Tuesday, July 29, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-39

WBSSC SLST GEOGRAPHY PART-39

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-৩৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-39) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-39

➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas

(১৯০১) পৃথিবীতে মোট জলের পরিমাণ হল —
(A) ১৩৭.৬ কোটি ঘনকিমি (B) ১৩৮.৬ কোটি ঘনকিমি
(C) ১৩৯.৬ কোটি ঘনকিমি (D) ১৪০.৬ কোটি ঘনকিমি
উত্তর : (B) ১৩৮.৬ কোটি ঘনকিমি।

(১৯০২) পৃথিবীর মোট জলের যে শতাংশ লবণাক্ত জল —
(A) ৯৬.৫% (B) ৯৭.৫%
(C) ৯৮.৫% (D) ৯৯.৫%
উত্তর : (C) ৯৮.৫%।

(১৯০৩) পৃথিবীর মোট জলের যে শতাংশ স্বাদুজল —
(A) ১.৫% (B) ২.৫%
(C) ৩.৫% (D) ৪.৫%
উত্তর : (B) ২.৫%।

(১৯০৪) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ তরল অবস্থায় ভূপৃষ্ঠে রয়েছে —
(A) ০.৩% (B) ০.৫%
(C) ০.৭% (D) ০.৯%
উত্তর : (A) ০.৩%।

(১৯০৫) পৃথিবীর মোট জলের যে শতাংশ মহাসাগরে রয়েছে —
(A) ৯৬.৫% (B) ৯৭.৫%
(C) ৯৮.৫% (D) ৯৯.৫%
উত্তর : (A) ৯৬.৫%।

(১৯০৬) পৃথিবীর মোট লবণাক্ত জলের যে শতাংশ মহাসাগরে রয়েছে —
(A) ৯৬% (B) ৯৭%
(C) ৯৮% (D) ৯৯%
উত্তর : (D) ৯৯%।

(১৯০৭) যে মহাসাগরে জলের পরিমাণ সবচেয়ে বেশি —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) সুমেরু মহাসাগর
উত্তর : (A) প্রশান্ত মহাসাগর।

(১৯০৮) যে মহাসাগরে জলের পরিমাণ সবচেয়ে কম —
(A) প্রশান্ত মহাসাগর (B) আটলান্টিক মহাসাগর
(C) ভারত মহাসাগর (D) সুমেরু মহাসাগর
উত্তর : (D) সুমেরু মহাসাগর।

(১৯০৯) পৃথিবীর মোট জলের যে শতাংশ প্রশান্ত মহাসাগরে রয়েছে —
(A) ৪৬.৩% (B) ৪৭.৩%
(C) ৪৮.৩% (D) ৪৯.৩%
উত্তর : (C) ৪৮.৩%।

(১৯১০) পৃথিবীর মোট জলের যে শতাংশ বরফ ও তুষার রূপে সঞ্চিত রয়েছে —
(A) ১.৬৬% (B) ১.৭৬%
(C) ১.৮৬% (D) ১.৯৬%
উত্তর : (B) ১.৭৬%।

(১৯১১) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ বরফ ও তুষার রূপে সঞ্চিত রয়েছে —
(A) ৬৯.৬% (B) ৭০.৬%
(C) ৭১.৬% (D) ৭২.৬%
উত্তর : (A) ৬৯.৬%।

(১৯১২) পৃথিবীর মোট জলের যে শতাংশ হিমবাহ রূপে সঞ্চিত রয়েছে —
(A) ১.৫৪% (B) ১.৬৪%
(C) ১.৭৪% (D) ১.৮৪%
উত্তর : (C) ১.৭৪%।

(১৯১৩) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ হিমবাহ রূপে সঞ্চিত রয়েছে —
(A) ৬৮.৭% (B) ৬৯.৭%
(C) ৭০.৭% (D) ৭১.৭%
উত্তর : (A) ৬৮.৭%।

