WBSSC SLST GEOGRAPHY PART-47
WBSSC SLST GEOGRAPHY PART-47
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৪৭ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-47) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas
(২৩০১) ল্যামবার্ট হিমবাহের গভীরতা (Depth) হল —
(A) ১২০০ মিটার (B) ১৮০০ মিটার
(C) ২৫০০ মিটার (D) ৩১০০ মিটার
উত্তর : (C) ২৫০০ মিটার।
(২৩০২) বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ (World’s Largest Continental Glacier) হল —
(A) ল্যামবার্ট (B) মালাসপিনা
(C) সিয়াচেন (D) হুবার্ড
উত্তর : (A) ল্যামবার্ট।
(২৩০৩) বিশ্বের বৃহত্তম পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ (World’s Largest Mountain Glacier or Valley Glacier) হল —
(A) সিয়াচেন (B) হুবার্ড
(C) মালাসপিনা (D) ল্যামবার্ট
উত্তর : (B) হুবার্ড।
(২৩০৪) হুবার্ড হিমবাহ (Hubbard Glacier) যে দুই দেশের সীমানাতে অবস্থিত —
(A) কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র (B) রাশিয়া ও চিন
(C) নরওয়ে ও ফিনল্যান্ড (D) পেরু ও বলিভিয়া
উত্তর : (A) কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র।
(২৩০৫) হুবার্ড হিমবাহের দৈর্ঘ্য (Length) হল —
(A) ১০২ কিমি (B) ১১২ কিমি
(C) ১২২ কিমি (D) ১৪২ কিমি
উত্তর : (C) ১২২ কিমি।
(২৩০৬) বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ (World’s Largest Piedmont Glacier) হল —
(A) হুবার্ড (B) মালাসপিনা
(C) সিয়াচেন (D) ল্যামবার্ট
উত্তর : (B) মালাসপিনা।
(২৩০৭) মালাসপিনা হিমবাহ (Malaspina Glacier) যে দেশে অবস্থিত —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) কানাডা
(C) নরওয়ে (D) গ্রিনল্যান্ড
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(২৩০৮) মালাসপিনা হিমবাহের দৈর্ঘ্য (Length) হল —
(A) ৪৫ কিমি (B) ৫৫ কিমি
(C) ৬৫ কিমি (D) ৭৫ কিমি
উত্তর : (A) ৪৫ কিমি।
(২৩০৯) বিশ্বের দ্রুততম হিমবাহ (World’s Quickest Glacier) হল —
(A) ডেভিডসন (B) মালাসপিনা
(C) সিয়াচেন (D) জ্যাকবসভ্যান
উত্তর : (D) জ্যাকবসভ্যান।
(২৩১০) জ্যাকবসভ্যান হিমবাহ (Jakobshavn Glacier) যে দেশে অবস্থিত —
(A) ফিনল্যান্ড (B) গ্রিনল্যান্ড
(C) নিউজিল্যান্ড (D) কানাডা
উত্তর : (B) গ্রিনল্যান্ড।
(২৩১১) বিশ্বের দ্রুততম হিমবাহ রূপে পরিচিত জ্যাকবসভ্যান হিমবাহের গড় বার্ষিক গতিবেগ —
(A) ১৫ মিটার/দিন (B) ৩০ মিটার/দিন
(C) ৪৫ মিটার/দিন (D) ৬০ মিটার/দিন
উত্তর : (C) ৪৫ মিটার/দিন।
