WBSSC SLST GEOGRAPHY PART-46
WBSSC SLST GEOGRAPHY PART-46
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৪৬ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-46) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas
(২২৫১) সরলরৈখিক নদীখাতের সাইনুসিটি ইন্ডেক্স (Sinuosity Index) -এর মান হল —
(A) <1.05 (B) <1.25
(C) <1.50 (D) <1.75
উত্তর : (A) <1.05।
(২২৫২) সর্পিল নদীখাতের সাইনুসিটি ইন্ডেক্স (Sinuosity Index) -এর মান হল —
(A) 1.05-1.25 (B) 1.05-1.50
(C) 1.25-1.50 (D) 1.50-1.75
উত্তর : (B) 1.05-1.50।
(২২৫৩) নদীর জলপ্রবাহ সংক্রান্ত রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) অসবর্ন রেনল্ডস্ (B) জর্জ স্টোকস্
(C) আর্নল্ড সমারফেল্ড (D) স্টিফেন স্টিগলার
উত্তর : (B) জর্জ স্টোকস্।
(২২৫৪) নদীতে স্তরপূর্ণ প্রবাহ (Laminar Flow)-তে রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) -এর মান হয় —
(A) < 2300 (B) < 3000
(C) < 4000 (D) < 4300
উত্তর : (A) < 2300।
(২২৫৫) নদীতে পরিবৃত্তি প্রবাহ (Transition Flow)-তে রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) -এর মান হয় —
(A) 1300-2300 (B) 2300-4000
(C) 3300-4300 (D) 4000-5300
উত্তর : (B) 2300-4000।
(২২৫৬) নদীতে অশান্ত বা আলোড়নপূর্ণ প্রবাহ (Turbulent Flow)-তে রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) -এর মান হয় —
(A) > 2300 (B) > 3000
(C) > 3300 (D) > 4000
উত্তর : (D) > 4000।
(২২৫৭) যে রেখা নদীখাতের গভীরতম অংশকে নির্দেশ করে, তাকে বলে —
(A) পুল (B) থালওয়েগ
(C) রিফল (D) প্লাঞ্জ পুল
উত্তর : (B) থালওয়েগ।
(২২৫৮) নদী মোহানাতে ত্রিকোণাকার দ্বীপকে বোঝাতে ডেল্টা (Delta) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) অ্যারিস্টটল (B) এরাটোসথেনিস
(C) হিপ্পারকাস (D) হেরোডোটাস
উত্তর : (D) হেরোডোটাস।
(২২৫৯) ‘Fan Delta’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) আর্থার হোমস্ (B) পিটার নাইট
(C) পিটার টেলর (D) আর্মিন লোবেক
উত্তর : (A) আর্থার হোমস্।
(২২৬০) গাঙ্গেয় ব-দ্বীপের সক্রিয় ব-দ্বীপ (Active Delta) অঞ্চল হল —
(A) নদীয়া ও মুর্শিদাবাদ (B) বাঁকুড়া ও পুরুলিয়া
(C) উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা (D) হাওড়া ও হুগলি
উত্তর : (C) উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা।
(২২৬১) গাঙ্গেয় ব-দ্বীপের পরিণত ব-দ্বীপ (Mature Delta) অঞ্চল হল —
(A) নদীয়া ও মুর্শিদাবাদ (B) বাঁকুড়া ও পুরুলিয়া
(C) উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা (D) হাওড়া ও হুগলি
উত্তর : (D) হাওড়া ও হুগলি।
(২২৬২) গাঙ্গেয় ব-দ্বীপের মৃতপ্রায় ব-দ্বীপ বা মুমূর্ষু ব-দ্বীপ (Moribund Delta) অঞ্চল হল —
