WBSSC SLST GEOGRAPHY PART-110
WBSSC SLST GEOGRAPHY PART-110
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১১০ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-110) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫৪৫১) আঞ্চলিক সমস্যা দূরীকরণে উন্নয়নমূলক কার্য বাস্তবায়িত করতে যে অঞ্চল গঠন করা হয়, তাকে বলে —
(A) বাহ্যিক অঞ্চল (B) ক্রিয়ামূলক অঞ্চল
(C) পরিকল্পনা অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (C) পরিকল্পনা অঞ্চল।
(৫৪৫২) ভারতের একটি পরিকল্পনা অঞ্চল (Planning Region) -এর উদাহরণ হল —
(A) দামোদর উপত্যকা (B) পূর্ব হিমালয়
(C) কচ্ছের রণ (D) সুন্দরবন
উত্তর : (A) দামোদর উপত্যকা।
(৫৪৫৩) রামেশ্বর প্রসাদ মিশ্র (R. P. Mishra) ২০০২ সালে ভারতের পরিকল্পনা অঞ্চলকে যত ভাগে বিভক্ত করেন —
(A) ২ ভাগে (B) ৩ ভাগে
(C) ৪ ভাগে (D) ৫ ভাগে
উত্তর : (C) ৪ ভাগে।
(৫৪৫৪) রামেশ্বর প্রসাদ মিশ্র (R. P. Mishra) (২০০২) অনুসারে, ভারতের পরিকল্পনা অঞ্চলের শ্রেণীবিভাগ হল —
(A) মহানগর অঞ্চল, নদী উপত্যকা অঞ্চল, অক্ষীয় অঞ্চল, অনগ্রসর অঞ্চল (B) মহানগর অঞ্চল, নদী উপত্যকা অঞ্চল, অক্ষীয় অঞ্চল, গ্রামীণ অঞ্চল
(C) মহানগর অঞ্চল, নদী উপত্যকা অঞ্চল, অক্ষীয় অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল (D) মহানগর অঞ্চল, নদী উপত্যকা অঞ্চল, অক্ষীয় অঞ্চল, সামাজিক অঞ্চল
উত্তর : (A) মহানগর অঞ্চল, নদী উপত্যকা অঞ্চল, অক্ষীয় অঞ্চল, অনগ্রসর অঞ্চল।
(৫৪৫৫) ‘Father of Regional Planning’ রূপে পরিচিত —
(A) ডেভিড হার্ভে (B) পিটার হ্যাগেট
(C) রিচার্ড পিট (D) পিটার গোল্ড
উত্তর : (B) পিটার হ্যাগেট।
(৫৪৫৬) বাহ্যিক অঞ্চলের সীমানা নির্ধারণের পদ্ধতি হল —
(A) Weighted Index Number Method (B) Factor Analysis Method
(C) Flow Analysis Method (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৪৫৭) ক্রিয়ামূলক অঞ্চলের সীমানা নির্ধারণের পদ্ধতি হল —
(A) Flow Analysis Method (B) Gravitational Analysis Method
(C) Weighted Index Number Method (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৪৫৮) পরিকল্পনা অঞ্চলের সীমানা নির্ধারণের পদ্ধতি হল —
(A) Thiessen Polygon Method (B) Graph Theory Method
(C) Flow Analysis Method (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৪৫৯) আঞ্চলিকীকরণের একটি পদ্ধতি হল —
(A) Boundary Girdle Method (B) Subjective Weighting Method
(C) Objective Weighting Method (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫৪৬০) Compage Region -এর বৈশিষ্ট্য হল —
(A) ভৌগোলিক সমীক্ষার ব্যাপক উপযোগী (B) কেন্দ্র অভিমুখী বা সমধর্মী
(C) জটিল ও বৈচিত্র্যময় (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫৪৬১) আঞ্চলিক সংগঠন (Regional Organization) -এর বৈশিষ্ট্য হল —
