WBSSC SLST GEOGRAPHY PART-45
WBSSC SLST GEOGRAPHY PART-45
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৪৫ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-45) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(২২০১) দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত সমভূমিকে বলে —
(A) জলবিভাজিকা (B) দোয়াব
(C) প্লাবনভূমি (D) স্বাভাবিক বাঁধ
উত্তর : (B) দোয়াব।
(২২০২) ভারতের বৃহত্তম দোয়াব (Largest Doab in India) হল —
(A) গঙ্গা-যমুনা দোয়াব (B) বিস্ত দোয়াব
(C) সিন্ধ সাগর দোয়াব (D) বারি দোয়াব
উত্তর : (A) গঙ্গা-যমুনা দোয়াব।
(২২০৩) সমুদ্র তরঙ্গ প্রভাবিত ব-দ্বীপ (Wave-influenced Delta) দেখা যায় যে নদীতে —
(A) গঙ্গা নদী (B) মিসিসিপি নদী
(C) আমাজন নদী (D) নাইজার নদী
উত্তর : (D) নাইজার নদী।
(২২০৪) বার্ষিক জলপ্রবাহ অনুসারে, বিশ্বের বৃহত্তম জলপ্রপাত হল —
(A) বোয়োমা ফলস্ (B) নায়াগ্রা ফলস্
(C) ইগুয়াজু ফলস্ (D) যোগ ফলস্
উত্তর : (A) বোয়োমা ফলস্।
(২২০৫) পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত (World’s Widest Waterfall) হল —
(A) যোগ ফলস্ (B) নায়াগ্রা ফলস্
(C) বোয়োমা ফলস্ (D) খোনে ফলস্
উত্তর : (D) খোনে ফলস্।
(২২০৬) বার্ষিক জলপ্রবাহ অনুসারে, বিশ্বের বৃহত্তম জলপ্রপাত বোয়োমা ফলস্ (Boyoma Falls) —
(A) কঙ্গো প্রজাতন্ত্র (B) দক্ষিণ আফ্রিকা
(C) জাম্বিয়া (D) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
উত্তর : (D) গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
(২২০৭) পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত খোনে ফলস্ (Khone Falls) যে দেশে অবস্থিত —
(A) লাওস (B) কম্বোডিয়া
(C) থাইল্যান্ড (D) ভিয়েতনাম
উত্তর : (A) লাওস।
(২২০৮) একটি অন্তর্বাহিনী নদী (Inland River) -এর উদাহরণ হল —
(A) কৃষ্ণা নদী (B) লুনি নদী
(C) মাহি নদী (D) ইব নদী
উত্তর : (B) লুনি নদী।
(২২০৯) কোনো নদী সর্বোচ্চ কোন আয়তনের শিলাখন্ড পরিবহন করার ক্ষমতা রাখে, তার পরিমাপকে বলে —
(A) নদী বর্তন (B) নদী বহতা
(C) নদী প্রবাহ (D) নদী সামর্থ্য
উত্তর : (D) নদী সামর্থ্য।
(২২১০) কোনো নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় নির্ধারণ করে যে বক্ররেখা, তা হল —
(A) রেটিং কার্ভ (B) লরেঞ্জ কার্ভ
(C) হুলস্ট্রম কার্ভ (D) কীলিং কার্ভ
উত্তর : (C) হুলস্ট্রম কার্ভ।
(২২১১) নদীর রূপততত্ত্বগত কার্যকলাপে হুলস্ট্রম বক্ররেখা (Hjulström Curve) প্রকাশ করেন যিনি —
(A) হেনিং ফিলিপ হুলস্ট্রম (B) আলফ্রেড ফিলিপ হুলস্ট্রম
(C) এলিন ফিলিপ হুলস্ট্রম (D) হামফ্রিড ফিলিপ হুলস্ট্রম
উত্তর : (A) হেনিং ফিলিপ হুলস্ট্রম।
(২২১২) যে সালে হেনিং ফিলিপ হুলস্ট্রম (Henning Filip Hjulström) হুলস্ট্রম বক্ররেখা প্রকাশ করেন —
(A) ১৯৩২ (B) ১৯৩৩
