Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC - SLST

WBSSC SLST GEOGRAPHY PART-109

WBSSC SLST GEOGRAPHY PART-109

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৯ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-109) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC SLST GEOGRAPHY PART-109

(৫৪০১) দৈশিক বিশ্লেষণে যে প্রকার দূরত্ব ‘City Block Distance’ নামে পরিচিত —
(A) Manhattan Distance (B) Cost Distance
(C) Euclidean Distance (D) Network Distance
উত্তর : (A) Manhattan Distance।

(৫৪০২) দৈশিক বিশ্লেষণে যে প্রকার দূরত্ব সবচেয়ে নিখুঁত ভ্রমণ দূরত্ব নির্দেশ করে —
(A) Manhattan Distance (B) Cost Distance
(C) Euclidean Distance (D) Network Distance
উত্তর : (D) Network Distance।

(৫৪০৩) বক্রাকার ভূপৃষ্ঠে দুই স্থানের মধ্যেকার সংক্ষিপ্ততম দূরত্ব নির্দেশ করে —
(A) Manhattan Distance (B) Cost Distance
(C) Euclidean Distance (D) Geodesic Distance
উত্তর : (D) Geodesic Distance।

(৫৪০৪) Nearest Neighbour Analysis -তে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল —
(A) অবস্থান (B) দূরত্ব
(C) তল (D) বিন্দু
উত্তর : (B) দূরত্ব।

(৫৪০৫) দৈশিক আন্তঃক্রিয়া যে প্রকৃতির ক্রিয়া —
(A) স্থিতিশীল (B) গতিশীল
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (B) গতিশীল।

(৫৪০৬) দৈশিক আন্তঃক্রিয়া (Spatial Interaction) -এর উদাহরণ হল —
(A) বাণিজ্য (B) পরিযান
(C) পর্যটন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪০৭) দৈশিক আন্তঃক্রিয়া (Spatial Interaction) -এর একটি মডেল হল —
(A) Gravity Model (B) Potential Model
(C) Retail Model (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪০৮) ‘Gravity Model of Trade’ (১৯৫৪) দিয়েছিলেন —
(A) ওয়াল্টার ইসার্ড (B) জন কুইন্সি স্টুয়ার্ট
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) রিচার্ড চোরলে
উত্তর : (A) ওয়াল্টার ইসার্ড।

(৫৪০৯) ‘Demographic Gravitation’ (১৯৪৮) -এর ধারণা দিয়েছিলেন —
(A) ওয়াল্টার ইসার্ড (B) জন কুইন্সি স্টুয়ার্ট
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) রিচার্ড চোরলে
উত্তর : (B) জন কুইন্সি স্টুয়ার্ট।

(৫৪১০) ‘Law of Retail Gravitation’ (১৯৩১) দিয়েছিলেন —
(A) ওয়াল্টার ইসার্ড (B) জন কুইন্সি স্টুয়ার্ট
(C) উইলিয়াম জে. রেইলি (D) রিচার্ড চোরলে
উত্তর : (C) উইলিয়াম জে. রেইলি।

(৫৪১১) স্থানিক সংগঠন (Spatial Organization) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (D) ৫ প্রকার।

(৫৪১২) স্থানিক সংগঠন (Spatial Organization) -এর গুরুত্বপূর্ণ উপাদান হল —
(A) Spatial Data (B) Spatial Relationship
(C) Spatial Pattern (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪১৩) স্থানিক তথ্য (Spatial Data) বলতে বোঝায় ভৌগোলিক বৈশিষ্ট্যের —
(A) অবস্থান (B) আকৃতি
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।

(৫৪১৪) স্থানিক সম্পর্ক (Spatial Relationship) বলতে বোঝায় —
(A) নৈকট্য (B) সংযোজতা
(C) সংলগ্নতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪১৫) স্থানিক নকশা (Spatial Pattern) বলতে বোঝায় —
(A) গুচ্ছবদ্ধকরণ (B) বিচ্ছুরণ
(C) প্রান্তিককরণ (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪১৬) এক বা একাধিক সমধর্মী বৈশিষ্ট্যযুক্ত প্রাকৃতিক বা সামাজিক দৈশিক একককে বলে —
(A) দেশ (B) দূরত্ব
(C) স্থান (D) অঞ্চল
উত্তর : (D) অঞ্চল।