(২৩১২) মেরু অঞ্চলের বাইরে, বিশ্বের দীর্ঘতম হিমবাহ (World’s Longest Glacier Outside of the Polar Regions) হল —
(A) সিয়াচেন (B) ফেডচেঙ্কো
(C) বালটোরো (D) ল্যামবার্ট
উত্তর : (B) ফেডচেঙ্কো।
(২৩১৩) ফেডচেঙ্কো হিমবাহ (Fedchenko Glacier) যে দেশে অবস্থিত —
(A) আফগানিস্তান (B) উজবেকিস্তান
(C) তুর্কমেনিস্তান (D) তাজিকিস্তান
উত্তর : (D) তাজিকিস্তান।
(২৩১৪) ফেডচেঙ্কো হিমবাহের দৈর্ঘ্য (Length) হল —
(A) ৭৭ কিমি (B) ৭১ কিমি
(C) ৬৭ কিমি (D) ৬৩ কিমি
উত্তর : (A) ৭৭ কিমি।
(২৩১৫) ভারতের বৃহত্তম হিমবাহ ও দীর্ঘতম হিমবাহ (Largest & Longest Glacier of India) হল —
(A) বালটোরো (B) সিয়াচেন
(C) বিয়াফো (D) হিসপার
উত্তর : (B) সিয়াচেন।
(২৩১৬) সিয়াচেন হিমবাহ (Siachen Glacier) ভারতের যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত —
(A) জম্মু ও কাশ্মীর (B) লাদাখ
(C) হিমাচল প্রদেশ (D) সিকিম
উত্তর : (B) লাদাখ।
(২৩১৭) সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য (Length) হল —
(A) ৫৬ কিমি (B) ৬৬ কিমি
(C) ৭৬ কিমি (D) ৮৬ কিমি
উত্তর : (C) ৭৬ কিমি।
(২৩১৮) সিয়াচেন হিমবাহ যে পর্বতমালার অন্তর্গত —
(A) হিমালয় (B) কারাকোরাম
(C) পামীর (D) কুয়েনলুন
উত্তর : (B) কারাকোরাম।
(২৩১৯) সিয়াচেন (Siachen) শব্দটির আক্ষরিক অর্থ হল —
(A) বরফের দেশ (B) গোলাপের দেশ
(C) তুষারের দেশ (D) পাহাড়ের দেশ
উত্তর : (B) গোলাপের দেশ।
(২৩২০) সিয়াচেন হিমবাহ যে প্রকার হিমবাহের উদাহরণ —
(A) পার্বত্য হিমবাহ (B) উপত্যকা হিমবাহ
(C) মহাদেশীয় হিমবাহ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২৩২১) হিমবাহের ওপর আলগা তুষারকণাগুলিকে বলে —
(A) নেভে (B) ফির্ন
(C) স্নাউট (D) লোব
উত্তর : (A) নেভে।
(২৩২২) হিমবাহের সুদৃঢ় তুষার কেলাসকে বলে —
(A) নেভে (B) ফির্ন
(C) লোব (D) স্নাউট
উত্তর : (B) ফির্ন।
(২৩২৩) চলমান হিমবাহের জিহ্বার ন্যায় সম্মুখভাগ বা অগ্রভাগ যে নামে পরিচিত —
(A) লোব (B) স্নাউট
(C) নেভে (D) ফির্ন
উত্তর : (B) স্নাউট।
(২৩২৪) পাদদেশীয় হিমবাহের অগ্রভাগ যে নামে পরিচিত —
(A) ফির্ন (B) স্নাউট
(C) নেভে (D) লোব
উত্তর : (D) লোব।
(২৩২৫) যে পদ্ধতিতে তুষার (Snow) ও বরফ (Ice) সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়, তা হল —
(A) সাবলিমেশন (B) রেগেলেশন
(C) হাইড্রেশন (D) কার্বোনেশন
উত্তর : (A) সাবলিমেশন।
(WBSSC SLST GEOGRAPHY PART-47)
(২৩২৬) যে পদ্ধতিতে চাপের হ্রাস-বৃদ্ধির কারণে বরফ জমে যায় বা গলে যায়, তা হল —
(A) সাবলিমেশন (B) রেগেলেশন
(C) হাইড্রেশন (D) কার্বোনেশন
উত্তর : (B) রেগেলেশন।