(C) ১৯৩৪ (D) ১৯৩৫
উত্তর : (D) ১৯৩৫।
(২২১৩) প্রবাহ সামর্থ্য (Flow Competence) -এর ধারণাটি প্রথম দিয়েছিলেন —
(A) গিলবার্ট ও মার্ফি (B) গিলবার্ট ও হ্যাক
(C) গিলবার্ট ও কিং (D) গিলবার্ট ও পেঙ্ক
উত্তর : (A) গিলবার্ট ও মার্ফি।
(২২১৪) যে সালে গিলবার্ট ও মার্ফি (Gilbert & Murphy) প্রথম প্রবাহ সামর্থ্যের ধারণা দিয়েছিলেন —
(A) ১৯১২ (B) ১৯১৪
(C) ১৯১৬ (D) ১৯১৮
উত্তর : (B) ১৯১৪।
(২২১৫) নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে —
(A) প্লাঞ্জ পুল (B) রিফল
(C) বিন্দু বার (D) কাসকেড
উত্তর : (C) বিন্দু বার।
(২২১৬) একটি হ্রদ ব-দ্বীপের উদাহরণ হল —
(A) রাইন নদীর ব-দ্বীপ (B) ভলগা নদীর ব-দ্বীপ
(C) গঙ্গা নদীর ব-দ্বীপ (D) ওব নদীর ব-দ্বীপ
উত্তর : (B) ভলগা নদীর ব-দ্বীপ।
(২২১৭) নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট ইংরেজি U-আকৃতির হ্রদকে বলে —
(A) প্যাটার্নস্টার হ্রদ (B) করি হ্রদ
(C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (D) কেটল হ্রদ
উত্তর : (C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
(২২১৮) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (Ox Bow Lake) অপর যে নামে পরিচিত —
(A) করি হ্রদ (B) কেটল হ্রদ
(C) ক্রেটার হ্রদ (D) মর্ট হ্রদ
উত্তর : (D) মর্ট হ্রদ।
(২২১৯) নদীগঠিত যে ভূমিরূপটি মিয়েন্ডার ক্ষত (Meander Scar) নামে পরিচিত —
(A) স্বাভাবিক বাঁধ (B) প্লাবনভূমি
(C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (D) বিন্দু বার
উত্তর : (C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
(২২২০) আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের দক্ষিণাংশে রিও গ্র্যান্ডে নদী দ্বারা সৃষ্ট অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি যে নামে পরিচিত —
(A) কেটল (B) এসকার
(C) রেসাকা (D) বিলাবং
উত্তর : (C) রেসাকা।
(২২২১) অস্ট্রেলিয়াতে অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি যে নামে পরিচিত —
(A) বিলাবং (B) রেসাকা
(C) কেটল (D) প্যাটার্নস্টার
উত্তর : (A) বিলাবং।
(২২২২) ভারতের বিহার ও উত্তরপ্রদেশে অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি যে নামে পরিচিত —
(A) রেসাকা (B) তাল
(C) বিলাবং (D) দুন
উত্তর : (B) তাল।
(২২২৩) ভারতের যে অশ্বক্ষুরাকৃতি হ্রদটি ‘এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ’ রূপে পরিচিত —
(A) কানওয়ার তাল (B) নৈনি তাল
(C) ভীম তাল (D) সাত তাল
উত্তর : (A) কানওয়ার তাল।
(২২২৪) কানওয়ার তাল (Kanwar Taal) অশ্বক্ষুরাকৃতি হ্রদ ভারতের যে রাজ্যে রয়েছে —
(A) বিহার (B) ঝাড়খন্ড
(C) উত্তরপ্রদেশ (D) ওড়িশা
উত্তর : (A) বিহার।
(২২২৫) কানওয়ার তাল অশ্বক্ষুরাকৃতি হ্রদটি যে নদী দ্বারা সৃষ্টি হয়েছে —
(A) গঙ্গা (B) বুড়ি গন্ডক