(৫৪১৭) ‘অঞ্চল (Region) হল এমন এক এলাকা, যাকে কোনো নির্দিষ্ট পরিচয়ে অন্য কোনো এলাকা থেকে বৈশিষ্ট্যের দিক থেকে পৃথক করা যায়’ – বলেছেন —
(A) ডেভিড গ্রিগ (B) পিটার গোল্ড
(C) রিচার্ড চোরলে (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) ডেভিড গ্রিগ।

(৫৪১৮) ‘অঞ্চল হল ভূগোলের অন্যতম শ্রেণীর ধারণা, যা ভৌগোলিক অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে ব্যাখ্যামূলক ও পদ্ধতিগত ভূমিকা পালন করে’ – বলেছেন —
(A) ডেভিড গ্রিগ (B) পিটার গোল্ড
(C) রিচার্ড চোরলে (D) ডেভিড হার্ভে
উত্তর : (D) ডেভিড হার্ভে।

(৫৪১৯) ‘অঞ্চল হল পৃথিবীর দৈশিক পরিসরের একটি পৃথক খন্ডিত অংশ’ – বলেছেন —
(A) ডেভিড গ্রিগ (B) ডারওয়েন্ট হুইটলসি
(C) রিচার্ড চোরলে (D) ইমানুয়েল কান্ট
উত্তর : (B) ডারওয়েন্ট হুইটলসি।

(৫৪২০) একটি অঞ্চল যেসব উপাদান দ্বারা গঠিত হয়, সেগুলি হল —
(A) ক্ষেত্রগত বিস্তৃতি ও অবস্থান (B) সীমরেখা ও সাম্যতা
(C) সংগঠন (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪২১) অঞ্চলের গাঠনিক ধারণাতে নিম্নতম পর্যায় হল —
(A) প্রতিবেশী (B) গোষ্ঠী
(C) অঞ্চল (D) দেশ
উত্তর : (A) প্রতিবেশী।

(৫৪২২) অঞ্চলের গাঠনিক ধারণাতে উচ্চতম পর্যায় হল —
(A) প্রতিবেশী (B) গোষ্ঠী
(C) অঞ্চল (D) দেশ
উত্তর : (C) অঞ্চল।

(৫৪২৩) কোনো অঞ্চলের প্রধান গাঠনিক অংশ হল —
(A) কেন্দ্র (B) বলয়
(C) এলাকা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪২৪) ভূগোলে অঞ্চল (Region) প্রধানত —
(A) ২ প্রকার (B) ৩ প্রকার
(C) ৪ প্রকার (D) ৫ প্রকার
উত্তর : (B) ৩ প্রকার।

(৫৪২৫) ভূগোলে প্রধান ৩ প্রকার অঞ্চল হল —
(A) বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল ও তাত্ত্বিক অঞ্চল (B) বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল, সামাজিক অঞ্চল
(C) বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল (D) বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল
উত্তর : (A) বাহ্যিক অঞ্চল, ক্রিয়ামূলক অঞ্চল ও তাত্ত্বিক অঞ্চল।

(WBSSC SLST GEOGRAPHY PART-109)

(৫৪২৬) ‘Geography is a study of region which includes knowledge of areas of the earth as they differ from each other’ – বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) রিচার্ড হার্টশোর্ন
(C) ডাডলি স্ট্যাম্প (D) পিটার হ্যাগেট
উত্তর : (A) আলফ্রেড হেটনার।

(৫৪২৭) ‘Region are descreptive tools, define according to a particular criterion (agriculture, climate, industrial etc.) for a particular purpose so that there are as many regions’ – বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) রিচার্ড হার্টশোর্ন
(C) ডাডলি স্ট্যাম্প (D) পিটার হ্যাগেট
উত্তর : (B) রিচার্ড হার্টশোর্ন।