(১৯১৪) পৃথিবীর মোট জলের যে শতাংশ ভৌমজল রূপে সঞ্চিত রয়েছে —
(A) ১.৬৯% (B) ১.৭৯%
(C) ১.৮৯% (D) ১.৯৯%
উত্তর : (A) ১.৬৯%।

(১৯১৫) পৃথিবীর মোট জলের যে শতাংশ লবণাক্ত ভৌমজল (Saline Groundwater) —
(A) ০.৬৩% (B) ০.৭৩%
(C) ০.৮৩% (D) ০.৯৩%
উত্তর : (D) ০.৯৩%।

(১৯১৬) পৃথিবীর মোট জলের যে শতাংশ স্বাদু ভৌমজল (Fresh Groundwater) —
(A) ০.৫৬% (B) ০.৬৬%
(C) ০.৭৬% (D) ০.৮৬%
উত্তর : (C) ০.৭৬%।

(১৯১৭) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ ভৌমজল —
(A) ৩০.১% (B) ৩৫.১%
(C) ৪০.১% (D) ৪৫.১%
উত্তর : (A) ৩০.১%।

(১৯১৮) পৃথিবীর মোট জলের যে শতাংশ হ্রদগুলিতে রয়েছে —
(A) ০.০০৩% (B) ০.০১৩%
(C) ০.০২৩% (D) ০.০৩৩%
উত্তর : (B) ০.০১৩%।

(১৯১৯) ভূপৃষ্ঠে তরল অবস্থায় মোট স্বাদুজলের যে শতাংশ হ্রদগুলিতে রয়েছে —
(A) ৮৭% (B) ৯১%
(C) ৯৫% (D) ৯৯%
উত্তর : (A) ৮৭%।

(১৯২০) পৃথিবীর মোট জলের যে শতাংশ বায়ুমন্ডলে রয়েছে —
(A) ০.০০০৬৩% (B) ০.০০০৭৩%
(C) ০.০০০৮৩% (D) ০.০০০৯৩%
উত্তর : (D) ০.০০০৯৩%।

(১৯২১) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ বায়ুমন্ডলে রয়েছে —
(A) ০.০২৭% (B) ০.০৩৭%
(C) ০.০৪৭% (D) ০.০৫৭%
উত্তর : (B) ০.০৩৭%।

(১৯২২) পৃথিবীর মোট জলের যে শতাংশ নদ-নদীগুলিতে প্রবহমান রয়েছে —
(A) ০.০০০১৫% (B) ০.০০০২৫%
(C) ০.০০০৩৫% (D) ০.০০০৪৫%
উত্তর : (A) ০.০০০১৫%।

(১৯২৩) পৃথিবীর মোট স্বাদুজলের যে শতাংশ নদ-নদীগুলিতে প্রবহমান রয়েছে —
(A) ০.০০৫১% (B) ০.০০৬১%
(C) ০.০০৭১% (D) ০.০০৮১%
উত্তর : (B) ০.০০৬১%।

(১৯২৪) ভূপৃষ্ঠে তরল অবস্থায় মোট স্বাদুজলের যে শতাংশ নদ-নদীগুলিতে প্রবহমান রয়েছে —
(A) ১.০৩% (B) ২.০৩%
(C) ৩.০৩% (D) ৪.০৩%
উত্তর : (B) ২.০৩%।

(১৯২৫) পৃথিবীর মোট জলের যে শতাংশ জৈবিক জল (Biological Water) হিসাবে রয়েছে —
(A) ০.০০০০৬১% (B) ০.০০০০৭১%
(C) ০.০০০০৮১% (D) ০.০০০০৯১%
উত্তর : (C) ০.০০০০৮১%।

(WBSSC SLST GEOGRAPHY PART-39)

(১৯২৬) জল বাজেট (Hydrological Budget) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) চার্লস ওয়ারেন থর্নওয়েট (B) গ্রোভ কার্ল গিলবার্ট
(C) উইলিয়াম মরিস ডেভিস (D) লেস্টার চার্লস কিং
উত্তর : (A) চার্লস ওয়ারেন থর্নওয়েট।

