্ট হিমবাহ
(C) সিয়াচেন হিমবাহ (D) এলিফ্যান্ট ফুট হিমবাহ
উত্তর : (C) সিয়াচেন হিমবাহ।
(২৩৭৪) একটি পাদদেশীয় হিমবাহ (Piedmont Glacier) -এর উদাহরণ হল —
(A) ল্যামবার্ট হিমবাহ (B) সিয়াচেন হিমবাহ
(C) গঙ্গোত্রী হিমবাহ (D) মালাসপিনা হিমবাহ
উত্তর : (D) মালাসপিনা হিমবাহ।
(২৩৭৫) যে রেখার ওপরে সারা বছর তুষার জমে থাকে, তাকে বলে —
(A) হিমবাহ (B) হিমশৈল
(C) হিমরেখা (D) হিমদরী
উত্তর : (C) হিমরেখা।
(WBSSC SLST GEOGRAPHY PART-48)
(২৩৭৬) নিরক্ষরেখাতে হিমরেখা (Snow Line) -এর উচ্চতা হল সমুদ্রপৃষ্ঠ থেকে —
(A) ৩৫০০ মিটার (B) ৪০০০ মিটার
(C) ৪৫০০ মিটার (D) ৫০০০ মিটার
উত্তর : (C) ৪৫০০ মিটার।
(২৩৭৭) মেরু অঞ্চলের বাইরে, যে পর্বতমালাতে সর্বাধিক সংখ্যক হিমবাহ রয়েছে —
(A) আন্দিজ পর্বতমালা (B) হিমালয় পর্বতমালা
(C) কারাকোরাম পর্বতমালা (D) আল্পস পর্বতমালা
উত্তর : (C) কারাকোরাম পর্বতমালা।
(২৩৭৮) হিমালয় পর্বতমালা (Himalaya Mountain) -তে হিমরেখা (Snow Line) -এর গড় উচ্চতা হল —
(A) ৪৮০০-৬০০০ মিটার (B) ৩৫০০-৪৫০০ মিটার
(C) ১৫০০-৩০০০ মিটার (D) ২৫০০-৩৫০০ মিটার
উত্তর : (A) ৪৮০০-৬০০০ মিটার।
(২৩৭৯) আল্পস পর্বতমালা (Alps Mountain) -তে হিমরেখা (Snow Line) -এর গড় উচ্চতা হল —
(A) ১৫০০-২০০০ মিটার (B) ৪৫০০-৫৫০০ মিটার
(C) ২৪০০-৩০০০ মিটার (D) ৩০০০-৪৫০০ মিটার
উত্তর : (C) ২৪০০-৩০০০ মিটার।
(২৩৮০) যে অঞ্চলে হিমরেখা (Snow Line) সমুদ্রপৃষ্ঠ বরাবর অবস্থান করে —
(A) নিরক্ষীয় অঞ্চল (B) মেরু অঞ্চল
(C) ক্রান্তীয় অঞ্চল (D) নাতিশীতোষ্ণ অঞ্চল
উত্তর : (B) মেরু অঞ্চল।
(২৩৮১) সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের স্তূপকে বলে —
(A) হিমবাহ (B) হিমশৈল
(C) হিমরেখা (D) হিমদরী
উত্তর : (B) হিমশৈল।
(২৩৮২) ইন্টারন্যাশনাল আইস প্যাট্রোল অনুসারে, একটি হিমশৈল (Iceberg) -এর উচ্চতা হয় কমপক্ষে —
(A) ৫ মিটার (B) ১০ মিটার
(C) ১৫ মিটার (D) ২০ মিটার
উত্তর : (C) ১৫ মিটার।
(২৩৮৩) সমুদ্রে ভাসমান ১ মিটারের কম উচ্চতার বরফের স্তূপকে বলে —
(A) গ্রোলার (B) বার্গি বিট
(C) আইসবার্গ (D) আইস শেল্ফ
উত্তর : (A) গ্রোলার।
(২৩৮৪) সমুদ্রে ভাসমান ১ মিটার বা তার বেশি থেকে ৫ মিটারের কম উচ্চতার বরফের স্তূপকে বলে —
(A) গ্রোলার (B) বার্গি বিট
(C) আইসবার্গ (D) আইস শেল্ফ
উত্তর : (B) বার্গি বিট।
(২৩৮৫) গ্রোলার (Growler) ও বার্গি বিট (Bergy Bit) বলতে বোঝায় —
(A) ক্ষুদ্র আকারের হিমবাহ (B) ক্ষুদ্র আকারের হিমশৈল
(C) ক্ষুদ্র আকারের হিমরেখা (D) ক্ষুদ্র আকারের হিমদরী
উত্তর : (B) ক্ষুদ্র আকারের হিমশৈল।
(২৩৮৬) সাম্প্রতিক কালে, বিশ্বের বৃহত্তম হিমশৈল (World’s Largest Iceberg) হল —
(A) এ-৩৮ (B) বি-১৫
(C) সি-১৯ (D) ডি-১৬
উত্তর : (B) বি-১৫।