(A) নদীয়া ও মুর্শিদাবাদ (B) বাঁকুড়া ও পুরুলিয়া
(C) উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা (D) হাওড়া ও হুগলি
উত্তর : (A) নদীয়া ও মুর্শিদাবাদ।
(২২৬৩) কলকাতা শহরটি গঙ্গা (ভাগীরথী-হুগলি) নদী গঠিত যে ভূমিরূপের ওপর গড়ে উঠেছে —
(A) প্লাবনভূমি (B) স্বাভাবিক বাঁধ
(C) ব-দ্বীপ (D) নদী দ্বীপ
উত্তর : (B) স্বাভাবিক বাঁধ।
(২২৬৪) পার্বত্য অঞ্চলে নদী তার গতিপথে শৈলশিরার অভিক্ষিপ্ত অংশগুলিকে ক্ষয় করে কিছুটা সোজাপথে অগ্রসর হলে, তাকে বলে —
(A) শৃঙ্খলিত শৈলশিরা (B) অন্তর্বদ্ধ শৈলশিরা
(C) অভিক্ষিপ্ত শৈলশিরা (D) কর্তিত শৈলশিরা
উত্তর : (D) কর্তিত শৈলশিরা।
(২২৬৫) নদী গ্রাস (River Capture) ঘটে যে কারণের ফলে —
(A) পার্শ্বক্ষয় (B) নিম্নক্ষয়
(C) মস্তকক্ষয় (D) A ও B উভয়ই
উত্তর : (C) মস্তকক্ষয়।
(২২৬৬) যে সালে উইলিয়াম হপকিনস্ (William Hopkins) ষষ্ঠঘাতের সূত্র (Sixth Power Law) দিয়েছিলেন —
(A) ১৮৪১ (B) ১৮৪২
(C) ১৮৪৩ (D) ১৮৪৪
উত্তর : (B) ১৮৪২।
(২২৬৭) পলল ব্যজনী (Alluvial Fan) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ফ্রেডেরিক ড্রিউ (B) আর্মিন লোবেক
(C) জেমস ই. মুলার (D) মরিস পার্দে
উত্তর : (A) ফ্রেডেরিক ড্রিউ।
(২২৬৮) যে সালে ফ্রেডেরিক ড্রিউ (Frederick Drew) পলল ব্যজনী (Alluvial Fan) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮৭১ (B) ১৮৭২
(C) ১৮৭৩ (D) ১৮৭৪
উত্তর : (C) ১৮৭৩।
(২২৬৯) অ্যালুভিয়াল মেগাফ্যান (Alluvial Megafan) -এর দৈর্ঘ্য হয় —
(A) ১০ কিমি (B) ৩০ কিমি
(C) ৫০ কিমি (D) ১০০ কিমি
উত্তর : (D) ১০০ কিমি।
(২২৭০) মন্থকূপ (Pothole) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) টমাস লোরেন ম্যাককেনি (B) ফ্রেডেরিক ড্রিউ
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) আর্মিন লোবেক
উত্তর : (A) টমাস লোরেন ম্যাককেনি।
(২২৭১) যে সালে টমাস লোরেন ম্যাককেনি (Thomas Loraine McKenney) মন্থকূপ (Pothole) শব্দটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮২৬ (B) ১৮২৭
(C) ১৮২৮ (D) ১৮২৯
উত্তর : (A) ১৮২৬।
(২২৭২) প্লাবনভূমি (Floodplain) অপর যে নামে পরিচিত —
(A) টেবিলল্যান্ড (B) বটমল্যান্ড
(C) ওয়েটল্যান্ড (D) ডেল্টাল্যান্ড
উত্তর : (B) বটমল্যান্ড।
(২২৭৩) হেরোডোটাস (Herodotus) যে সালে ব-দ্বীপ (Delta) শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন —
(A) ৪৩০ খ্রিস্টপূর্বাব্দ (B) ৪৩৫ খ্রিস্টপূর্বাব্দ
(C) ৪৪০ খ্রিস্টপূর্বাব্দ (D) ৪৪৫ খ্রিস্টপূর্বাব্দ
উত্তর : (A) ৪৩০ খ্রিস্টপূর্বাব্দ।
(২২৭৪) ভূ-মধ্য ব-দ্বীপ (Inland Delta) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) মরিস পার্দে
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) ফ্রেডেরিক ড্রিউ
উত্তর : (A) আলেকজান্ডার ফন হামবোল্ড।