(১৯২৭) যে সালে চার্লস ওয়ারেন থর্নওয়েট (Charles Warren Thornthwaite) জল বাজেট (Hydrological Budget) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) ১৯৪৬ (B) ১৯৪৭
(C) ১৯৪৮ (D) ১৯৪৯
উত্তর : (C) ১৯৪৮।

(১৯২৮) ভৌমজল (Groundwater) -এর অপর নাম হল —
(A) ম্যাগমাটিক জল (B) উপপৃষ্ঠীয় জল
(C) জুভেনাইল জল (D) সহজাত জল
উত্তর : (B) উপপৃষ্ঠীয় জল।

(১৯২৯) পাললিক শিলা গঠনকালে পাললিক শিলাতে যে জল সঞ্চিত হয়, তাকে বলে —
(A) সহজাত জল (B) মহাসাগরীয় জল
(C) উৎস্যন্দ জল (D) আবহিক জল
উত্তর : (A) সহজাত জল।

(১৯৩০) সহজাত জল (Connate Water) অপর যে নামে পরিচিত —
(A) আবহিক জল (B) উৎস্যন্দ জল
(C) জীবাশ্ম জল (D) মহাসাগরীয় জল
উত্তর : (C) জীবাশ্ম জল।

(১৯৩১) ম্যাগমাটিক জল (Magmatic Water) বা জুভেনাইল জল (Juvenile Water) অপর যে নামে পরিচিত —
(A) আবহিক জল (B) উৎস্যন্দ জল
(C) জীবাশ্ম জল (D) মহাসাগরীয় জল
উত্তর : (B) উৎস্যন্দ জল।

(১৯৩২) আবহিক জল (Meteoric Water) – এর উৎস হল —
(A) বৃষ্টিপাত (B) তুষারপাত
(C) অগ্ন্যুৎপাত (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(১৯৩৩) উপকূল অঞ্চলে সমুদ্রের জল শিলার মধ্য দিয়ে ভূ-অভ্যন্তর প্রবেশ করলে, সেইপ্রকার ভৌমজলকে বলে —
(A) আবহিক জল (B) উৎস্যন্দ জল
(C) জীবাশ্ম জল (D) মহাসাগরীয় জল
উত্তর : (D) মহাসাগরীয় জল।

(১৯৩৪) ভৌমজলের নিয়ন্ত্রক হল —
(A) বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব (B) শিলার প্রবেশ্যতা ও সচ্ছিদ্রতা
(C) বাষ্পীভবন ও ভূমির ঢাল (D) A, B ও C সবকটিই
উত্তর : (D) A, B ও C সবকটিই।

(১৯৩৫) ভৌমজলস্তর (Groundwater Table) -এর প্রধান স্তরের সংখ্যা —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (A) ২ টি।

(১৯৩৬) ভৌমজলস্তর (Groundwater Table) -এর ওপরের স্তরটি হল —
(A) অসম্পৃক্ত স্তর (B) ভাডোস স্তর
(C) সম্পৃক্ত স্তর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(১৯৩৭) ভৌমজলস্তর (Groundwater Table) -এর নিচের স্তরটি হল —
(A) সম্পৃক্ত স্তর (B) ফ্রিয়েটিক স্তর
(C) ভাডোস স্তর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(১৯৩৮) অসম্পৃক্ত স্তর বা ভাডোস স্তর (Vados Zone) -এর উপস্তর রয়েছে —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (B) ৩ টি।

(১৯৩৯) সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর (Phreatic Zone) -এর উপস্তর রয়েছে —
(A) ২ টি (B) ৩ টি
(C) ৪ টি (D) ৫ টি
উত্তর : (A) ২ টি।