(C) গন্ডক (D) কোশী
উত্তর : (B) বুড়ি গন্ডক।
(WBSSC SLST GEOGRAPHY PART-45)
(২২২৬) পশ্চিমবঙ্গের বিখ্যাত অশ্বক্ষুরাকৃতি হ্রদ মতিঝিল (Motijheel) যে জেলায় অবস্থিত —
(A) নদীয়া (B) মুর্শিদাবাদ
(C) বীরভূম (D) পূর্ব বর্ধমান
উত্তর : (B) মুর্শিদাবাদ।
(২২২৭) যে নদীর দ্বারা মতিঝিল অশ্বক্ষুরাকৃতি হ্রদটি সৃষ্টি হয়েছে —
(A) গঙ্গা (B) মহানন্দা
(C) অজয় (D) ইছামতী
উত্তর : (A) গঙ্গা।
(২২২৮) পাঁচপোতা বেড়ির বাওর অশ্বক্ষুরাকৃতি হ্রদটি পশ্চিমবঙ্গের যে জেলায় অবস্থিত —
(A) উত্তর ২৪ পরগণা (B) নদীয়া
(C) দক্ষিণ ২৪ পরগণা (D) হাওড়া
উত্তর : (A) উত্তর ২৪ পরগণা।
(২২২৯) যে নদীর দ্বারা পাঁচপোতা বেড়ির বাওর অশ্বক্ষুরাকৃতি হ্রদটি সৃষ্টি হয়েছে —
(A) বিদ্যাধরী (B) মাতলা
(C) ইছামতী (D) চূর্ণি
উত্তর : (C) ইছামতী।
(২২৩০) যে নদী অনসুপা হ্রদ (Anshupa Lake) অশ্বক্ষুরাকৃতি হ্রদটি সৃষ্টি করেছে —
(A) মহানদী (B) বৈতরণী
(C) ব্রাহ্মণী (D) সুবর্ণরেখা
উত্তর : (A) মহানদী।
(২২৩১) ভারতের একটি অন্তঃসলিলা নদীর উদাহরণ হল —
(A) মাহি (B) লুনী
(C) ফল্গু (D) কৃষ্ণা
উত্তর : (C) ফল্গু।
(২২৩২) পশ্চিমবঙ্গের একটি পুনর্যৌবন প্রাপ্ত নদীর উদাহরণ হল —
(A) বালাসন (B) ময়ূরাক্ষী
(C) ইছামতী (D) বিদ্যাধরী
উত্তর : (A) বালাসন।
(২২৩৩) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ (World’s Largest Delta) হল —
(A) নীল ব-দ্বীপ (B) গাঙ্গেয়-ব্রহ্মপুত্র ব-দ্বীপ
(C) মেকং ব-দ্বীপ (D) মিসিসিপি ব-দ্বীপ
উত্তর : (B) গাঙ্গেয়-ব্রহ্মপুত্র ব-দ্বীপ।
(২২৩৪) ইউরোপের বৃহত্তম নদী ব-দ্বীপ (Largest River Delta in Europe) হল —
(A) এব্রো ব-দ্বীপ (B) ভলগা ব-দ্বীপ
(C) রাইন ব-দ্বীপ (D) দানিয়ুব ব-দ্বীপ
উত্তর : (B) ভলগা ব-দ্বীপ।
(২২৩৫) আফ্রিকার বৃহত্তম নদী ব-দ্বীপ (Largest River Delta in Africa) হল —
(A) নীল ব-দ্বীপ (B) ওকাভাঙ্গো ব-দ্বীপ
(C) কঙ্গো ব-দ্বীপ (D) নাইজার ব-দ্বীপ
উত্তর : (D) নাইজার ব-দ্বীপ।
(২২৩৬) উত্তর আমেরিকার বৃহত্তম নদী ব-দ্বীপ (Largest River Delta in North America) হল —
(A) মিসিসিপি ব-দ্বীপ (B) কলোরাডো ব-দ্বীপ
(C) ম্যাকেঞ্জি ব-দ্বীপ (D) কলম্বিয়া ব-দ্বীপ
উত্তর : (A) মিসিসিপি ব-দ্বীপ।
(২২৩৭) দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী ব-দ্বীপ (Largest River Delta in South America) হল —
(A) পারানা ব-দ্বীপ (B) অরিনোকো ব-দ্বীপ
(C) জাপুরা ব-দ্বীপ (D) আমাজন ব-দ্বীপ
উত্তর : (B) অরিনোকো ব-দ্বীপ।
(২২৩৮) ওশিয়ানিয়ার বৃহত্তম নদী ব-দ্বীপ (Largest River Delta in Oceania) হল —
(A) ফ্লাই ব-দ্বীপ (B) পুরারি ব-দ্বীপ
(C) কিকোরি ব-দ্বীপ (D) সেপিক ব-দ্বীপ
উত্তর : (A) ফ্লাই ব-দ্বীপ।
(২২৩৯) একটি গঠনমূলক ব-দ্বীপ (Constructive Delta) -এর উদাহরণ হল —
(A) মিসিসিপি ব-দ্বীপ (B) গাঙ্গেয় ব-দ্বীপ