(A) সুদৃঢ় যোগাযোগ (B) সহযোগিতামূলক আচরণ
(C) সাধারণ উদ্দেশ্য (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫৪৬২) ভারতের একটি বৃহৎ আকারের অঞ্চল (Macro Region) -এর উদাহরণ হল —
(A) উত্তর-পূর্ব ভারত (B) পূর্ব-মধ্য ভারত
(C) বুন্দেলখন্ড (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৪৬৩) ভারতের একটি মধ্যম আকারের অঞ্চল (Meso Region) -এর উদাহরণ হল —
(A) বুন্দেলখন্ড অঞ্চল (B) মহাকোশল অঞ্চল
(C) দামোদর উপত্যকা অঞ্চল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।
(৫৪৬৪) ভারতের একটি ক্ষুদ্র অঞ্চল (Micro Region) -এর উদাহরণ হল —
(A) সুন্দরবন অঞ্চল (B) ডুয়ার্স অঞ্চল
(C) বুন্দেলখন্ড অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৪৬৫) ‘Regional Geography: Theory & Practice’ (১৯৬৭) গ্রন্থটি রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) রজার মিনশুল
(C) পিটার হ্যাগেট (D) রিচার্ড পিট
উত্তর : (B) রজার মিনশুল।
(৫৪৬৬) ‘The Inadequacy of the Regional Concept’ (১৯৫১) রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) রজার মিনশুল
(C) পিটার হ্যাগেট (D) জর্জ কিম্বল
উত্তর : (D) জর্জ কিম্বল।
(৫৪৬৭) ‘Geography and Development: A World Regional Approach’ (১৯৮৯) রচনা করেন —
(A) প্যাট্রিক গেডেস (B) রজার মিনশুল
(C) জেমস ফিশার (D) জর্জ কিম্বল
উত্তর : (C) জেমস ফিশার।
(৫৪৬৮) ‘A Review of Regional Geography’ (১৯৫৭) রচনা করেন —
(A) রবার্ট প্ল্যাট (B) রজার মিনশুল
(C) জেমস ফিশার (D) জর্জ কিম্বল
উত্তর : (A) রবার্ট প্ল্যাট।
(৫৪৬৯) ‘Taking Aim at the Heart of the Region’ (১৯৯৪) রচনা করেন —
(A) রবার্ট প্ল্যাট (B) নাইজেল থ্রিফট
(C) জেমস ফিশার (D) জর্জ কিম্বল
উত্তর : (B) নাইজেল থ্রিফট।
(৫৪৭০) ‘Regionalism: Some Current Issues’ (১৯৭৮) রচনা করেন —
(A) ডোরিন ম্যাসি (B) নাইজেল থ্রিফট
(C) জেমস ফিশার (D) জর্জ কিম্বল
উত্তর : (A) ডোরিন ম্যাসি।
কল্যাণমূলক ভূগোলের বিকাশ (Emergence of Welfare Geography)
(৫৪৭১) যে দশক থেকে কল্যাণমূলক ভূগোল (Welfare Geography) -এর সূচনা ঘটে —
(A) ১৯৬০ -এর দশক (B) ১৯৭০ -এর দশক
(C) ১৯৮০ -এর দশক (D) ১৯৯০ -এর দশক
উত্তর : (B) ১৯৭০ -এর দশক।
(৫৪৭২) কল্যাণমূলক ভূগোলের সূচনা করেন —
(A) আলফ্রেড ওয়েবার (B) ফ্রেড কার্ট স্কীফার
(C) ডেভিড মার্শাল স্মিথ (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (C) ডেভিড মার্শাল স্মিথ।
(৫৪৭৩) ডেভিড মার্শাল স্মিথ যে সালে কল্যাণমূলক ভূগোলের প্রতিষ্ঠা করেন —
(A) ১৯৭৭ (B) ১৯৭৮
(C) ১৯৭৯ (D) ১৯৮০
উত্তর : (A) ১৯৭৭।
(৫৪৭৪) ‘Human Geography: A Welfare Approach’ (১৯৭৭) এবং ‘Geography and Social Justice’ (১৯৯৪) রচনা করেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) আলফ্রেড হার্কার
