Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-44

WBSSC SLST GEOGRAPHY PART-44

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৪৪ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-44) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-44

(২১৫১) আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে যে বিখ্যাত জলপ্রপাত রয়েছে —
(A) ইগুয়াজু ফলস্ (B) নায়াগ্রা ফলস্
(C) অ্যাঞ্জেল ফলস্ (D) টুগেলা ফলস্
উত্তর : (B) নায়াগ্রা ফলস্।

(২১৫২) ব্রাজিল ও আর্জেন্টিনা সীমান্তে যে বিখ্যাত জলপ্রপাত রয়েছে —
(A) নায়াগ্রা ফলস্ (B) অ্যাঞ্জেল ফলস্
(C) টুগেলা ফলস্ (D) ইগুয়াজু ফলস্
উত্তর : (D) ইগুয়াজু ফলস্।

(২১৫৩) যে জলপ্রপাত ভারতের নায়াগ্রা (Niagara of India) নামে পরিচিত —
(A) চিত্রকূট জলপ্রপাত (B) অহর্বল জলপ্রপাত
(C) কুঞ্চিকল জলপ্রপাত (D) নুরানাং জলপ্রপাত
উত্তর : (A) চিত্রকূট জলপ্রপাত।

(২১৫৪) ভারতের চিত্রকূট জলপ্রপাত (Chitrakoot Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) সুবর্ণরেখা (B) নর্মদা
(C) ইন্দ্রাবতী (D) চম্বল
উত্তর : (C) ইন্দ্রাবতী।

(২১৫৫) ভারতের শিবসমুদ্রম জলপ্রপাত (Shivasamudram Falls), হোগেনক্কল জলপ্রপাত (Hogenakkal Falls) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কাবেরী (B) নর্মদা
(C) যমুনা (D) চম্বল
উত্তর : (A) কাবেরী।

(২১৫৬) যে জলপ্রপাত কাশ্মীরের নায়াগ্রা (Niagara of Kashmir) নামে পরিচিত –
(A) চিত্রকূট জলপ্রপাত (B) অহর্বল জলপ্রপাত
(C) হোগেনক্কল জলপ্রপাত (D) বোগাথা জলপ্রপাত
উত্তর : (B) অহর্বল জলপ্রপাত।

(২১৫৭) যে জলপ্রপাত দক্ষিণ ভারতের নায়াগ্রা (Niagara of South India) নামে পরিচিত –
(A) অথিরাপল্লী জলপ্রপাত (B) হোগেনক্কল জলপ্রপাত
(C) কুঞ্চিকল জলপ্রপাত (D) শিবগঙ্গা জলপ্রপাত
উত্তর : (A) অথিরাপল্লী জলপ্রপাত।

(২১৫৮) যে জলপ্রপাত ইউরোপের নায়াগ্রা (Niagara of Europe) নামে পরিচিত –
(A) ভিক্টোরিয়া ফলস্ (B) অ্যাঞ্জেল ফলস্
(C) রাইন ফলস্ (D) টুগেলা ফলস্
উত্তর : (C) রাইন ফলস্।

(২১৫৯) যে জলপ্রপাত মোসি-ওয়ে-টুনিয়া (Mosi-Oa-Tunya) নামে পরিচিত –
(A) ভিক্টোরিয়া ফলস্ (B) নায়াগ্রা ফলস্
(C) অ্যাঞ্জেল ফলস্ (D) টুগেলা ফলস্
উত্তর : (A) ভিক্টোরিয়া ফলস্।

(২১৬০) ভিক্টোরিয়া ফলস্ (Victoria Falls) যে নদীতে গড়ে উঠেছে –
(A) জাম্বেসি নদী (B) কঙ্গো নদী
(C) অরেঞ্জ নদী (D) নাইজার নদী
উত্তর : (A) জাম্বেসি নদী।

(২১৬১) জলপ্রপাতের নিচে যে বর্তুলাকার গর্ত সৃষ্টি হয়, তাকে বলে –
(A) মন্থকূপ (B) প্রপাতকূপ
(C) গিরিখাত (D) ক্যানিয়ন
উত্তর : (B) প্রপাতকূপ।