(২৩২৭) পৃথিবীর মোট জলের যে শতাংশ হিমবাহ দ্বারা সঞ্চিত রয়েছে —
(A) ১.৫৬% (B) ১.৭৪%
(C) ১.৭৬% (D) ১.৯৫%
উত্তর : (B) ১.৭৪%।
(২৩২৮) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ হিমবাহ দ্বারা সঞ্চিত রয়েছে —
(A) ৫৬.৭% (B) ৬১.৭%
(C) ৬৮.৭% (D) ৬৯.৬%
উত্তর : (C) ৬৮.৭%।
(২৩২৯) পৃথিবীর স্থলভাগের যে শতাংশ হিমবাহ দ্বারা আবৃত রয়েছে —
(A) ১০% (B) ১৫%
(C) ২০% (D) ২৫%
উত্তর : (A) ১০%।
(২৩৩০) যে প্রকার হিমবাহ ‘আল্পীয় হিমবাহ’ (Alpine Glacier) নামে পরিচিত —
(A) পার্বত্য হিমবাহ (B) উপত্যকা হিমবাহ
(C) মহাদেশীয় হিমবাহ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২৩৩১) পার্বত্য অঞ্চলে একাধিক পার্বত্য বা উপত্যকা হিমবাহ পরস্পর সংযুক্ত বিশাল আকার বরফক্ষেত্রকে বলে —
(A) আইস বার্গ (B) আইস ফিল্ড
(C) আইস ক্যাপ (D) আইস শিট
উত্তর : (B) আইস ফিল্ড।
(২৩৩২) ৫০ হাজার বর্গকিমির কম ক্ষেত্রমানযুক্ত বরফক্ষেত্রকে বলে —
(A) আইস বার্গ (B) আইস ফিল্ড
(C) আইস ক্যাপ (D) আইস শিট
উত্তর : (C) আইস ক্যাপ।
(২৩৩৩) আইসল্যান্ডের ভাটনাইয়োকুল (Vatnajökull) হল একটি —
(A) আইস শিট (B) আইস ক্যাপ
(C) আইস বার্গ (D) আইস ফিল্ড
উত্তর : (B) আইস ক্যাপ।
(২৩৩৪) ৫০ হাজার বর্গকিমি বা তার বেশি ক্ষেত্রমানযুক্ত বরফক্ষেত্রকে বলে —
(A) আইস বার্গ (B) আইস ফিল্ড
(C) আইস ক্যাপ (D) আইস শিট
উত্তর : (D) আইস শিট।
(২৩৩৫) আইস শিট (Ice Sheet) হল যে প্রকার হিমবাহের উদাহরণ —
(A) মহাদেশীয় হিমবাহ (B) পাদদেশীয় হিমবাহ
(C) পার্বত্য হিমবাহ (D) উপত্যকা হিমবাহ
উত্তর : (A) মহাদেশীয় হিমবাহ।
(২৩৩৬) বর্তমানে পৃথিবীতে আইস শিট (Ice Sheet)-এর সংখ্যা হল —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (A) ২ টি।
(২৩৩৭) বিশ্বের বৃহত্তম আইস শিট (World’s Largest Ice Sheet) হল —
(A) আন্টার্কটিক আইস শিট (B) গ্রিনল্যান্ড আইস শিট
(C) প্যাটাগোনিয়া আইস শিট (D) কলম্বিয়া আইস শিট
উত্তর : (A) আন্টার্কটিক আইস শিট।
(২৩৩৮) রাষ্ট্রসংঘ কর্তৃক যে সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers’ Preservation) হিসাবে ঘোষণা করা হয়েছে —
(A) ২০২২ (B) ২০২৩
(C) ২০২৪ (D) ২০২৫
উত্তর : (D) ২০২৫।
(২৩৩৯) প্রতি বছর যে তারিখে বিশ্ব হিমবাহ দিবস (World Day for Glaciers) পালিত হয় —
(A) ২১ শে মার্চ (B) ২২ শে মার্চ
(C) ২৩ শে মার্চ (D) ২৪ শে মার্চ
উত্তর : (A) ২১ শে মার্চ।
(২৩৪০) ক্রান্তীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম হিমবাহিত এলাকা (World’s Largest Glaciated Area in the Tropics) হল —
(A) নেভাদো কোরোপুনা (B) কুইলকায়া
