WBSSC SLST GEOGRAPHY PART-107
WBSSC SLST GEOGRAPHY PART-107
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) -এর স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) -এর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক/শিক্ষিকা নিয়োগের জন্য প্রদত্ত ভূগোল (IX-X & XI-XII) -এর পাঠ্যসূচি অনুসারে পর্ব-১০৭ -তে (WBSSC SLST GEOGRAPHY PART-107) ৫০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।
(৫৩০১) চোরলে ও কেনেডির মতে, যে প্রণালীতে ঋণাত্মক প্রত্যুত্তর ধারণা সহ প্রণালীর কার্যকারণ ব্যখ্যা করা হয়, সেই প্রণালীকে বলে —
(A) Morphological System (B) Cascading System
(C) Process-Response System (D) Control System
উত্তর : (D) Control System।
(৫৩০২) ‘নির্দিষ্ট এলাকার প্রতি লক্ষ্য না দিয়ে ভূগোলের অন্তর্গত যেসব বিষয়, তাদের ব্যাখ্যাই হল প্রণালীবদ্ধ ভূগোল’ – বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) কার্ল রিটার
(C) প্রেস্টন জেমস (D) রিচার্ড চোরলে
উত্তর : (C) প্রেস্টন জেমস।
(৫৩০৩) প্রণালীবদ্ধ ভূগোল (Systematic Geography) -এর একজন প্রবক্তা হলেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) উইলিয়াম বাঙ্গে
(C) রিচার্ড হার্টশোর্ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩০৪) ভূগোলে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির সূচনা ঘটান —
(A) আলেকজান্ডার ফন হামবোল্ড (B) ফার্ডিনান্ড ফন রিকথোফেন
(C) আলফ্রেড হেটনার (D) ফ্রেড কার্ট স্কীফার
উত্তর : (A) আলেকজান্ডার ফন হামবোল্ড।
(৫৩০৫) ভৌগোলিক চিন্তাধারাতে প্রণালী সমীক্ষাকে ‘স্বল্পকালীন বিক্ষেপ’ বলেছেন —
(A) আলফ্রেড হেটনার (B) উইলিয়াম বাঙ্গে
(C) মাইকেল চিজম (D) প্রেস্টন জেমস
উত্তর : (C) মাইকেল চিজম।
(৫৩০৬) ভূগোলে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির সূচনা হয় যে দেশে —
(A) ব্রিটেন (B) জার্মানি
(C) ফ্রান্স (D) রাশিয়া
উত্তর : (B) জার্মানি।
(৫৩০৭) প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গিতে ‘Spatial Structure of the Economy’ (১৯৫৯) রচনা করেন —
(A) উইলিয়াম গ্যারিসন (B) আলফ্রেড হেটনার
(C) উইলিয়াম বাঙ্গে (D) ডেভিড হার্ভে
উত্তর : (A) উইলিয়াম গ্যারিসন।
(৫৩০৮) ভূগোলে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি সর্বাধিক জনপ্রিয় হয় যে দেশে —
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র (B) ফ্রান্স
(C) ব্রিটেন (D) দক্ষিণ আফ্রিকা
উত্তর : (A) আমেরিকা যুক্তরাষ্ট্র।
(৫৩০৯) ‘Geographia Generalis’ (১৬৫০) গ্রন্থ রচনা করেন —
(A) বার্নহার্ডাস ভ্যারেনিয়াস (B) আলফ্রেড হেটনার
(C) ফ্রেড কার্ট স্কীফার (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (A) বার্নহার্ডাস ভ্যারেনিয়াস।
(৫৩১০) ‘Geography as a Fundamental Research Discipline’ (১৯৫৮) রচনা করেন —
(A) বার্নহার্ডাস ভ্যারেনিয়াস (B) আলফ্রেড হেটনার
(C) এডওয়ার্ড অ্যাকারম্যান (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (C) এডওয়ার্ড অ্যাকারম্যান।
(৫৩১১) প্রণালীবদ্ধ ভূগোল অপর যে নামে পরিচিত —
(A) সামাজিক ভূগোল (B) বিষয়গত ভূগোল
(C) ব্যবহারিক ভূগোল (D) ফলিত ভূগোল
উত্তর : (B) বিষয়গত ভূগোল।