(৫৪২৮) ‘Region is any large tract of land, more or less defined especially by certain natural features’ – বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) রিচার্ড হার্টশোর্ন
(C) ডাডলি স্ট্যাম্প (D) পিটার হ্যাগেট
উত্তর : (C) ডাডলি স্ট্যাম্প।

(৫৪২৯) ‘A region is any tract of the earth’s surface with chara cteristies either natural or manmade, that markes it different from areas tho surround it’ – বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) রিচার্ড হার্টশোর্ন
(C) ডাডলি স্ট্যাম্প (D) পিটার হ্যাগেট
উত্তর : (D) পিটার হ্যাগেট।

(৫৪৩০) ‘Region is a complex of land, water, air, plant, animal and man regarded in the spatial relationship as together constituting a definite portion of the earth’s surface’ – বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) রিচার্ড হার্টশোর্ন
(C) ডাডলি স্ট্যাম্প (D) অ্যান্ড্রু জন হার্বার্টসন
উত্তর : (D) অ্যান্ড্রু জন হার্বার্টসন।

(৫৪৩১) অঞ্চল (Region) -এর বৈশিষ্ট্য হল —
(A) পারস্পরিক নির্ভরশীলতা (B) নির্দিষ্ট সীমানা
(C) অবস্থান ও সমধর্মীতা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪৩২) অঞ্চলের ধারণাতে বস্তুভিত্তিক দৃষ্টিভঙ্গি (Objective View) -এর একজন সমর্থক হলেন —
(A) অ্যান্ড্রু জন হার্বার্টসন (B) রিচার্ড হার্টশোর্ন
(C) A ও B উভয়ই (D) কেউই নন
উত্তর : (A) অ্যান্ড্রু জন হার্বার্টসন।

(৫৪৩৩) অঞ্চলের ধারণাতে বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গি (Subjective View) -এর একজন সমর্থক হলেন —
(A) অ্যান্ড্রু জন হার্বার্টসন (B) রিচার্ড হার্টশোর্ন
(C) A ও B উভয়ই (D) কেউই নন
উত্তর : (B) রিচার্ড হার্টশোর্ন।

(৫৪৩৪) কোনো ভৌগোলিক বিষয় বা বিষয়সমূহের সম্মিলিত অবস্থার ভিত্তিতে এক বা একাধিক সমগুণসম্পন্ন অঞ্চলকে বলে —
(A) সমসত্ত্ব অঞ্চল (B) রীতিসিদ্ধ অঞ্চল
(C) বাহ্যিক অঞ্চল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪৩৫) একটি সমসত্ত্ব অঞ্চল বা রীতিসিদ্ধ অঞ্চল বা বাহ্যিক অঞ্চল (Homogenous Region / Uniform Region / Formal Region) গঠনের নির্ণায়ক উপাদান হল —
(A) জলবায়ু (B) স্বাভাবিক উদ্ভিদ
(C) মৃত্তিকা (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪৩৬) একটি সমসত্ত্ব অঞ্চল বা রীতিসিদ্ধ অঞ্চল বা বাহ্যিক অঞ্চল (Homogenous Region / Uniform Region / Formal Region) -এর উদাহরণ হল —
(A) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল (B) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
(C) স্টেপ তৃণভূমি অঞ্চল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪৩৭) বিভিন্ন কার্যভিত্তিক পারস্পরিক সম্পর্কযুক্ত অনেকগুলি এলাকার একত্রিত রূপে সহাবস্থানকে বলে —
(A) ক্রিয়ামূলক অঞ্চল (B) গ্রন্থি অঞ্চল
(C) অসমসত্ত্ব অঞ্চল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪৩৮) একটি ক্রিয়ামূলক অঞ্চল বা গ্রন্থি অঞ্চল বা অসমসত্ত্ব অঞ্চল (Functional Region / Nodal Region / Heterogeneous Region) গঠনের নির্ণায়ক উপাদান হল —
(A) পরিবহন (B) যোগাযোগ
(C) জলবায়ু (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৩৯) একটি ক্রিয়ামূলক অঞ্চল বা গ্রন্থি অঞ্চল বা অসমসত্ত্ব অঞ্চল (Functional Region / Nodal Region / Heterogeneous Region) -এর উদাহরণ হল —
(A) কলকাতা মহানগর অঞ্চল (B) হলদিয়া শিল্পাঞ্চল
(C) ক্রান্তীয় মৌসুমি অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৪০) কোনো অঞ্চলের জনগোষ্ঠী ও সমাজ যখন আদর্শগতভাবে একই ঐতিহাসিক, ভৌগোলিক ও সামাজিক অবস্থানের ভিত্তিতে নিজেদের মধ্যে একইরকম আদর্শ, শনাক্তকরণ বৈশিষ্ট্য ও আগ্রহ নিয়ে সহাবস্থান করে, তখন সেই অঞ্চলকে বলে —
(A) তাত্ত্বিক অঞ্চল (B) স্থানীয় অঞ্চল
(C) বাহ্যিক অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৪১) একটি তাত্ত্বিক অঞ্চল বা স্থানীয় অঞ্চল (Perceptual Region / Vernacular Region) গঠনের নির্ণায়ক উপাদান হল —
(A) ভাষা (B) সংস্কৃতি
(C) মৃত্তিকা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৪২) একটি তাত্ত্বিক অঞ্চল বা স্থানীয় অঞ্চল (Perceptual Region / Vernacular Region) -এর উদাহরণ হল —
(A) ভাষাগত অঞ্চল (B) জলবায়ু অঞ্চল
(C) পরিবহন অঞ্চল (D) উপরের সবকটিই
উত্তর : (A) ভাষাগত অঞ্চল।