(২২৭৫) যে সালে আলেকজান্ডার ফন হামবোল্ড (Alexander von Humboldt) ভূ-মধ্য ব-দ্বীপ (Inland Delta) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৮০০ (B) ১৮১০
(C) ১৮২০ (D) ১৮৩০
উত্তর : (A) ১৮০০।
(WBSSC SLST GEOGRAPHY PART-46)
(২২৭৬) যে সালে আর্মিন লোবেক (Armin Lobeck) ইয়াজু নদী (Yazoo River) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৬ (B) ১৯৩৭
(C) ১৯৩৮ (D) ১৯৩৯
উত্তর : (D) ১৯৩৯।
(২২৭৭) ‘Rivers and River Systems’ (১৯৩৯) প্রবন্ধটি রচনা করেন —
(A) ফ্রেডেরিক ড্রিউ (B) আর্মিন লোবেক
(C) জেমস ই. মুলার (D) মরিস পার্দে
উত্তর : (B) আর্মিন লোবেক।
(২২৭৮) ইয়াজু নদী (Yazoo River) যে দেশে অবস্থিত —
(A) কানাডা (B) আমেরিকা যুক্তরাষ্ট্র
(C) দক্ষিণ আফ্রিকা (D) অস্ট্রেলিয়া
উত্তর : (B) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(২২৭৯) সাইনুসিটি ইন্ডেক্স (Sinuosity Index) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ফ্রেডেরিক ড্রিউ (B) আর্মিন লোবেক
(C) জেমস ই. মুলার (D) মরিস পার্দে
উত্তর : (C) জেমস ই. মুলার।
(২২৮০) জেমস ই. মুলার (James E. Mueller) যে সালে সাইনুসিটি ইন্ডেক্স (Sinuosity Index) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৬৫ (B) ১৯৬৬
(C) ১৯৬৭ (D) ১৯৬৮
উত্তর : (D) ১৯৬৮।
(২২৮১) যে সালে মরিস পার্দে (Maurice Pardé) নদী বর্তন (River Regime) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৩ (B) ১৯৩৪
(C) ১৯৩৫ (D) ১৯৩৬
উত্তর : (A) ১৯৩৩।
(২২৮২) যে সালে মরিস পার্দে (Maurice Pardé) নদী বর্তন শ্রেণীবিভাগ (River Regime Classification) করেন —
(A) ১৯৫৩ (B) ১৯৫৪
(C) ১৯৫৫ (D) ১৯৫৬
উত্তর : (C) ১৯৫৫।
(২২৮৩) পাঞ্জাবের দোয়াব (Doab) অঞ্চলগুলির নামকরণ করেছিলেন —
(A) টোডর মল (B) আবুল ফজল
(C) বীরবল (D) মান সিংহ
উত্তর : (A) টোডর মল।
(২২৮৪) যে সালে জর্জ স্টোকস্ (George Stokes) নদীর জলপ্রবাহ সংক্রান্ত রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৮৫১ (B) ১৮৫২
(C) ১৮৫৩ (D) ১৮৫৪
উত্তর : (A) ১৮৫১।
(২২৮৫) নদীর জলপ্রবাহ সংক্রান্ত রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) প্রবর্তন করেন —
(A) জর্জ রেনল্ডস্ (B) অসবর্ণ রেনল্ডস্
(C) স্টিফেন রেনল্ডস্ (D) ভিক্টর রেনল্ডস্
উত্তর : (B) অসবর্ণ রেনল্ডস্।
(২২৮৬) যে সালে অসবর্ণ রেনল্ডস্ (Osborne Reynolds) নদীর জলপ্রবাহ সংক্রান্ত রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) প্রবর্তন করেন —
(A) ১৮৮১ (B) ১৮৮২
(C) ১৮৮৩ (D) ১৮৮৪
উত্তর : (C) ১৮৮৩।
(২২৮৭) নদীর জলপ্রবাহ সংক্রান্ত রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) অসবর্ণ রেনল্ডস্ (B) স্টিফেন স্টিগলার
(C) জর্জ স্টোকস্ (D) আর্নল্ড সমারফেল্ড
উত্তর : (D) আর্নল্ড সমারফেল্ড।