(২১৬২) পলল শঙ্কুর উপর নদী বিভিন্ন খাতে প্রবাহিত হওয়ার কারণে যে অর্ধগোলাকার, হাতপাখার মতো দেখতে ভূমিরূপ গড়ে ওঠে, তাকে বলে –
(A) ব-দ্বীপ (B) পলল ব্যজনী
(C) স্বাভাবিক বাঁধ (D) প্লাবনভূমি
উত্তর : (B) পলল ব্যজনী।

(২১৬৩) নদী তলদেশে মন্থকূপ (Pothole) সৃষ্টি যে ক্ষয় প্রক্রিয়াতে —
(A) বুদবুদ ক্ষয় (B) ঘর্ষণ ক্ষয়
(C) দ্রবণ ক্ষয় (D) অবঘর্ষ ক্ষয়
উত্তর : (D) অবঘর্ষ ক্ষয়।

(২১৬৪) ঝাড়খন্ডের সরাইকেল্লার নিকট খরকাই নদীতে যে ভূমিরূপ গড়ে উঠেছে –
(A) জলপ্রপাত (B) মন্থকূপ
(C) ক্যানিয়ন (D) গিরিখাত
উত্তর : (B) মন্থকূপ।

(২১৬৫) কালিম্পংয়ে তিস্তা নদীর গতিপথে যে ভূমিরূপ দেখা যায়, তা হল —
(A) জলপ্রপাত (B) প্লাবনভূমি
(C) ক্যানিয়ন (D) শৃঙ্খলিত শৈলশিরা
উত্তর : (D) শৃঙ্খলিত শৈলশিরা।

(২১৬৬) নদী উপত্যকায় স্বাভাবিক বাঁধের পশ্চাতে গড়ে ওঠে —
(A) প্লাবনভূমি (B) ব-দ্বীপ
(C) বিন্দুবার (D) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
উত্তর : (A) প্লাবনভূমি।

(২১৬৭) অতি প্রশস্ত, ফানেল আকৃতির নদী মোহানাকে বলে –
(A) খাঁড়ি (B) মিয়েন্ডার
(C) ওয়াদি (D) ক্যানিয়ন
উত্তর : (A) খাঁড়ি।

(২১৬৮) যে নদীতে বিশ্বের দীর্ঘতম খাঁড়ি (World’s Longest Estuary) রয়েছে, তা হল —
(A) ইনিসি নদী (B) ওব নদী
(C) লেনা নদী (D) ভলগা নদী
উত্তর : (B) ওব নদী।

(২১৬৯) ধনুকাকৃতি ব-দ্বীপ (Arcuate Delta) দেখা যায় যে নদীতে —
(A) গঙ্গা নদী (B) টাইবার নদী
(C) কৃষ্ণা নদী (D) মিসিসিপি নদী
উত্তর : (A) গঙ্গা নদী।

(২১৭০) পাখির পা আকৃতি ব-দ্বীপ বা পক্ষীপাদ ব-দ্বীপ (Bird’s Foot Delta) দেখা যায় যে নদীতে —
(A) মিসিসিপি নদী (B) টাইবার নদী
(C) সুবর্ণরেখা নদী (D) হোয়াংহো নদী
উত্তর : (A) মিসিসিপি নদী।

(২১৭১) ভারতের যে নদীতে পাখির পা আকৃতি ব-দ্বীপ বা পক্ষীপাদ ব-দ্বীপ দেখা যায় —
(A) কাবেরী (B) কৃষ্ণা
(C) গোদাবরী (D) নর্মদা
উত্তর : (B) কৃষ্ণা।

(২১৭২) তীক্ষ্ণাগ্র ব-দ্বীপ বা করাতের দাঁতের মতো ব-দ্বীপ (Cuspate Delta) দেখা যায় যে নদীতে —
(A) মিসিসিপি নদী (B) রাইন নদী
(C) গঙ্গা নদী (D) টাইবার নদী
উত্তর : (D) টাইবার নদী।