(C) কুইনামারি (D) নেভাদো কারাবায়া
উত্তর : (A) নেভাদো কোরোপুনা।
(২৩৪১) ক্রান্তীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম হিমবাহিত এলাকা ‘নেভাদো কোরোপুনা’ (Nevado Coropuna) যে দেশে অবস্থিত —
(A) বলিভিয়া (B) চিলি
(C) পেরু (D) আর্জেন্টিনা
উত্তর : (C) পেরু।
(২৩৪২) ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বৃহত্তম হিমবাহ (Largest Glacier in Himachal Pradesh State of India) হল —
(A) বড়া শিগরী হিমবাহ (B) মুকিলা হিমবাহ
(C) ভাদল হিমবাহ (D) বিয়াস কুন্ড হিমবাহ
উত্তর : (A) বড়া শিগরী হিমবাহ।
(২৩৪৩) পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ (Largest Glacier in Eastern Himalaya) এবং ভারতের সিকিম রাজ্যের বৃহত্তম হিমবাহ (Largest Glacier in Sikkim State of India) হল —
(A) জেমু হিমবাহ (B) সিয়াচেন হিমবাহ
(C) রাথোং হিমবাহ (D) লোনাক হিমবাহ
উত্তর : (A) জেমু হিমবাহ।
(২৩৪৪) জেমু হিমবাহ (Zemu Glacier) থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে —
(A) তোর্সা (B) মহানন্দা
(C) ব্রহ্মপুত্র (D) তিস্তা
উত্তর : (D) তিস্তা।
(২৩৪৫) শায়ক নদী (Shyok River) উৎপত্তি লাভ করেছে যে হিমবাহ থেকে —
(A) রিমো হিমবাহ (B) সিয়াচেন হিমবাহ
(C) জেমু হিমবাহ (D) পার্কাচিক হিমবাহ
উত্তর : (A) রিমো হিমবাহ।
(২৩৪৬) রিমো হিমবাহ (Rimo Glacier) ভারতের যে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত —
(A) জম্মু ও কাশ্মীর (B) লাদাখ
(C) হিমাচল প্রদেশ (D) সিকিম
উত্তর : (B) লাদাখ।
(২৩৪৭) নুব্রা নদী (Nubra River) -এর উৎপত্তি হয়েছে যে হিমবাহ থেকে —
(A) রিমো হিমবাহ (B) পার্কাচিক হিমবাহ
(C) সিয়াচেন হিমবাহ (D) জেমু হিমবাহ
উত্তর : (C) সিয়াচেন হিমবাহ।
(২৩৪৮) ভারতের উত্তরাখন্ড রাজ্যের বৃহত্তম হিমবাহ (Largest Glacier in Uttarakhand State of India) হল —
(A) পিন্ডারী হিমবাহ (B) গঙ্গোত্রী হিমবাহ
(C) মিলাম হিমবাহ (D) নামিক হিমবাহ
উত্তর : (B) গঙ্গোত্রী হিমবাহ।
(২৩৪৯) ভাগীরথী নদী (Bhagirathi River) -এর উৎপত্তি হয়েছে যে হিমবাহ থেকে —
(A) গঙ্গোত্রী হিমবাহ (B) জেমু হিমবাহ
(C) সিয়াচেন হিমবাহ (D) সতোপন্থ হিমবাহ
উত্তর : (A) গঙ্গোত্রী হিমবাহ।
(২৩৫০) সতোপন্থ হিমবাহ (Satopanth Glacier) থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে —
(A) ভাগীরথী (B) অলকানন্দা
(C) যমুনা (D) মন্দাকিনী
উত্তর : (B) অলকানন্দা।
(WBSSC SLST GEOGRAPHY PART-47)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-48 - ভূগোলিকা-Bhugolika