(২২৮৮) যে সালে আর্নল্ড সমারফেল্ড (Arnold Sommerfeld) নদীর জলপ্রবাহ সংক্রান্ত রেনল্ডস্ সংখ্যা (Reynolds Number) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯০৮ (B) ১৯০৯
(C) ১৯১০ (D) ১৯১১
উত্তর : (A) ১৯০৮।
(২২৮৯) আর্থার হোমস্ (Arthur Holmes) যে সালে ‘Fan-Delta’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৬৩ (B) ১৯৬৪
(C) ১৯৬৫ (D) ১৯৬৬
উত্তর : (C) ১৯৬৫।
(২২৯০) মৃতপ্রায় ব-দ্বীপ বা মুমূর্ষু ব-দ্বীপ (Moribund Delta) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কাননগোপাল বাগচী (B) যতীন্দ্রমোহন বাগচী
(C) অক্ষয়কুমার বাগচী (D) অমিয়কুমার বাগচী
উত্তর : (A) কাননগোপাল বাগচী।
(২২৯১) যে সালে কাননগোপাল বাগচী (Kanangopal Bagchi) মৃতপ্রায় ব-দ্বীপ বা মুমূর্ষু ব-দ্বীপ (Moribund Delta) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৪১ (B) ১৯৪২
(C) ১৯৪৩ (D) ১৯৪৪
উত্তর : (D) ১৯৪৪।
(২২৯২) গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলকে সক্রিয়, পরিণত ও মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলে প্রথম বিভক্ত করেন —
(A) কাননগোপাল বাগচী (B) যতীন্দ্রমোহন বাগচী
(C) অক্ষয়কুমার বাগচী (D) অমিয়কুমার বাগচী
উত্তর : (A) কাননগোপাল বাগচী।
(২২৯৩) যে সালে কাননগোপাল বাগচী (Kanangopal Bagchi) গাঙ্গেয় ব-দ্বীপ অঞ্চলকে সক্রিয়, পরিণত ও মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলে প্রথম বিভক্ত করেন —
(A) ১৯৪৪ (B) ১৯৪৫
(C) ১৯৪৬ (D) ১৯৪৭
উত্তর : (A) ১৯৪৪।
(২২৯৪) ‘The Ganges Delta’ (১৯৪৪) রচনা করেন —
(A) কাননগোপাল বাগচী (B) যতীন্দ্রমোহন বাগচী
(C) অক্ষয়কুমার বাগচী (D) অমিয়কুমার বাগচী
উত্তর : (A) কাননগোপাল বাগচী।
(২২৯৫) নদী গ্রাস (River Capture) অপর যে নামে পরিচিত —
(A) River Seize (B) River Yield
(C) River Trap (D) River Piracy
উত্তর : (D) River Piracy।
ভূমিরূপ ও প্রক্রিয়া — হৈমিক/হিমবাহজাত
(২২৯৬) উচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে চলমান বরফের স্তূপকে বলে —
(A) হিমরেখা (B) হিমদ্রোণী
(C) হিমবাহ (D) হিমশৈল
উত্তর : (C) হিমবাহ।
(২২৯৭) ভূপৃষ্ঠে স্বাদুজলের বৃহত্তম ভান্ডার হল —
(A) নদনদী (B) হিমবাহ
(C) ভৌমজল (D) হ্রদসমূহ
উত্তর : (B) হিমবাহ।
(২২৯৮) বিশ্বের বৃহত্তম হিমবাহ (World’s Largest Glacier) হল —
(A) ল্যামবার্ট (B) হুবার্ড
(C) মালাসপিনা (D) সিয়াচেন
উত্তর : (A) ল্যামবার্ট।
(২২৯৯) ল্যামবার্ট হিমবাহ (Lambert Glacier) যে মহাদেশে অবস্থিত —
(A) ইউরোপ (B) উত্তর আমেরিকা
(C) দক্ষিণ আমেরিকা (D) আন্টার্কটিকা
উত্তর : (D) আন্টার্কটিকা।
(২৩০০) ল্যামবার্ট হিমবাহের দৈর্ঘ্য (Length) হল —
(A) ১০০ কিমি (B) ৩০০ কিমি
(C) ৪০০ কিমি (D) ৬০০ কিমি
উত্তর : (C) ৪০০ কিমি।
(WBSSC SLST GEOGRAPHY PART-46)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-47 - ভূগোলিকা-Bhugolika