(৫৩১২) কোনো ভৌগোলিক বিষয়ের দৈশিক বন্টন ব্যাখ্যা করে —
(A) আঞ্চলিক ভূগোল (B) মূলক ভূগোল
(C) প্রণালীবদ্ধ ভূগোল (D) সামাজিক ভূগোল
উত্তর : (C) প্রণালীবদ্ধ ভূগোল।
(৫৩১৩) প্রণালীবদ্ধ ভূগোলের লক্ষ্য হল —
(A) সাধারণীকরণ (B) তত্ত্ব গঠন
(C) আঞ্চলিকীকরণ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩১৪) প্রণালীবদ্ধ ভূগোলের ঠিক বিপরীত ভৌগোলিক চিন্তাধারা হল —
(A) সামাজিক ভূগোল (B) সাংস্কৃতিক ভূগোল
(C) আঞ্চলিক ভূগোল (D) মূলক ভূগোল
উত্তর : (C) আঞ্চলিক ভূগোল।
(৫৩১৫) ভূগোলে প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গির একজন সমালোচক হলেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) আলেকজান্ডার ফন হামবোল্ড
(C) রিচার্ড হার্টশোর্ন (D) উইলিয়াম বাঙ্গে
উত্তর : (C) রিচার্ড হার্টশোর্ন।
দেশের ধারণা — অবস্থান, দূরত্ব, আন্তঃক্রিয়া, সংগঠন, অঞ্চল (Concept of Space — Points, Distances, Interactions, Organization, Regions) [XI-XII]
(৫৩১৬) ‘দেশ (Space) হল বস্তুর অস্তিত্বের যুক্তিসঙ্গত অবস্থা’ – বলেছেন —
(A) অ্যারিস্টটল (B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (A) অ্যারিস্টটল।
(৫৩১৭) ‘দেশ হল একটি বৈষয়িক বাস্তবতা’ – বলেছেন —
(A) অ্যারিস্টটল (B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (B) আইজ্যাক নিউটন।
(৫৩১৮) ‘দেশ হল ইন্দ্রিয়গ্রাহ্য একটি মৌলিক আকার, যা অভিজ্ঞতা প্রসূত’ – বলেছেন —
(A) অ্যারিস্টটল (B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (C) ইমানুয়েল কান্ট।
(৫৩১৯) ভূগোলকে বিষয় সমূহের বন্টনের বিজ্ঞানের পরিবর্তে ক্ষেত্রবহুত্ব বিজ্ঞান (Chorology) বলেছেন —
(A) অ্যারিস্টটল (B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (D) রিচার্ড হার্টশোর্ন।
(৫৩২০) ভূগোলে দৈশিক সম্পর্ক হল মূল আলোচ্য বস্তু, অন্য কিছু নয়’ – বলেছেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) আইজ্যাক নিউটন
(C) ইমানুয়েল কান্ট (D) রিচার্ড হার্টশোর্ন
উত্তর : (A) ফ্রেড কার্ট স্কীফার।
(৫৩২১) ‘দৈশিক মাত্রিকতায় সজ্জিত ঘটনাবলীর সমীক্ষাই ভূগোলের অন্তর্গত মূল বিষয়’ – বলেছেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) ডেভিড হার্ভে
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৫৩২২) ‘ভূগোলের মূল সংগঠিত ধারণা হল দেশ’ – বলেছেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) ডেভিড হার্ভে
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (C) ডারওয়েন্ট হুইটলসি।
(৫৩২৩) ‘ভূগোল শাস্ত্র আলোচনার একটি সুষ্ঠু উপায় হল কোনো ভৌগোলিক বিষয়ের দৈশিক বন্টন আলোচনা করা’ – বলেছেন —
(A) ফ্রেড কার্ট স্কীফার (B) ডেভিড হার্ভে
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (D) জন নিস্টুয়েন।
(৫৩২৪) ‘দৈশিক বিজ্ঞান হিসাবে ভূগোল দেশের যুক্তিকে (জ্যামিতি) এক তীক্ষ্ণ হাতিয়ার হিসাবে খুঁজে পেয়েছে’ – বলেছেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) জেমস এ. পুলার
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (A) উইলিয়াম বাঙ্গে।
(৫৩২৫) ‘আধুনিক ভূগোলের বিষয়বস্তুর সমীক্ষার সর্বজনগ্রাহ্য ঐতিহ্য হল দেশের ধারণা’ – বলেছেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) জেমস এ. পুলার