(৫৪৪৩) বিশেষ উদ্দেশ্যে, সাময়িক ভাবে গঠিত অঞ্চলকে বলে —
(A) Formal Region (B) Ad Hoc Region
(C) Functional Region (D) A ও B উভয়ই
উত্তর : (B) Ad Hoc Region।

(৫৪৪৪) একটি সাময়িক অঞ্চল (Ad Hoc Region) -এর উদাহরণ হল —
(A) জল সম্পদ অঞ্চল (B) নদী উপত্যকা অঞ্চল
(C) জলবায়ু অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৪৫) একটি একক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল (Single Feature Region) -এর উদাহরণ হল —
(A) মরুস্থলী অঞ্চল (B) কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল
(C) হলদিয়া শিল্পাঞ্চল (D) উপরের সবকটিই
উত্তর : (D) উপরের সবকটিই।

(৫৪৪৬) একটি প্রাকৃতিক অঞ্চল (Natural Region) -এর উদাহরণ হল —
(A) কাশ্মীর উপত্যকা অঞ্চল (B) সুন্দরবন অঞ্চল
(C) আসানসোল শিল্পাঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৪৭) একটি অর্থনৈতিক অঞ্চল (Economic Region) -এর উদাহরণ হল —
(A) কাশ্মীর উপত্যকা অঞ্চল (B) সুন্দরবন অঞ্চল
(C) আসানসোল শিল্পাঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (C) আসানসোল শিল্পাঞ্চল।

(৫৪৪৮) একটি সাংস্কৃতিক অঞ্চল (Cultural Region) -এর উদাহরণ হল —
(A) লাতিন আমেরিকা (B) মধ্যপ্রাচ্য
(C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়
উত্তর : (C) A ও B উভয়ই।

(৫৪৪৯) একটি বহু বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল (Multiple Feature Region) -এর উদহরণ হল —
(A) ভারতের ছোটোনাগপুর অঞ্চল (B) মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল
(C) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(৫৪৫০) কোনো অঞ্চল যখন প্রাকৃতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক বা জৈব উপাদানের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত হয়, তখন তাকে —
(A) সহযোগী বিন্যাস অঞ্চল (B) Compage Region
(C) ক্রিয়ামূলক অঞ্চল (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।

(WBSSC SLST GEOGRAPHY PART-109)

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC SLST GEOGRAPHY PART-108

One thought on “WBSSC SLST GEOGRAPHY PART-109

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!