(২১৭৩) খাঁড়িয় ব-দ্বীপ (Estuarine Delta) দেখা যায় যে নদীতে —
(A) টাইবার নদী (B) গঙ্গা নদী
(C) রাইন নদী (D) মিসিসিপি নদী
উত্তর : (C) রাইন নদী।

(২১৭৪) প্লাবনভূমিতে মূল স্বাভাবিক বাঁধের কারণে নদীর সমান্তরালে প্রবাহিত উপনদীকে বলে —
(A) অনুগামী নদী (B) খাঁড়িয় নদী
(C) বিপরা নদী (D) ইয়াজু নদী
উত্তর : (D) ইয়াজু নদী।

(২১৭৫) ইয়াজু নদী (Yazoo River or Yazoo Stream) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) কলিন ক্যাম্পবেল (B) আর্মিন লোবেক
(C) পিটার ক্লিফট্ (D) রিচার্ড আর্মস্ট্রং
উত্তর : (B) আর্মিন লোবেক।

(WBSSC SLST GEOGRAPHY PART-44)

(২১৭৬) নদীবাঁক বা মিয়েন্ডার গতিপথ পরিমাপ করা হয় যে সূচকের দ্বারা —
(A) Sinuosity Index (B) Theta Index
(C) RMSI Index (D) NCI Index
উত্তর : (A) Sinuosity Index।

(২১৭৭) সাইনুসিটি ইন্ডেক্স (Sinuosity Index) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) লিওপোল্ড এবং হ্যারিস (B) লিওপোল্ড এবং টেলর
(C) লিওপোল্ড এবং ওলম্যান (D) লিওপোল্ড এবং মুলার
উত্তর : (C) লিওপোল্ড এবং ওলম্যান।

(২১৭৮) একটি মিয়েন্ডার নদী (Meander River) -এর Sinousity Index -এর মান হয় —
(A) ≤ ১.০৫ (B) ≤ ১.২৫
(C) ≤ ১.৫০ (D) ≤ ২.০০
উত্তর : (C) ≤ ১.৫০।

(২১৭৯) পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ (World’s Largest River Island) হল —
(A) মারাজো (B) মাজুলি
(C) হাতিয়া (D) ঝোংশান
উত্তর : (A) মারাজো।

(২১৮০) ভারতের বৃহত্তম নদী দ্বীপ (Largest River Island of India) হল —
(A) উমানন্দ (B) মাজুলি
(C) ভবানী (D) শ্রীরঙ্গম
উত্তর : (B) মাজুলি।

(২১৮১) মাজুলি দ্বীপ (Majuli Island) যে নদীতে গড়ে উঠেছে —
(A) গোদাবরী (B) কাবেরী
(C) ব্রহ্মপুত্র (D) নর্মদা
উত্তর : (C) ব্রহ্মপুত্র।

(২১৮২) ভবানী নদী দ্বীপ (Bhabani River Island) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কৃষ্ণা (B) গোদাবরী
(C) কাবেরী (D) নর্মদা
উত্তর : (A) কৃষ্ণা।

(২১৮৩) মান্ধাতা নদী দ্বীপ (Mandhata River Island) যে নদীতে গড়ে উঠেছে —
(A) গঙ্গা (B) যমুনা
(C) চম্বল (D) নর্মদা
উত্তর : (D) নর্মদা।

(২১৮৪) শ্রীরঙ্গম নদী দ্বীপ (Srirangam River Island) যে নদীতে গড়ে উঠেছে —
(A) কাবেরী (B) নর্মদা
(C) কৃষ্ণা (D) গোদাবরী
উত্তর : (A) কাবেরী।

(২১৮৫) উমানন্দ নদী দ্বীপ (Umananda River Island) যে নদীতে গড়ে উঠেছে —
(A) নর্মদা (B) ব্রহ্মপুত্র
(C) কাবেরী (D) যমুনা
উত্তর : (B) ব্রহ্মপুত্র।

(২১৮৬) ঘোড়ামারা নদী দ্বীপ (Ghoramara River Island) যে নদীতে গড়ে উঠেছে —
(A) হুগলি (B) দামোদর
(C) তিস্তা (D) মহানন্দা
উত্তর : (A) হুগলি।