(২৩৮৭) হিমশৈলের যে পরিমাণ অংশ সমুদ্রপৃষ্ঠের ওপর ভাসমান থাকে —
(A) ১/৯ অংশ (B) ৩/৯ অংশ
(C) ৬/৯ অংশ (D) ৮/৯ অংশ
উত্তর : (A) ৮/৯ অংশ।
(২৩৮৮) মহাদেশীয় হিমবাহে বরফমুক্ত পর্বত শৃঙ্গগুলিকে বলে —
(A) পিরামিড চূড়া (B) এরিটি
(C) নুনাটক (D) বার্গস্রুন্ড
উত্তর : (C) নুনাটক।
(২৩৮৯) নুনাটক (Nunatak) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) রিকার্ড নর্ডরাক (B) গুস্তাভ ভিগেল্যান্ড
(C) কার্স্টেন ফ্ল্যাগস্ট্যাড (D) আমন্ড হেল্যান্ড
উত্তর : (D) আমন্ড হেল্যান্ড।
(২৩৯০) আমন্ড হেল্যান্ড (Amund Helland) যে সালে সর্বপ্রথম নুনাটক শব্দটি ব্যবহার করেন —
(A) ১৮৭৫ (B) ১৮৭৬
(C) ১৮৭৭ (D) ১৮৭৮
উত্তর : (C) ১৮৭৭।
(২৩৯১) রগনন (Rognon) বলতে বোঝায় —
(A) ক্ষুদ্র আকারের হিমশৈল (B) ক্ষুদ্র আকারের নুনাটক
(C) ক্ষুদ্র আকারের হিমবাহ (D) ক্ষুদ্র আকারের হিমদরী
উত্তর : (B) ক্ষুদ্র আকারের নুনাটক।
(২৩৯২) হিমবাহ প্রধানত যে পদ্ধতিতে ক্ষয়কার্য করে থাকে —
(A) উৎপাটন (B) অবঘর্ষ
(C) দ্রবণ ক্ষয় (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২৩৯৩) যে প্রক্রিয়াতে প্রবহমান হিমবাহের চাপে যখন পর্বত্রগাত্র বা ভূমি থেকে শিলাখন্ড বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে বলে —
(A) উৎপাটন (B) অবঘর্ষ
(C) দ্রবণ ক্ষয় (D) বেসাল স্লাইডিং
উত্তর : (A) উৎপাটন।
(২৩৯৪) যে প্রক্রিয়াতে হিমবাহ বাহিত শিলাখন্ডের ঘর্ষণে উপত্যকা ক্ষয়প্রাপ্ত হয়, তাকে বলে —
(A) উৎপাটন (B) বেসাল স্লাইডিং
(C) অবঘর্ষ (D) দ্রবণ ক্ষয়
উত্তর : (C) অবঘর্ষ।
(২৩৯৫) হিমবাহের যে প্রকার ক্ষয় প্রক্রিয়াতে শিলাগাত্র মসৃণ হয় —
(A) উৎপাটন (B) অবঘর্ষ
(C) বেসাল স্লাইডিং (D) দ্রবণ ক্ষয়
উত্তর : (B) অবঘর্ষ।
(২৩৯৬) হিমবাহের যে প্রকার ক্ষয় প্রক্রিয়াতে শিলাগাত্র এবড়ো-খেবড়ো বা অমসৃণ হয় —
(A) বেসাল স্লাইডিং (B) অবঘর্ষ
(C) দ্রবণ ক্ষয় (D) উৎপাটন
উত্তর : (D) উৎপাটন।
(২৩৯৭) হিমবাহের একটি পরিবহন পদ্ধতি হল —
(A) উৎপাটন (B) বেসাল স্লাইডিং
(C) অবঘর্ষ (D) A ও B উভয়ই
উত্তর : (B) বেসাল স্লাইডিং।
(২৩৯৮) যে পদ্ধতিতে হিমবাহ বড়ো বোল্ডার ও শিলাখন্ড পরিবহন করে —
(A) উৎপাটন (B) বেসাল স্লাইডিং
(C) অবঘর্ষ (D) প্রবিষ্টকরণ
উত্তর : (B) বেসাল স্লাইডিং।
(২৩৯৯) হিমবাহের ওপরে বা পৃষ্ঠদেশে শিলাখন্ডের পরিবহনকে বলে —
(A) এনগ্লেসিয়াল (B) সুপ্রাগ্লেসিয়াল
(C) সাবগ্লেসিয়াল (D) পেরিগ্লেসিয়াল
উত্তর : সুপ্রাগ্লেসিয়াল।
(২৪০০) হিমবাহের অভ্যন্তরে শিলাখন্ডের পরিবহনকে বলে —
(A) এনগ্লেসিয়াল (B) সুপ্রাগ্লেসিয়াল
(C) সাবগ্লেসিয়াল (D) পেরিগ্লেসিয়াল
উত্তর : (A) এনগ্লেসিয়াল।
(WBSSC SLST GEOGRAPHY PART-48)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-49 - ভূগোলিকা-Bhugolika