(১৯৪০) অসম্পৃক্ত স্তর বা ভাডোস স্তর (Vados Zone) -এর সবচেয়ে ওপরের উপস্তরটি যে নামে পরিচিত —
(A) আর্দ্র মৃত্তিকা স্তর (B) কৈশিক স্তর
(C) ফ্রিয়েটিক স্তর (D) অসম্পৃক্ত স্তর
উত্তর : (A) আর্দ্র মৃত্তিকা স্তর।

(১৯৪১) অসম্পৃক্ত স্তর বা ভাডোস স্তর (Vados Zone) -এর সবচেয়ে নিচের উপস্তরটি যে নামে পরিচিত —
(A) আর্দ্র মৃত্তিকা স্তর (B) কৈশিক স্তর
(C) ফ্রিয়েটিক স্তর (D) অসম্পৃক্ত স্তর
উত্তর : (B) কৈশিক স্তর।

(১৯৪২) অধিক পৃষ্ঠীয় টানের কারণে যে স্তর থেকে সূক্ষ্ম নলের মাধ্যমে জল ওপরে উঠে আসে —
(A) আর্দ্র মৃত্তিকা স্তর (B) কৈশিক স্তর
(C) ফ্রিয়েটিক স্তর (D) অসম্পৃক্ত স্তর
উত্তর : (B) কৈশিক স্তর।

(১৯৪৩) যে স্তরের ঠিক নিচে ভৌমজলপীঠ অবস্থান করে —
(A) আর্দ্র মৃত্তিকা স্তর (B) কৈশিক স্তর
(C) ফ্রিয়েটিক স্তর (D) অসম্পৃক্ত স্তর
উত্তর : (B) কৈশিক স্তর।

(১৯৪৪) শুধুমাত্র আর্দ্র ঋতুতে যে স্তর থেকে ভৌমজল পাওয়া যায় —
(A) স্থায়ী সম্পৃক্ত স্তর (B) সাময়িক সম্পৃক্ত স্তর
(C) আর্দ্র মৃত্তিকা স্তর (D) ভাডোস স্তর
উত্তর : (B) সাময়িক সম্পৃক্ত স্তর।

(১৯৪৫) শুষ্ক ও আর্দ্র ঋতুতে অর্থাৎ সারা বছর ধরে যে স্তর থেকে ভৌমজল পাওয়া যায় —
(A) স্থায়ী সম্পৃক্ত স্তর (B) সাময়িক সম্পৃক্ত স্তর
(C) আর্দ্র মৃত্তিকা স্তর (D) ভাডোস স্তর
উত্তর : (A) স্থায়ী সম্পৃক্ত স্তর।

(১৯৪৬) অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে বলে —
(A) উৎস্যন্দ জল (B) আবহিক জল
(C) ভাডোস জল (D) সহজাত জল
উত্তর : (C) ভাডোস জল।

(১৯৪৭) একটি প্রবেশ্য শিলা (Permeable Rock) -এর উদাহরণ হল —
(A) বেলেপাথর (B) গ্রানাইট
(C) মার্বেল (D) শ্লেট
উত্তর : (A) বেলেপাথর।

(১৯৪৮) একটি অপ্রবেশ্য শিলা (Impermeable Rock) -এর উদাহরণ হল —
(A) বেলেপাথর (B) চক
(C) গ্রানাইট (D) চুনাপাথর
উত্তর : (C) গ্রানাইট।

(১৯৪৯) প্রবেশ্য শিলা (Permeable Rock) -এর উদাহরণ নয় —
(A) বেলেপাথর (B) চক
(C) শ্লেট (D) চুনাপাথর
উত্তর : (C) শ্লেট।

(১৯৫০) অপ্রবেশ্য শিলা (Impermeable Rock) -এর উদাহরণ নয় —
(A) গ্রানাইট (B) শ্লেট
(C) মার্বেল (D) চুনাপাথর
উত্তর : (D) চুনাপাথর।

(WBSSC SLST GEOGRAPHY PART-39)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-38

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-39

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!