(২১৮৭) কোনো নদীবাঁকের গভীর ও সারাবছর জলপূর্ণ অংশকে বলে —
(A) পুল (B) রিফল
(C) মর্ট (D) র‍্যাপিড
উত্তর : (A) পুল।

(২১৮৮) কোনো নদীবাঁকের অগভীর ও শুষ্ক ঋতুতে জলহীন অংশকে বলে —
(A) পুল (B) রিফল
(C) র‍্যাপিড (D) মর্ট
উত্তর : (B) রিফল।

(২১৮৯) কোটেশ্বর গিরিখাত (Koteshwar Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
(A) গোদাবরী (B) ব্রহ্মপুত্র
(C) অলকানন্দা (D) যমুনা
উত্তর : (C) অলকানন্দা।

(২১৯০) পৃথিবীর দীর্ঘতম উপনদী (World’s Longest Tributary) হল —
(A) ইনিয়া (B) কাজিম
(C) চুলিম (D) ইর্তিশ
উত্তর : (D) ইর্তিশ।

(২১৯১) পৃথিবীর দীর্ঘতম উপনদী ইর্তিশ নদী (Irtysh River) যে নদীর উপনদী —
(A) ইনিসি (B) ওব
(C) লেনা (D) আমুর
উত্তর : (B) ওব।

(২১৯২) জলপ্রবাহ অনুসারে, পৃথিবীর বৃহত্তম উপনদী (World’s Largest Tributary) হল —
(A) মারানন (B) উয়াটুমা
(C) মাদেইরা (D) পুটুমায়ো
উত্তর : (C) মাদেইরা।

(২১৯৩) পৃথিবীর বৃহত্তম উপনদী মাদেইরা নদী (Madeira River) যে নদীর উপনদী —
(A) পারানা (B) আমাজন
(C) প্যারাগুয়ে (D) অরিনোকো
উত্তর : (B) আমাজন।

(২১৯৪) কোনো নদীতে বার্ষিক জলপ্রবাহের পরিমাণগত হ্রাসবৃদ্ধিকে বলে —
(A) নদী প্রবাহ (B) নদী পর্যায়
(C) নদী বর্তন (D) নদী ব্যজনী
উত্তর : (C) নদী বর্তন।

(২১৯৫) নদী বর্তন (River Regime) ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) মরিস পার্দে (B) পিটার টেলর
(C) ডেনিস উড (D) পিটার নাইট
উত্তর : (A) মরিস পার্দে।

(২১৯৬) নদী বর্তন (River Regime) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) পিটার নাইট (B) ডেনিস উড
(C) মরিস পার্দে (D) পিটার টেলর
উত্তর : (C) মরিস পার্দে।

(২১৯৭) সরল নদী বর্তন (Simple River Regime) দেখা যায় এমন একটি নদীর উদাহরণ হল —
(A) গঙ্গা (B) আমাজন
(C) মিসিসিপি (D) রাইন
উত্তর : (A) গঙ্গা।

(২১৯৮) দ্বিমাত্রিক নদী বর্তন (Double River Regime) দেখা যায় এমন একটি নদীর উদাহরণ হল —
(A) মিসিসিপি (B) গঙ্গা
(C) রাইন (D) আমাজন
উত্তর : (D) আমাজন।

(২১৯৯) জটিল নদী বর্তন (Complex River Regime) দেখা যায় এমন একটি নদীর উদাহরণ হল —
(A) ইয়াংসি (B) গঙ্গা
(C) রাইন (D) আমাজন
উত্তর : (C) রাইন।

(২২০০) কোনো নদীর জলপ্রবাহ ও নদীখাতের গভীরতার পারস্পরিক সম্পর্ক যে পরিলেখ-এর মাধ্যমে দেখানো হয় —
(A) রেটিং কার্ভ (B) লরেঞ্জ কার্ভ
(C) কীলিং কার্ভ (D) হিপসো কার্ভ
উত্তর : (A) রেটিং কার্ভ।

(WBSSC SLST GEOGRAPHY PART-44)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-43

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-44

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!