(C) রজার মিনশুল (D) ডেভিড মার্শাল স্মিথ
উত্তর : (D) ডেভিড মার্শাল স্মিথ।
(৫৪৭৫) কল্যাণমূলক ভূগোল (Welfare Geography) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) আলফ্রেড হার্কার
(C) রজার মিনশুল (D) ডেভিড মার্শাল স্মিথ
উত্তর : (D) ডেভিড মার্শাল স্মিথ।
(WBSSC SLST GEOGRAPHY PART-110)
(৫৪৭৬) কল্যাণমূলক ভূগোলের আলোচ্য বিষয় হল —
(A) সামাজিক ন্যায় (B) সামাজিক কল্যাণ
(C) প্রণালী তত্ত্ব (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৪৭৭) কল্যাণমূলক ভূগোল যে ভূগোলের শাখা —
(A) প্রাকৃতিক ভূগোল (B) মানবীয় ভূগোল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।
(৫৪৭৮)কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে যে দুই ভূগোলের সহাবস্থান দেখা যায় –
(A) সামাজিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল (B) প্রাকৃতিক ভূগোল ও সামাজিক ভূগোল
(C) প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল (D) প্রাকৃতিক ভূগোল ও সাংস্কৃতিক ভূগোল
উত্তর: (A) সামাজিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল।
(৫৪৭৯) কল্যাণমূলক ভূগোল (Welfare Geography) -এর প্রথম সূচনা হয় যে দেশে —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) ফ্রান্স (D) কানাডা
উত্তর: (A) ব্রিটেন।
(৫৪৮০) আধুনিক কালে, বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্র (Welfare State) হল —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) ফ্রান্স (D) কানাডা
উত্তর: (B) জার্মানি।
(৫৪৮১) কল্যাণ রাষ্ট্র (Welfare State) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ডেভিড মার্শাল স্মিথ
(C) উইলিয়াম টেম্পল (D) ফ্রেডরিখ র্যাটজেল
উত্তর: (C) উইলিয়াম টেম্পল।
(৫৪৮২) উইলিয়াম টেম্পল (William Temple) যে সালে কল্যাণ রাষ্ট্র (Welfare State) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(A) ১৯৩৯ (B) ১৯৪০
(C) ১৯৪১ (D) ১৯৪২
উত্তর: (D) ১৯৪২।
(৫৪৮৩) কল্যাণ রাষ্ট্র (Welfare State) -এর তিনটি স্তম্ভ হল —
(A) স্বাধীনতা-অর্থনীতি-সাম্য (B) স্বাধীনতা-সাম্য-ভ্রাতৃত্ব
(C) স্বাধীনতা-আইন-ভ্রাতৃত্ব (D)স্বাধীনতা-অর্থনীতি-আইন
উত্তর: (B) স্বাধীনতা-সাম্য-ভ্রাতৃত্ব।
(৫৪৮৪) আর্থার সেসিল পিগু (Arthur Cecil Pigou) যে সালে ‘Wealth and Welfare’ গ্রন্থটি রচনা করেন —
(A) ১৯১১ (B) ১৯১২
(C) ১৯১৩ (D) ১৯১৪
উত্তর: (B) ১৯১২।
(৫৪৮৫) মাহবুব উল হক (Mahbub Ul Haq) মানব উন্নয়ন সূচক (Human Development Index) -এর ধারণা দিয়েছিলেন যে সালে—
(A) ১৯৮৯ (B) ১৯৯০
(C) ১৯৯১ (D) ১৯৯২
উত্তর: (B) ১৯৯০।
(৫৪৮৬) রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report) প্রকাশিত হয় যে সালে —
(A) ১৯৬০ (B) ১৯৭০
(C) ১৯৮০ (D) ১৯৯০
উত্তর: (D) ১৯৯০।