(C) ডারওয়েন্ট হুইটলসি (D) জন নিস্টুয়েন
উত্তর : (B) জেমস এ. পুলার।
(WBSSC SLST GEOGRAPHY PART-107)
(৫৩২৬) ভূগোলের দেশের ধারণা গুরুত্ব লাভ করে যে দশকে —
(A) ১৯৩০ ও ১৯৪০ -এর দশক (B) ১৯৪০ ও ১৯৫০ -এর দশক
(C) ১৯৫০ ও ১৯৬০ -এর দশক (D) ১৯৬০ ও ১৯৭০ -এর দশক
উত্তর : (B) ১৯৪০ ও ১৯৫০ -এর দশক।
(৫৩২৭) ভূগোলে দেশের ধারণাকে সুপ্রতিষ্ঠিত করেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ফ্রেড কার্ট স্কীফার
(C) রিচার্ড হার্টশোর্ন (D) আলফ্রেড হেটনার
উত্তর : (B) ফ্রেড কার্ট স্কীফার।
(৫৩২৮) ‘ভৌগোলিকদের উচিত দৈশিক বিজ্ঞানী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা’ – বলেছেন —
(A) উইলিয়াম বাঙ্গে (B) ফ্রেড কার্ট স্কীফার
(C) রিচার্ড হার্টশোর্ন (D) আলফ্রেড হেটনার
উত্তর : (B) ফ্রেড কার্ট স্কীফার।
(৫৩২৯) ভূগোলে যে দেশ প্রাকৃতিক, বাস্তবিক ও স্পষ্ট এক বিষয়, যাকে অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করা যায়, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) নমনীয় দেশ (D) সাম্বন্ধিক দেশ
উত্তর : (A) নিরপেক্ষ দেশ।
(৫৩৩০) ‘নিরপেক্ষ দেশ (Absolute Space) হল নিজেই একটি বস্তু, যার মধ্যে প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি বর্তমান’ – বলেছেন —
(A) ডেভিড হার্ভে (B) পিটার গোল্ড
(C) পিটার হ্যাগেট (D) রিচার্ড পিট
উত্তর : (A) ডেভিড হার্ভে।
(৫৩৩১) ভূগোলে যে দেশ বাস্তব অস্তিত্বহীন ও বিমূর্ত, সময় ও প্রক্রিয়ার দ্বারা সীমায়িত এবং মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) নমনীয় দেশ (D) সাম্বন্ধিক দেশ
উত্তর : (B) আপেক্ষিক দেশ।
(৫৩৩২) ‘আপেক্ষিক দেশ (Relative Space) ঘটনাবলীর মধ্যে সংঘটিত সম্পর্ক বা কোনো ঘটনার অংশবিশেষ, যা সময় ও প্রক্রিয়ার দ্বারা সীমায়িত’ – বলেছেন —
(A) ডেভিড হার্ভে (B) রিচার্ড চোরলে
(C) ডেরেক গ্রেগরি (D) গিবসন গ্রাহাম
উত্তর : (C) ডেরেক গ্রেগরি।
(৫৩৩৩) ‘আপেক্ষিক দেশের ধারণা কোনো দল বা সমষ্টির অন্তর্গত কোনো বিষয়, যেখানে দল বা সমষ্টির উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে’ – বলেছেন —
(A) ডেরেক গ্রেগরি (B) গিবসন গ্রাহাম
(C) অ্যান্থোনি গ্যাট্রেল (D) ডেভিড হার্ভে
উত্তর : (C) অ্যান্থোনি গ্যাট্রেল।
(৫৩৩৪) ‘আপেক্ষিক দেশ হল বস্তুসমূহের অভ্যন্তরীণ শক্তিক্ষেত্র দ্বারা নিরবিচ্ছিন্নভাবে চালিত একটি পরিবর্তনশীল অবস্থা’ – বলেছেন —
(A) ডেরেক গ্রেগরি (B) গিবসন গ্রাহাম
(C) অ্যান্থোনি গ্যাট্রেল (D) ডেভিড হার্ভে
উত্তর : (B) গিবসন গ্রাহাম।
(৫৩৩৫) একটি আপেক্ষিক দেশের উদাহরণ হল —
(A) সময়সূচক দেশ (B) অর্থনৈতিক দেশ
(C) নিরপেক্ষ দেশ (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৩৬) মানবীয় ও সামাজিক ভূগোলের প্রেক্ষাপটে সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রকার সম্পর্কের ভিত্তিতে যে দেশ গড়ে ওঠে, তাকে বলে —
(A) সময়সূচক দেশ (B) অর্থনৈতিক দেশ
(C) নিরপেক্ষ দেশ (D) A ও B উভয়ই
উত্তর : (A) সময়সূচক দেশ।
(৫৩৩৭) পারিপার্শ্বিক স্থানের তুলনায় অর্থনৈতিক ক্রিয়াকলাপের একতা রেখে যখন একই পরিবহন ব্যয়যুক্ত অঞ্চল গঠন করা হয়, তখন তাকে বলে —
(A) সময়সূচক দেশ (B) অর্থনৈতিক দেশ
(C) নিরপেক্ষ দেশ (D) A ও B উভয়ই
উত্তর : (B) অর্থনৈতিক দেশ।