(C) মেকং ব-দ্বীপ (D) A ও B উভয়ই।
উত্তর : (D) A ও B উভয়ই।
(২২৪০) একটি ধ্বংসাত্মক ব-দ্বীপ (Destructive Delta) -এর উদাহরণ হল —
(A) মেকং ব-দ্বীপ (B) নীল ব-দ্বীপ
(C) মিসিসিপি ব-দ্বীপ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(২২৪১) যখন নদীর জলের এবং মোহানার সমুদ্র বা হ্রদের জলের ঘনত্ব প্রায় একই হয়, তখন সেই প্রবাহকে বলে —
(A) হোমোপিকনাল (B) হাইপোপিকনাল
(C) হাইপারপিকনাল (D) অ্যানাপিকনাল
উত্তর : (A) হোমোপিকনাল।
(২২৪২) যখন নদীর জলের ঘনত্ব মোহানার সমুদ্র বা হ্রদের জলের ঘনত্বের চেয়ে বেশি হয়, তখন সেই প্রবাহকে বলে —
(A) হোমোপিকনাল (B) হাইপোপিকনাল
(C) হাইপারপিকনাল (D) অ্যানাপিকনাল
উত্তর : (C) হাইপারপিকনাল।
(২২৪৩) যখন নদীর জলের ঘনত্ব মোহানার সমুদ্র বা হ্রদের জলের ঘনত্বের চেয়ে কম হয়, তখন সেই প্রবাহকে বলে —
(A) হোমোপিকনাল (B) হাইপোপিকনাল
(C) হাইপারপিকনাল (D) অ্যানাপিকনাল
উত্তর : (B) হাইপোপিকনাল।
(২২৪৪) হোমোপিকনাল প্রবাহ (Homopycnal Flow), হাইপারপিকনাল প্রবাহ (Hyperpycnal Flow) এবং হাইপোপিকনাল প্রবাহ (Hypopycnal Flow) শব্দবন্ধগুলি প্রথম ব্যবহার করেছিলেন —
(A) চার্লস বেটস্ (B) মরিস পার্দে
(C) ডেনিস উড (D) পিটার টেলর
উত্তর : (A) চার্লস বেটস্।
(২২৪৫) যে সালে চার্লস বেটস্ (Charles Bates) হোমোপিকনাল প্রবাহ (Homopycnal Flow), হাইপারপিকনাল প্রবাহ (Hyperpycnal Flow) এবং হাইপোপিকনাল প্রবাহ (Hypopycnal Flow) শব্দবন্ধগুলি প্রথম ব্যবহার করেছিলেন —
(A) ১৯৫১ (B) ১৯৫২
(C) ১৯৫৩ (D) ১৯৫৪
উত্তর : (C) ১৯৫৩।
(২২৪৬) যে প্রকার প্রবাহে গিলবার্ট ব-দ্বীপ (Gilbert Delta) গড়ে ওঠে —
(A) হোমোপিকনাল (B) হাইপারপিকনাল
(C) হাইপোপিকনাল (D) অ্যানাপিকনাল
উত্তর : (A) হোমোপিকনাল।
(২২৪৭) একটি ভূ-মধ্য ব-দ্বীপ (Inland Delta) -এর উদাহরণ হল —
(A) নীল ব-দ্বীপ (B) গাঙ্গেয় ব-দ্বীপ
(C) ওকাভাঙ্গো ব-দ্বীপ (D) টাইবার ব-দ্বীপ
উত্তর : (C) ওকাভাঙ্গো ব-দ্বীপ।
(২২৪৮) একটি বৈপরীত্য নদী ব-দ্বীপ (Inverted River Delta) -এর উদাহরণ হল —
(A) আমাজন ব-দ্বীপ (B) স্যাক্রামেন্টো-সান ওয়াকিন ব-দ্বীপ
(C) গাঙ্গেয়-ব্রহ্মপুত্র ব-দ্বীপ (D) মিসিসিপি ব-দ্বীপ
উত্তর : (B) স্যাক্রামেন্টো-সান ওয়াকিন ব-দ্বীপ।
(২২৪৯) যে সালে লুনা বি. লিওপোল্ড ও এম. গর্ডন ওলম্যান (Luna B. Leopold & M. Gordon Wolman) প্রথম সাইনুসিটি ইন্ডেক্স (Sinuosity Index) সম্পর্কে ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৫৬ (B) ১৯৫৭
(C) ১৯৫৮ (D) ১৯৫৯
উত্তর : (B) ১৯৫৭।
(২২৫০) যে নদীর ব-দ্বীপ অঞ্চলে শাখাপ্রবাহগুলি পাস (Pass) নামে পরিচিত —
(A) আমাজন (B) টাইবার
(C) নাইজার (D) মিসিসিপি
উত্তর : (D) মিসিসিপি।
(WBSSC SLST GEOGRAPHY PART-45)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-46 - ভূগোলিকা-Bhugolika