(৫৪৮৭) রাষ্ট্রসংঘ কর্তৃক প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report) রচনা করেন —
(A) অমর্ত্য সেন (B) মাহবুব উল হক
(C) অ্যাডাম স্মিথ (D) A ও B উভয়ই
উত্তর: (D) A ও B উভয়ই।
(৫৪৮৮) Index of Sustainable Economic Welfare (ISEW) দিয়েছিলেন —
(A) হারম্যান ড্যালি (B) জন বি. কোব
(C) অমর্ত্য সেন (D) A ও B উভয়ই
উত্তর: (D) A ও B উভয়ই।
(৫৪৮৯) কল্যাণমূলক ভূগোলে যে প্রকার চিন্তাধারা দেখা যায় —
(A) বিশ্লেষণমূলক (B) পরীক্ষামূলক
(C) বর্ণনামূলক (D) A ও B উভয়ই
উত্তর : (C) বর্ণনামূলক।
(৫৪৯০) ‘A Perspective of Welfare Economics’ (১৯৭৩) গ্রন্থটি রচনা করেন —
(A) এস. কে. নাথ (B) ডি. এম. স্মিথ
(C) ডি. এল. জর্জ (D) জে. কে. জিফ
উত্তর: (A) এস. কে. নাথ।
(৫৪৯১) মানব উন্নয়নের ৪ টি স্তম্ভ হল —
(A) Equity-Inclusion-Productivity-Empo werment (B) Equality-Productivity-Emp owerment-Sustainability
(C) Equity-Gender-Inclusion-Productivity (D) Equality-Equity-Inclusion-Sustainability
উত্তর: (B) Equality-Productivity-Empow erment-Sustainability।
(৫৪৯২) ‘The Economics of Welfare’ (১৯২০) রচনা করেন —
(A) ডেভিড লয়েড জর্জ (B) উইলিয়াম টেম্পেল
(C) আর্থার সেসিল পিগু (D) হারম্যান ড্যানি
উত্তর: (C) আর্থার সেসিল পিগু।
(৫৪৯৩) Gross Domestic Product (GDP) ধারণাটি দিয়েছিলেন —
(A) ডেভিড মার্শাল স্মিথ (B) আলফ্রেড ওয়েবার
(C) ডেভিড লয়েড জর্জ (D) সাইমন কুজনেৎস
উত্তর: (D) সাইমন কুজনেৎস।
(৫৪৯৪) সাইমন কুজনেৎস (Simon Kuznets) যে সালে Gross Domestic Product (GDP) ধারণাটি দিয়েছিলেন —
(A) ১৯৩৩ (B) ১৯৩৪
(C) ১৯৩৫ (D) ১৯৩৬
উত্তর: (B) ১৯৩৪।
(৫৪৯৫) ‘Vicious Circle of Poverty’ (১৯৫৩) দিয়েছিলেন —
(A) ডেভিড হার্ভে (B) আলফ্রেড ওয়েবার
(C) রাগনার নুর্কসে (D) পিটার গোল্ড
উত্তর : (C) রাগনার নুর্কসে।
(৫৪৯৬) মানব উন্নয়ন সূচক (HDI) -এর সর্বোচ্চ মান হল —
(A) ১ (B) ২
(C) ৩ (D) ৪
উত্তর : (A) ১।
(৫৪৯৭) রাষ্ট্রসংঘ কর্তৃক Gender Empowerment Measure (GEM) চালু হয় যে সালে —
(A) ১৯৯৪ (B) ১৯৯৫
(C) ১৯৯৬ (D) ১৯৯৭
উত্তর : (B) ১৯৯৫।
(৫৪৯৮) ‘Goal Post’ শব্দবন্ধটি যে বিষয়ের সাথে সম্পর্কিত —
(A) সাংস্কৃতিক উন্নয়ন (B) সামাজিক উন্নয়ন
(C) মানব উন্নয়ন (D) আর্থিক উন্নয়ন
উত্তর : (C) মানব উন্নয়ন।
(৫৪৯৯) রাষ্ট্রসংঘ কর্তৃক Multidimensional Poverty Index (MPI) চালু হয় যে সালে —
(A) ২০০৯ (B) ২০১০
(C) ২০১১ (D) ২০১২
উত্তর : (B) ২০১০।
(৫৫০০) UNDP কর্তৃক প্রকাশিত ২০২৫-মানব উন্নয়ন প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে বিশ্বের যে দেশ প্রথম স্থানে রয়েছে —
(A) নরওয়ে (B) আইসল্যান্ড
(C) ডেনমার্ক (D) জার্মানি
উত্তর : (B) আইসল্যান্ড।
(WBSSC SLST GEOGRAPHY PART-110)
SSC Upper Primary TET Social Studies (Bengali Version)