(৫৩৩৮) ভূগোলে যে দেশ প্রকৃতিগতভাবে পরিবর্তনশীল ও প্রকৃত আপেক্ষিক অর্থাৎ যে দেশের আকার ও আকৃতি সতত পরিবর্তনশীল, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) নমনীয় দেশ (D) সাম্বন্ধিক দেশ
উত্তর : (C) নমনীয় দেশ।
(৫৩৩৯) নমনীয় দেশ (Plastic Space) -এর ধারণা প্রথম দিয়েছিলেন —
(A) পিপ ফোরার (B) ডেভিড হার্ভে
(C) পিটার গোল্ড (D) রিচার্ড পিট
উত্তর : (A) পিপ ফোরার।
(৫৩৪০) ভূগোলে যে দেশ প্রকৃতপক্ষে বস্তুর মধ্যে আধারিত, অর্থাৎ একটি বস্তু বা বিষয়ের অস্তিত্বের অভ্যন্তরে নিহিত রয়েছে অন্য বস্তু বা বিষয়ের সম্পর্ক, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ (B) আপেক্ষিক দেশ
(C) নমনীয় দেশ (D) সাম্বন্ধিক দেশ
উত্তর : (D) সাম্বন্ধিক দেশ।
(৫৩৪১) সাম্বন্ধিক দেশ (Rational Space) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) পিপ ফোরার (B) ডেভিড হার্ভে
(C) পিটার গোল্ড (D) রিচার্ড পিট
উত্তর : (B) ডেভিড হার্ভে।
(৫৩৪২) ডেভিড হার্ভে ১৯৭৩ সালে যে গ্রন্থে সাম্বন্ধিক দেশ (Rational Space) সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন —
(A) Social Justice and the City (B) Spatial Heterogeneity
(C) The Philosophy of Social Ecology (D) The Geography of Space
উত্তর : (A) Social Justice and the City।
(৫৩৪৩) ‘The Production of Space’ ধারণা দিয়েছিলেন —
(A) পিপ ফোরার (B) হেনরি লেফেবর
(C) পিটার গোল্ড (D) রিচার্ড পিট
উত্তর : (B) হেনরি লেফেবর।
(৫৩৪৪) প্রত্যেক ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে যে নিজস্ব পরিসর রয়েছে, তাকে বলে —
(A) নিরপেক্ষ দেশ (B) সাম্বন্ধিক দেশ
(C) ব্যক্তিগত দেশ (D) আপেক্ষিক দেশ
উত্তর : (C) ব্যক্তিগত দেশ।
(৫৩৪৫) ব্যক্তিগত দেশ (Personal Space) -এর একটি বৈশিষ্ট্য হল —
(A) চলনশীল প্রকৃতি (B) সামাজিক মর্যাদাতে আয়তন হ্রাসবৃদ্ধি
(C) ব্যক্তির দৈহিক পরিসর (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৪৬) উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ভূমির ব্যবহার হল —
(A) ব্যক্তিগত দেশ (B) বস্তুগত দেশ
(C) আপেক্ষিক দেশ (D) নিরপেক্ষ দেশ
উত্তর : (B) বস্তুগত দেশ।
(৫৩৪৭) বস্তুগত দেশ (Material Space) -এর সাথে সম্পর্কিত বিষয় হল —
(A) কৃষিজ ফসল (B) শিল্পজাত দ্রব্য
(C) জনসংখ্যা (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৪৮) কোনো সম্প্রদায়ের সদস্যদের বা কোনো সমাজের অধিবাসীদের সমধর্মীবিশিষ্ট দৈশিক উপলব্ধির ফসল হল —
(A) নিরপেক্ষ দেশ (B) সাম্বন্ধিক দেশ
(C) সামাজিক দেশ (D) ব্যক্তিগত দেশ
উত্তর : (C) সামাজিক দেশ।
(৫৩৪৯) সামাজিক দেশ (Social Space) সম্পর্কে ধারণা দিয়েছিলেন —
(A) অ্যান বাটিমার (B) হেনরি লেফেবর
(C) রিচার্ড হার্টশোর্ন (D) A ও B উভয়ই
উত্তর : (D) A ও B উভয়ই।
(৫৩৫০) সামাজিক দেশ প্রধানত যে দুই প্রকার —
(A) বস্তুগত সামাজিক দেশ ও বিষয়গত সামাজিক দেশ (B) ব্যক্তিগত সামাজিক দেশ ও বিষয়গত সামাজিক দেশ
(C) বস্তুগত সামাজিক দেশ ও অর্থনৈতিক সামাজিক দেশ (D) আপেক্ষিক সামাজিক দেশ ও বিষয়গত সামাজিক দেশ
উত্তর : (A) বস্তুগত সামাজিক দেশ ও বিষয়গত সামাজিক দেশ।
(WBSSC SLST GEOGRAPHY PART-107)
Pingback: WBSSC SLST GEOGRAPHY PART-108 - ভূগোলিকা-Bhugolika